আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 74
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 74
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. যদি 20 জন ব্যক্তি 36 দিনে একটি কাজ করতে পারে তবে একই কাজের তিনের-চার অংশ 18 দিনে করতে হলে কতজন লোক লাগবে ?
[A] 40
[B] 30
[C] 15
[D] 20
[A] 40
[B] 30
[C] 15
[D] 20
2. A একটি কাজ 15 ঘন্টায় এবং B এটি 30 ঘন্টায় সম্পন্ন করতে পারে । A 5 ঘন্টা কাজ করার পর, B ও তার সাথে যোগদান করে বাকি কাজটি শেষ করতে । বাকি কাজটি কত সময়ে শেষ হবে ?
[A] 6 ঘন্টা 40 মিনিট
[B] 5 ঘন্টা 30 মিনিট
[C] 6 ঘন্টা 20 মিনিট
[D] 5 ঘন্টা 40 মিনিট
3. যদি x : y = 5 : 8 হয় তবে (4x - 3y) : (4x – 7y) ?
[A] 1 : 9
[B] 1 : 1
[C] 11 : 19
[D] 9 : 1
4. একজন বিক্রেতা একটি দ্রব্য 20% ছাড়ে ক্রয় করে এবং 2200 টাকায় বিক্রি করে 10% লাভ করে । ছাড়ের পরিমান কত ?
[A] ₹400
[B] ₹300
[C] ₹500
[D] ₹200
5. বার্ষিক কত (%) হারে কোনো মূলধন 8 1/3 বছরে সরল সুদে দ্বিগুন হয় ?
[A] 8.5%
[B] 12%
[C] 7%
[D] 8%
6. 18 m × 50 m মাপের একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের সাথে সমান তবে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত ?
[A] 34 m
[B] 17.5 m
[C] 15 m
[D] 30 m
7. A এর তিনগুন এবং B এর চারগুনের ফলাফলের গড় হলো 17 । এছাড়া, A এর চারগুন এবং B এর তিনগুনের ফলাফলের গড় হলো 18 । A এবং B এর যোগফল হলো ?
[A] 15
[B] 16
[C] 12
[D] 10
[A] 15
[B] 16
[C] 12
[D] 10
8. একটি ট্রেন 90 km/h বেগে কোনো নিৰ্দিষ্ট দূরত্ব 50 মিনিটে অতিক্রম করে । যদি বেগ 33 1/3% বৃদ্ধি পায় তবে দূরত্বের 2 4/5 গুন অতিক্রম করতে এটির কত সময় লাগবে ?
[A] 1 ঘন্টা 30 মিনিট
[B] 1 ঘন্টা 25 মিনিট
[C] 1 ঘন্টা 20 মিনিট
[D] 1 ঘন্টা 45 মিনিট
9. মান নির্ণয় :
8 – 4 ÷ 8 এর 3 + (7 ÷ 7 এর 1/7) ÷ 6 + (3×6 ÷ 1/3) × 1/6
[A] 0
[B] 18 2/3
[C] 12 2/3
[D] 18
10. যদি সাত অঙ্কের সংখ্যা 57282p9, 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় তবে (11 – p) এর মান কত ? যেখানে p > 0
[A] 8
[B] 5
[C] 10
[D] 2
11. একটি সংখ্যার 70% এবং একই সংখ্যার 40% এর অন্তর হলো 135 তবে সংখ্যাটি হলো :
[A] 420
[B] 350
[C] 550
[D] 450
12. 26,000 টাকা দুটি পার্টে সরল সুদে ধার দেওয়া হয় এমনভাবে যাতে, প্রথম পার্টের উপর 3 বছরে 5% হারে সুদ, দ্বিতীয় পার্টের উপর 4 বছরে 6% হারে সুদের সাথে সমান হয় । প্রথম অংশটি কত ?
[A] ₹14860
[B] ₹10000
[C] ₹11835
[D] ₹16000
13. A এর বেতন, B র বেতন অপেক্ষা 10% কম, B এর বেতন C র বেতন অপেক্ষা 25% কম হয় । A র বেতন অপেক্ষা C র বেতন শতকরা কত বেশি ?
[A] 48%
[B] 33%
[C] 90%
[D] 65%
14. A এবং B এর আয়ের অনুপাত 7 : 9 এবং A ও B এর খরচের অনুপাত 13 : 15 । যদি A এবং B ₹9000 এবং ₹15000 সঞ্চয় করে যথাক্রমে তবে A এর আয় কত (₹) ?
[A] 28,000
[B] 31,500
[C] 35,000
[D] 38,500
15. একটি পিগি ব্যাংকের ₹1 কয়েন, ₹2 কয়েন এবং ₹5 কয়েনের অনুপাত 5 : 9 : 4 । পিগি ব্যাংকে যদি মোট টাকার পরিমাণ 860 টাকা হয় তবে ₹5 কয়েন কতগুলি আছে ?
[A] 60
[B] 50
[C] 80
[D] 90
16. একজন ফল বিক্রেতা 30 কেজি আপেল কেনে প্রতি 10 কেজি ₹520 দামে । সে 60% আপেল ₹60/কেজি দামে বিক্রি করে । 20% লাভ করতে হলে, বাকি আপেলগুলির প্রতি কেজি বিক্রয়মূল্য হবে :
[A] ₹66
[B] ₹62
[C] ₹65
[D] ₹60
17. একটি দ্রব্যের উপর 12% এবং 10% ক্রমিক ছাড় দেওয়া হয় । যদি দ্রব্যটির ধার্য্যমূল্য হয় 3500 টাকা তবে দ্রব্যটির বিক্রয়মূল্য কত ?
[A] ₹2650
[B] ₹2652
[C] ₹2772
[D] ₹2770
18. প্রকৃত বেগের তিনের-পাঁচ বেগে হেঁটে একটি মেয়ে 1 ঘন্টা 30 মিনিট দেরিতে তার কাজের জায়গায় পৌঁছায় । যাত্রাপথে তার প্রকৃত সময় কত ?
[A] 56 মিনিট
[B] 54 মিনিট
[C] 2 ঘন্টা 15 মিনিট
[D] 2 ঘণ্টা 45 মিনিট
19. যদি 165, 297 এবং 495 এর লসাগু এবং গসাগু যথাক্রমে x ও y হয় তবে x/y এর মান কত ?
[A] 75
[B] 55
[C] 45
[D] 15
20. জগন 4 টি আলমারি একই দামে কেনে । এগুলির মধ্যে 3 টি সে 14% লাভে বিক্রি করে । চতুর্থ আলমারিটি k% লাভে বিক্রি করে তবে k এর মান কত যদি মোটের উপর 15% লাভ হয় ?
[A] 16
[B] 14
[C] 15
[D] 18
21. 16 টি সংখ্যার গড় 24.5 । প্রথম 6 টি সংখ্যার যদি গড় হয় 20.5 এবং শেষ 5 টি সংখ্যার গড় 32.4 হত তবে বাকি সংখ্যাগুলির গড় কত ?
[A] 21.4
[B] 22.4
[C] 21.8
[D] 20.2
22. যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বিগুন করা হয় তবে এটির পরিসীমা হবে :
[A] চার গুন
[B] অর্ধেক
[C] তিনগুন
[D] দ্বিগুন
23. কোনো নিৰ্দিষ্ট মূলধন বার্ষিক 10.5% হারে 4 বছরে সরল সুদে হয় 8094 টাকা । একই সুদের হারে, একই মূলধন 6 2/3 বছরে কত টাকা হবে ?
[A] 9850
[B] 9760
[C] 9690
[D] 9960
24. সরল করো :
1/5 ÷ 3/4 এর 2/5 + 1/5 × 5/6 – 2/3
[A] – 2/5
[B] 1/6
[C] – 59/150
[D] – 37/90
25. সমস্যা থাকার কারণে, নীতিন একটি উলের জ্যাকেট ক্রয়মূল্য অপেক্ষা 10% কম দামে বিক্রি করে । যদি সে 500 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 15% লাভ হতো । জ্যাকেটের ক্রয়মূল্য কত ?
[A] ₹3333
[B] ₹2000
[C] ₹2500
[D] ₹5000
Answers and Solutions ::
























