আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 174

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 174


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. দুটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের অনোন্যকের যোগফল 5/12 হলে সংখ্যা দুটি কি কি ? 
[A] 8, 2
[B] 6, 4 
[C] 7, 3
[D] 9, 1

2. 2³º+ 2³¹ + 2³² + 2³³ এটি কত দ্বারা বিভাজ্য হবে ?
[A] 12
[B] 14
[C] 15 
[D] 16

3. এক ব্যক্তি তার সম্পত্তির 1/4 অংশ পুত্রকে এবং 2/3 অংশ স্ত্রীকে দিলেন । বাকি অংশ দুই কন্যাকে সমান ভাগে ভাগ করে দিলেন । প্রত্যেক কন্যা 20000 টাকা করে পেলে, মোট সম্পত্তির মূল্য কত ?
[A] 480000 
[B] 260000
[C] 360000
[D] 300005

4. দুটি সংখ্যার লসাগু, তাদের গসাগুর 12 গুন । গসাগু ও লসাগুর সমষ্টি 403 । যদি একটি সংখ্যা 93 হয় তবে অন্যটি কত ?
[A] 124 
[B] 128
[C] 134
[D] 138

5. পাঁচ অংকের কোন ক্ষুদ্রতম সংখ্যা 15, 18, 20 এবং 24 দ্বারা বিভাজ্য ? 
[A] 10000
[B] 10800 
[C]  10600
[D] 104360

6. তিনটি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড, 36 সেকেন্ড ও 54 সেকেন্ড পরপর পরিবর্তন হয় । ট্রাফিক সিগন্যাল তিনটির আলো 10 : 15 : 00  AM এ একসঙ্গে  পরিবর্তনের পর আবার কখন তারা একসঙ্গে পরিবর্তিত হবে ?
[A] 10 : 16 : 54 AM
[B] 10 : 18 : 36 AM 
[C] 10 : 17 : 03 AM
[D] 10 : 22 : 12 AM

7. যদি x + 1/x = 3 হয় তবে x⁵ + 1/x⁵ এর মান কি ?
[A] 423
[B] 123 
[C] 127
[D] 125 

8. 2 বছর পরে পিতার বয়সের দ্বিগুন, পুত্রের বয়সের 5 গুণের সমান হবে । কিন্তু 10 বছর আগে পিতার বয়স, পুত্রের 7 গুন ছিল । বর্তমানে পুত্রের বয়স কত ?
[A] 15 বছর
[B] 14 বছর 
[C] 13 বছর
[D] 12 বছর

9. একটি উল্লম্ব তৈলাক্ত স্তম্ভে একটি বাঁদর ওঠার চেষ্টা করছিল । সে প্রথম সেকেন্ডে 4 ফুট এবং পরবর্তী প্রতি সেকেন্ডে অতিরিক্ত 2 ফুট উঠতে পারে । 10 সেকেন্ডে বাঁদরটি কত ফুট উঠবে ?
[A] 100
[B] 110
[C] 120
[D] 130 

10. ক্রমিক 7 টি বিজোড় সংখ্যার গড় 17 হলে, বৃহত্তর ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি কি কি ?
[A] 23, 11 
[B] 24, 9
[C] 23, 12
[D] 17, 5

11. যদি A : B : C = 2 : 3 : 4 হয় তবে A/B : B/C : C/A এর মান কত ?
[A] 8 : 9 :16
[B] 8 : 9 : 12
[C] 8 : 9 : 24 
[D] 4 : 9 : 15

12. 47000 টাকা 3 জন পুরুষ, 5 জন মহিলা এবং 7 জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করো যাতে একজন পুরুষ একজন মহিলার দ্বিগুন টাকা এবং একজন মহিলা একজন বালকের 3/2 গুন টাকা পায় ।
[A] 18000, 15000, 14000 
[B] 12000, 21000, 14000
[C] 14000, 16000, 14000
[D] 20000, 12000, 15000

13. দুই প্রকার শরবত দুধ ও দইয়ের অনুপাত 3 : 1 এবং 5 : 3 । এই দুই প্রকার শরবত 9 : 7 অনুপাতে মেশালে নতুন মিশ্রণ দুধ ও দইয়ের অনুপাত কত হবে ?
[A] 89 : 40
[B] 89 : 79
[C] 89 : 39 
[D] 49 : 39

14. 20 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 21 দিনে একটি কাজ করতে পারে । 48 জন লোক প্রতিদিন কত ঘন্টা করে কাজ করলে 7 দিনে ওই কাজ করতে পারবে ?
[A] 12
[B] 20
[C] 10 
[D] 15

15. A, B, C একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে । ব্যবসার শেষে মোট 8900 টাকা লাভ হলে, B কত টাকা পাবে ?
[A] 3500 টাকা 
[B] 3600 টাকা
[C] 3800 টাকা
[D] 4100 টাকা

16. এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 40 কিমি পথ 20 কিমি/ঘন্টা বেগে, পরবর্তী 30 কিমি পথ 10 কিমি/ঘন্টা বেগে এবং শেষ 50 কিমি পথ 50 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে । সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত ?
[A] 15 কিমি/ঘ:
[B] 20 কিমি/ঘ: 
[C] 25 কিমি/ঘ:
[D] 22 কিমি/ঘ:

17. 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেয়াল 10 দিনে গাঁথতে পারে । 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেয়াল কতদিনে গাঁথতে পারবে ?
[A] 15 
[B] 20
[C] 25
[D] 30

18. A নল B নলের 3 গুন ক্ষমতা সম্পন্ন  । একটি খালি চৌবাচ্চা B নলের দ্বারা পূর্ণ করতে যা সময় লাগে, A নলের তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে । একত্রে ওই দুটি নল চৌবাচ্চাটি কতক্ষণে জলপূর্ণ করতে পারবে ?
[A] 4.5 মিনিট 
[B] 4 মিনিট
[C] 3.5 মিনিট
[D] 3 মিনিট

19. এক ব্যক্তি কোনো স্থানে ট্রেনে 25 কিমি/ঘন্টা গতিবেগে গিয়ে 4 কিমি/ঘন্টা গতিবেগে হেঁটে ফিরে এল । সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলে, দুটি স্থানের মধ্যে দূরত্ব কত কিমি ?
[A] 25
[B] 30
[C] 20 
[D] 15

20. একটি নিৰ্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে, স্রোতের অনুকূলে তার দ্বিগুন দূরত্ব অতিক্রম করে । স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা হলে স্থির জলে বালকটির গতিবেগ কত কিমি প্রতি ঘন্টায় ?
[A] 6
[B] 9 
[C] 10
[D] 12









Answers and Solutions ::