আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 153 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 153 (MCQ)
***********************
1. 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত ?
[A] প্রতি বর্গকিমিতে 282 জন
[B] প্রতি বর্গকিমিতে 582 জন
[C] প্রতি বর্গকিমিতে 482 জন
[D] প্রতি বর্গকিমিতে 382 জন
Ans : (D)
■ ২০১১ সালের আদমশুমারি ভারতের 15 তম এবং স্বাধীনতার পর 7ম জাতীয় আদমশুমারি ছিল। এই আদমশুমারিতে, জনসংখ্যা ছিল ১২১ কোটি, যা আগের দশকের তুলনায় ১৭.৬৪% বৃদ্ধি পেয়েছে। সাক্ষরতার হার ছিল ৭৩%, যা আগের দশকের চেয়ে প্রায় ৮% বৃদ্ধি পেয়েছে।
2011 সালের আদমশুমারির কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো:
■ মোট জনসংখ্যা:
২০১১ সালের আদমশুমারি অনুসারে, ভারতের জনসংখ্যা ছিল ১২১ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৭.৫%।
■ লিঙ্গ অনুপাত:
প্রতি ১০০০ জন পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা ছিল ৯৪৩ জন।
■ সাক্ষরতার হার:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, সাক্ষরতার হার ছিল ৭৩%। এর মধ্যে পুরুষদের সাক্ষরতার হার ছিল ৮২.১৪% এবং মহিলাদের সাক্ষরতার হার ছিল ৬৪.৬%।
■ জনসংখ্যার ঘনত্ব:
২০১১ সালের আদমশুমারি অনুসারে, ভারতের জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে ৩৮২ জন।
■ শহরে ও গ্রামীণ জনসংখ্যা:
২০১১ সালের আদমশুমারিতে দেখা গেছে, ভারতের মোট জনসংখ্যার ৩১.১৬% শহরাঞ্চলে এবং ৬৯.৮৪% গ্রামীণ এলাকায় বসবাস করে।
■ শিশুদের অনুপাত:
২০১১ সালের আদমশুমারিতে, ৬ বছর বা তার কম বয়সী শিশুদের অনুপাত ছিল ১৩.৬%।
2. ভারতের সংবিধান সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য?
A. মৌলিক অধিকার সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করে, অন্যদিকে নির্দেশমূলক নীতি রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করে।
B. মৌলিক অধিকারগুলি ন্যায়বিচারযোগ্য, যেখানে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি ন্যায়বিচারযোগ্য নয়।
C. মৌলিক অধিকার হল নৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা, কিন্তু নির্দেশমূলক নীতি হল আইনি নিষেধাজ্ঞা।
D. মৌলিক অধিকারগুলি সম্প্রদায়ের কল্যাণকে উন্নীত করে, অন্যদিকে নির্দেশমূলক নীতিগুলি ব্যক্তি কল্যাণকে উন্নীত করে
Ans : (B)
3. 'An era of Darkness' বইটি কার লেখা ?
[A] আর কে নারায়ণ
[B] মূলক রাজা আনন্দ
[C] অরুন্ধতী রায়
[D] শশী থারুর
Ans : (D)
4. এজরা কাপ নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত ?
[A] রাগবি
[B] পোলো
[C] ফুট ভলিবল
[D] ঘোড়া দৌড়
Ans : (B)
5. ভারতের খসড়া সংবিধান প্রস্তুত করার জন্য গণপরিষদ খসড়া কমিটি গঠন করেছিল -
[A] 29 আগস্ট, 1947
[B] 29 আগস্ট, 1949
[C] 29 আগস্ট, 1948
[D] 29 আগস্ট, 1950
Ans : (A)
■ গণপরিষদের খসড়া কমিটি ৭ জন সদস্য নিয়ে গঠিত ছিল। এই কমিটির সভাপতি ছিলেন ডঃ বি. আর. আম্বেদকর। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: স্যার আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, এন. গোপালস্বামী, কে. এম. মুন্সি, মোহাম্মদ সাদুল্লা, বি. এল. মিত্তের এবং ডি. পি. খৈতান।
■ খসড়া কমিটি ২৯শে আগস্ট, ১৯৪৭ সালে গঠিত হয়েছিল এবং সংবিধানের একটি খসড়া তৈরি করার দায়িত্ব তাদের দেওয়া হয়েছিল
6. উত্তর প্রদেশে নিম্নের কোন নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট অবস্থিত ?
[A] তারাপুর
[B] রাওয়াতভাতা
[C] নারোরা
[D] থুম্বা
Ans : (C)
7. প্রধানমন্ত্রী মাতরু বন্দনা যোজনা কবে লঞ্চ হয় ?
[A] 1 জানুয়ারি, 2016
[B] 1 জানুয়ারি, 2015
[C] 1 জানুয়ারি, 2017
[D] 1 জানুয়ারি, 2018
Ans : (C)
8. 'আধুনিক জেনেটিক্সের জনক' কে বলা হয় ?
[A] জেমস ওয়াটসন
[B] রোসালিন্ড ফ্রাঙ্কলিন
[C] গ্রেগর মেন্ডেল
[D] রবার্ট ব্রাউন
Ans : (C)
■ গ্রেগর জোহান মেন্ডেল, যাকে জিনতত্ত্বের জনক বলা হয়, তিনি বংশগতির তিনটি মূল সূত্র প্রস্তাব করেন। এই সূত্রগুলি হলো: পৃথকীকরণ সূত্র (Law of Segregation), স্বাধীন সঞ্চারণের সূত্র (Law of Independent Assortment), এবং প্রকটতা সূত্র (Law of Dominance)।
মেন্ডেলের সূত্রগুলি সংক্ষেপে নিচে দেওয়া হলো:
■ পৃথকীকরণ সূত্র:
প্রতিটি চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য দুটি করে জিন থাকে এবং জনন কোষ (গ্যামেট) তৈরির সময় এই দুটি জিন পরস্পর থেকে পৃথক হয়ে যায়।
■ স্বাধীন সঞ্চারণের সূত্র:
যখন দুটি বা ততোধিক বৈশিষ্ট্য জীবের মধ্যে সঞ্চারিত হয়, তখন একটি চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনগুলি অন্য চারিত্রিক বৈশিষ্ট্যের জিন থেকে স্বাধীনভাবে সঞ্চারিত হয়।
■ প্রকটতা সূত্র:
যখন একটি সংকর জীবে দুটি ভিন্ন বৈশিষ্ট্যর জন্য দায়ী জিন (যেমন - প্রকট ও প্রচ্ছন্ন) উপস্থিত থাকে, তখন সংকর জীবে কেবল প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না।
9. নিম্নলিখিত কোন পর্বত গিরিপথটি ভারত, চীন এবং মায়ানমারের 'ত্রি-সংযোগ' গঠন করে ?
[A] দিফু
[B] ইমিস লা
[C] বাম লা
[D] পেন্সি লা
Ans : (A)
10. ______ সময় -এর ব্যবধান আছে গুজরাট থেকে অরুণাচল প্রদেশে
[A] 2.30 ঘন্টা
[B] 2 ঘন্টা
[C] 1 ঘন্টা
[D] 1.30 ঘন্টা
Ans : (B)
11. 1946 সালে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতে প্রেরিত ক্যাবিনেট মিশনে _____ জন সদস্য ছিল
[A] তিনজন
[B] ছয়জন
[C] চারজন
[D] পাঁচজন
Ans : (A)
■ ক্যাবিনেট মিশন ছিল ব্রিটিশ সরকার কর্তৃক ভারতে প্রেরিত একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল, যাদের প্রধান কাজ ছিল ভারতীয় নেতৃবৃন্দের সাথে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করা এবং একটি সংবিধান প্রণয়নকারী সংস্থা গঠন করা।
■ ক্যাবিনেট মিশন ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি কর্তৃক ভারতে পাঠানো হয়েছিল। এই মিশনের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের থেকে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং একটি স্বাধীন ভারতের জন্য একটি রূপরেখা তৈরি করা।
■ ক্যাবিনেট মিশনের সদস্যরা ছিলেন:
● লর্ড পেথিক-লরেন্স (সচিব, ভারত বিষয়ক)
● স্যার স্ট্যাফোর্ড ক্রিপস (বাণিজ্য বোর্ডের সভাপতি)
● এ ভি আলেকজান্ডার (অ্যাডমিরালটির প্রথম লর্ড)
12. কোন বছর প্লানিং কমিশন স্থাপিত হয় ?
[A] 1949
[B] 1947
[C] 1950
[D] 1948
Ans : (C)
■ পরিকল্পনা কমিশন (Planning Commission) ছিল ভারত সরকারের একটি প্রাক্তন সংস্থা, যা দেশের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করত। এটি ১৯৫০ সালের ১৫ই মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এর চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে, এই কমিশনটি বিলুপ্ত করে NITI আয়োগ গঠন করা হয়, যা বর্তমানে ভারতের পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত কার্যাবলী পরিচালনা করে
13. কম্পিউটারে যখন ফাইলস কে ডিলিট করা হয় তা ______ স্থানে যায়
[A] আউটবক্স
[B] মাই ডকুমেন্টস
[C] রিসাইকেল বিন
[D] ইনবক্স
Ans : (C)
14. পাকিস্তান শব্দটি কোন সালে প্রবর্তন করা হয় ?
[A] 1933
[B] 1930
[C] 1932
[D] 1931
Ans : (A)
15. দ্বিতীয় ব্যক্তি হিসেবে চন্দ্র পৃষ্ঠে কে অবতরণ করেন ?
[A] Alan L Bean
[B] Alan Shepard
[C] Charles Conrad
[D] Buzz Aldrin
Ans : (D)
■ চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণ করেন নীল আর্মস্ট্রং। তিনি ছিলেন নাসার অ্যাপোলো ১১ মিশনের অংশ, এবং ২০ জুলাই, ১৯৬৯ সালে চাঁদের বুকে অবতরণ করেন
16. কোন সালে ভারতে এশীয়ান চিতাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল ?
[A] 1950
[B] 1952
[C] 1948
[D] 1947
Ans : (B)
17. ভারতে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড (TISCO) কত সালে প্রতিষ্ঠিত হয় ?
[A] 1904
[B] 1905
[C] 1900
[D] 1907
Ans : (D)
18. পাইকা নৃত্য কোন ভারতীয় রাজ্যের অন্তর্ভুক্ত ?
[A] পশ্চিমবঙ্গ
[B] ঝাড়খন্ড
[C] ওড়িশা
[D] বিহার
Ans : (C)
19. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কোন সালে আবিষ্কৃত হয় ?
[A] 1986
[B] 1989
[C] 1987
[D] 1988
Ans : (B)
20. অলইন্ডিয়া মুসলিম লীগ লাহোর প্রস্তাব গ্রহণ করে যে বছর তা হলো -
[A] 1942
[B] 1940
[C] 1941
[D] 1939
Ans : (B)
■ অল-ইন্ডিয়া মুসলিম লীগ ( এআইএমএল ) হল একটি রাজনৈতিক দল যা 1906 সালে ঢাকায় , ব্রিটিশ ভারতের ভারতে মুসলিম স্বার্থ সুরক্ষিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল
21. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি 44তম সংশোধনী (1978) দ্বারা প্রভাবিত হয়েছিল ?
[A] 301
[B] 300 A
[C] 298
[D] 299
Ans : (B)
■ ভারতীয় সংবিধানের ৪৪তম সংশোধনী, যা ১৯৭৮ সালে প্রণীত হয়েছিল, ৪২তম সংশোধনী আইনের কিছু বিতর্কিত বিধানকে বাতিল করার জন্য আনা হয়েছিল। এই সংশোধনীর মাধ্যমে, লোকসভা ও রাজ্য বিধানসভার কার্যকালের মেয়াদ (পাঁচ বছর) পুনরুদ্ধার করা হয়, এবং রাষ্ট্রপতিকে মন্ত্রীসভার পরামর্শ পুনর্বিবেচনার জন্য একবার ফেরত পাঠানোর ক্ষমতা দেওয়া হয়। এছাড়াও, জরুরি অবস্থার সময় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছিল
22. ভিমবেটকা গুহাগুলি কবে আবিষ্কৃত হয় ?
[A] 1954 - 55
[B] 1957 - 58
[C] 1953 - 54
[D] 1955 - 56
Ans : (B)
23. কোন ভূমিকম্প তরঙ্গের অনুপ্রস্থ স্থানচ্যুতি ঘটে ?
[A] S - তরঙ্গ
[B] L - তরঙ্গ
[C] P - তরঙ্গ
[D] উপরের কোনটি নয়
Ans : (A)
■ ভূমিকম্পের দেহ তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্র থেকে পৃথিবীর অভ্যন্তর দিয়ে সব দিকে ছড়িয়ে পরে।
■ এগুলো আবার দুই প্রকার: প্রাইমারি ওয়েভ (P-wave) বা Primary Wave এবং সেকেন্ডারি ওয়েভ (S-wave) বা Secondary Wave।
■ P-wave: এগুলো সংকোচন-প্রসারণ তরঙ্গ, যা কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে চলাচল করতে পারে।
■ S-wave: এগুলো শিয়ার তরঙ্গ, যা শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে চলাচল করতে পারে।
24. ইন্টারনেট ব্যবহার করে -
[A] টেলিফোন সুইচিং
[B] সার্কিট সুইচিং
[C] প্যাকেট সুইচিং
[D] টেলেক্স সুইচিং
Ans : (C)
25. আলোকবর্ষ হলো ______ পরিমাপের একটি বৃহৎ একক
[A] সময়
[B] গতি
[C] দূরত্ব
[D] বেগ
Ans : (C)
■ আলোকবর্ষ হলো একটি দূরত্ব মাপার একক, যা জ্যোতির্বিজ্ঞান (Astronomy) এবং মহাকাশ গবেষণায় ব্যবহৃত হয়। এটি মূলত আলো এক বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বকে বোঝায়
■ এক আলোকবর্ষ প্রায় ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার (9.46 × 10^12 কিলোমিটার) বা ৫.৮৮ ট্রিলিয়ন মাইলের সমান