দৈনিক কারেন্ট আফফায়ার্স 28/02/2025
দৈনিক কারেন্ট আফফায়ার্স 28/02/2025 ********************* ■ 1. প্রতি বছর 28 শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়, এবছরের থিম - 'Empowering Indian Youth for Global Leadership in Science and Innovation for Viksit Bharat' ■ 2. সিভিল এভিয়েশন মন্ত্রী শ্রী রামমোহন নাইডু চেন্নাই আন্তর্জাতিক এয়ারপোর্টে UDAN Yatri Cafe -এত উদ্বোধন করলেন ■ 3. Securities and Exchange Board of India (SEBI) -এর 11 তম চেয়ারপার্সন পদে তুহিন কান্ত পান্ডেকে নিযুক্ত করা হলো ■ 4. মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি সম্প্রতি Aadhaar Good Governance পোর্টাল লঞ্চ করলো ■ 5. প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হিন্দি ম্যাগাজিন 'Sashakt Bharat' -এর প্রথম সংস্করণ প্রকাশ করলেন ■ 6. হলিউড লেজেন্ড Gene Hackman 95 বছর বয়সে প্রয়াত হলেন ■ 7. গত 27 শে ফেব্রুয়ারি World NGO Day পালিত হলো, এবছরের থিম - 'Empowering Grassroots Movements for a Sustainable Future' ■ 8. Flipkart-backed UPI প্লাটফর্ম super.money BharatX কে কিনে নিলো ■ 9. চাঁদের উপর গবেষণা করার জন্য SpaceX কর্তৃক নাসার Lunar Trailblazer লঞ্...