আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 177

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 177


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. একটি চাকার ব্যাসার্ধ 21 cm । 20 বার আবর্তনে চাকাটি কত দূরত্ব (cm) অতিক্রম করবে ?
[A] 1440 cm
[B] 1500 cm
[C] 2640 cm 
[D] 2100 cm

2. দীনেশ সমদুরত্বের চারটি যাত্রা সম্পন্ন করে । প্রথম যাত্রায় তার বেগ ছিল 140 km/hr এবং তারপর থেকে প্রতি যাত্রায় বেগ আগের যাত্রার অর্ধেক হয়ে যায় । এই চারটি যাত্রায় তার গড় বেগ কত ?
[A] 40 km/hr
[B] 44 km/hr
[C] 112/3 km/hr 
[D] 124/3 km/hr

3. কৃষ্ণা A বিন্দু থেকে B বিন্দুতে যাত্রা করে 6 ঘন্টায় এবং B বিন্দুতে ফিরে আসে 5 ঘন্টার । বিন্দু A এবং বিন্দু B সরলরেখিক রেখায় পরস্পরের থেকে 220 মাইল দূরে আছে । সমগ্র যাত্রাপথে কৃষ্ণার গড় বেগ কত ? 
[A] 44 মাইল/ঘন্টা
[B] 40 মাইল/ঘন্টা 
[C] 50 মাইল/ঘন্টা
[D] 22 মাইল/ঘন্টা

4. অর্ধবার্ষিক পর্বে 1 বছরে বার্ষিক 9% হারে 16400 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
[A] 1640.40 টাকা
[B] 1608.20 টাকা
[C] 1509.21 টাকা 
[D] 1680.90 টাকা

5. 44, 10 এবং 5 এর লসাগু এবং 50 ও 75 এর গসাগু -এর মধ্যে অনুপাত নির্ণয় করো - 
[A] 15 : 2
[B] 45 : 7
[C] 50 : 3
[D] 44 : 5 

6. 10, 12 এবং 15 এর নূন্যতম কমন মাল্টিপল নির্ণয় করো -
[A] 120
[B] 180
[C] 60 
[D] 30

7. 13 টাকা প্রতি ডজন দামে বিজয় কলা বিক্রি করে এবং লাভ করে 30% । কলার কেনা দাম 10% বৃদ্ধি পায় । যদি বিক্রয়মূল্য একই থাকে তবে নতুন লাভের হার কত ?
[A] 16.66%
[B] 18.18% 
[C] 14.28%
[D] 12.5%

8. একটি শঙ্কুর উচ্চতা 12 cm এবং এটির ভূমির ব্যাসার্ধ 14 cm । শঙ্কুটির আয়তন কত ?
[A] 2464 ঘনসেমি 
[B] 2692 ঘনসেমি
[C] 2248 ঘনসেমি
[D] 2872 ঘনসেমি

9. একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য হলো 6 cm, 8 cm এবং 10 cm । ত্রিভুজটির ক্ষেত্রফল কত ?
[A] 20 বর্গসেমি
[B] 28 বর্গসেমি
[C] 24 বর্গসেমি 
[D] 16 বর্গসেমি

10. মান নির্ণয় : 
 2[2.75 × 2.75 + 1.25 × 1.25] ?
[A] 19.75
[B] 17.50
[C] 18.25 
[D] 15.75 

11. 10 cm মাপের একটি রেখা মাপার সময়, ভুল করে 10.2 cm মাপা হয় । পরিমাপে বর্তমান ভুল শতাংশ কত ?
[A] 1%
[B] 0.5%
[C] 0 1%
[D] 2% 

12. 6000 টাকা P, Q এবং R এর মধ্যে 5 ; 7 : 8 অনুপাতে ভাগ করা হবে বলে ঠিক করা হয় । কিন্তু ভুল করে P, Q এবং R কে 9 : 7 : 4 অনুপাতে ভাগ করে দেওয়া হয় । এই ভাগে R কতটা টাকা হারায় ?
[A] 900 টাকা
[B] 600 টাকা
[C] 300 টাকা
[D] 1200 টাকা 

13. একজন বিক্রেতা ক্রয়মূল্য থেকে 44% বাড়িয়ে ধার্য্যমূল্য স্থির করে । তারপর সে 50% ছাড় দেয় । তার ক্ষতির হার কত ?
[A] 25%
[B] 28% 
[C] 26%
[D] 32%

14. 15 টি সংখ্যার গড় হলো 45 । আরো একটি সংখ্যাকে যোগ করলে নতুন গড় হয় 50 । নতুন সংখ্যাটি কত ?
[A] 125 
[B] 118
[C] 105
[D] 115

15. M এর কোন মানের জন্য, 58524M সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে ? 
[A] 8
[B] 2
[C] 3 
[D] 7

16. যদি দুটি ক্রমিক ছাড় 10% এবং 20% দেওয়া হয় তবে নেট ছাড় কত ?
[A] 22%
[B] 28% 
[C] 25%
[D] 20%

17. যদি p : q = 7 : 5 হয় তবে (p² + q²)/(p² – q²) এর মান কত ?
[A] 48/7
[B] 36/11
[C] 37/12 
[D] 38/5

18. একটি নিৰ্দিষ্ট দূরত্ব x কিমি অনুকূলের থেকে প্রতিকূলে অতিক্রম করতে 3 ঘন্টা সময় বেশি লাগে । প্রতিকূলে নৌকার বেগ 8 km/hr । নিম্নের কোনটি সঠিক ?
I. যদি x এর মান 48 km হয় তবে অনুকূলে নৌকার বেগ হয় 16 km/hr 
II. যদি অনুকূলে নৌকার বেগ 12 km/hr হয়, তবে x এর মান হয় 48 km   
[A] I বা II কোনোটিই নয়
[B] কেবল II
[C] কেবল I 
[D] I এবং II উভয়ই  

19. একটি দ্রব্যের ধার্য্যমূল্য ও বিক্রয়মূল্য যথাক্রমে 7600 টাকা এবং 6688 টাকা যথাক্রমে । ছাড়ের শতাংশ কত ?
[A] 8%
[B] 12% 
[C] 10%
[D] 16%

20. একটি গ্রুপে 1200 জন ব্যক্তি আছে । তাদের জন্য 80 দিনের খাবার আছে । 5 দিন পর, 400 জন ব্যক্তি গ্রুপ ছেড়ে চলে যায় । বাকি খাবার কতদিন চলবে ?
[A] 125 দিন
[B] 110.5 দিন
[C] 140.8 দিন
[D] 112.5 দিন 














Answers and Solutions ::