আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 176

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 176


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. ক্রয়মূল্যে 40 শতাংশ এবং এটির বিক্রয়মূল্যের 24 শতাংশ পরস্পর সমান । লাভের হার কত ?
[A] 60%
[B] 50%
[C] 66.66% 
[D] 52.5%

2. একটি মেয়ে তার বাগানে সারি বরাবর এমন ভাবে গাছ বসাতে চায় যাতে প্রতিটি সারিতে একই সংখ্যক গাছ থাকে । 10 টি সারি আছে এবং প্রতিটি সারিতে গাছের সংখ্যা 12, যদি আরো 5 টি সারি থাকতো তবে প্রতিটি সারিতে কতগুলি করে গাছ থাকতো ? 
[A] 10
[B] 8 
[C] 6
[D] 12

3. একটি দ্রব্যের ধার্য্যমূল্য এবং বিক্রয়মূল্য হলো 2450 টাকা এবং 1960 টাকা যথাক্রমে । ছাড়ের শতাংশ কত ?
[A] 20% 
[B] 25%
[C] 15%
[D] 24%

4. সংখ্যা দুটি নির্ণয় করো যাদের গসাগু 47 এবং তাদের যোগফল 188 
[A] 141 এবং 138
[B] 47 এবং 141 
[C] 215 এবং 211
[D] 47 এবং 51

5. যদি একটি সংখ্যার 20%, অন্য একটি সংখ্যার 1/6 হয় তবে প্রথম ও দ্বিতীয় সংখ্যার মধ্যে অনুপাত কত ?
[A] 4 : 7
[B] 5 : 6 
[C] 5 : 3
[D] 4 : 5

6. মান নির্ণয় : 
8 + [{12 – (8 ÷ 2) × (1/4)]
[A] 6
[B] 10 
[C] 2
[D] 8

7. একটি বস্তু 20 m 5 সেকেন্ডে এবং 25 m 10 সেকেন্ডে অতিক্রম করে । গড় বেগ কত ? 
[A] 4 m/sec
[B] 2 m/sec
[C] 3 m/sec 
[D] 5 m/sec

8. একজন পাইকারি ব্যবসায়ী ক্রয়মূল্য অপেক্ষা 35% বাড়িয়ে ধার্য্যমূল্য স্থির করে এবং বিক্রির সময় 15% ছাড় দেয় । তার লাভ হলো -
[A] 20.45%
[B] 24.85%
[C] 14.75% 
[D] 25.50%

9. একটি ক্লাসে, স্টুডেন্টদের 55% হলো বালক এবং বালিকাদের সংখ্যা হলো 90 তবে বালকের সংখ্যা কত ?
[A] 135
[B] 120
[C] 198
[D] 110 

10. একটি চোঙের ব্যাসার্ধ 14 cm । যদি চোঙের উচ্চতা এটির ব্যাসার্ধের চারগুন হয়, তবে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত ?
[A] 5546 বর্গসেমি
[B] 4928 বর্গসেমি 
[C] 4694 বর্গসেমি
[D] 5214 বর্গসেমি

11. 50 km দূরত্ব অতিক্রম করতে, সামিয়া সানির থেকে 1 ঘন্টা সময় বেশি নেয় । যদি সামিয়া তার বেগ দ্বিগুন করে তবে সানির থেকে 1 ঘন্টা সময় কম নেয় । সামিয়ার বেগ হলো -
[A] 18.4 km/hr
[B] 12.5 km/hr 
[C] 14.8 km/hr
[D] 15.6 km/hr

12. 48 ÷ 4 + A × 2 – 8 = 14 হলে A এর মান কত ?
[A] 10
[B] 5 
[C] 14
[D] 8

13. একটি বৃত্তাকার পথের অন্ত ও বহিঃস্থ পরিধির অনুপাত 11 : 7 । যদি রাস্তাটি 20 মিটার চওড়া হয় তবে অন্ত:বৃত্তের ব্যাসার্ধ কত ?
[A] 20 মিটার
[B] 55 মিটার
[C] 65 মিটার
[D] 35 মিটার 

14. মান নির্ণয় :  (13 × 4 – 26)/(54 – 7 × 4)
[A] –1
[B] 10
[C] 0
[D] 1 

15. বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 মাস পর্বে 6000 টাকা ধার দেওয়া হয় । 6 মাসে চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
[A] 268.6 টাকা
[B] 190.5 টাকা
[C] 164.6 টাকা
[D] 242.4 টাকা 

16. A একা একটি কাজ 25 দিনে করতে পারে এবং B একই কাজ 50 দিনে করতে পারে । যদি তারা একসাথে তবে 9 দিনে মোট কাজের কত শতাংশ কাজ সম্পন্ন হবে ? 
[A] 49%
[B] 60%
[C] 45%
[D] 54% 

17. রেনাল 28500 টাকায় একটি AC কেনে এবং 600 টাকা বহন খাতে খরচ করে । তারপর সে এটিকে 30264 টাকায় বিক্রি করে । তার লাভের হার কত ?
[A] 8%
[B] 10%
[C] 4% 
[D] 5%

18. 10 টি সংখ্যার গড় হলো 8 । যদি প্রতিটি সংখ্যাকে 10 দিয়ে গুন করা হয় তবে নতুন গড় হবে -
[A] 80 
[B] 18
[C] 8
[D] 50

19. A একা একটি কাজের (1/10) অংশ সম্পন্ন করে 8 ঘন্টায় । B একই কাজের (1/5) অংশ সম্পন্ন করে 4 ঘন্টায় । যদি তারা একসাথে কাজ করে তবে একই কাজের (9/16) অংশ সম্পূর্ণ করতে কত ঘন্টা লাগবে ?
[A] 9 ঘন্টা 
[B] 5 ঘন্টা
[C] 8 ঘন্টা
[D] 4 ঘন্টা 

20. একটি স্কিম বার্ষিক 6% সুদের হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করে । তবে স্কিমে বিনিয়োগ করা মূলধনের পরিমান নির্ণয় করো যদি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 618 টাকা হয় - 
[A] 7000 টাকা
[B] 9000 টাকা
[C] 5000 টাকা 
[D] 4000 টাকা













Answers and Solutions ::