আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 108 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 108 (MCQ)

***********************

1. কোন আইনের বিরুদ্ধে গান্ধীজী জনগণকে 6 ই এপ্রিল, 1919 তারিখটিতে অহিংসা দিবস পালন করতে বলেন ?
[A] চার্টার এক্ট, 1813
[B] রাওলাট এক্ট 
[C] আর্মস এক্ট
[D] ভারণাকুলার প্রেস এক্ট

Ans : (B)

*এই আইনটি 1919 সালের মার্চ মাসে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল দ্বারা পাস করা হয়েছিল যা তাদের কোনো বিচার ছাড়াই যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষমতা দেয়। এই আইনটি বাতিল করার জন্য, গান্ধী এবং অন্যান্য নেতারা এই নিয়মের প্রতি ভারতীয়দের আপত্তি দেখানোর জন্য হরতাল (কাজ স্থগিতকরণ) আহ্বান করেন, যাকে রাওলাট সত্যাগ্রহ বলা হয়।

2. NBFC -র দ্বারা নিম্নের কোনটি সম্পন্ন হয় না ?
[A] লোন প্রদান
[B] বিনিয়োগ
[C] ডিমান্ড ডিপোজিট গ্রহণ 
[D] শেয়ার অধিগ্রহণ

Ans : (C)

*Non-Banking Financial Company (NBFC) is a company registered under the Companies Act, 1956

3. ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন সালে প্রতিষ্ঠালাভ করে ?
[A] 1935 
[B] 1947
[C] 1950
[D] 1919

Ans : (A)

1949 সালের 1 জানুয়ারিতে আরবিআই জাতীয়করণ করা হয়।
শক্তিকান্ত দাস 12 ডিসেম্বর 2018 থেকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পঁচিশতম গভর্নর। স্যার সিডি দেশমুখ ছিলেন প্রথম ভারতীয় যিনি গভর্নর এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন

4. নিম্নের কোনটি মনুষ্য-সৃষ্ট ফাইবারের একটি উদাহরণ ?
[A] রেয়ন 
[B] সিল্ক
[C] লিনেন
[D] জুট

Ans : (A)

5. নিম্নের কোনটির উদ্দেশ্যে ন্যাশনাল টেকনোলজি দিবস উদযাপন করা হয় ?
[A] অপারেশন মেঘদূত
[B] অপারেশন ব্লু স্টার
[C] মঙ্গলযান
[D] পোখরান II 

Ans : (D)

পোখরান-২ ( অপারেশন শক্তি ) হল ভারত কর্তৃক 1998 সালের মে মাসে পরিচালিত পাঁচটি পারমাণবিক অস্ত্র পরীক্ষার একটি সিরিজ। রাজস্থানে ভারতীয় সেনাবাহিনীর পোখরান টেস্ট রেঞ্জে বোমা বিস্ফোরিত হয় । এটি ছিল ভারতের দ্বারা পরিচালিত পারমাণবিক পরীক্ষার দ্বিতীয় দৃষ্টান্ত, প্রথম পরীক্ষা, কোড-নাম স্মাইলিং বুদ্ধ , 1974 সালের মে মাসে পরিচালিত হয়েছিল।

6. বিশ্বের প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম হলো :
[A] PARAM
[B] PROLOG
[C] UNIVAC
[D] ENIAC 

Ans : (D)

ENIAC stands for Electronic Numerical Integrator and Computer. John Mauchly and J. Presper Eckert

7. শরীরে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন ?
[A] টেস্টোস্টেরন
[B] ইনসুলিন 
[C] থাইরয়েড
[D] এড্রিনালিন

Ans : (B)

ইনসুলিন(ইংরেজি: Insulin), হলো অগ্ন্যাশয়ের প্রধান হরমোন,এক ধরনের পলিপ্যাপটাইড, যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে।

ইনসুলিন অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসরণকারী কোষগুলো (আইল্যেটস অব ল্যাঙ্গারহেন্স-এর বিটা কোষ) থেকে নিঃসৃত হয়। মূলত ডায়েবেটিস মেলাইটাস এ ইনসুলিন ব্যবহৃত হয়ে থাকে

8. রাম মোহন রায়ের বিচারধারা প্রসারিত করতে নিম্নের কে তত্ত্ববোধিনি সভা প্রতিষ্ঠা করেন ?
[A] কে সি সেন
[B] রবীন্দ্রনাথ ঠাকুর
[C] দেবেন্দ্রনাথ ঠাকুর 
[D] আনন্দমোহন বোস

Ans : (C)

9. ধুয়াধর জলপ্রপাতের সাথে নিম্নের কোন নদীটি জড়িত ?
[A] তাপি
[B] মহানদী
[C] নর্মদা 
[D] কাবেরী

Ans : (C)

10. কততম সংবিধান সংশোধনীকে ভারতের 'মিনি কনস্টিটিউশন' বলা হয় ?
[A] 41 তম
[B] 44 তম
[C] 42 তম 
[D] 43 তম

Ans : (C)

ইনসুলিন(ইংরেজি: Insulin), হলো অগ্ন্যাশয়ের প্রধান হরমোন,এক ধরনের পলিপ্যাপটাইড, যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসরণকারী কোষগুলো (আইল্যেটস অব ল্যাঙ্গারহেন্স-এর বিটা কোষ) থেকে নিঃসৃত হয়। মূলত ডায়েবেটিস মেলাইটাস এ ইনসুলিন ব্যবহৃত হয়ে থাকে

11. ভারতে মূল্য বৃদ্ধির জন্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) হিসেব করতে নিম্নের কোনটি ব্যবহৃত হয় ?
[A] স্ট্যাচুটারী লিকুইডিটি অনুপাত (SLR)
[B] সুদের হার
[C] ব্যাংক রেট
[D] ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের জন্য কনজিউমার প্রাইস ইনডেক্স সংখ্যা 

Ans : (D)

12. বিনয় ও সূত্র পিটকে কার শিক্ষণীয় উপদেশ রয়েছে ?
[A] গৌতম বুদ্ধ 
[B] গুরু গোবিন্দ সিং
[C] রিষবদেব
[D] মহাবীর জৈন

Ans : (A)

13. বোধিসত্ত্ব এর ধারণা নিম্নের কোনটির সাথে সম্পর্কিত ?
[A] জৈনধর্ম
[B] শিখধর্ম
[C] মহায়ন বৌদ্ধধর্ম 
[D] হিনায়ন বৌদ্ধধর্ম

Ans : (C)

14. কার রাজত্ব কালে দিল্লি সুলতান বংশের সবথেকে বেশি বিস্তৃতি লাভ করেছিল ?
[A] মহম্মদ বিন তুঘলক 
[B] আলাউদ্দিন খলজি
[C] সিকান্দার লোদী
[D] গিয়াসউদ্দিন বলবন

Ans : (A)

মুহাম্মদ বিন তুগলক (অপর নাম: শাহজাদা ফখর মালিক, জুনা খান) ১৩২৫ থেকে ১৩৫১ সাল পর্যন্ত মুহাম্মদ রাজবংশের শাসক ও দিল্লির সুলতান ছিলেন

তার শাসন আমলেই মরোক্কোর বিশ্ববিখ্যাত ভ্রমণকারী ইবন বতুতা তার সাম্রাজ্য ভ্রমণ করেন।

15. নিম্নের কোনটি কলয়েড -এর ধর্ম নয় ?
[A] কলয়েড এর মধ্যে আপতিত রশ্মি বিক্ষেপন ঘটাতে পারে না 
[B] এটি একটি অসমসত্ত্ব মিশ্রণ
[C] না নাড়ালে এটি স্থিত হয় না
[D] ক্ষুদ্র আকৃতির কারণে এগুলোকে খালি চোখে দেখানো যায় না

Ans : (A)

16. জলের নীচে থাকা কোনো দ্রব্যের দূরত্ব, দিক ও গতি পরিমাপ করতে এমন একটি ডিভাইস ব্যবহার করা হয় যা অল্ট্রাসোনিক তরঙ্গ ব্যবহার করে, তা হলো :
[A] SONAR 
[B] RADAR
[C] CRO
[D] MASER

Ans : (A)

Sound Navigation and Ranging is the full form of SONAR

17. নিরক্ষীয় তল ও অক্ষীয় তল কত ডিগ্রি কোণে হেলে থাকে ?
[A] 23.5° 
[B] 66.5°
[C] 13.5°
[D] 67.5°

Ans : (A)

18. হরিয়ানার কোন জেলায় একটি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট রয়েছে ?
[A] ফতেহাবাদ 
[B] রোহটাক
[C] কার্নাল
[D] সোনিপাত

Ans : (A)

19. নিম্নের কোনটি সঠিক জোড় নয় ?
[A] DBMS - Data Base Management System
[B] URL - Uniform Reserve Locator 
[C] RAM - Random Access Memory
[D] FAX - Facsimile

Ans : (B)

URL (Uniform Resource Locator)

20. নিম্নের কোন বন্দরটির নাম পরিবর্তন করে দীনদয়াল বন্দর রাখা হয়েছে ?
[A] তুতিকোরিন
[B] মুর্মুগাঁও
[C] কোচিন
[D] কান্ডলা 

Ans : (D)

21. নিম্নের কোনটি সংস্থা ও সদর দপ্তরের সঠিক জোড় ?
[A] ইন্টারপোল - ওয়াশিংটন ডিসি
[B] WHO - প্যারিস
[C] ESRO - ব্রুসেলস
[D] GATT - জেনেভা 

Ans : (D)

Geneva - 1948. General Agreement on Tariffs and Trade (GATT) is an international trade agreement signed in 1947

22. নিম্নের কোনটি একটি খারিফ ফসল নয় ?
[A] গম 
[B] জোয়ার
[C] বাজরা
[D] ধান

Ans : (A)

ধান, পাট, ভুট্টা, আখ, জোয়ার, বাজরা, কার্পাস প্রভৃতি খারিফ ফসলের উদাহরণ

রবি শস্যের মধ্যে রয়েছে গম ও ভুট্টা

23. হিংসামূলক কারণে ইউজারনেম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ডিটেলস নেওয়ার চেষ্টাকে কি বলে ?
[A] Phishing 
[B] Digging
[C] Surfing
[D] Netting

Ans : (A)

24. 2014 সালে যে গঙ্গা পরিষ্কার প্রোগ্রাম লঞ্চ করা হয় তার নাম কি ?
[A] ক্লিন গঙ্গা প্লান
[B] গঙ্গা অ্যাকশন প্লান
[C] নামামী গঙ্গে (Namami Gange) 
[D] গঙ্গা ক্লিনআপ প্রোগ্রাম

Ans : (C)

25. একটি হ্রদের জলের পুষ্টি সমৃদ্ধকরণের মাধ্যমে প্রাকৃতিক বার্ধক্যকে বলা হয় -
[A] ইউট্রোফিকেশন 
[B] এক্সট্রাকশন
[C] নিউট্রিফিকেশন
[D] ডিনিউট্রিফিকেশন

Ans : (A)

ইউট্রোফিকেশন হল এমন একটি প্রক্রিয়া যেখানে একটি জলের দেহ পুষ্টির সাথে অত্যধিক সমৃদ্ধ হয়, যা সাধারণ উদ্ভিদের জীবনের প্রচুর বৃদ্ধির দিকে পরিচালিত করে।

জলাশয়ে শেওলা এবং প্লাঙ্কটনের অত্যধিক বৃদ্ধি (বা প্রস্ফুটিত) এই প্রক্রিয়ার সূচক।

ইউট্রোফিকেশন একটি গুরুতর পরিবেশগত উদ্বেগ হিসাবে বিবেচিত হয় কারণ এটি প্রায়শই জলের গুণমানের অবনতি এবং জলাশয়ে দ্রবীভূত অক্সিজেনের ক্ষয় ঘটায়।

ইউট্রোফিক জলগুলি অবশেষে "মৃত অঞ্চল" হয়ে উঠতে পারে যা জীবনকে সমর্থন করতে অক্ষম।