আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 155 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 155 (MCQ)

***********************



1. নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের আয়তন সর্বনিম্ন ?
[A] মহারাষ্ট্র
[B] রাজস্থান
[C] উত্তর প্রদেশ 
[D] মধ্যপ্রদেশ

Ans : (C)

2.  _______ হলো একটি সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড
[A] ট্রিপটোফ্যান
[B] সিস্টেইন 
[C] হিস্টিডিন
[D] সেরিন

Ans : (B)
■ অ্যামাইনো অ্যাসিড হল প্রোটিনের মৌলিক উপাদান এবং জীবন্ত সকল প্রাণীর জন্য অত্যাবশ্যকীয়। এটি প্রোটিন তৈরির মূল উপাদান এবং শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে থাকে
★ অ্যামাইনো অ্যাসিডের মূল বৈশিষ্ট্যগুলো হলো: 
● অ্যামিনো অ্যাসিড হল জৈব যৌগ যা অ্যামিনো এবং কার্বক্সিলিক অ্যাসিড উভয় কার্যকরী গ্রুপ ধারণ করে
● এগুলি প্রোটিনের বিল্ডিং ব্লক, এবং প্রোটিন তৈরির জন্য একত্রিত হয়
● শরীরে হরমোন তৈরি, পেশি গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অ্যামিনো অ্যাসিড অংশ নেয় 
● অ্যামাইনো অ্যাসিডগুলি হজম হওয়ার পরে শরীরে শোষিত হয়ে প্রোটিন তৈরি করে, যা ত্বক, চুল, পেশী ইত্যাদির জন্য প্রয়োজনীয়

3. কোন ভারতীয় রাজ্য চীন, নেপাল এবং ভুটানের সাথে সীমানা ভাগ করে নেয় ?
[A] অরুণাচল প্রদেশ
[B] মিজোরাম
[C] নাগাল্যান্ড
[D] সিকিম 

Ans : (D)
■ ভুটানের সাথে ভারতের চারটি রাজ্যের সীমান্ত রয়েছে। এই রাজ্যগুলি হলো: পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম এবং অরুণাচল প্রদেশ

4. ISRO দ্বারা লঞ্চ করা EMISAT স্যাটেলাইট কি কেমন প্রকৃতির ?
[A] নেভিগেশন স্যাটেলাইট
[B] কমিউনিকেশন স্যাটেলাইট
[C] ইন্টালিজেন্স স্যাটেলাইট 
[D] রিমোট-সেন্সিং স্যাটেলাইট 

Ans : (C)

5. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদের অবকাশকালীন সময়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া আছে ?
[A] আর্টিকেল 52
[B] আর্টিকেল 123 
[C] আর্টিকেল 63
[D] আর্টিকেল 352 

Ans : (B)
■ অনুচ্ছেদ ৫২ (Article 52) ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ যা "ভারতের রাষ্ট্রপতি" এর সাথে সম্পর্কিত
■ ভারতীয় সংবিধানের ১২৩ নম্বর ধারা অনুযায়ী, সংসদের অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি একটি অধ্যাদেশ জারি করতে পারেন
■ অনুচ্ছেদ ৬৩ (Article 63), ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা "ভারতের উপ-রাষ্ট্রপতি" সম্পর্কিত
■ আর্টিকেল ৩৫২ ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা জাতীয় জরুরি অবস্থা ঘোষণার সাথে সম্পর্কিত

6. একটি সুক্রোজ অনুতে _____ টি কার্বন পরমাণু থাকে
[A] 18
[B] 15
[C] 6
[D] 12 

Ans : (D)

7. ধোলাভিরা নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
[A] রাজস্থান
[B] গুজরাট 
[C] ছত্তিশগড়
[D] ঝাড়খন্ড 

Ans : (B)
■ ধোলাভিরা তার উন্নত নগর পরিকল্পনা, জল সংরক্ষণ ব্যবস্থা এবং অনন্য নিষ্কাশন ব্যবস্থার জন্য বিখ্যাত। এটি সিন্ধু উপত্যকা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম হরপ্পান সাইট

8. কমার্শিয়াল সার্ভিসের জন্য কলকাতা মেট্রো কবে চালু করা হয় ?
[A] 2004
[B] 1980
[C] 1984 
[D] 1992

Ans : (C)

9. কোবাল্ট নিম্নের কোন ভিটামিনের মধ্যে অবস্থিত ?
[A] ভিটামিন B1
[B] ভিটামিন B5
[C] ভিটামিন B12 
[D] ভিটামিন B3

Ans : (C)

10. মাউস এবং ______ হলো ইনপুট ডিভাইসের উদাহরণ
[A] স্পিকার
[B] মনিটর
[C] প্রিন্টার
[D] স্ক্যানার 

Ans : (D)

11. হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি উপত্যকার সাথে কুলু উপত্যকাকে সংযুক্ত করেছে _______
[A] মায়ালি পাস
[B] নাথুলা পাস
[C] বারা-লাছা পাস
[D] রোহটাং পাস 

Ans : (D)

12. ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত ?
[A] বাস্কেট বল
[B] ফুটবল 
[C] হকি
[D] টেবিল টেনিস 

Ans : (B)

13. .PNG হল একটি _____ ফাইল
[A] ভিডিও
[B] ছবি 
[C] ব্যাচ
[D] অডিও

Ans : (B)

14. ভারতীয় সংবিধানের দ্বিতীয় তফসিলটি নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে আলোচনা করে:
A. রাষ্ট্রপতি, গভর্নর, প্রধান বিচারপতি, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন 
B. শপথ এবং নিশ্চিতকরণের ধরণ
C. রাজ্য পরিষদে আসন বণ্টন
D. রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা

Ans : (A)
■ ভারতীয় সংবিধানের দ্বিতীয় তফসিলটি মূলত বিভিন্ন সাংবিধানিক পদের বেতন, ভাতা, এবং সুযোগ-সুবিধা সংক্রান্ত বিধানাবলী নিয়ে গঠিত। এই তফসিলে রাষ্ট্রপতি, রাজ্যপাল, লোকসভা ও রাজ্যসভার স্পিকার ও ডেপুটি স্পিকার, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারক এবং অন্যান্য সাংবিধানিক পদাধিকারীদের বেতন-ভাতার বিস্তারিত বিবরণ দেওয়া আছে

15. নিম্নের কোন মৌলের ঘনত্ব সর্বোচ্চ ?
[A] পারদ
[B] প্লাটিনাম
[C] সীসা
[D] অসমিয়াম 

Ans : (D)

16. নিচের কোনটি মানুষের রক্তে উপস্থিত একটি রঞ্জক যা আমাদের ফুসফুস থেকে শরীরের সমস্ত অংশে অক্সিজেন বহন করে ?
[A] শ্বেত রক্তকণিকা
[B] প্লেটলেট
[C] লসিকা
[D] হিমোগ্লোবিন 

Ans : (D)

17. নিম্নের কোনটি অর্থনৈতিক ভূগোলের একটি উপ-ক্ষেত্র নয় ?
[A] জিওগ্রাফি অফ এগ্রিকালচার
[B] জিওগ্রাফি অফ ট্যুরিজম
[C] জিওগ্রাফি অফ রিসোর্সেস
[D] পলিটিক্যাল জিওগ্রাফি 

Ans : (D)

18. ভারতের প্রথম এবং একমাত্র ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কে ছিলেন ?
[A] গুলজারিলাল নন্দ 
[B] আই কে গুজরাল
[C] এইচডি দেবেগৌড়া
[D] ভি পি সিং 

Ans : (A)

19. নিম্নের কোনটি একটি ওয়েব ব্রাউজার নয় ?
[A] গুগল ক্রোম
[B] উইকিপিডিয়া 
[C] মজিলা ফায়ারফক্স
[D] অপেরা 

Ans : (B)

20. ন্যাশনাল রুরাল হেল্থ মিশন কবে লঞ্চ করা হয় ? 
[A] 15 আগস্ট, 2005
[B] 12 এপ্রিল, 2005 
[C] 30 ডিসেম্বর, 2003
[D] 1 জানুয়ারি, 2000

Ans : (B)
■ ন্যাশনাল রুরাল হেলথ মিশন (NRHM), যা এখন ন্যাশনাল হেলথ মিশন (NHM) নামে পরিচিত, গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবার উন্নতি ও প্রসারের জন্য ভারত সরকারের একটি প্রধান উদ্যোগ। এটি 2005 সালে শুরু হয়েছিল এবং গ্রামীণ জনগণের বিশেষ করে দুর্বল জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ও কার্যকর স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্য রাখে। 
★ এই মিশনের মূল উদ্দেশ্যগুলি হল:
● গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা সহজলভ্য করা: NRHM-এর মূল লক্ষ্য হল গ্রামীণ জনগণের জন্য স্বাস্থ্যসেবা পরিষেবাগুলি আরও সহজে উপলব্ধ করা, যাতে তারা তাদের কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পরিষেবা পায়। 
● গুণমান উন্নত করা: এই মিশনটি স্বাস্থ্যসেবার মান উন্নত করার উপর জোর দেয়, যেমন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আরও ভালো সুবিধা এবং প্রশিক্ষিত কর্মীদের ব্যবস্থা করা। 
● স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করা: NRHM-এর লক্ষ্য হল গ্রামীণ স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করা, যাতে এটি আরও কার্যকরী এবং সম্প্রদায়ের চাহিদা পূরণ করতে পারে। 
● বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচীর সমন্বয় সাধন: NRHM বিভিন্ন স্বাস্থ্য প্রোগ্রাম, যেমন RCH (রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ) এবং টিকাকরণ কর্মসূচি, একত্রিত করে স্বাস্থ্যসেবার উন্নতি ঘটাতে চায়

21. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম রাষ্ট্রপতি ছিলেন -
[A] জে পি কৃপালিনী
[B] এনি বেসন্ত
[C] জওহরলাল নেহেরু
[D] উমেশচন্দ্র ব্যানার্জি 

Ans : (D)
■ 28 ডিসেম্বর 1885-এ ভারতীয় জাতীয় কংগ্রেস বোম্বেতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধি উপস্থিতি নিয়ে প্রতিষ্ঠিত হয়। হিউম সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন এবং কলকাতারউমেশ চন্দর বনার্জী সভাপতি নির্বাচিত হন

22. বেদকে ইন্দো-আর্য সভ্যতার প্রাচীনতম সাহিত্যিক রেকর্ড হিসেবে বিবেচনা করা হয়। চারটি বেদ রয়েছে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং চতুর্থটি হল -
[A] অথর্ববেদ 
[B] শিল্পবেদ
[C] আয়ুর্বেদ
[D] ধনুর্বেদ

Ans : (A)

23. উচ্চ যোগ্য, দক্ষ এবং মানসিক কাজ করে এমন একদল কর্মীকে বলা হয় :
[A] হোয়াইট কলার শ্রমিক 
[B] কারিগর
[C] কৃষক
[D] প্লাম্বার

Ans : (A)
■ হোয়াইট কলার শ্রমিক" বলতে সেই সকল কর্মীদের বোঝায় যারা সাধারণত অফিস-ভিত্তিক কাজ করেন, যেমন - ব্যবস্থাপক, হিসাবরক্ষক, আইনজীবী, ডাক্তার, প্রোগ্রামার ইত্যাদি। তাদের কাজ সাধারণত কায়িক শ্রমের পরিবর্তে মানসিক শ্রমের উপর নির্ভরশীল এবং আনুষ্ঠানিক পরিবেশে হয়ে থাকে

24. ভারতীয় রুপির নতুন মুদ্রা প্রতীক কোন সালে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল ?
[A] 1995
[B] 2000
[C] 2018
[D] 2010 

Ans : (D)

25. ভারতে 'জাতীয় মানবাধিকার কমিশন' কত সালে প্রতিষ্ঠিত হয় ?
[A] 1857
[B] 1947
[C] 1950
[D] 1993 

Ans : (D)
■ জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission - NHRC) হলো ভারত সরকারের একটি সংবিধিবদ্ধ সংস্থা, যা মানবাধিকার সুরক্ষা ও প্রচারের জন্য গঠিত হয়েছে। এটি 12 অক্টোবর, 1993 সালে গঠিত হয়, এবং মানবাধিকার সুরক্ষার জন্য আইন দ্বারা সংজ্ঞায়িত অধিকারগুলি দেখাশোনা করে। 
◆ জাতীয় মানবাধিকার কমিশনের মূল কাজ হলো: 
★ সংবিধান এবং আন্তর্জাতিক চুক্তিতে বর্ণিত মানবাধিকারগুলির সুরক্ষা নিশ্চিত করা।
★ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলির তদন্ত করা।
★ মানবাধিকার শিক্ষা ও সচেতনতা প্রসার করা।
★ সরকারের কাছে মানবাধিকার সম্পর্কিত সুপারিশ করা