আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 178

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 178


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. 5000 টাকা ধার্যমূল্যের একটি ডাইনিং সেট এক ব্যক্তিকে দোকানদার ক্রমিক 20% এবং 10% ছাড়ে বিক্রি করে । ডাইনিং সেটটির বিক্রয়মূল্য কত ?
[A] 3600 টাকা 
[B] 4800 টাকা
[C] 1000 টাকা
[D] 4000 টাকা

2. একটি দ্রব্যের ক্রয়মূল্যের 40 শতাংশ, এটির বিক্রয়মূল্যের 25 শতাংশের সাথে সমান । লাভের হার কত ?
[A] 150%
[B] 120%
[C] 50%
[D] 60% 

3. রাম 15 km/hr, 10 km/hr এবং 12 km/hr বেগে তিনটি সমান দূরত্ব যাত্রা করে । যদি মোট দূরত্ব 180 কিমি হয় তবে তার গড় বেগ কত ?
[A] 15 km/hr
[B] 18 km/hr
[C] 20 km/hr
[D] 12 km/hr 

4. যখন একটি নিৰ্দিষ্ট পরিমান কিছু টাকা 50 জন শিশুর মধ্যে সমানভাবে বন্টন করা হয় তখন প্রতিটি শিশু 80 টাকা করে পায় । যদি একই পরিমান টাকা অন্য একটি গ্রুপের শিশুদের মধ্যে সমানভাবে ভাগ করা হয় তবে প্রতিটি শিশু 50 টাকা করে পায় তবে দ্বিতীয় গ্রুপের শিশুর সংখ্যা কত ?
[A] 50
[B] 80 
[C] 60
[D] 40

5. মহেশ এবং সুরেশ একটি কাজ এককভাবে 20 দিন এবং 30 দিনে করতে পারে যথাক্রমে । তারা একসাথে কাজটি করার জন্য 3300 টাকা পায় । মহেশের ভাগ কত ?
[A] 1720 টাকা
[B] 2080 টাকা
[C] 1800 টাকা
[D] 1980 টাকা 

6. 10 টি সংখ্যার সমষ্টি হলো 686 । তাদের গড় কত ?
[A] 67.5
[B] 65.5
[C] 68.6 
[D] 66.6

7. 60,000 টাকার উপর বার্ষিক 4% হারে চক্রবৃদ্ধি সুদ হয় 4896 টাকা । সময়কালটি কত ?
[A] 3 বছর
[B] 1 বছর
[C] 4 বছর
[D] 2 বছর 

8. পিঙ্কি এবং রিঙ্কি একসাথে একটি কাজ 20 দিনে করতে পারে । রিঙ্কি এবং মিনকি একসাথে এটি 12 দিনে করতে পারে যেখানে পিঙ্কি এবং মিনকি একসাথে এটি 15 দিনে করতে পারে । রিঙ্কি একা কাজটি কত দিনে করতে পারে ? 
[A] 20 দিন
[B] 25 দিন
[C] 30 দিন 
[D] 10 দিন 

9. 25% এবং 10% ক্রমিক দুটি ছাড়ের সমতুল্য একটি একক ছাড় নির্ণয় করো - 
[A] 31.9%
[B] 35.5%
[C] 32.5% 
[D] 38.4%

10. 18 cm ব্যাসার্ধের একটি গোলককে গলানো হয় এবং 4 cm ভূমি ব্যাসার্ধের একটি নিরেট চোঙ এটি থেকে তৈরি করা হয় । নিরেট চোঙটির উচ্চতা কত ? 
[A] 196 cm
[B] 486 cm 
[C] 224 cm
[D] 384 cm

11. ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের মধ্যে অন্তর 143 টাকা । যদি লাভের হার 26% হয় তবে বিক্রয়মূল্য কত ?
[A] 603 টাকা
[B] 676 টাকা
[C] 693 টাকা 
[D] 713 টাকা

12. একজন ব্যক্তি 30 শতাংশ লাভে পেন্সিল বিক্রি করেন । যদি তিনি এর বিক্রয়মূল্য 200 টাকা কমিয়ে দেন তাহলে তার 10 শতাংশ ক্ষতি হয় । পেন্সিলের প্রাথমিক বিক্রয়মূল্য কত ছিল ?  
[A] 550 টাকা
[B] 600 টাকা
[C] 700 টাকা
[D] 650 টাকা 

13. একটি ধাতব নিরেট গোলকের ব্যাসার্ধ 28 cm । যদি এটিকে গলানো হয় এবং 3.5 cm ব্যাসার্ধের ছোটো ছোটো গোলক তৈরি করা যায় তবে এমন কতগুলি ছোটো ছোটো গোলক তৈরি করা যাবে ?
[A] 512 
[B] 624
[C] 496
[D] 424

14. সংক্রমণের কারণে একটি শহরের জনসংখ্যা 156940 থেকে কমে হয় 141246 । জনসংখ্যা হ্রাসের শতাংশ কত ?
[A] 8%
[B] 10% 
[C] 12%
[D] 15%

15. রঙিন ব্লকের মোট সংখ্যা হলো 1260 । যদি লাল ও নীল ব্লকের অনুপাত 2 : 5 হয় এবং নীল ও হলুদ ব্লকের অনুপাত 15 : 7 হয়, তবে কতগুলি হলুদ ব্লক আছে ?
[A] 315 
[B] 675
[C] 270
[D] 745

16. একটি বাস 72 মিটার দূরত্ব অতিক্রম করতে যা সময় নেয় কৃশ 24 মিটার অতিক্রম করতে একই সময় নেয় । বাসটি 4.8 কিমি দূরত্ব অতিক্রম করলে কৃশ ওই সময়ে কত দূরত্ব অতিক্রম করবে ? 
[A] 2.4 km
[B] 3.6 km
[C] 2.1 km
[D] 1.6 km 

17. লসাগু নির্ণয় : 5/33, 25/11, 20/55 এবং 15/77
[A] 300/11 
[B] 300/77
[C] 25/33
[D] 500/11

18. মান নির্ণয় : 
{20 এর 4 + (40 – 14 + 30) – 84}
[A] 55
[B] 50
[C] 52 
[D] 44

19. মান নির্ণয় : 
[–11 + 2 – 12 ÷ 4] × 5
[A] 84
[B] 17
[C] –12
[D] –60 

20. কোনো টাকা সরল সুদে 3 বছরে হয় 800 টাকা এবং 4 বছরে হয় 900 টাকা । মূলধনটি হলো :
[A] 800 টাকা
[B] 600 টাকা
[C] 500 টাকা 
[D] 700 টাকা 














Answers and Solutions ::