আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 172

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 172


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. 15% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 8000 টাকা কত সময়ে 12167 টাকা হবে ?
[A] 3 বছর 
[B] 2 বছর
[C] 5 বছর
[D] 4 বছর

2. গমের প্রতি কেজিতে দাম 20% কমে যাওয়ায়, রাম 800 টাকায় 5 কেজি বেশি গম কিনতে পারে । গমের প্রকৃত পরিমান কত কেজি ? 
[A] 50
[B] 20 
[C] 40
[D] 30

3. যদি 4 জন ব্যক্তি দিনে 9 ঘন্টা করে কাজ করে 5 দিনে একটি মাঠের ফসল কাটতে পারেজ তবে 10 জন ব্যক্তি একই মাঠ কত ঘন্টা করে কাজ করলে 3 দিনে শেষ করতে পারবে ? 
[A] 5
[B] 4
[C] 6 
[D] 3

4. 2 টি লোক ও 7 টি বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে। 4 টি লোক ও 4 টি বালক ওই কাজ 3 দিন সম্পন্ন করে । 1 টি লোক ওই কাজ কতদিনে সম্পন্ন করবে ?  
[A] 6 দিন
[B] 51 দিন
[C] 15 দিন 
[D] 60 দিন

5. আয়ুষ এবং অভিষেকের ওজনের অনুপাত 8 : 5 । অভিষেকের ওজন 40% বাড়ানো হলো এবং আয়ুষ ও অভিষেকের মোট ওজন 60% বৃদ্ধি পেলে । যদি মোট ওজন দাঁড়ায় 104 কেজি । তবে বৃদ্ধির পর, আয়ুষের ওজন কত হবে ?
[A] 60 kg
[B] 75 kg
[C] 69 kg 
[D] 72 kg

6. 5 টি বিষয়ের মধ্যে, প্রথম তিনটি বিষয়ে রাকেশের গড় নম্বর 75 এবং শেষ তিনটি বিষয়ে গড় নম্বর 82 । যদি তৃতীয় বিষয়ে সে 66 নম্বর পেয়ে থাকে তবে 5 টি বিষয় মিলিয়ে গড় নম্বর কত ?
[A] 76
[B] 84
[C] 80
[D] 81 

7. তিনটি ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল 126 । তবে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার গুনফল কত ?
[A] 1840
[B] 1950
[C] 1760 
[D] 1620

8. 12 cm ব্যাসার্ধের একটি নিরেট অর্ধগোলককে গলিয়ে 6 cm ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলকাকার বল তৈরি করা যাবে ? 
[A] 4 
[B] 2
[C] 10
[D] 8

9. দুটি বৃত্তের ব্যাসার্ধ 11 cm এবং 3 cm । তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হল 17 cm । সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত ? 
[A] 12 cm
[B] 14 cm
[C] 16 cm
[D] 15 cm 

10. স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা এবং নৌকার বেগ 11 কিমি/ঘন্টা । কত সময়ে নৌকাটি 21 কিমি প্রতিকূলে এবং 45 কিমি অনুকূলে অতিক্রম করবে ? 
[A] 6 ঘন্টা 
[B] 3 ঘন্টা
[C] 4 ঘন্টা
[D] 7 ঘন্টা

11. দুটি ট্রেন একই দিকে 24 কিমি/ঘন্টা এবং 50 কিমি/ঘন্টা বেগে দৌড়াচ্ছে । দ্রুতচলা ট্রেনটি, ধীরে চলা ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে 72 সেকেন্ডে অতিক্রম করে । তবে দ্রুতচলা ট্রেনটির দৈর্ঘ্য কত ? 
[A] 560 মিটার
[B] 490 মিটার
[C] 520 মিটার 
[D] 640 মিটার

12. সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সমান বাহু এবং তৃতীয় বাহুর অনুপাত 3 : 4 । ত্রিভুজটির ক্ষেত্রফল 18√5 বর্গএকক হলে, তবে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত ? 
[A] 16 একক
[B] 5√10 একক
[C] 8√2 একক
[D] 12 একক 

13. একটি চোর 3:30 pm এ একটি গাড়ি চুরি করে এবং 80 কিমি/ঘন্টা বেগে চালায় । 4:00 pm এ চোরের সন্ধান পাওয়া যায় এবং মালিক 90 কিমি/ঘ: বেগ নিয়ে চলতে শুরু করে । চোরটি কখন ধরা পড়বে ? 
[A] 8:00 pm 
[B] 8:30 pm
[C] 7:30 pm
[D] 7:00 pm

14. একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি ব্যাসার্ধ 7 cm এবং এটির বক্রতলের ক্ষেত্রফল 550 বর্গসেমি । তবে এটির আয়তন কত ?
[A] 1223 ঘনসেমি
[B] 1233 ঘনসেমি
[C] 1322 ঘনসেমি
[D] 1232 ঘনসেমি 

15. একটি টেবিলের ক্রয়মূল্য এবং ধার্য্যমূল্য এর অনুপাত 3 : 4 । দোকানদার 25% এর সমান দুটি পরপর ছাড় দেয় ধার্য্যমূল্য এর উপর এবং 2250 টাকায় এটি বিক্রি করে । এরফলে তার ক্ষতির পরিমান নির্ণয় করো ?
[A] 1000 টাকা
[B] 750 টাকা 
[C] 500 টাকা
[D] 250 টাকা

16. দুটি সংখ্যার অন্তর, তাদের যোগফলের 15% । তবে ক্ষুদ্রতর ও বৃহত্তর সংখ্যার মধ্যে অনুপাত কত ? 
[A] 13/17
[B] 17/13
[C] 17/23 
[D] 23/16

17. A এবং B একটি কাজ একত্রে 50 ঘন্টায় একটি কাজ করতে পারে, B এবং C একত্রে একই কাজ 75 ঘন্টায় করতে পারে এবং A ও C একই কাজ 25 ঘন্টায় করতে পারে । A, B এবং C একত্রে কাজ করলে কতদিনে কাজটি শেষ করতে পারবে ? 
[A] 400/11 ঘন্টা
[B] 150/11 ঘন্টা
[C] 131/11 ঘন্টা
[D] 300/11 ঘন্টা 

18. একটি দ্রব্যের ধার্য্যমূল্য ছিল 100000 কিন্তু বিক্রেতা ডবল ডিসকাউন্ট 20% এবং 10% প্রদান করেন । তবে শেষে কত দামে তিনি দ্রব্যটি বিক্রি করেন ?
[A] 72,000 
[B] 80,000
[C] 70,000
[D] 82,000

19. সরল সুদে কোনো নিৰ্দিষ্ট মূলধন 2 বছরে হয় 5182 টাকা এবং 3 বছরে হয় 5832 টাকা । মূলধনের পরিমান কত ?
[A] 2882 টাকা
[B] 5000 টাকা
[C] 3882 টাকা 
[D] 4000 টাকা

20. একটি আয়তঘনকার বক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 18 cm, 12 cm এবং 10 cm যথাক্রমে । সমগ্রতলের ক্ষেত্রফল কত ?
[A] 1000 বর্গসেমি
[B] 1048 বর্গসেমি
[C] 1032 বর্গসেমি 
[D] 1120 বর্গসেমি













Answers and Solutions ::