আগামী পরীক্ষার জন্য রিজনিং প্রাকটিস সেট MCQ পর্ব - 07
আগামী পরীক্ষার জন্য রিজনিং প্রাকটিস সেট MCQ পর্ব - 07
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :
1. প্রদত্ত চিহ্ন দুটি ইন্টারচেঞ্জ করলে কোন সমীকরণটি সঠিক হবে ?
× এবং ÷
I. 5 + 6 × 2 – 4 ÷ 1 = 10
II. 9 × 3 – 4 ÷ 2 + 5 = 4
[A] কেবল II
[B] I এবং II উভয়ই
[C] কেবল I
[D] I বা II কোনোটিই নয়
× এবং ÷
I. 5 + 6 × 2 – 4 ÷ 1 = 10
II. 9 × 3 – 4 ÷ 2 + 5 = 4
[A] কেবল II
[B] I এবং II উভয়ই
[C] কেবল I
[D] I বা II কোনোটিই নয়
2. আটজন ব্যক্তি রিনা, কিরণ, রাহুল, দীপক, অমিত, বিকাশ, প্রীতি এবং প্রিয় একটি বর্গাকার টেবিলের প্রতি বাহুতে দুজন করে বসে আছে । প্রত্যেকে টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে আছে । রিনা, অমিতের অবিলম্বে ডানদিকে বসে আছে এবং তারা একই বাহুতে বসে আছে । প্রীতি তার দিকেই মুখ করে আছে যে কিরণের বামদিকে দ্বিতীয় আছে । প্রীতি, রিনার ডানদিকে চতুর্থ স্থানে আছে । বিকাশ এবং দীপকের মাঝে দুজন বসে আছে এবং দীপক, অমিতের সন্নিহিত স্থানে বসে আছে । প্রীতি এবং রাহুলের মাঝে একজন বসে আছে । দীপকের অবিলম্বে বামদিকে কে বসে আছে ?
[A] বিকাশ
[B] প্রিয়া
[C] রাহুল
[D] কিরণ
3. একটি ছক্কার দুটি ভিন্ন অবস্থান দেখানো হলো । M এর বিপরীতে কোন বর্ণ আছে ?
4. কোনো নিৰ্দিষ্ট কোডের ভাষায় LAST এর কোড হয় PFWY । একই কোডের ভাষায় MEAN এর কোড কি হবে ?
[A] QKES
[B] QJFT
[C] QJES
[D] QJET
5. ছয় ব্যক্তি P1, P2, P3, P4, P5 এবং P6 একটি বৃত্তাকার টেবিলের চারধারে বসে আছে কেন্দ্রের দিকে তাকিয়ে । যেকোনো দিক থেকে P2 এবং P6 এর মধ্যে দুজন বসে আছে । P2 এবং P4 এর মধ্যে কেবল একজন বসে আছে । P5 হলো P3 এর অবিলম্বে ডানদিকে । P1 হলো P6 এর ডানদিকে দ্বিতীয় । P1 এর অবিলম্বে ডানদিকে কে বসে আছে ?
[A] P6
[B] P5
[C] P4
[D] P2
6. (?) স্থানে সঠিক সংখ্যা বসিয়ে সিরিজটি সম্পূর্ণ করো :
451, 472, 493, 514, ? , 556
[A] 538
[B] 535
[C] 534
[D] 530
7. ফাঁকা স্থানে সঠিক বর্ণ বসিয়ে সিরিজটি সম্পূর্ণ করো :
ee __ fgghheeffgg __ heeffgghheeff __ __ hh
[A] ggfh
[B] eeff
[C] fhgg
[D] efgh
8. (?) স্থানে সঠিক সংখ্যা বসিয়ে সিরিজটি সম্পূর্ণ করো :
64, 72, 45, 109, –16, ?
[A] 205
[B] 200
[C] 208
[D] 180
9. (?) স্থানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে সিরিজটি সম্পূর্ণ করো :
MQRT, JNOQ, GKLN, DHIK, ?
[A] ANRS
[B] AMRQ
[C] AEFH
[D] ANTS
10. প্রদত্ত বিবৃতি অনুযায়ী কোন সিদ্ধান্তগুলি সঠিক ?
বিবৃতি : I. সমস্ত বিড়াল হলো স্তন্যপায়ী II. সমস্ত স্তন্যপায়ী হলো প্রাণী III. সমস্ত প্রাণী হলো জীবন্ত প্রাণ
সিদ্ধান্ত : I. কিছু বিড়াল হলো জীবন্ত প্রাণী II. সমস্ত জীবন্ত প্রাণী হলো বিড়াল
[A] কেবল II অনুসরণ করে
[B] কেবল I অনুসরণ করে
[C] I এবং II উভয়ই অনুসরণ করে
[D] I বা II কোনোটিই অনুসরণ করে না
11. যদি 67 L 50 M 15 N 6 = 27 এবং 100 L 50 M 13 N 5 = 85 তবে 6 L 8 M 4 N 3 = ?
[A] 8
[B] 5
[C] 7
[D] 2
12. ডিকশনারি অনুযায়ী সঠিক ক্রমে সাজাও :
1.Change 2.Chance 3.Channel 4.Chant 5.Chancellor
[A] 2, 5, 1, 4, 3
[B] 2, 3, 1, 4, 5
[C] 2, 3, 1, 5, 4
[D] 2, 5, 1, 3, 4
13. যদি R × S মানে R হলো S এর বোন, R + S মানে R হলো S এর ভাই, R ÷ S মানে R হলো S এর মেয়ে, R – S মানে R হলো S এর স্বামী তবে
H – F × I ÷ J থেকে H, J এর কে হয় ?
[A] বোনের স্বামী
[B] ছেলে
[C] মেয়ের স্বামী
[D] বাবা
14. (?) স্থানে সঠিক মিলযুক্ত বিকল্পটি বসাও :
BO : AM :: CP : ?
[A] AS
[B] YX
[C] HI
[D] BN
15. (?) স্থানে সঠিক মিলযুক্ত বিকল্পটি বসাও :
ER : ET :: ?
[A] EZ : AV
[B] OG : KC
[C] SX : SZ
[D] WK : GR
16. কোনো নিৰ্দিষ্ট কোডের ভাষায় PAGES এর কোড হয় 192, ABOVE এর কোড হয় 180 । তবে PRIOR এর কোড কি হবে ?
[A] 304
[B] 296
[C] 308
[D] 312
Answers and Solutions ::
















