Posts

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 188

Image
  আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 188 ******************************   নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের ( 20  মিনিট এর মধ্যে ) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  : 1. একটি ট্রেন 1 ঘন্টা 12 মিনিটে 90 কিমি/ঘন্টা বেগে একটি নিৰ্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে । যদি বেগ 40% বাড়ানো হয় তবে 7/3 গুন দূরত্ব যেতে ট্রেনটির কত সময় লাগবে ? [A] 4 ঘন্টা [B] 2 ঘন্টা  [C] 3 ঘন্টা [D] 5 ঘন্টা 2. দুজন বালক একটি কাজ 30 দিনে করতে পারে । তিনজন বালিকা একই কাজ 15 দিনে করতে পারে । একটি বালক এবং একটি বালিকা একত্রে কতদিনে কাজটি করতে পারবে ? [A] 32 দিন [B] 25 5/7 দিন  [C] 27 দিন [D] 24 1/7 দিন 3. একটি শঙ্কু আকৃতির পাত্র যার অন্তঃব্যাসার্ধ 12 cm এবং উচ্চতা 40 cm, তরলে পূর্ণ আছে । এটিকে একটি 8 cm অন্ত:ব্যাসার্ধ বিশিষ্ট চোঙাকৃতি পাত্রে ঢাললে, নতুন পাত্রে তরলের উচ্চতা কত হবে ? [A] 25 cm [B] 30 cm  [C] 60 cm [D] 48 cm 4. একটি গ্রামে 5000 জন পুরুষ এবং 8000 জন মহিলা আছে । যার মধ্যে 30% পুরুষ শিক্ষ...

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 159 (MCQ)

  আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 159 (MCQ) *********************** 1. টোকেন, ক্রেডিট বা অর্থ ব্যবহার না করে গুডস বা সার্ভিসেস -এর সরাসরি এক্সচেঞ্জকে বলা হয় ? [A] কমোডিটি অর্থ [B] বার্টার  [C] ট্যালিজ [D] ব্যালেন্স অফ ট্রেড  Ans : (B) 2. ভারতের প্রথম বৃহৎ আকারের লৌহ ও ইস্পাত কারখানা কোনটি ? [A] বোকারো স্টিল প্লান্ট [B] ভিলাই স্টিল প্লান্ট [C] স্টারলাইট স্টিল প্লান্ট [D] TISCO  Ans : (D) 3. মেগাস্থিনিস -এর লেখা বইয়ের নাম কি ? [A] মালভিকাগনিমিত্রম [B] হর্ষচরিত  [C] ইন্ডিকা  [D] স্মৃতি Ans : (C) 4. নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যে ভিটিকালচার থেকে সবচেয়ে বেশি উৎপাদন হয় ? [A] উত্তরপ্রদেশ [B] জম্মু-কাশ্মীর [C] মহারাষ্ট্র  [D] বিহার  Ans : (C) 5. নিম্নের কোন নৃত্য রূপটি রাজস্থানের অন্তর্ভুক্ত নয় ?  [A] লাভনী  [B] ঘুমার [C] কালবেলিয়া [D] গাঙ্গুর Ans : (A) 6. মানুষের মধ্যে বামনত্বের জন্য নিম্নের কোনটি দায়ী ?  [A] অগ্ন্যাশয়  [B] থাইরক্সিন [C] পিটুইটারি  [D] এড্রিনালিন  Ans : (C) ■ পিটুইটারি হরমোন হল সেই রাস...

দৈনিক কারেন্ট আফফায়ার্স 09/07/2025

  দৈনিক কারেন্ট আফফায়ার্স 09/07/2025 ********************* ★ 1. ভারতীয় স্প্রিন্টার অনিমেষ কুজুর প্রথম ভারতীয় হিসেবে 10.2 সেকেন্ডেরও কম সময়ে 100 মিটার দৌড় শেষ করেছেন, এটি একটি নতুন জাতীয় রেকর্ড ★ 2. প্রথমবার আয়োজিত নিরাজ চোপড়া ক্লাসিক 2025 এ 86.18 m জ্যাভলিন নিক্ষেপ করে বিজয়ী হলেন নিরাজ চোপড়া ★ 3. নাইজেরিয়ান লিজেন্ড ফুটবলার Peter Rufai 61 বছর বয়সে প্রয়াত হলেন ★ 4. চীনের বেজিংয়ে অনুষ্ঠিত এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025 -এ ভারত 9 টি পদক জিতে দ্বিতীয় স্থান অধিকার করলো ★ 5. নীতি আয়োগ প্রকাশিত NER District SDG ইনডেক্স 2023-24 -এ মিজোরাম এর Hnahthial জেলা শীর্ষস্থান অধিকার করলো ★ 6. Startup Policy Forum সম্প্রতি '#100DesiDeepTechs' ইনিশিয়েটিভের উন্মোচন করলো ★ 7. এশিয়া-প্যাসিফিকে হেল্থ কভারেজ বাড়াতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক UHC PEERS নেটওয়ার্ক লঞ্চ করলো ★ 8. অমরাবতী কোয়ান্টাম ভ্যালি ডিক্লেরেশনের মান্যতা দিলো অন্ধ্রপ্রদেশ সরকার ★ 9. Smart Mosquito Surveillance সিস্টেম লঞ্চ করলো অন্ধ্রপ্রদেশ সরকার ★ 10. McLaren চালক Lando Norris F1 ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2025 খেতাব জিত...

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 187

Image
  আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 187 ******************************   নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের ( 20  মিনিট এর মধ্যে ) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  : 1. কিছু সংখ্যার গড় হলো 37 । যদি 3/5 সংখ্যার প্রতিটি 7 বাড়ানো হয় এবং বাকি থাকা প্রত্যেকটি 9 কমানো হয় তবে সংখ্যাগুলির গড় কত ?  [A] 35.8 [B] 38.5 [C] 37.6  [D] 36.7 2. 713 টাকা তিনটে অংশ A, B এবং C তে 1/2 : 2/3 : 3/4 অনুপাতে ভাগ করা হলো, তবে C কোনটির সমান ?/ [A] 209 টাকা [B] 297 টাকা [C] 270 টাকা [D] 279 টাকা  3. একটি দ্রব্যের ধার্য্যমূল্য 18000 টাকা এবং ডিসকাউন্ট দেওয়া হয় 12% । 14414.40 টাকায় বিক্রয়মূল্য আনতে হলে অতিরিক্ত কত ছাড় দিতে হবে ?  [A] 11% [B] 8% [C] 9%  [D] 10% 4. একজন ব্যবসায়ী ক্রয়মূল্যের 40% বাড়িয়ে ধার্য্যমূল্য স্থির করে । সে দুটি ক্রমিক ছাড় দেয় একটি 25% এবং অন্যটি কোনো এক বিশেষ গ্রাহককে 16% । যার ফলে তার ক্ষতি হয় 590 টাকা । উক্ত গ্রাহককে সে কত টাকায় দ্রব্যটিকে বিক্রি করে ?  [A] ₹4240 [B] ₹4...

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 158 (MCQ)

  আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 158 (MCQ) *********************** 1. ভারতীয় হাইওয়ে নেটওয়ার্কের নর্থ-সাউথ এবং ইস্ট-ওয়েস্ট করিডোর _____ স্থানে ছেদ করেছে [A] জয়পুর [B] ঝাঁসি  [C] ভোপাল [D] দিল্লী Ans : (B) 2. নিম্নের কোন শহরকে 'City of Pearls' বলা হয় ? [A] নাগরী [B] তিরূপতি [C] হায়দ্রাবাদ  [D] নেললোর Ans : (C) 3. নিম্নলিখিত কোনটি নির্ধারণ করে যে বিভিন্ন প্রোগ্রাম ইন্টারনেটে কীভাবে তথ্য বিনিময় করে ? [A] ব্লুটুথ [B] ই-মেইল [C] URL [D] হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল  Ans : (D) ■ HTTP হল "হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল" এর সংক্ষিপ্ত রূপ। এটি ইন্টারনেটে ডেটা আদান-প্রদানের জন্য একটি অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। মূলত, এটি ক্লায়েন্ট (যেমন একটি ওয়েব ব্রাউজার) এবং সার্ভারের মধ্যে যোগাযোগের নিয়মাবলী সেট করে 4. নিম্নলিখিত কোন হরপ্পা স্থানটি হস্তশিল্প উৎপাদনের সাথে সম্পর্কিত নয় ? [A] চানহুদারো [B] বালাকোট [C] নাগেশ্বর [D] মান্ডা  Ans : (D) 5. ISRO র সবথেকে শক্তিশালী রকেট GSLV-Mk III-এর ডাকনাম কি ? [A] Fat Boy  [B] Naughty Boy [C] Naughty Me...

দৈনিক কারেন্ট আফফায়ার্স 08/07/2025

  দৈনিক কারেন্ট আফফায়ার্স 08/07/2025 ********************* ■ 1. হরিয়ানা সরকার আরাবল্লী পাহাড়ে এশিয়ার সবচেয়ে বড় জঙ্গল সাফারি তৈরির ঘোষণা করলো ■ 2. কেরালার প্রথম স্কিন ব্যাংক তিরুবনন্তপুরম সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন করা হতে চলেছে ■ 3. কলাম্বিয়া এবং উজবেকিস্তান নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (NDB)-এ যোগ দান করলো, বর্তমান সদস্য সংখ্যা হলো 11 ■ 4. ভারতীয় ভ্রমণকারীদের সুবিধার্থে UPI নেটওয়ার্কে যুক্ত হলো ত্রিনিদাদ ও টোবাগো ■ 5. 4000 কোটি টাকায় 600 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদর্ভ বিদ্যুৎ কেন্দ্র কিনে নিলো আদানি পাওয়ার ■ 6. BMW ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট এবং সিইও হতে চলেছেন হরদীপ সিং ব্রার ■ 7. বর্ষীয়ান প্রত্নতত্ত্ববিদ Vedachalam সম্প্রতি Tamil Wikki Suran আওয়ার্ড জিতলেন ■ 8. ইনক্লুসিভ এডুকেশনকে সাপোর্ট করতে ভারত সরকার এবং শ্রী অরবিন্দ সোসাইটি জোটবদ্ধ হলো ■ 9. অবসরপ্রাপ্ত IPS অফিসার V.S. Ravi তার নতুন বই প্রকাশ করলেন যার শিরোনাম “Confessions of a Shakespeare Addict” ■ 10. ক্রোয়েশিয়ার জাগরেবে অনুষ্ঠিত SuperUnited Rapid and Blitz 2025 চেস ট্যুর্নামেন্ট জিতলেন ম্যাগনাস কার্লসেন

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 186

Image
  আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 186 ******************************   নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের ( 20  মিনিট এর মধ্যে ) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  : 1. শঙ্কু আকৃতির একটি ট্যাংকের উচ্চতা 9 ফুট এবং ব্যাসার্ধ 7 ফুট যথাক্রমে । ট্যাংকটিতে কত পরিমান তরল ধরতে পারে ? [A] 471 কিউবিক ফুট [B] 450 কিউবিক ফুট [C] 435.62 কিউবিক ফুট [D] 461.58 কিউবিক ফুট  2. 16 ও 40 এর তৃতীয় সমানুপাতি এবং 10 ও 40 এর মধ্য সমানুপাতির মধ্যে অনুপাত কত ? [A] 5 : 1  [B] 1 : 5 [C] 4 : 1 [D] 1 : 4 3. এক ব্যক্তি A থেকে B স্থানে যায় 12 km/h বেগে এবং ফিরে আসে 18 km/h বেগে তবে যাত্রাপথে গড় বেগ কত ? [A] 6 km/h [B] 30 km/h [C] 14 2/5 km/h  [D] 15 km/h 4. রবি 16 টাকা প্রতি কেজি দরে নুন কেনে এবং 18 টাকা প্রতি কেজি দরে এটি বিক্রি করে । সে এছাড়াও 1000 gm এর পরিবর্তে 900 gm ওজন ব্যবহার করে । রবির প্রকৃত লাভের হার কত ? [A] 23% [B] 20% [C] 23 11/18 [D] 25%  5. 12 m × 9 m × 8 m মাপের একটি ঘরে স...

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 157 (MCQ)

  আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 157 (MCQ) *********************** 1. 1977 -1979 সময়কালে ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী ছিলেন - [A] মোরারাজি দেশাই [B] জগজীবন রাম  [C] জে বি কৃপালিনী [D] জে সি শাহ  Ans : (B) 2. একটি অডিটোরিয়ামে শব্দের স্থায়িত্ব শব্দের বারবার প্রতিফলনের ফলাফল এবং একে বলা হয় - [A] তীব্রতা [B] কম্পন [C] রেঞ্জ [D] প্রতিধ্বনি  Ans : (D) ◆ প্রতিধ্বনি হলো শব্দের প্রতিফলন যা উৎস থেকে দূরে কোনো মাধ্যমে ফিরে আসে এবং মূল শব্দের পুনরাবৃত্তির মতো শোনায়। সহজ ভাষায়, যখন কোনো শব্দ কোনো প্রতিফলক পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে পুনরায় শোনা যায়, তখন তাকে প্রতিধ্বনি বলে 3. _____ ছিল ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি রঙিন চলচ্চিত্র [A] ছোটা চেতন [B] কিষাণ কানিয়া  [C] আলাম আরা [D] রাজা হরিশচন্দ্র Ans : (B) 4. ______ ইলেকট্রন লাভের মাধ্যমে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন গঠন করে বলে এগুলিকে তড়িৎঋণাত্মক মৌল বলা হয় [A] অধাতু  [B] মিশ্র ধাতু [C] যৌগ [D] মিশ্রণ  Ans : (A) ■ পর্যায় সারণীতে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হল ফ্লোরিন। এর মান 4.0। এছাড়াও, অক্...

দৈনিক কারেন্ট আফফায়ার্স 07/07/2025

  দৈনিক কারেন্ট আফফায়ার্স 07/07/2025 ********************* ■ 1. বিশ্ব ব্যাংক প্রকাশিত বিশ্বের Most Equal Countries তালিকায় ভারত চতুর্থ স্থান অধিকার করলো ■ 2. দেশের প্রথম রাজ্য হিসেস5বে রেশনের জন্য Face ID চালু করলো হিমাচল প্রদেশ  ■ 3. সুরিনামের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে Jennifer Geerlings-Simons কে নির্বাচিত করা হলো ■ 4. মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল চালু করলেন SpaceX CEO ইলন মাস্ক ■ 5. IndiGo সংস্থার নন-এক্সিকিউটিভ ডিরেক্টর পদে অমিতাভ কান্তকে নিযুক্ত করা হলো ■ 6. 2025 - 27 সময়কালের জন্য Commonwealth Youth Peace আম্বাসাডর হলেন IIT গুয়াহাটির স্টুডেন্ট Sukanya Sonowal ■ 7. Geoff Allardice -এর পরিবর্তে ICC এর CEO হতে চলেছেন Sanjog Gupta ■ 8. Zomato -এর প্যারেন্ট কোম্পানি Eternal সংস্থা Aditya Mangla কে ফুড ডেলিভারি CEO পদে নিযুক্ত করলো ■ 9. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'Key to the City of Buenos Aires’ সম্মানে সম্মানিত করলো আর্জেন্টিনা সরকার ■ 10. রাজস্থান সরকার রাজ্যের BPL পরিবারকে সাহায্য করতে Pandit Deendayal Upadhyay Poverty-Free Village স্কিম লঞ্চ করলো

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 185

Image
  আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 185 ******************************   নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের ( 20  মিনিট এর মধ্যে ) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  : 1. মান নির্ণয় : 5 × 4 + (3 + 4)² ÷ 7 × 4 [A] 47 [B] 46 [C] 48  [D] 49 2. একটি দ্রব্যের বিক্রয়মূল্য 616 টাকা । যদি ক্ষতির হার 30% হয় তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত ? [A] 850 টাকা [B] 800 টাকা [C] 880 টাকা  [D] 900 টাকা 3. 5 টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় হলো 43 । এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি হলো - [A] 41 [B] 43 [C] 45  [D] 46 4. X জন বালক একটি কাজ 80 দিনে করতে পারে । কত সময়ে 2X বালক ওই কাজের অর্ধেক সম্পন্ন করতে পারবে ? [A] 16 দিন [B] 30 দিন [C] 12 দিন [D] 20 দিন  5. মান নির্ণয় : 144 ÷ 12 + 4² – 44 + 54 ÷ 3 × 2 [A] 5 [B] 15 [C] 20  [D] 30 6. একটি গ্রামের লোকসংখ্যা প্রতি বছর 40% হারে হ্রাস পায় । যদি 2 বছর আগে জনসংখ্যা 15,000 থেকে থাকে তবে বর্তমান জনসংখ্যা নির্ণয় করো - [A] 5400  ...