আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 45 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 45 (MCQ)

*****************************



1. জৈন স্থাপত্য ও ভাস্কর্যের নিদর্শন গিরনার মন্দির কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ গুজরাট 
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ ওড়িশা
Ⓓ কর্ণাটক 

Ans : (A)

2. গোবর্ধন, জয়দেব - নিম্নের কোন রাজার সভাসদ ছিলেন ? 
Ⓐ রামপাল
Ⓑ লক্ষণ সেন 
Ⓒ হর্ষবর্ধন
Ⓓ প্রথম মহীপাল 

Ans : (B)

3. এরান শিলালিপি থেকে নিম্নের কোন শাসকের কথা জানা যায় ? 
Ⓐ প্রথম চন্দ্রগুপ্ত
Ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত 
Ⓒ দ্বিতীয় পুলকেশী
Ⓓ গৌতমীপুত্র সাতকর্নি 

Ans : (B)

4. বাংলাদেশের আকবর কাকে বলা হয় ? 
Ⓐ শাহজাহান
Ⓑ আলাউদ্দিন খিলজী
Ⓒ ঔরঙ্গজেব
Ⓓ হুসেন শাহ

Ans : (D)

5. পাবাপুরী স্থানটি নিম্নের কোন ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত ? 
Ⓐ গৌতম বুদ্ধ
Ⓑ মহাবীর 
Ⓒ আকবর
Ⓓ রানা প্রতাপ

Ans : (B)

6. খানুয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয় ? 
Ⓐ 1526
Ⓑ 1527 
Ⓒ 1529
Ⓓ 1540

Ans : (B)

7. ইন্ডিয়া হোমরুল সোসাইটি (ইন্ডিয়া হাউস) কে প্রতিষ্ঠা করেন ? 
Ⓐ শ্যামজী কৃষ্ণা ভার্মা 
Ⓑ বিনায়ক দামোদর সাভারকর
Ⓒ পুলিন বিহারী দাস
Ⓓ নবাব সলিমউল্লাহ

Ans : (A)

8. রামোসি আন্দোলনের নেতৃত্ব কে দেন ? 
Ⓐ বিষ্ণু বিশ্বাস
Ⓑ সিঁধু ও কানু
Ⓒ সৈয়দ আহমেদ
Ⓓ বাসুদেব বলবন্ত ফাড়কে 

Ans : (D)

9. জেনারেল ডায়ার হত্যায় মূল অভিযুক্ত হলেন - 
Ⓐ প্রফুল্ল চাকী
Ⓑ ক্ষুদিরাম বসু 
Ⓒ উধম সিং 
Ⓓ নিয়ামত আলী 

Ans : (C)

10. সগৌলির সন্ধি কোন গভর্নর জেনারেলের আমলে ঘটেছিল ? 
Ⓐ লর্ড আমহার্স্ট
Ⓑ লর্ড অকল্যান্ড
Ⓒ স্যার চার্লস মেটকাফে
Ⓓ লর্ড হেস্টিংস 

Ans : (D)

11. লাখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? 
Ⓐ ব্রহ্মপুত্র
Ⓑ দামোদর
Ⓒ গোমতী 
Ⓓ গঙ্গা 

Ans : (C)


12. সুলতানপুর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ উত্তরাখন্ড
Ⓑ অসম
Ⓒ পশ্চিমবঙ্গ
Ⓓ হরিয়ানা 

Ans : (D)

13. কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে নিম্নের কোন নদী উৎপত্তি লাভ করেছে ? 
Ⓐ কৃষ্ণা
Ⓑ কাবেরী 
Ⓒ তাপি
Ⓓ মাহি

Ans : (B)


14. ভীমতাল হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ অন্ধ্রপ্রদেশ
Ⓑ উত্তরাখন্ড 
Ⓒ লাদাখ
Ⓓ রাজস্থান 

Ans : (B)

15. চিত্রকূট জলপ্রপাতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ ঝাড়খন্ড
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ মহারাষ্ট্র
Ⓓ ছত্তিশগড় 

Ans : (D)

16. সেন্ট্রাল ইনস্টিটিউট ফর রিসার্চ অন কটন টেকনোলজি কোথায় অবস্থিত ? 
Ⓐ মুম্বাই,মহারাষ্ট্র 
Ⓑ পুনে, মহারাষ্ট্র
Ⓒ কোপ্পা, কর্ণাটক
Ⓓ কটক, ওড়িশা

Ans : (A)

17. ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌলটি হল - 
Ⓐ অ্যালুমিনিয়াম
Ⓑ সিলিকন
Ⓒ নাইট্রোজেন
Ⓓ অক্সিজেন 

Ans : (D)

18. একটি নিৰ্দিষ্ট বিকিরণের শক্তি বন্টন পরিমাপের যন্ত্র হল - 
Ⓐ স্পিডোমিটার
Ⓑ স্পেকট্রোমিটার 
Ⓒ স্যালিনোমিটার
Ⓓ স্ফেরোমিটার 

Ans : (B)

19. নিম্নের কোন হরমোনটি প্রোটিনধর্মী হরমোন ? 
Ⓐ গ্লুকাগন 
Ⓑ থাইরক্সিন
Ⓒ অক্সিটোসিন
Ⓓ ইস্ট্রোজেন 

Ans : (A)

20. দাদ, ছুলি এগুলি হল ______ ঘটিত রোগ 
Ⓐ ভাইরাস
Ⓑ ছত্রাক
Ⓒ ব্যাকটেরিয়া
Ⓓ প্রোটোজোয়া 

Ans : (B)

21. রক্তচাপ মাপক যন্ত্রটি হল - 
Ⓐ হিমোগ্লোবিনোমিটার
Ⓑ উইনট্রব টিউব
Ⓒ স্ফীগমোম্যানোমিটার 
Ⓓ অপথ্যালমোস্কোপ

Ans : (C)


22. নিম্নের কোন অ্যাসিড জিঙ্ক কে জিঙ্ক সালফেটে পরিণত করে ? 
Ⓐ হাইড্রোক্লোরিক অ্যাসিড
Ⓑ নাইট্রিক অ্যাসিড
Ⓒ সালফিউরিক অ্যাসিড 
Ⓓ অ্যাসিটিক অ্যাসিড

Ans : (C)


23. বেটি বাঁচাও, বেটি পড়াও যোজনা কবে লঞ্চ করা হয় ? 
Ⓐ 2015 
Ⓑ 2013
Ⓒ 2018
Ⓓ 2017

Ans : (A)

24. ভারতীয় সংবিধানের শুরুর 10 টি মৌলিক কর্তব্য কোন সালে যুক্ত করা হয় ? 
Ⓐ 1955
Ⓑ 1976 
Ⓒ 1947
Ⓓ 1985

Ans : (B)

25. ভারতীয় সংবিধানের কোন শিডিউলে কেন্দ্র, রাজ্য এবং যুগ্ম তালিকার উল্লেখ আছে ?  
Ⓐ 11th
Ⓑ 7th 
Ⓒ 9th
Ⓓ 5th

Ans : (B)

26. চাং লো নৃত্যটি কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়ের মধ্যে দেখা যায় ? 
Ⓐ ছত্তিশগড় 
Ⓑ নাগাল্যান্ড 
Ⓒ গোয়া
Ⓓ মধ্যপ্রদেশ

Ans : (B)

27. ভারতে প্রথম ফর্মুলা ওয়ান কোন সালে অনুষ্ঠিত হয় ? 
Ⓐ 2015
Ⓑ 2011 
Ⓒ 2012
Ⓓ 2013

Ans : (B)

28. কোন দল এখনও পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক রঞ্জি ট্রফি জিতেছে ? 
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ মুম্বাই 
Ⓒ তামিলনাড়ু
Ⓓ কর্ণাটক 

Ans : (B)

29. নিম্নের কোন নৃত্য গোয়াতে অনুষ্ঠিত হতে দেখা যায় ? 
Ⓐ ঝুমার (Jhoomar)
Ⓑ চিরাও (Cheraw)
Ⓒ কর্মা নাচ (Karma Naach)
Ⓓ ফুগদি (Fugdi) 

Ans : (D)