Posts

Showing posts from July, 2022

আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 13

Image
  আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 13    ******************************                   নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের ( 10 মিনিট এর মধ্যে ) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :- 1.প্রশ্ন :    কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 25, 73 ও 97 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে একই ভাগশেষ থাকে ?   [A] 24 [B] 23 [C] 21 [D] 96 Ans: (a) 24 সমাধান : ▶ সঠিক উত্তর ---------------------------------------------------------------------- 2.প্রশ্ন :    14 3/4 - 12 1/6 ×3 1/8÷  6 3/12-  3 1/2 = ? [A] 4 5/24 [B] 4 19/24 [C] 5 5/24 [D] কোনটিই নয় Ans: (d) কোনটি নয় সমাধান : ▶ সঠিক উত্তর ---------------------------------------------------------------------- 3.প্রশ্ন :   15 জন লোক 7 দিনে কোনো কাজের 1/3 অংশ শেষ করলে, 5 দিনে বাকি কাজটি শেষ করতে কতজন লোক লাগবে ? [A] 20 জন [B] 21 জন [C] 45 জন [D] 42 জন ...

আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 12

Image
  আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 12    ******************************                   নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের ( 10 মিনিট এর মধ্যে ) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :- 1.প্রশ্ন :    A এবং B একত্রে 40 দিনে একটি কাজ করে একসঙ্গে 20 দিন কাজ করার পর A চলে গেলে B 30 দিনে বাকি কাজ সম্পূর্ণ করে তবে A একা কাজটি কত দিনে করবে ? [a] 110 দিন [b] 120 দিন  [c] 130 দিন [d] 140 দিন Ans: (b) 120 সমাধান : ▶ সঠিক উত্তর ---------------------------------------------------------------------- 2.প্রশ্ন :   150 মিটার লম্বা একটি ট্রেন 12 সেকেন্ডে একটি গাছকে অতিক্রম করলে 250 মিটার লম্বা প্লাটফর্ম কে অতিক্রম করতে কত সময় নেবে ? [a] 32 সেকেন্ডে  [b] 20 সেকেন্ডে [c] 24 সেকেন্ডে [d] 30 সেকেন্ডে Ans: (a) 32 সমাধান : ▶ সঠিক উত্তর ---------------------------------------------------------------------- 3....

আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 11

Image
  আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 11    ******************************                   নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের ( 10 মিনিট এর মধ্যে ) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :- 1.প্রশ্ন :    একটি ছাত্রদল 4802 টাকা খরচ করে । ওই ছাত্রদলে যত ছাত্র আছে প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করে । প্রত্যেক ছাত্র কত টাকা খরচ করেছে ? (a) 49 টাকা (b) 98 টাকা  (c) 196 টাকা (d) 147 টাকা Ans: (b) 98 টাকা সমাধান : ▶▶ সঠিক উত্তর ----------------------------------------------------------------------- 2.প্রশ্ন :   তিন অঙ্কের একটি সংখ্যা থেকে সংখ্যাটির অঙ্কত্রয়ের সমষ্টি বিয়োগ করলে, অন্তরফলটি কত দ্বারা বিভাজ্য হবে ? (a) 4 (b) 6 (c) 7 (d) 9  Ans: (d) 9 সমাধান : ▶▶ সঠিক উত্তর ----------------------------------------------------------------------- 3.প্রশ্ন :   65 লিটার জল মিশ্রিত দুধে, দুধ ও জলের প...

আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 10

Image
  আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 10    ******************************                   নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের ( 10 মিনিট এর মধ্যে ) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :- 1.প্রশ্ন : এমন একটি সংখ্যা নির্নয় করো 3/4 এর সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে 27/64 এর অনুপাত একই হবে  [A] 9/15 [B] 9/16  [C] 9/13 [D] 9/14 Ans: (B) 9/16 সমাধান : ▶▶ সঠিক উত্তর ----------------------------------------------------------------------- 2.প্রশ্ন :   একটি সংখ্যাকে 4, 5, 6 দ্বারা পর পর ভাগ করলে ভাগশেষ হয় যথাক্রমে 2,3,4 হয়, সংখ্যাটি হল -  [A] 72 [B] 126 [C] 68 [D] 58  Ans: (D) 58 সমাধান : ▶▶ সঠিক উত্তর ----------------------------------------------------------------------- 3.প্রশ্ন :   দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গদ্বয়ের অন্তরফল 47। ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাটি হল -  [A] 32 [B] 2...

আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 09

Image
  আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 09    ******************************                   নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের ( 10 মিনিট এর মধ্যে ) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :- 1.প্রশ্ন :    তিনটি পরপর অযুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল 87, ক্ষুদ্রতম সংখ্যাটি কত ? (a) 29 (b) 31 (c) 23 (d) 27  Ans: (d) 27 সমাধান : ▶ সঠিক উত্তর ---------------------------------------------------------------------- 2.প্রশ্ন :    যোগফল নির্নয় করো :  1+2+3+4+............+998+999+1000 (a) 5050 (b) 500500 (c) 55000 (d) 550000 Ans: (b) 500500 সমাধান : ▶ সঠিক উত্তর ---------------------------------------------------------------------- 3.প্রশ্ন :   দুটি সংখ্যার অনুপাত 3 : 4, যদি তাদের লসাগু 84 হয় তবে বড় সংখ্যা টি কত ? (a) 21 (b) 24 (c) 28 (d) 84 Ans: (c) 28 সমাধান : ▶ সঠিক উত্তর ------...