আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 181
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 181
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :
1. মহামারীর কারণে একটি শহরের জনসংখ্যা 2% হারে কমে যায় প্রতি বছর । যদি বর্তমানে ওই শহরের জনসংখ্যা 45,000 হলে 2 বছর পর জনসংখ্যা কত হবে ?
[A] 40538
[B] 44521
[C] 41568
[D] 43218
[A] 40538
[B] 44521
[C] 41568
[D] 43218
2. 12000 টাকা মূল্যের একটি ছবি পরপর দুবছর 10% ও 20% হারে বৃদ্ধি এবং শেষ বছর 30% হারে হ্রাস পেলে তিন বছর পর ছবিটির মূল্য কত টাকা হবে ?
[A] 12500
[B] 11088
[C] 11000
[D] 10500
3. কোনো পরীক্ষায় রাজ 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করল এবং মোহন 40% নম্বর পেয়ে পাশ নম্বর থেকে 35 নম্বর বেশি পেল । পরীক্ষায় পাশ নম্বর শতকরা কত ?
[A] 33%
[B] 40%
[C] 38%
[D] 43%
4. A, B ও C নল তিনটি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15, 10 ও 12 মিনিটে জলপূর্ণ হয় । তিনটি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর C নল বন্ধ করা হলো । সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হবে ?
[A] 5.5
[B] 4
[C] 4.5
[D] 5
5. a² + 1/a² = 98 হলে a³ + 1/a³ এর মান কত ?
[A] 535
[B] 1030
[C] 970
[D] 790
6. মান নির্ণয় : 6 2/3 + 15 1/4 + 3 3/4 - 7 2/5 = ?
[A] 17 4/15
[B] 18 4/15
[C] 18 7/15
[D] 19 2/15
7. ক্রমিক 11 টি জোড় সংখ্যার গড় 18 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি কি কি ?
[A] 21, 5
[B] 22, 3
[C] 28, 8
[D] 18, 7
8. 10 জন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করে 15 দিনে একটি কাজ শেষ করে । 12 জন শ্রমিক 10 দিনে কাজটি করতে চাইলে দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে ?
[A] 8 ঘন্টা
[B] 10 ঘন্টা
[C] 12 ঘন্টা
[D] 14 ঘন্টা
9. দুটি সংখ্যার লসাগু, তাদের গসাগুর 12 গুন । গসাগু ও লসাগুর সমষ্টি 403 । যদি একটি সংখ্যা 93 হয় তবে অন্যটি কত ?
[A] 124
[B] 128
[C] 134
[D] 138
10. নৌকা বেয়ে অঙ্কিত মানালিতে যায় । স্থির জলে নৌকার বেগ 12 km/h । একই দূরত্ব অতিক্রম করতে, অনুকূলের থেকে প্রতিকূলে যেতে দ্বিগুন সময় লাগে । নদীর স্রোতের বেগ কত ?
[A] 6 km/h
[B] 4 km/h
[C] 8 km/h
[D] 2 km/h
11. যদি 7A425B, 36 দ্বারা বিভাজ্য হলে, A - B এর মান কত ?
[A] 0
[B] 5
[C] 1
[D] 2
12. কোনো নিৰ্দিষ্ট মূলধনের উপর 6% বার্ষিক হারে 4 বছরের জন্য সরল সুদ হয় 4500 টাকা । একই মূলধনের উপর বার্ষিক 4% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
[A] 1530 টাকা
[B] 1430 টাকা
[C] 1830 টাকা
[D] 1560 টাকা
13. 14 টি বন্ধুর গড় বয়স 14 বছর । যদি 15 তম বন্ধুর বয়স যোগ করা হয় তবে গড় বয়স একই থাকে। 15 তম বন্ধুর বয়স কত ?
[A] 15 বছর
[B] 18 বছর
[C] 14 বছর
[D] 12 বছর
14. A এবং B তাদের ঘড়ি প্রতিটি 5400 টাকায় বিক্রি করে । A 10% লাভ করে যেখানে B এর 25% ক্ষতি হয় তবে A এবং B এর ক্রয়মূল্যের অনুপাত কত ?
[A] 19 : 23
[B] 15 : 22
[C] 15 : 19
[D] 18 : 25
15. যদি একজন বিক্রেতা 80 টাকা প্রতি কেজি ডালের সাথে 95 টাকা প্রতি কেজি ডাল 2 : 3 অনুপাতে মেশায় তবে মিশ্রণের গড় দাম কত হবে ?
[A] 87 টাকা/কেজি
[B] 91 টাকা/কেজি
[C] 89 টাকা/কেজি
[D] 90 টাকা/কেজি
16. 150 লিটারের দুধ ও জলের মিশ্রণে দুধ আছে 30 শতাংশ । কত পরিমান দুধ মেশাতে হবে যাতে মিশ্রণে জলের পরিমান 40 শতাংশ হয় ?
[A] 120.5 লিটার
[B] 157.5 লিটার
[C] 132.5 লিটার
[D] 112.5 লিটার
17. 16 ও 40 এর তৃতীয় সমানুপাতি এবং 10 ও 40 এর মধ্য সমানুপাতির মধ্যে অনুপাত কত ?
[A] 5 : 1
[B] 1 : 5
[C] 4 : 1
[D] 1 : 4
18. এক ব্যক্তি A থেকে B স্থানে যায় 12 km/h বেগে এবং ফিরে আসে 18 km/h বেগে তবে যাত্রাপথে গড় বেগ কত ?
[A] 6 km/h
[B] 30 km/h
[C] 14 2/5 km/h
[D] 15 km/h
19. রবি 16 টাকা প্রতি কেজি দরে নুন কেনে এবং 18 টাকা প্রতি কেজি দরে এটি বিক্রি করে । সে এছাড়াও 1000 gm এর পরিবর্তে 900 gm ওজন ব্যবহার করে । রবির প্রকৃত লাভের হার কত ?
[A] 23%
[B] 20%
[C] 23 11/18
[D] 25%
20. P এবং Q একটি কাজ 14 দিনে করতে পারে । Q এবং R একত্রে এটি 21 দিনে করতে পারে । যদি P, R এর দ্বিগুন দক্ষ ব্যক্তি হয় তবে Q একা কাজটি কতদিনে করতে পারবে ?
[A] 42 দিন
[B] 40 দিন
[C] 35 দিন
[D] 38 দিন
Answers and Solutions ::



















