আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 188
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 188 ****************************** নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের ( 20 মিনিট এর মধ্যে ) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো : 1. একটি ট্রেন 1 ঘন্টা 12 মিনিটে 90 কিমি/ঘন্টা বেগে একটি নিৰ্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে । যদি বেগ 40% বাড়ানো হয় তবে 7/3 গুন দূরত্ব যেতে ট্রেনটির কত সময় লাগবে ? [A] 4 ঘন্টা [B] 2 ঘন্টা [C] 3 ঘন্টা [D] 5 ঘন্টা 2. দুজন বালক একটি কাজ 30 দিনে করতে পারে । তিনজন বালিকা একই কাজ 15 দিনে করতে পারে । একটি বালক এবং একটি বালিকা একত্রে কতদিনে কাজটি করতে পারবে ? [A] 32 দিন [B] 25 5/7 দিন [C] 27 দিন [D] 24 1/7 দিন 3. একটি শঙ্কু আকৃতির পাত্র যার অন্তঃব্যাসার্ধ 12 cm এবং উচ্চতা 40 cm, তরলে পূর্ণ আছে । এটিকে একটি 8 cm অন্ত:ব্যাসার্ধ বিশিষ্ট চোঙাকৃতি পাত্রে ঢাললে, নতুন পাত্রে তরলের উচ্চতা কত হবে ? [A] 25 cm [B] 30 cm [C] 60 cm [D] 48 cm 4. একটি গ্রামে 5000 জন পুরুষ এবং 8000 জন মহিলা আছে । যার মধ্যে 30% পুরুষ শিক্ষ...