আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 138

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 138


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. 12 টি সংখ্যার গড় 9 । প্রতিটি সংখ্যাকে 2 দিয়ে গুন কিরে, 3 যোগ করা হলো তবে নতুন সংখ্যা সেটের গড় জট ? 
[A] 9
[B] 18
[C] 21 
[D] 27

2. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের তিনগুন । আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 cm এবং এটির প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর 3/2 গুন । তবে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত ?
[A] 10 cm 
[B] 20 cm
[C] 30 cm
[D] 60 cm

3. একটি সংখ্যাকে দুটি অংশে ভাগ করা হলো এমন ভাবে যাতে প্রথমটির 80%, দ্বিতীয়টির 60% অপেক্ষা 3 বেশি এবং দ্বিতীয়টির 80%, প্রথমটির 90% অপেক্ষা 6 বেশি । তবে সংখ্যাটি হলো -
[A] 125
[B] 130
[C] 135 
[D] 145 

4. 160 এর 15% এর সাথে কত যোগ করতে হবে যাতে যোগফল 240 এর 25% এর সমান হবে ?
[A] 24
[B] 84
[C] 60
[D] 36 

5. একটি স্কুলে বালক এবং বালিকার অনুপাত 3 : 2 । যদি 20% বালক এবং 25% বালিকা স্কলারশিপ পায় তবে কত শতাংশ স্টুডেন্ট স্কলারশিপ পায় না ?
[A] 56
[B] 78 
[C] 70
[D] 80 

6. একজন বিক্রেতা একটি সাইকেল 10% ক্ষতিতে বিক্রি করে । যদি বিক্রয়মূল্য 200 টাকা বাড়ানো হয় তবে তার 6% লাভ হতো । সাইকেলের ক্রয়মূল্য কত ? 
[A] 1200 টাকা
[B] 1205 টাকা
[C] 1250 টাকা 
[D] 1275 টাকা 

7. একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমানবাহু গুলির দৈর্ঘ্য 10 cm এবং তাদের অন্তর্বর্তী কোণ 45° হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত ?
[A] 25 বর্গসেমি
[B] 25√2/2 বর্গসেমি
[C] 25√2 বর্গসেমি 
[D] 25√3 বর্গসেমি 

8. সরল সুদে কোনো নিৰ্দিষ্ট মূলধন 2 বছরে হয় 5182 টাকা এবং 3 বছরে হয় 5832 টাকা । মূলধনের পরিমান কত ?
[A] 2882 টাকা
[B] 5000 টাকা
[C] 3882 টাকা 
[D] 4000 টাকা 

9. যদি (x^2 - x + 1)/(x^2 + x + 1) = 2/3 হলে (x + 1/x) = ? 
[A] 4
[B] 5 
[C] 6
[D] 8

10. একটি দ্রব্যের দাম 30% বাড়ানো হলো এরপর 10% করে পরপর দুটি ছাড় দেওয়া হলো, তবে শেষে দামের কি পরিবর্তন হলো ?
[A] 10% বৃদ্ধি
[B] 5 3% বৃদ্ধি 
[C] 3% হ্রাস
[D] 5.3% হ্রাস 

11. A এবং B একত্রে একটি কাজ 8 দিনে করে এবং B ও C একত্রে এটি 12 দিনে করে । তিনজনে একসাথে কাজটি 6 দিনে সম্পন্ন করতে পারলে, A এবং C একত্রে কতদিনে কাজটি করতে পারবে 
[A] 8 দিন 
[B] 10 দিন
[C] 12 দিন
[D] 20 দিন 

12. যদি x + 1/x = 99 হয় তবে 100x/(2x^2 + 102x +2) = ?
[A] 1/6
[B] 1/2
[C] 1/3 
[D] 1/4

13. দুই ডজন কলার ক্রয়মূল্য 32 টাকা । 18 টি কলা ডজন পিছু 12 টাকা করে বিক্রি করার পর, দাম কমিয়ে ডজন 4 টাকা করে । তার ক্ষতির হার কত ?
[A] 25.2%
[B] 32.4%
[C] 36.5%
[D] 37.5% 

14. (7¹⁹ + 2) কে 6 দিয়ে ভাগ করা হলে, ভাগশেষ কত হবে ?
[A] 5
[B] 3 
[C] 2
[D] 1

15. দুটি সংখ্যার গসাগু এবং গুনফল 15 এবং 6300 যথাক্রমে । তবে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় হতে পারে ?
[A] 4
[B] 3
[C] 2 
[D] 1

16. 4⁶¹ + 4⁶² + 4⁶³ + 4⁶⁴ - এটা নিম্নের কোনটি দ্বারা বিভাজ্য ?
[A] 17 
[B] 3
[C] 11
[D] 13

17. একটি সংখ্যার সাত গুণ থেকে 14 কমানো হলে তা সংখ্যার 5 গুণ এবং 6 এর যোগফলের সাথে সমান হয় । সংখ্যাটি নির্ণয় করো -
[A] 10 
[B] 20
[C] 5
[D] 15
18. একজন বিক্রেতা ক্রয়মূল্যের 40% উপরে ধার্য্যমূল্য স্থির করে রাখে এবং বিক্রির সময় 15% ছাড় দেয় তবে তার লাভের হার কত ?
[A] 25%
[B] 22%
[C] 19% 
[D] 20%

19. হর্শর বয়স 40 বছর এবং রিতুর বয়স 60 বছর । কত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3 : 5 ? 
[A] 10 বছর 
[B] 20 বছর
[C] 37 বছর
[D] 5 বছর 

20. ছয়মাস পর্বে 10,000 টাকা 20% বার্ষিক হারে কত সময়ে 13310 টাকা হবে ?
[A] 1 1/2 বছর 
[B] 2 বছর
[C] 2 1/2 বছর
[D] 3 বছর 









Answers and Solutions ::