আগামী পরীক্ষার জন্য রিজনিং প্রাকটিস সেট MCQ পর্ব - 08

 

আগামী পরীক্ষার জন্য রিজনিং প্রাকটিস সেট MCQ পর্ব - 08


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. (?) স্থানে সঠিক মিলযুক্ত বিকল্পটি বসাও : 
সূর্য মন্দির : গুজরাট :: গোল গম্বুজ : কর্ণাটক :: অজন্তা গুহা : ?
[A] তামিলনাড়ু
[B] বিহার
[C] মহারাষ্ট্র 
[D] তেলেঙ্গানা

2. কোনো কোডের ভাষায় AHEM কে XDBI লেখা হয় । তবে BETS কে কি লেখা হবে ?
[A] YBQP
[B] YBQO
[C] YAQO 
[D] YAPO

3. ইংরেজি বর্ণের ক্রম অনুযায়ী সাজাও : 
1.MYSTERY 2.MYSTICAL 3.MYTHOLOGY 4.MYSTERIOUS 5.MYTHICAL 
[A] 4, 2, 5, 3, 1
[B] 4, 1, 5, 3, 2
[C] 4, 1, 2, 3, 5
[D] 4, 1, 2, 5, 3 

4. প্রদত্ত দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে কোন সমীকরণটা সঠিক হবে না ?
1 এবং 9 
[A] 9 × 2 – 1 + 8 = 1
[B] 9 × 2 + 1 – 4 = 7
[C] 1 + 9 × 3 – 4 = 8
[D] 9 – 1 + 7 = –3 

5. (?) স্থানে কোন সংখ্যাটি বসালে সিরিজ সম্পূর্ণ হবে ?
68, 69, 77, 104, 168, ?
[A] 300
[B] 293 
[C] 280
[D] 308

6. সাত বন্ধু M, N, O, P, Q, R এবং S একটি বৃত্তাকার টেবিলের চারিদিকে বসে আছে কেন্দ্রের দিকে মুখ করে । S এবং O একে অপরের পাশে বসে নেই । R বসে আছে M এর ঠিক বামদিকে । M বসে আছে S এর বামদিকে দ্বিতীয় স্থানে । Q বসে আছে N এবং O এর মাঝে । N বসে আছে S এর ঠিক পাশে । N এর ঠিক বামদিকে কে বসে আছে ?
[A] M
[B] O
[C] S 
[D] Q

7. ফাঁকা স্থানে সঠিক বর্ণ বসিয়ে সিরিজটি সম্পূর্ণ করো : 
wwxxyyzzwwx__yyzzww__xyyzz__wxxyy__z
[A] xxwz 
[B] zxyw
[C] yyxz
[D] wxyz

8. প্রদত্ত বিবৃতি অনুযায়ী কোন সিদ্ধান্তগুলি সঠিক ?
বিবৃতি : I. কোনো সেতু, পর্বত নয় II. কিছু পর্বত হয় স্মৃতিস্তম্ভ III. সব স্মৃতিস্তম্ভ হয় বন্দর 
সিদ্ধান্ত : I. কিছু বন্দর হয় পর্বত II. কোনো সেতু, স্মৃতিস্তম্ভ নয় 
[A] কেবল I অনুসরণ করে 
[B] I এবং II উভয়ই অনুসরণ করে
[C] কেবল II অনুসরণ করে
[D] I বা II কোনো সিদ্ধান্তই অনুসরণ করে না

9. P হলো Q এর মা । Q হলো R এর বোন । R হলো S এর ভাই । S হলো T এর স্বামী। T হলো U এর বোন । U হলো V এর স্ত্রী । এই পরিবারে মহিলা সদস্যদের সংখ্যা কত ?
[A] 3
[B] 2
[C] 1
[D] 4 

10. কোনো কোডের ভাষায় QUITE কে 216 লেখা হয়, PROVE কে 228 লেখা হয় । ওই ভাষায় EXIST কে কিভাবে লেখা হবে ? 
[A] 231 
[B] 256
[C] 252
[D] 258

11. আটজন ছেলে A, B, C, D, E, F, G এবং H একটি বৃত্তাকার টেবিলের চারিদিকে বসে আছে কেন্দ্রের বিপরীতে মুখ করে । H বসে আছে A এর ঠিক ডানদিকে । E বা D কারোর ঠিক পাশেই H বসেনি । F বসে আছে B এর ঠিক বামদিকে । G বসেছে E এর ঠিক পাশে । C বসেছে E ও F উভয়েরই ঠিক পাশে । C এর ঠিক ডানদিকে কে বসে আছে ? 
[A] E
[B] H 
[C] G
[D] F 

12. যদি 37 D 18 E 84 F 21 = 51 এবং 57 D 28 E 90 F 15 = 79 হয়, তাহলে 14 D 17 E 8 F 4 = ?
[A] 31
[B] 15
[C] 29 
[D] 24

13. (?) স্থানে সঠিক সংখ্যা বসিয়ে সিরিজ সম্পূর্ণ করো : 
1095, 1072, 1049, 1026, 1003, ?
[A] 980 
[B] 970
[C] 995
[D] 990

14. (?) স্থানে সঠিক মিলযুক্ত বিকল্পটি বসাও : 
BD : WY :: FH : ?
[A] AC 
[B] ZB
[C] WA
[D] VX

15. (?) স্থানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে সিরিজটি সম্পূর্ণ করো : 
HMP, JOR, LQT, NSV, ?
[A] PXV
[B] PUX 
[C] PWY
[D] WPX 














Answers and Solutions ::