আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 175
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 175
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :
1. 16 জনের একটি যৌথ পরিবারে, সব থেকে বড় ও সব থেকে ছোটো সদস্যের বয়সের পার্থক্য 82 বছর । যদি হিসেব থেকে এই দুজন কে বাদ দেওয়া হয়, বাকি 14 জনের বয়সের গড় হয় 28 । যদি সমস্ত পরিবারের গড় বয়স 30 হয় তবে সবথেকে বড় ব্যক্তির বয়স কত ?
[A] 85 বছর
[B] 88 বছর
[C] 76 বছর
[D] 60 বছর
2. দুটি সংখ্যার মধ্যে অন্তর 10 । যদি তাদের লসাগু 120 এবং গসাগু 10 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত ?
[A] 130
[B] 120
[C] 70
[D] 50
3. একটি বর্গাকার মাঠ লেভেল করতে ₹52/m^2 হিসেবে ₹1,30,000 টাকা খরচ হয় । ₹35/m হিসেবে এটার চারিদিকে বেড়া দিতে কত খরচ পড়বে ?
[A] ₹2500
[B] ₹7000
[C] ₹87,500
[D] ₹3500
4. নিকিতা কিছু টাকা 9% সরল সুদের হারে 2 বছরের জন্য বিনিয়োগ করে এবং একই পরিমান টাকা 10% বার্ষিক হারে 4 বছরের জন্য বিনিয়োগ করে । সে যদি মোট 1740 টাকা সুদ পায় তবে প্রতিক্ষেত্রে সে কত টাকা বিনিয়োগ করেছিল ?
[A] 4350 টাকা
[B] 3000 টাকা
[C] 6000 টাকা
[D] 4500 টাকা
5. বাইকে 40 km/h বেগে 15 মিনিটে অমিত একটি নিৰ্দিষ্ট দূরত্ব যায় । যদি সে 12 মিনিটে এই দূরত্বটি অতিক্রম করতে চায় তবে তার বেগ কত হতে হবে ?
[A] 60 km/h
[B] 50 km/h
[C] 72 km/h
[D] 32 km/h
6. S, T র থেকে 20% বেশি । T, U র থেকে 10% কম । S ও U এর অনুপাত কত ?
[A] 27 : 25
[B] 23 : 19
[C] 25 : 21
[D] 29 : 24
7. তেলের দাম প্রতি বছর 5% করে বৃদ্ধি পায় । বর্তমানে তেলের দাম 80 টাকা প্রতি লিটার হলে, তবে 2 বছর পর লিটার প্রতি ডিজেলের দাম কত হবে ?
[A] 86.8 টাকা
[B] 92.5 টাকা
[C] 90.5 টাকা
[D] 88.2 টাকা
8. 15 জন ব্যক্তি একটি কাজ 15 দিনে করে দৈনিক 8 ঘন্টা করে কাজ করে । N জন ব্যক্তি দ্বিগুন কাজ 20 দিনে করে দৈনিক 10 ঘন্টা করে খেটে । তবে N এর মান কত ?
[A] 14
[B] 12
[C] 16
[D] 18
9. 33 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের আকারে একটি তার আছে । যদি তারটি ভাঁজ করে একটি বৃত্ত তৈরি করা হয় তবে তার ব্যাসার্ধ কত হবে ? (π=22/7)
[A] 21 সেমি
[B] 33 সেমি
[C] 16.5 সেমি
[D] 42 সেমি
10. 22500 টাকার উপর 16% বার্ষিক হারে 1 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদটি 6 মাস অন্তর প্রদেয় হয় ?
[A] 3744 টাকা
[B] 3700 টাকা
[C] 3600 টাকা
[D] 36,24 টাকা
11. সুহানা ক্রয়মূল্য অপেক্ষা 30% বেশি দামে ধার্য্যমূল্য স্থির করে রাখে । 20% ছাড় দেওয়ার পর সে যদি 5720 টাকায় দ্রব্যটি বিক্রি করে তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
[A] 5000 টাকা
[B] 5350 টাকা
[C] 5200 টাকা
[D] 5500 টাকা
12. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 21 cm ও 14 cm এবং এটির ক্ষেত্রফল 875 বর্গসেমি । সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত ?
[A] 45 cm
[B] 50 cm
[C] 60 cm
[D] 65 cm
13. নিৰ্দিষ্ট মূলধনের 1/2 অংশ 20% সুদের হারে, বাকি মূলধনের 2/5 অংশ 25% সুদের হারে ধার দেওয়া হয় । বাকি মূলধন 10% সুদের হারে ধার দেওয়া হয় । 2 বছরে যদি মোট সুদ 360 টাকা হয় তবে মূলধনের পরিমান কত ?
[A] ₹1200
[B] ₹800
[C] ₹1000
[D] ₹1400
14. A এবং B একত্রে একটি কাজ 36 দিনে করতে পারে । যদি B, 30 দিন পর কাজ করা থামিয়ে দেয় তবে কাজটি 40 দিনে সম্পূর্ণ হয় । A একা কাজটি করলে কতদিনে শেষ করতে পারবে ?
[A] 10 দিন
[B] 66 দিন
[C] 50 দিন
[D] 60 দিন
15. পাইপ A একটি ট্যাংক কে ভর্তি করতে পারে 6 ঘন্টায় এবং পাইপ B একই ট্যাংক কে ভর্তি করতে পারে 8 ঘন্টায় । দুটো পাইপ কে একসাথে খুলে দেওয়া হলো এবং 2 ঘন্টা পর, পাইপ A বন্ধ করে দেওয়া হয় । ট্যাংকের বাকি অংশ ভর্তি করতে পাইপ B র কত সময় লাগবে ?
[A] 2
[B] 3 1/3
[C] 3 2/3
[D] 4
16. A, B কে একটি পেন 60% ক্ষতিতে বেচে । B, C কে পেনটি 30% লাভে বেচে যদি C 260 টাকা দেয় পেনটার জন্য তবে A কত টাকায় কিনেছিল ?
[A] 500
[B] 450
[C] 380
[D] 400
17. একটি ট্রেন 600 মিটার এবং 300 মিটার দীর্ঘ দুটি প্লাটফর্ম কে যথাক্রমে 80 সেকেন্ড এবং 60 সেকেন্ডে অতিক্রম করতে পারে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত ?
[A] 120 মিটার
[B] 130 মিটার
[C] 600 মিটার
[D] 110 মিটার
18. নূন্যতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 6, 9, 12, 15 এবং 18 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 2 ভাগশেষ আসে -
[A] 178
[B] 180
[C] 182
[D] 176
19. চারটি ভিন্ন সংখ্যা আছে। প্রথম তিনটির গড়, চতুর্থ সংখ্যাটির তিনগুন এবং চারটি সংখ্যার গড় হলো 55 । প্রথম তিনটি সংখ্যার যোগফল কত ?
[A] 172
[B] 198
[C] 165
[D] 153
20. 52, 47, 20 এবং 19 এদের প্রত্যেকটি থেকে x বিয়োগ করা হলে, এরা সমানুপাতে থাকে তবে (x+4) এবং (x-8) এর মধ্য সমানুপাতি কত হবে ?
[A] 8
[B] 12
[C] 9
[D] 10
Answers and Solutions ::
_2.jpg)
_3.jpg)
_4.jpg)
_5.jpg)
_6.jpg)
_7.jpg)
_8.jpg)
_9.jpg)
_10.jpg)
_11.jpg)
_12.jpg)
_13.jpg)
_14.jpg)
_15.jpg)
_16.jpg)
_17.jpg)
_18.jpg)
_19.jpg)
_20.jpg)
_21.jpg)