আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 107 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 107 (MCQ)
***********************
1. নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
Ⓐ দার্জিলিং
Ⓑ পুরুলিয়া
Ⓒ আলিপুরদুয়ার
Ⓓ কালিমপঙ
Ans : (D)
2. পশ্চিমবঙ্গের সাথে কোন প্রতিবেশী দেশের দীর্ঘতম সীমানা রয়েছে ?
Ⓐ ভুটান
Ⓑ নেপাল
Ⓒ মায়ানমার
Ⓓ বাংলাদেশ
Ans : (D)
3. যে সব পরমাণুতে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য সমান তাদের কে বলা হয় -
Ⓐ আইসোটোন
Ⓑ আইসোবার
Ⓒ আইসোটোপ
Ⓓ আইসোডায়াফার
Ans : (D)
◆ আইসোটোন - বিভিন্ন প্রোটন সংখ্যা বিশিষ্ট কিন্তু সম নিউট্রন সংখ্যা বিশিষ্ট পরমাণু
◆ আইসোবার - ভিন্ন পারমানবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা
◆ আইসোটোপ - একই পারমানবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু ভিন্ন ভিন্ন ভরসংখ্যা
4. বিস্বাদ মাখনে নিম্নের কোন এসিড উপস্থিত ?
Ⓐ ফরমিক এসিড
Ⓑ এসিটিক এসিড
Ⓒ টারটারিক এসিড
Ⓓ বিউটারিক এসিড
Ans : (D)
◆ ফরমিক এসিড - লাল পিঁপড়ে
◆ এসিটিক এসিড - ভিনিগার
◆ টারটারিক এসিড - আঙ্গুর
5. কস্টিক সোডার রাসায়নিক সঙ্কেতটি হল -
Ⓐ NaOH
Ⓑ KOH
Ⓒ Mg(OH)2
Ⓓ Ca(OH)2
Ans : (A)
◆ KOH - কস্টিক পটাশ
◆ Mg(OH)2 - মিল্ক অফ ম্যাগনেশিয়া
◆ Ca(OH)2 - স্ল্যাকড লাইম
6. কেরোসিনে সঞ্চিত রাখা মৌলটি হল -
Ⓐ ফ্লুওরিন
Ⓑ সোডিয়াম
Ⓒ হিলিয়াম
Ⓓ সিলভার
Ans : (B)
◆ ফ্লুওরিন - সবথেকে বেশি জারক পদার্থ, সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল
◆ হিলিয়াম - সবথেকে বেশি আয়নীয় বিভব যুক্ত মৌল
◆ সিলভার - তাপ ও তড়িৎ এর উত্তম পরিবাহী
7. নিম্নের কোনটিকে প্রোটিন ব্যতীত খাদ্যের উৎস বলা হয় ?
Ⓐ অ্যামাইনো এসিড
Ⓑ প্রোটিন
Ⓒ ফ্যাট
Ⓓ কার্বোহাইড্রেট
Ans : (D)
◆ এটিকে তাৎক্ষণিক ও দ্রুত শক্তির উৎস
◆ একজন পূর্ণাঙ্গ মানুষের ক্ষেত্রে প্রতিদিন 450-600 gm কার্বোহাইড্রেট এর প্রয়োজন
◆ কার্বোহাইড্রেট যৌগগুলি প্রোটিনের সঙ্গে মিলে গ্লাইকো-প্রোটিন তৈরি করে
8. একটি সংবহন চক্র সম্পন্ন করতে RBC এর মোট কত সময় লাগে ?
Ⓐ 50 সেকেন্ড
Ⓑ 40 সেকেন্ড
Ⓒ 75 সেকেন্ড
Ⓓ 20 সেকেন্ড
Ans : (D)
◆ RBC র সংখ্যা পুরুষদেহে 5-6 মিলিয়ন/কিউবিক মিলিমিটার, স্ত্রীদেহে 4-5 মিলিয়ন/কিউবিক মিলিমিটার
◆ RBC এর জীবনচক্র - 120 দিন
9. সারকারিয়া মিশন কত সালে গঠিত হয় ?
Ⓐ 1980
Ⓑ 1981
Ⓒ 1985
Ⓓ 1983
Ans : (D)
◆ এই কমিশন কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলির সম্পর্ক ও ক্ষমতার ভারসাম্যের দিকটি খতিয়ে দেখে বেশ কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছিল
10. ভারতীয় সংবিধানের 101 তম সংশোধনী নিম্নের কোন সিস্টেমের সূচনা করে ?
Ⓐ ওয়ান নেশন, ওয়ান ইনকাম
Ⓑ ওয়ান নেশন, ওয়ান ট্যাক্স
Ⓒ ওয়ান ম্যান, ওয়ান ট্যাক্স
Ⓓ ওয়ান ম্যান, ওয়ান রেট
Ans : (B)
11. মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলের গ্রামের মহিলারা নিম্নের কোন নৃত্য প্রদর্শনের জন্য বিখ্যাত ?
Ⓐ পদায়নী
Ⓑ মাটকি ড্যান্স
Ⓒ থিরায়ত্তম
Ⓓ ডান্ডিয়া রাস
Ans : (B)
12. নিম্নের মধ্যে কোনটি একটি পাবলিক সেক্টর কোম্পানি নয় ?
Ⓐ SAIL
Ⓑ NSE
Ⓒ ONGC
Ⓓ BHEL
Ans : (B)
13. মৎস মহাজনপদের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ মথুরা
Ⓑ চম্পা
Ⓒ বিরাটনগর
Ⓓ বেনারস
Ans : (C)
● এটি বর্তমানে জয়পুরে অবস্থিত
● অঙ্গের রাজধানী - চম্পা
● শুরসেনের রাজধানী - মথুরা
● বৎস এর রাজধানী - বেনারস
14. 1872 সালের ভারতের প্রথম জনগণনা কোন ভাইসরয়ের আমলে হয়েছিল ?
Ⓐ লর্ড নর্থব্রুক
Ⓑ লর্ড লিটন
Ⓒ লর্ড মেয়ো
Ⓓ লর্ড এলগিন
Ans : (C)
● প্রথমবার সংগঠিত সঠিক এবং সম্পূর্ণ জনগণনা হয় 1881 সালে লর্ড রিপনের আমলে
● 2011 এর জনগণনা - 15 তম
15. ব্রিটিশ ভারতের কোন গভর্নর জেনারেল রাওলাট এক্ট পাশ করিয়েছিলেন এবং প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়ের স্থাপনা করেন ?
Ⓐ লর্ড মিন্টো II
Ⓑ লর্ড হার্ডিঞ্জ II
Ⓒ লর্ড চেমসফোর্ড
Ⓓ লর্ড আড়ুইন
Ans : (C)
16. বাহমনি সাম্রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ থানজাভুর
Ⓑ দৌলতাবাদ
Ⓒ গুলবর্গ
Ⓓ কাঞ্চিপুরম
Ans : (C)
● এটি কর্ণাটকে অবস্থিত
● কাঞ্চিপুরম - পল্লব বংশের রাজধানী ছিল
● দৌলতাবাদ যার পূর্বে নাম ছিল দেবগিরি, মহম্মদ বিন তুঘলকের একসময় রাজধানী ছিল
● চোলদের রাজধানী ছিল - থানজাভুর
17. কোন নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্য গঠিত হয় ?
Ⓐ ভীমা
Ⓑ তুঙ্গভদ্রা
Ⓒ কৃষ্ণা
Ⓓ কাবেরী
Ans : (B)
● 1336 সালে তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ তীরে হরিহর ও বুক্কা এই সাম্রাজ্য স্থাপন করে
● প্রথম হরিহর মাইশোর এবং মাদুরাই দখল করে সাম্রাজ্য বিস্তৃত করে
18. ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় -
Ⓐ 8 ই আগস্ট, 1942
Ⓑ 10 ই আগস্ট, 1942
Ⓒ 15 ই আগস্ট, 1942
Ⓓ 16 ই আগস্ট, 1942
Ans : (A)
● গান্ধীজির বিখ্যাত স্লোগান - করেঙ্গে ইয়া মারেঙ্গে
● এটিকে আগস্ট বিপ্লবও বলা হয়
● এটি বোম্বে থেকে শুরু হয়েছিল
19. জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী বিভাজনকে সুস্পষ্ট করেছিল নিম্নের কোন আন্দোলন?
Ⓐ স্বদেশী আন্দোলন
Ⓑ আইন অমান্য আন্দোলন
Ⓒ ভারত ছাড়ো আন্দোলন
Ⓓ অসহযোগ আন্দোলন
Ans : (A)
● 1905 সালের বঙ্গভঙ্গ বিভাজনের সময় থেকেই দুটি বিভাজন ঘটে
● 1907 সালের সুরাট অধিবেশনে এই বিভাজন পুরোপুরি ঘটে যায়
20. চম্পারণের তিনকাঠিয়া সিস্টেম বলতে কি বোঝায় ?
Ⓐ জমির 3/20 অংশ নীল চাষ
Ⓑ জমির 33% এলাকা জুড়ে নীল চাষ
Ⓒ জমির 30% এলাকা জুড়ে নীল চাষ
Ⓓ সম্পূর্ণ জমিতে নীল চাষ
Ans : (A)
● যদি কারুর কাছে 100 বিঘা জমি থাকে তবে তার 3/20 ×100=15 বিঘা জমি নীল চাষ করতে হবে
● এরফলে পরের দিকে ওই জমি অনুর্বর হয়ে যেত আর ফসল চাষ করা যেত না
21. নিম্নের কোন তারিখে সর্বসমক্ষে পূর্ণ স্বরাজের ঘোষণা করা হয় ?
Ⓐ জানুয়ারি 26, 1930
Ⓑ জানুয়ারি 20, 1925
Ⓒ ফেব্রুয়ারি 10, 1932
Ⓓ মার্চ 15, 1931
Ans : (A)
● লাহোর অধিবেশন 1929 সালে আয়োজিত হলে পূর্ণ স্বরাজ কংগ্রেসের লক্ষ্য হিসাবে ঘোষিত হয়
● 1930 সালের 26 শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়
22. ব্রিটিশ ভারতে ভারতীয় সিভিল সার্ভিসে প্রথম ভারতীয় হিসেবে কে নিয়োগ পান ?
Ⓐ সত্যেন্দ্রনাথ ঠাকুর
Ⓑ রাহিমুতুল্লা এম সায়নি
Ⓒ সুভাষচন্দ্র বসু
Ⓓ সুরেন্দ্রনাথ ব্যানার্জী
Ans : (A)
23. _________ হল ভারতের দ্বিতীয় বৃহত্তম জলসেচের উৎস ?
Ⓐ কুয়ো এবং টিউবওয়েল
Ⓑ খাল
Ⓒ ট্যাংক
Ⓓ সমুদ্র
Ans : (B)
24. তামিলনাড়ুর উপকূল অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টিপাত ঘটে কোন মাসে ?
Ⓐ এপ্রিল এবং মে
Ⓑ অক্টোবর এবং নভেম্বর
Ⓒ মে এবং জুন
Ⓓ আগস্ট এবং সেপ্টেম্বর
Ans : (B)
25. 2011 এর সেনসাস অনুযায়ী ভারতের কোন রাজ্যের স্বাক্ষরতার হার সর্বোচ্চ ?
Ⓐ মিজোরাম
Ⓑ কেরল
Ⓒ কর্ণাটক
Ⓓ মহারাষ্ট্র
Ans : (B)