দৈনিক কারেন্ট আফফায়ার্স 30/04/2025
দৈনিক কারেন্ট আফফায়ার্স 30/04/2025 ********************* ★ 1. প্রতি বছর 30 শে এপ্রিল International Jazz Day পালিত হয় ★ 2. সমস্ত স্টেকহোল্ডারদের জন্য PRAVAAH পোর্টাল চালু করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) ★ 3. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স -এ মহিলাদের সশক্তিকরণের জন্য 'AI Kiran' লঞ্চ করলেন Kirthiga Reddy ★ 4. ভারতের 52 তম প্রধান বিচারপতি হিসেবে GB Gavai কে নিযুক্ত করলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ★ 5. 2000 কোটি টাকা আর্থিক তছরূপের মাঝে IndusInd ব্যাংকের CEO পদ থেকে ইস্তফা দিলেন Sumant Kathpalia ★ 6. বিহারের চিফ ইলেক্ট্রোরাল অফিসার হিসেবে দায়িত্ব নিলেন IAS Vinod Kumar Gunjiyal ★ 7. বাড়িতে বাড়িতে KYC পরিষেবা দিতে ভারতীয় পোস্ট এবং SBI মিউচুয়াল ফান্ড জোটবদ্ধ হলো ★ 8. MNRE মন্ত্রী প্রল্লাদ জোশী গ্রীন হাইড্রোজেন সার্টিফিকেশন স্কিম লঞ্চ করলেন ★ 9. Project Kuiper ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য আমাজন 27 টি স্যাটেলাইট লঞ্চ করলো ★ 10. জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের বিচারপতি পদে যথাক্রমে Sanjay Parihar এবং Shahzad Azeem কে নিযুক্ত করা হলো