আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 152 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 152 (MCQ)
***********************
1. চুনাপাথর হলো ______ প্রকৃতির শিলা
Ⓐ পাললিক
Ⓑ আগ্নেয়
Ⓒ রূপান্তরিত
Ⓓ উপরের কোনটি নয়
Ans : (A)
◆ এছাড়া পাললিক শিলা হলো বেলেপাথর, শেল ও কাদাপাথর
◆ আগ্নেয় শিলা - গ্রানাইট, ব্যাসল্ট
র
◆ রূপান্তরিত শিলা - স্লেট
2. বদ্রিনাথ শহরটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ যমুনা
Ⓑ গঙ্গা
Ⓒ অলকানন্দা
Ⓓ তাওয়াই
Ans : (C)
3. ভাকরা-নাঙ্গাল প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ⓐ শতদ্রু নদী
Ⓑ চম্বল নদী
Ⓒ দামোদর নদ
Ⓓ মহানদী
Ans : (A)
4. নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ ত্রিপুরা
Ⓑ পশ্চিমবঙ্গ
Ⓒ অরুণাচল প্রদেশ
Ⓓ সিকিম
Ans : (C)
5. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
Ⓐ কাবেরী
Ⓑ নর্মদা
Ⓒ ইন্দ্রাবতী
Ⓓ সুবর্ণরেখা
Ans : (A)
6. টেলিভিশন, রেডিওতে তড়িৎশক্তি কিসে রূপান্তরিত হয় ?
Ⓐ আলোকশক্তি
Ⓑ শব্দশক্তি
Ⓒ চৌম্বকশক্তি
Ⓓ তাপশক্তি
Ans : (B)
7. সিনাবার - নিম্নের কোন মৌলের আকরিক ?
Ⓐ পারদ
Ⓑ সোনা
Ⓒ টিন
Ⓓ ক্যালশিয়াম
Ans : (A)
◆ ক্যালশিয়ামের আকরিক - ক্যালসাইট, জিপসাম, ফ্লুয়স্পার
◆ সোনার আকরিক - ক্যালভেরাইট, সিলভানাইট, ক্রেনেরাইট
◆ টিনের আকরিক - টিন পাইরাইটিস, ক্যাসিটেরাইট
8. সিরাপ ও ওষুধ তৈরি করতে নিম্নের কোন এসিড ব্যবহৃত হয় ?
Ⓐ সালফিউরিক এসিড
Ⓑ নাইট্রিক এসিড
Ⓒ কার্বনিক এসিড
Ⓓ হাইড্রোক্লোরিক এসিড
Ans : (D)
9. নিম্নের কোনটিতে মিথোজীবী পুষ্টি দেখা যায় ?
Ⓐ ছত্রাক
Ⓑ সবুজ উদ্ভিদ
Ⓒ রাইজোবিয়াম
Ⓓ শ্বেতচন্দন
Ans : (C)
10. নিম্নের কোনটির গমনাঙ্গের নাম সিটি ?
Ⓐ টিকটিকি
Ⓑ কেঁচো
Ⓒ অ্যামিবা
Ⓓ তারামাছ
Ans : (B)
◆ টিকটিকি - পা
◆ অ্যামিবা - ক্ষণপদ
◆ তারামাছ - নালিপদ
11. মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কোনটি ?
Ⓐ প্লীহা
Ⓑ যকৃৎ
Ⓒ প্যারোটিড গ্রন্থি
Ⓓ থাইরয়েড
Ans: (B)
◆ প্লীহা - বৃহত্তম গ্রন্থি
◆ প্যারোটিড গ্রন্থি - বৃহত্তম লালাগ্রন্থি
◆ থাইরয়েড - বৃহত্তম অন্তক্ষরা গ্রন্থি
12. সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি শব্দগুলি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয় ?
Ⓐ 44 তম
Ⓑ 42 তম
Ⓒ 40 তম
Ⓓ 37 তম
Ans : (B)
◆ 1976 সালে এটি কার্যকর হয়
13. সংবিধানের প্রস্তাবনার স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
Ⓐ জার্মানি
Ⓑ দক্ষিণ আফ্রিকা
Ⓒ অস্ট্রেলিয়া
Ⓓ ফ্রান্স
Ans : (D)
◆ এছাড়া উক্ত দেশের সংবিধান থেকে সাধারণতন্ত্রের ধারণা, সমতা প্রতিষ্ঠা, ভাতৃত্ববোধের ধারণা নেওয়া হয়েছে
14. বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে হলে প্রথমেই কার অনুমোদন প্রয়োজন ?
Ⓐ রাষ্ট্রপতি
Ⓑ রাজ্যপাল
Ⓒ মুখ্যমন্ত্রী
Ⓓ স্পিকার
Ans : (B)
15. জালিকাত্তু উৎসব নিম্নের কোন রাজ্যে খুবই জনপ্রিয় ?
Ⓐ অসম
Ⓑ কেরল
Ⓒ তামিলনাড়ু
Ⓓ হিমাচল প্রদেশ
Ans : (C)
16. কাঠি, গৌড়ীয় নৃত্য ভারতের কোন রাজ্যে দেখা যায় ?
Ⓐ ওড়িশা
Ⓑ বিহার
Ⓒ ঝাড়খন্ড
Ⓓ পশ্চিমবঙ্গ
Ans : (D)
17. কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল ?
Ⓐ 1567
Ⓑ 1576
Ⓒ 1526
Ⓓ 1583
Ans : (B)
■ আকবর ও মেবারের রানা প্রতাপের মধ্যে এই যুদ্ধ ঘটে
■ রাজা মান সিং এর নেতৃত্বে মেবারের পতন হয় এবং রানা প্রতাপ পরাজিত হন
■ আকবরের আমলে দ্বিতীয় পানিপথের যুদ্ধ (1556) ঘটে
18. কার রাজসভায় ইতালীয় পর্যটক নিকোলো কন্টি এসেছিলেন ?
Ⓐ হর্ষবর্ধন
Ⓑ প্রথম বুক্কা
Ⓒ সদাশিব রায়
Ⓓ দেব রায় - I
Ans : (D)
■ তাঁর কার্যকাল - 1406 - 1422
■ তিনি ছিলেন দ্বিতীয় হরিহর এর তৃতীয় পুত্র ছিলেন প্রথম দেবরায়
19. নিম্নের কোন সম্রাট 'Kingship knows no Kinship' মতাদর্শে বিশ্বাসী ছিলেন ?
Ⓐ আলাউদ্দিন খলজী
Ⓑ গিয়াসউদ্দিন তুঘলক
Ⓒ মহম্মদ বিন তুঘলক
Ⓓ মুবারক খান
Ans : (A)
■ তাঁর সময়কাল - 1296 - 1316
■ তিনিই প্রথম দিল্লীর তুর্কী সুলতান
■ তিনি প্রথম আলেকজান্ডার বা সিকন্দর-ই-সাহি উপাধি নেন
20. ঐতিহাসিক রচনা 'পৃথ্বীরাজ বিজয়' কার লেখা ?
Ⓐ কলহন
Ⓑ হেমচন্দ
Ⓒ জয়নিক
Ⓓ সোমদেব
Ans : (C)
■ কলহন - রাজতরঙ্গিনী
■ হেমচন্দ - কুমার পাল চরিত
■ সোমদেব - কথাসরিতসাগর
21. অভিনব ভারত - কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ অজিত সিং
Ⓑ ভগৎ সিং
Ⓒ চন্দ্রশেখর আজাদ
Ⓓ বিনায়ক দামোদর সাভারকর
Ans : (D)
■ অজিত সিং - ভারতমাতা সোসাইটি
■ ভগৎ সিং - ভারত নওজোয়ান সভা
■ চন্দ্রশেখর আজাদ - হিন্দুস্তান সোস্যালিস্ট রিপাব্লিকান এসোসিয়েশন
22. গান্ধী আড়ুইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?
Ⓐ 1930
Ⓑ 1935
Ⓒ 1931
Ⓓ 1929
Ans : (C)
■ উক্ত সালের মার্চ মাসে করাচীতে বিশেষ অধিবেশন হয় এই চুক্তি স্বাক্ষরের জন্য
■ এটি দিল্লী চুক্তি নামেও পরিচিত
23. নৌবিদ্রোহ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1944
Ⓑ 1946
Ⓒ 1948
Ⓓ 1947
Ans : (B)
■ উক্ত সালের 18 ই ফেব্রুয়ারি বোম্বের HMIS তলোয়ার জাহাজে বিদ্রোহ শুরু হয়
■ উক্ত সালেই 19 শে ফেব্রুয়ারি করাচীতে এইচ.এম.এস হিন্দুস্তান বিদ্রোহ ঘোষণা করে
24. গান্ধীজিকে রাষ্ট্রপিতা নামে কে ডাকেন ?
Ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর
Ⓑ সুভাষচন্দ্র বসু
Ⓒ উইনস্টন চার্চিল
Ⓓ উপরের কেউ নয়
Ans : (B)
■ রবীন্দ্রনাথ ঠাকুর - মহাত্মা নাম দিয়েছেন
■ উইনস্টন চার্চিল - হাফ নেকেড সেন্ট / ইন্ডিয়ান ফকির নামে ডাকেন
25. সন্ধ্যা - পত্রিকার প্রতিষ্ঠাতা/সম্পাদক কে ছিলেন ?
Ⓐ শ্যামজী কৃষ্ণা বর্মা
Ⓑ তারকনাথ দাস
Ⓒ ব্রহ্মবান্ধব উপাধ্যায়
Ⓓ বারিন্দ্রকুমার ঘোষ
Ans : (C)
■ শ্যামজী কৃষ্ণা বর্মা - ইন্ডিয়ান সোসিওলজিস্ট
■ তারকনাথ দাস - ফ্রি হিন্দুস্তান
■ বারিন্দ্রকুমার ঘোষ - যুগান্তর