Posts

Showing posts from June, 2025

দৈনিক কারেন্ট আফফায়ার্স 30/06/2025

  দৈনিক কারেন্ট আফফায়ার্স 30/06/2025 ********************* ◆ 1. তেলেঙ্গানার নিজামাবাদে National Turmeric Board Headquarters -এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ◆ 2. অ্যাগ্রোফরেস্ট্রিকে প্রমোট করতে কৃষিক্ষেত্রে Model Rules for Felling of Trees চালু করলো ভারত সরকার ◆ 3. অফিসিয়াল ডেটাকে খুব সহজে অ্যাকসেস করতে MoSPI সম্প্রতি GoIStats App লঞ্চ করলো ◆ 4. রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং -এর প্রধান হিসেবে IPS অফিসার পরাগ জৈনকে নিযুক্ত করা হলো ◆ 5. CBDT চেয়ারম্যান রবি আগারওয়ালের কার্যকাল জুন, 2026 পর্যন্ত বাড়ালো কেন্দ্রীয় সরকার ◆ 6. রাধনাথ স্বামীকে স্পিরিচুয়াল এবং কমিউনিটি লিডারশিপের জন্য জন্য বিশেষ সম্মানে সম্মানিত করলো নিউইয়র্ক সিটি ◆ 7. হিমাচল প্রদেশের সিমলায় 196 তম ESIC মিটিংয়ের সভাপতিত্ব করলেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মান্ডভিয়া ◆ 8. ব্যাঙ্গালুরুতে 5 GW ক্ষমতার BESS ম্যানুফ্যাকচারিং ফেসিলিটির উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রল্লাদ জোশী ◆ 9. ডিজিটাল স্কিল গ্যাপের মধ্যে সেতু বন্ধন করতে MEP SEZ এবং C-DAC চুক্তি স্বাক্ষর করলো ◆ 10. UzChess Cup Masters 2025 জিতলো ভারতীয়...

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 181

Image
  আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 181 ******************************   নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের ( 20  মিনিট এর মধ্যে ) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  : 1. মহামারীর কারণে একটি শহরের জনসংখ্যা 2% হারে কমে যায় প্রতি বছর । যদি বর্তমানে ওই শহরের জনসংখ্যা 45,000 হলে 2 বছর পর জনসংখ্যা কত হবে ?  [A] 40538 [B] 44521 [C] 41568 [D] 43218  2. 12000 টাকা মূল্যের একটি ছবি পরপর দুবছর 10% ও 20% হারে বৃদ্ধি এবং শেষ বছর 30% হারে হ্রাস পেলে তিন বছর পর ছবিটির মূল্য কত টাকা হবে ? [A] 12500 [B] 11088  [C] 11000 [D] 10500 3. কোনো পরীক্ষায় রাজ 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করল এবং মোহন 40% নম্বর পেয়ে পাশ নম্বর থেকে 35 নম্বর বেশি পেল । পরীক্ষায় পাশ নম্বর শতকরা কত ? [A] 33%  [B] 40% [C] 38% [D] 43% 4. A, B ও C নল তিনটি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15, 10 ও 12 মিনিটে জলপূর্ণ হয়  । তিনটি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর C নল বন্ধ করা হলো । সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হ...

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 151 (MCQ)

  আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 151 (MCQ) *********************** 1. নিম্নের কোন মন্ত্রক 'গঙ্গা গ্রাম প্রজেক্ট' লঞ্চ করে ? [A] মিনিস্ট্রি অফ ইয়ুথ আফফায়ার্স এন্ড স্পোর্টস  [B] মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট [C] মিনিস্ট্রি অফ ড্রিংকিং ওয়াটার এন্ড স্যানিটেশন  [D] মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট Ans : (C) ■ গঙ্গা গ্রাম প্রকল্প হল গঙ্গা নদীর তীরে অবস্থিত গ্রামগুলির সামগ্রিক উন্নয়নের জন্য একটি সরকারি প্রকল্প। এটি মূলত গঙ্গা নদীর তীরে বসবাসকারী মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং নদীর পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল গ্রামগুলিকে উন্মুক্ত শৌচমুক্ত করা, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা করা, জল সংরক্ষণ করা এবং জৈব চাষের প্রসার ঘটানো 2. পোখরানে ভারত কোন সালে দ্বিতীয় বার নিউক্লিয় পরীক্ষা করে ?  [A] 1998  [B] 1996 [C] 2003 [D] 2001  Ans : (A) ◆ ১৯৭৪ সালে প্রথম পারমাণবিক পরীক্ষার পর এটি ছিল ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা। পোখরান-২ পরীক্ষার কোড নাম ছিল "অপারেশন শক্তি"। এই পরীক্ষাগুলি রাজস্থানের পোখরান মরুভূ...

দৈনিক কারেন্ট আফফায়ার্স 29/06/2025

  দৈনিক কারেন্ট আফফায়ার্স 29/06/2025 ********************* ★ 1. প্রতি বছর 29 শে জুন International Day of the Tropics পালিত হয়, এছাড়া এই দিনটি National Statistics Day হিসেবেও পালিত হয় ★ 2. সেফ ডেভেলপমেন্টের জন্য নিউক্লিয়ার এনার্জির উপর সহযোগিতা করতে চুক্তি স্বাক্ষর করলো ওয়ার্ল্ড ব্যাংক এবং IAEA ★ 3. জুন 24 - 25 পর্যন্ত নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) সামিট হোস্ট করলো নেদারল্যান্ড ★ 4. গ্লোবাল গভারন্যান্সকে রিফর্ম করতে UN 'UN80 ইনিশিয়েটিভ' লঞ্চ করলো ★ 5. UPI ইন্টিগ্রেশনের সাথে কো-ব্র্যান্ডেড RuPay ক্রেডিট কার্ড লঞ্চ করলো PhonePe এবং HDFC ব্যাংক ★ 6. 2026 অর্থবর্ষের জন্য ভারতের GDP গ্রোথ 6.2% -এ স্থির রাখলো ICRA ★ 7. এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (AIIB) প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে Zou Jiayi কে নির্বাচিত করা হলো ★ 8. ইতালির iRonCub 3 বিশ্বের প্রথম জেট-শক্তি চালিত ফ্লায়িং হিউম্যানয়েড রোবোটের তকমা পেলো ★ 9. হায়দ্রাবাদে রাফায়েল ইঞ্জিন MRO ফ্যাসিলিটি স্থাপন করলো Safran ★ 10. মালয়েশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপে ভারত 3 টি গোল্ড মেড...

আগামী পরীক্ষার জন্য রিজনিং প্রাকটিস সেট MCQ পর্ব - 08

Image
  আগামী পরীক্ষার জন্য রিজনিং প্রাকটিস সেট MCQ পর্ব - 08 ******************************   নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের ( 20  মিনিট এর মধ্যে ) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  : 1. (?) স্থানে সঠিক মিলযুক্ত বিকল্পটি বসাও :  সূর্য মন্দির : গুজরাট :: গোল গম্বুজ : কর্ণাটক :: অজন্তা গুহা : ? [A] তামিলনাড়ু [B] বিহার [C] মহারাষ্ট্র  [D] তেলেঙ্গানা 2. কোনো কোডের ভাষায় AHEM কে XDBI লেখা হয় । তবে BETS কে কি লেখা হবে ? [A] YBQP [B] YBQO [C] YAQO  [D] YAPO 3. ইংরেজি বর্ণের ক্রম অনুযায়ী সাজাও :  1.MYSTERY 2.MYSTICAL 3.MYTHOLOGY 4.MYSTERIOUS 5.MYTHICAL  [A] 4, 2, 5, 3, 1 [B] 4, 1, 5, 3, 2 [C] 4, 1, 2, 3, 5 [D] 4, 1, 2, 5, 3  4. প্রদত্ত দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে কোন সমীকরণটা সঠিক হবে না ? 1 এবং 9  [A] 9 × 2 – 1 + 8 = 1 [B] 9 × 2 + 1 – 4 = 7 [C] 1 + 9 × 3 – 4 = 8 [D] 9 – 1 + 7 = –3  5. (?) স্থানে কোন সংখ্যাটি বসালে সিরিজ সম্পূর্ণ হবে ? 68, 69, 77, 104, 168, ? [A] 300 [B] 293...

WBP/KP SUB-INSPECTOR/CONSTABLE গুরুত্বপূর্ণ জিকে মকটেস্ট PART - 64

  WBP/KP  SUB-INSPECTOR/CONSTABLE  গুরুত্বপূর্ণ জিকে মকটেস্ট PART - 64 ************************** **************** Quiz Application প্রতিটি প্রশ্নের জন্য ২০ সেকেন্ড. Start The Mock Time's Up score: Next question See Your Result Quiz Result Total Questions: Attempt: Correct: Wrong: Percentage: Start Again Go To Home

দৈনিক কারেন্ট আফফায়ার্স 28/06/2025

  দৈনিক কারেন্ট আফফায়ার্স 28/06/2025 ********************* ■ 1. ভারতের দীর্ঘতম Animal Overpass Corridor দিল্লী-মুম্বাই এক্সপ্রেসওয়ের উপর উন্মোচন করা হলো ■ 2. ট্রাইবাল স্কিমকে আরো ভালো ভাবে বাস্তবায়িত করার জন্য অফিসারদের প্রশিক্ষণ দিতে কেন্দ্রীয় সরকার ‘Adi Karmyogi' প্রোগ্রাম লঞ্চ করলো ■ 3. আগ্রাতে Global Potato Research Hub স্থাপন করতে চলেছে ভারত ■ 4. National Evaluation of Protected Areas for 2020–2025 -এ শীর্ষস্থান অধিকার করলো কেরল ■ 5. গ্র্যান্ড জানকি মন্দির নির্মাণকে তদারকি করতে বিহার সরকার 9 সদস্যের ট্রাস্ট 'Shree Janaki Janm Bhumi Punaura Dham Mandir Nyas Samiti' গঠন করলো ■ 6. দৈনন্দিন লেনদেনে Visa কে অতিক্রম করে গেল ভারতের UPI ■ 7. সিনিয়র অ্যাডভাইজার হিসেবে Fairfax -এ যোগদান করলেন অমিতাভ কান্ত ■ 8. তাসখেন্দে অনুষ্ঠিত UzChess Cup Masters 2025 খেতাব জিতলেন ভারতের R. Praggnanandhaa ■ 9. Axiom-4 মিশনের অংশ হয়ে দ্বিতীয় ভারতীয় হিসেবে Shubhanshu Shukla মহাকাশে পৌঁছালেন ■ 10. স্বচ্ছ ভারত মিশনের অধীনে 'SABB ক্যাম্পেইন' লঞ্চ করলো মিনিস্ট্রি অফ হাউসিং এন্ড আরবান আফফায়ার...

আগামী পরীক্ষার জন্য গণিত মকটেস্ট পর্ব - 38

  আগামী পরীক্ষার জন্য গণিত মকটেস্ট পর্ব - 38     **************************   প্রশ্ন সংখ্যা  - ২৫ টি (Revision Mocktest) মোট সময়  - ২৫ মিনিট  ***************************   Quiz Application মকটেস্টের জন্য মোট সময় 25 মিনিট Start The Quiz Time's Up score: Next question See Your Result মকটেস্টের ফলাফল মোট প্রশ্ন সংখ্যা : উত্তর দিয়েছেন : সঠিক উত্তর : ভুল উত্তর : Percentage: Start Again Go To Home

WBP/KP SUB-INSPECTOR/CONSTABLE গুরুত্বপূর্ণ জিকে মকটেস্ট PART - 63

  WBP/KP  SUB-INSPECTOR/CONSTABLE  গুরুত্বপূর্ণ জিকে মকটেস্ট PART - 63 ************************** **************** Quiz Application প্রতিটি প্রশ্নের জন্য ২০ সেকেন্ড. Start The Mock Time's Up score: Next question See Your Result Quiz Result Total Questions: Attempt: Correct: Wrong: Percentage: Start Again Go To Home