আগামী পরীক্ষার জন্য রিজনিং প্রাকটিস সেট MCQ পর্ব - 04

 

আগামী পরীক্ষার জন্য রিজনিং প্রাকটিস সেট MCQ পর্ব - 04


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. ছয় বন্ধু পিটার, কুইন, রাচেল, শ্যাম, টিনা এবং উলেশি একটি বৃত্তাকারে বডি আছে কেন্দ্রের বিপরীতে তাকিয়ে । পিটার হলো কুইনের অবিলম্বে ডানদিকে । টিনা, পিটারের পাশে নয় । শ্যাম, যে কুইনের অবিলম্বে বামদিকে বসে আছে, উলেশির অবিলম্বে ডানদিকে বসে আছে । টিনার অবিলম্বে ডানদিকে কে বসে আছে ?
[A] কুইন
[B] উলেশি 
[C] রাচেল
[D] পিটার

2. ডিকশনারি অনুযায়ী সাজালে সঠিক ক্রম কোনটি হবে ?
1.Debate 2.Debark 3.Debar 4.Debauch 5.Debenture
[A] 1, 2, 3, 5, 4
[B] 3, 2, 1, 5, 4
[C] 1, 2, 3, 4, 5
[D] 3, 2, 1, 4, 5 

3. M × N মানে M হলো N এর মা, M + N মানে M হলো N এর বাবা, M ÷ N মানে M হলো N এর বোন, M – N মানে M হলো N এর ভাই তবে X, Y এর কে হয় যদি
X ÷ Z – A × Y হয়
[A] মায়ের বোন 
[B] বোন
[C] স্বামীর বোন 
[D] বাবার বোন

4. কোনো নিৰ্দিষ্ট কোডের ভাষায় TEACH এর কোড হয় 74, STUDY এর কোড হয় 178, তবে ওই কোডের ভাষায় NEVER এর কোড কি হবে ? 
[A] 128 
[B] 124
[C] 118
[D] 132

5. বিবৃতি অনুযায়ী কোন সিদ্ধান্তগুলি সঠিক ?
বিবৃতি : I. সমস্ত বাইসাইকেল হলো চাকা II. কিছু বাইসাইকেল হলো গাড়ি III. কিছু গাড়ি টায়ার নয় 
সিদ্ধান্ত : I. কিছু বাইসাইকেল হলো টায়ার II. কিছু চাকা গাড়ি নয় 
[A] I এবং II উভয়ই অনুসরণ করে
[B] I বা II কোনোটিই অনুসরণ করে না 
[C] কেবল I অনুসরণ করে
[D] কেবল II অনুসরণ করে

6. কোনো কোডের ভাষায় LEAVE এর কোড হয় 42, TEAM এর কোড হয় 36 । তবে একই কোডের ভাষায় OFFER এর কোড কি হবে ? 
[A] 46
[B] 48
[C] 47 
[D] 50

7. কোন দুটি চিহ্ন ইন্টারচেঞ্জ করলে প্রদত্ত সমীকরণটি সঠিক হবে ?
62 + 12 – 42 ÷ 7 × 44 = 90
[A] × এবং ÷
[B] × এবং – 
[C] × এবং +
[D] + এবং ÷

8. (?) স্থানে কোন সংখ্যাটা বসালে সিরিজটি সম্পূর্ণ হবে ?
118, 113, 108, 103, 98, 93, ?
[A] 75
[B] 88 
[C] 59 
[D] 62

9. (?) স্থানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে সিরিজটি সম্পূর্ণ করো :
DS, EN, GJ, JG, NE, ?
[A] SC
[B] RD
[C] RE
[D] SD 

10. (?) স্থানে সঠিক সংখ্যা বসিয়ে সিরিজটি সম্পূর্ণ করো : 
10, 28, 46, 64, ? , 100
[A] 85
[B] 80
[C] 90
[D] 82 

11. একটি ছক্কার দুটো অবস্থান দেখানো হলো । '8' এর বিপরীতে কোন সংখ্যা বসবে ? 
[A] 9
[B] 6
[C] 7 
[D] 5

12. যদি 17 M 18 N 55 O 5 = 46 এবং 68 M 13 N 65 O 13 = 86 হয় তবে 40 M 70 N 85 O 17 = ?
[A] 135
[B] 145
[C] 115 
[D] 150

13. (?) স্থানে সঠিক মিলযুক্ত বিকল্পটি বসাও : 
CAUSAL : ACUSLA :: DEBATE : EDBAET :: EFFORT : ?
[A] FEOFTR
[B] TROFFE
[C] FEFOTR 
[D] FFETRO

14. ফাঁকা স্থানে সঠিক বর্ণ বসিয়ে সিরিজ সম্পূর্ণ করো : 
gghhiijjggh___iijjgghh___ ___ jjgghhiijjgghhiijjgg ___ hiijj
[A] ghij
[B] hihi
[C] gghh
[D] hiih 

15. পাঁচ বন্ধু প্রিয়া, রাহুল, সুরেশ, টিনা এবং বরুণ একটি বৃত্তাকার টেবিলে বসে আছে কেন্দ্রের দিকে চেয়ে । বরুণ, যে রাহুলের অবিলম্বে বামদিকে আছে, সে টিনার ডানদিকে দ্বিতীয় স্থানে বসে আছে । সুরেশ, বরুণের পাশে বসে নেই । রাহুলের বামদিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে ?
[A] প্রিয়া 
[B] টিনা
[C] সুরেশ
[D] বরুণ 
 
16. (?) স্থানে সঠিক মিলযুক্ত বিকল্পটি বসাও : 
ELECTRON : TRONCELE :: FUNCTION : TIONCNUF :: CLUSTERS : ?
[A] TERSSUCL
[B] TRESSULC
[C] TERSSULC 
[D] TERSUSLC

















Answers and Solutions ::