আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 179

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 179


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. 120 cm ভূমি এবং 35 cm সন্নিহিত উচ্চতা বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত ?
[A] 2120 বর্গসেমি
[B] 2100 বর্গসেমি 
[C] 2010 বর্গসেমি
[D] 2630 বর্গসেমি 

2. একজন বালক এক টাকাই 6টি ক্যান্ডি কেনে । 20% লাভ করতে হলে তাকে এক টাকায় কতগুলি বিক্রি করতে হবে ?
[A] 4
[B] 3 
[C] 7
[D] 5 

3. 8% ছাড় পাওয়ার পর, রেশমি একটি সাইকেল 7912 টাকায় কেনে । সাইকেলটির প্রকৃত মূল্য কত ছিল ?
[A] 7800
[B] 8600 
[C] 9200
[D] 8800

4. পাঁচটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গড় হলো 37 । সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যার যোগফল কত ? 
[A] 8 
[B] 74 
[C] 41
[D] 66

5. 3.6, 4.2 এবং 5.4 এর চতুর্থ সমানুপাতি হলো :
[A] 1.4
[B] 7.2
[C] 1.2
[D] 6.3 

6. 48, 84 এর কত শতাংশ ? 
[A] 103/17%
[B] 100/11%
[C] 51/7%
[D] 400/7% 

7. মান নির্ণয় : 
192/64 × (47/94 + 42/84) + 182/14
[A] 16 
[B] 23
[C] 8
[D] 14

8. মান নির্ণয় : 
{(42/7) × 6}{45 × 6 + 65}[63/7] – 76
[A] 108464 
[B] 10998
[C] 10876
[D] 10987

9. একটি ক্লাসে, 40% হলো বালক এবং 54 জন হলো বালিকা । ক্লাসে বালকদের সংখ্যা কত ? 
[A] 36 
[B] 34
[C] 33
[D] 37

10. একটি ট্রাক 9 ঘন্টায় নিৰ্দিষ্ট বেগে 540 কিমি দূরত্ব অতিক্রম করে । ট্রাকের থেকে 16 km/hr বেশি বেগে চলমান একটি ট্রেন ট্রাকের অতিক্রান্ত দূরত্ব অপেক্ষা 68 km বেশি দূরত্ব কত সময়ে অতিক্রম করবে ? 
[A] 10 ঘন্টা
[B] 8 ঘন্টা 
[C] 6 ঘন্টা
[D] 12 ঘন্টা 

11. যখন একটি ল্যাপটপ কে 55,000 টাকায় বিক্রি করা হয়, তখন এক ব্যক্তি 25% লাভ করে । ল্যাপটপটির ক্রয়মূল্য কত ? 
[A] 30,000
[B] 44,000 
[C] 33,000
[D] 45,000

12. A1, A2 এবং A3 একা একটি কাজ যথাক্রমে 12 ঘন্টা, 24 ঘন্টা এবং 16 ঘন্টায় করতে পারে । একসাথে কাজ করলে, কাজটি কত সময়ে শেষ হবে ?
[A] 5 ঘন্টা 30 মিনিট
[B] 5 ঘন্টা 20 মিনিট 
[C] 4 ঘন্টা 20 মিনিট
[D] 3 ঘন্টা 30 মিনিট

13. মান নির্নয় : 
100 ÷ (10 + 12 – 2 × 6) 
[A] 88
[B] 12
[C] 100
[D] 10 

14. এক ব্যক্তি অর্ধেক দূরত্ব 25 km/hr বেগে অতিক্রম করে । বাকি দূরত্বের 40% 8 km/hr বেগে এবং বাকি দূরত্ব 18 km/hr বেগে অতিক্রম করলে,  সমগ্র যাত্রাপথে গড় বেগ নির্ণয় করো :
[A] 650/37 km/hr
[B] 540/37 km/hr
[C] 600/37 km/hr 
[D] 480/37 km/hr

15. একজন পুরুষ একা একটি কাজ 9 দিনে করতে পারে এবং একজন মহিলা একই কাজ বাড়িটি রঙ করতে 18 দিন সময় লাগবে  । যদি 3 জন পুরুষ এবং 3 জন মহিলা একসাথে কাজ করলে কত সময়ে কাজটি শেষ হবে ? 
[A] 4 দিন
[B] 3 দিন
[C] 2 দিন 
[D] 6 দিন

16. নূন্যতম কোন সংখ্যাটি 27, 36, 56, 12 এবং 10 দ্বারা বিভাজ্য ?
[A] 7560 
[B] 8584
[C] 5953
[D] 7694

17. একটি মোবাইল ফোন 25000 টাকায় কেনা হয় । ব্যবহারের জন্য এটির দাম প্রতি বছর 5% করে হ্রাস পায় । 2 বছর পর মোবাইল ফোনটির দাম কত হবে ?
[A] 22562.50 
[B] 23842.50
[C] 21546.50
[D] 24800.50

18. শঙ্কু আকৃতির তাঁবুর ভূমি ব্যাসার্ধ 8 m এবং উচ্চতা হলো 15 m । প্রতি π m^2 এ 54 টাকা হিসেবে এটি তৈরি করতে কত খরচ পড়বে ? 
[A] 6454
[B] 7344
[C] 8678
[D] 7454

19. অঙ্কুর ও অঙ্কিতের বেতনের অনুপাত 3 : 2 । যদি তাদের প্রত্যেকের বেতন 2500 টাকা কমানো হয় তবে নতুন অনুপাত হয় 8 : 5 । তাদের বেতনের সমষ্টি কত ? 
[A] 7500
[B] 12500
[C] 37500 
[D] 28500

20. 20000 টাকা বার্ষিক 16% চক্রবৃদ্ধিতে 1 বছরের জন্য ধার দেওয়া হয় । যদি সুদের পর্ব অর্ধবার্ষিক হয় তবে সুদ কতটা পাওয়া যাবে ? 
[A] 3180
[B] 3396
[C] 3224
[D] 3328 
















Answers and Solutions ::