দৈনিক কারেন্ট আফফায়ার্স 31/01/2025
দৈনিক কারেন্ট আফফায়ার্স 31/01/2025 ********************* ● 1. ভারতের প্রথম ক্যাম্পাস ব্লকচেন কারেন্সি BIMCOIN লঞ্চ করলো BIMTECH ● 2. আন্তর্জাতিক স্পেস স্টেশনে Axiom Mission 4 (Ax-4) -এর জন্য প্রথম ভারতীয় হিসেবে পাইলটের দায়িত্ব নিতে চলেছেন Shubhanshu Shukla ● 3. 20th Annual Banking Technology Conference, Expo & Citations, 2024 -এ কর্ণাটক ব্যাংক 6 টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সম্মান পেলো ● 4. ওড়িশা সরকারের মহিলা এবং শিশু উন্নয়ন দপ্তর 'Subhadra Scheme' চালু করলো ● 5. ভারতের লিডিং স্টিল উৎপাদনকারী সংস্থা টাটা স্টিল ভারতের প্রথম হাইড্রোজেন-ট্রান্সপোর্ট পাইপ তৈরি করলো ● 6. ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির ডিরেক্টর জেনারেল পদে Rajesh Nirwan কে নিযুক্ত করা হলো ● 7. ভারতে MSME এর ডিজিটাল উপস্থিতি বুস্ট করতে Ministry of Micro, Small, and Medium Enterprises (MoMSME) সম্প্রতি MSME Trade Enablement and Marketing (TEAM) ইনিশিয়েটিভ লঞ্চ করলো ● 8. বিখ্যাত ভাস্কর্য শিল্পী Latika Katt 76 বছর বয়সে প্রয়াত হলেন ● 9. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চিফ এক্সিকিউটিভ অফিসার Geoff Allardice তার প...