আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 149 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 149 (MCQ)

***********************


1. শান্তিবন - স্থানটি কোন বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল ? 
Ⓐ ড. রাজেন্দ্র প্রসাদ
Ⓑ চৌধুরী চরণ সিংহ
Ⓒ জওহরলাল নেহেরু 
Ⓓ ইন্দিরা গান্ধি

Ans : (C) 
◆ ড. রাজেন্দ্র প্রসাদ এর সমাধিস্থল - মহাপ্রয়াণ ঘাট
◆ চৌধুরী চরণ সিংহ - কিষাণ ঘাট
◆ ইন্দিরা গান্ধি - শক্তিস্থল 

2. ভারতীয় শিল্পের জনক কাকে বলা হয় ? 
Ⓐ মুকেশ আম্বানি
Ⓑ ধীরুভাই আম্বানি
Ⓒ গৌতম আদানি
Ⓓ জামশেদজি টাটা 

Ans : (D

3. ফিলিপস সংস্থাটির প্রধান কার্যালয় কোন দেশে অবস্থিত ? 
Ⓐ ফিনল্যান্ড
Ⓑ নেদারল্যান্ডস 
Ⓒ সুইডেন
Ⓓ তাইওয়ান

Ans : (B)

4. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ? 
Ⓐ মীরা কুমার
Ⓑ ইন্দিরা গান্ধী
Ⓒ সুচেতা কৃপালিনী
Ⓓ প্রতিভা পাটিল 

Ans : (D)

5. প্রতিবছর কার্গিল বিজয় দিবস কোন তারিখে পালিত হয় ? 
Ⓐ 12 ই জুন
Ⓑ 25 শে সেপ্টেম্বর
Ⓒ 26 শে জুলাই 
Ⓓ 27 শে জুন 

Ans : (C)

6. নওজোয়ান ভারতসভা কত সালে গঠিত হয় ? 
Ⓐ 1916
Ⓑ 1920
Ⓒ 1930
Ⓓ 1926 

Ans : (D)
■ ভগৎ সিং, ভগবতীচরণ ভোরা এবং রামচন্দ্র কাপুর এটি প্রতিষ্ঠা করেন 
■ এর অনুগামী ছিলেন রামপ্রসাদ বিসমিল
■ সভার তিনটি স্লোগান ছিল - ইনকিলাব জিন্দাবাদ, বন্দেমাতরম ও হিদুস্তান জিন্দাবাদ  

7. নিম্নের কে প্রথম ভারতীয় মহিলা হিসেবে জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব করেন ? 
Ⓐ সরোজিনী নাইডু 
Ⓑ অ্যানি বেসান্ত
Ⓒ প্রীতিলতা ওয়াদ্দেদার
Ⓓ উপরের কেউ না 

Ans : (A)
■ তিনি 1925 সালে উত্তরপ্রদেশের কানপুর অধিবেশনের সভাপতিত্ব করেন 
■ প্রথম বিদেশি মহিলা হিসেবে এনি বেসান্ত 1917 সালের কলকাতা অধিবেশনের সভাপতিত্ব করেন 

8. 'বেদ' শব্দের অর্থ কি ? 
Ⓐ নির্ভীক
Ⓑ জীবন
Ⓒ জ্ঞান 
Ⓓ পবিত্র 

Ans : (C)

9. প্রখ্যাত কবি রাজশেখর কোন রাজার সভাকবি ছিলেন ? 
Ⓐ মহীপাল 
Ⓑ রামপাল
Ⓒ বিজয় সেন
Ⓓ ধর্মপাল 

Ans : (A)
■ রামপাল এর সভাকবি - সন্ধ্যাকর নন্দী 
■ বিজয় সেন এর সভাকবি - উমাপতি ধর, শ্রীহর্ষ 
■ ধর্মপাল এর সভাকবি - ধর্মপাল 

10. 'সব মুনিষে পজা মমা' বিখ্যাত উক্তিটি কার ? 
Ⓐ অশোক 
Ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓒ বৃহদ্রথ
Ⓓ সমুদ্রগুপ্ত

Ans : (A)

11. চাচাই জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ কর্ণাটক
Ⓑ মধ্যপ্রদেশ 
Ⓒ পশ্চিমবঙ্গ
Ⓓ ঝাড়খন্ড 

Ans : (B)

12. কোটা শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে ? 
Ⓐ যমুনা
Ⓑ নর্মদা
Ⓒ গোদাবরী
Ⓓ চম্বল 

Ans : (D)

13. মেত্তুর পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে ? 
Ⓐ রামগঙ্গা
Ⓑ চেনাব
Ⓒ কাবেরী 
Ⓓ কয়না 

Ans : (C)

14. চামোলি ভূতাপীয় শক্তি কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ উত্তরাখন্ড 
Ⓑ দিল্লী
Ⓒ কেরল
Ⓓ মহারাষ্ট্র

Ans : (A)

15. ডিহং-ডিবঙ বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ অরুণাচল প্রদেশ 
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ ওড়িশা 
Ⓓ কেরল 

Ans : (A)

16. বাল্মীকি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ অন্ধ্রপ্রদেশ
Ⓑ অসম
Ⓒ বিহার 
Ⓓ ঝাড়খন্ড 

Ans : (C)

17. সালোকশ্লেষকারী অঙ্গানুটি হল - 
Ⓐ পাতা
Ⓑ মেসোফিল কণা
Ⓒ ক্লোরোপ্লাস্ট 
Ⓓ ক্লোরোফিল

Ans : (C)
◆ সালোকসংশ্লেষের প্রধান অঙ্গ - পাতা
◆ সালোকসংশ্লেষের প্রধান স্থান - মেসোফিল কণা
◆ সালোকসংশ্লেষকারী রঞ্জক - ক্লোরোফিল
 
18. পাকা কলাতে নিম্নের কোন এসিড উপস্থিত থাকে ? 
Ⓐ সাইট্রিক এসিড
Ⓑ ম্যালিক এসিড
Ⓒ অ্যামাইল অ্যাসিটেট 
Ⓓ অক্সালিক এসিড 

Ans : (C)

19. নিম্নের কোনটির সাহায্যে তরলের পৃষ্ঠটান পরিমাপ করা যায় ?
Ⓐ টোনোমিটার
Ⓑ টেন্সিওমিটার 
Ⓒ গ্যালভানোমিটার
Ⓓ ট্যাকোমিটার 

Ans : (B)
◆ টোনোমিটার - শব্দের তীক্ষ্ণতা পরিমাপ করা যায়
◆ গ্যালভানোমিটার - সূক্ষ্ম পরিমাপের বিদ্যুৎপ্রবাহের পরিমাপ করার যন্ত্র
◆ ট্যাকোমিটার - কোনো বস্তুর ঘূর্ণন গতি নির্ণায়ক যন্ত্র

20. ভূপৃষ্ঠে মুক্তিবেগের মান কত ? 
Ⓐ 11.2 কিমি/সে: 
Ⓑ 16 কিমি/সে:
Ⓒ 19 কিমি/সে:
Ⓓ 23 কিমি/সে: 

Ans : (A)
◆ যে নূন্যতম বেগে কোনো বস্তুকে ছোড়া হলে, বস্তুটি পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যেতে পারে তাকে মুক্তিবেগ বলে 

21. তারের দৈর্ঘ্য বাড়ালে রোধের কি পরিবর্তন ঘটে ? 
Ⓐ বৃদ্ধি পায় 
Ⓑ হ্রাস পায়
Ⓒ অপরিবর্তিত থাকে
Ⓓ প্রথমে বৃদ্ধি পায়,পরে হ্রাস পায় 

Ans : (A)
◆ প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ একই দৈর্ঘ্যের সরু তারের রোধ, মোটা তারের রোধ অপেক্ষা বেশি হয় 

22. নিম্নের কোন মৌল তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করে ? 
Ⓐ ইউরেনিয়াম 
Ⓑ সোডিয়াম
Ⓒ পটাশিয়াম
Ⓓ অসমিয়াম 

Ans : (A)

23.ভারতীয় সংবিধানে মোট কতগুলি তফশিল আছে ? 
Ⓐ 10 টি
Ⓑ 12 টি 
Ⓒ 9 টি
Ⓓ 8 টি

Ans : (B)
◆ বর্তমানে ভারতীয় সংবিধানে প্রায় 25 টি অংশে 448 টি ধারা রয়েছে 

24. খসড়া কমিটি কত সালে গঠিত হয় ? 
Ⓐ 1945
Ⓑ 1947 
Ⓒ 1946
Ⓓ 1948 

Ans : (B)
◆ উক্ত সালের 29 শে আগস্ট এটি গঠিত হয় 
◆ সভাপতি ছিলেন ড. বি আর আম্বেদকর
◆ অন্যান্য সদস্য - গোপালস্বামী আয়াঙ্গার, কে এম মুন্সী, মহম্মদ শায়েদুল্লা, কৃষ্ণস্বামী আয়ার, ডি পি খৈতান 

25. মাহাসু, কিন্নরী নটি - নৃত্যগুলি কোন রাজ্যে দেখা যায় ? 
Ⓐ হিমাচল প্রদেশ 
Ⓑ বিহার
Ⓒ পাঞ্জাব 
Ⓓ তামিলনাড়ু 

Ans : (A)