আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 148 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 148 (MCQ)

***********************



1. চিকেনপক্স হলো একটি ______ ঘটিত রোগ
Ⓐ ভাইরাস 
Ⓑ ব্যাকটেরিয়া
Ⓒ প্রোটোজোয়া
Ⓓ ছত্রাক

Ans : (A)

2. নিম্নের কোনটি মৌলিক ফল ? 
Ⓐ কাঁঠাল
Ⓑ আপেল
Ⓒ কাস্টার্ড
Ⓓ পেয়ারা 

Ans : (D)
◆ কাঁঠাল - যৌগিক ফল
◆ আপেল, কাস্টার্ড - সমষ্টিগত ফল

3. গুলঞ্চ জাতীয় উদ্ভিদের কোন স্থানে সালোকসংশ্লেষ ঘটে ?
Ⓐ কান্ড
Ⓑ পাতা
Ⓒ ত্বক
Ⓓ মূল 

Ans : (D)

4. পারমানবিক শক্তি উৎপাদনে ইউরেনিয়ামের যে আইসোটোপটি ব্যবহৃত হয় তা হলো - 
Ⓐ U-230
Ⓑ U-235 
Ⓒ U-192
Ⓓ U-246

Ans : (B)

5. নিম্নের কোন রাসায়নিক পদার্থের গন্ধ পচা ডিমের মতো ? 
Ⓐ কার্বন-ডাই-অক্সাইড
Ⓑ আর্গন
Ⓒ ফেরাস সালফেট
Ⓓ হাইড্রোজেন সালফাইড 

Ans : (D)
◆ এটির সঙ্কেত H2S

6. নিম্নের কোনটি তড়িৎশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে ? 
Ⓐ থার্মোস্ট্যাট
Ⓑ মোটর 
Ⓒ ডায়ানামো
Ⓓ রেক্টিফায়ার 

Ans : (B)

7. সংবিধানের কোন ধারায় অর্থ কমিশন গঠনের উল্লেখ রয়েছে ? 
Ⓐ ধারা - 280 
Ⓑ ধারা - 275
Ⓒ ধারা - 210
Ⓓ ধারা - 177

Ans : (A)
◆ এটি 1951 সালে বি আর আম্বেদকর প্রতিষ্ঠা করেন 
◆ প্রতি 5 বছর অন্তর অন্তর বা রাষ্ট্রপতির বিবেচনা অনুযায়ী নিৰ্দিষ্ট সময় অন্তর এই সংস্থা গঠিত হয় 

8. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস কে সাংবিধানিক স্ট্যাটাস দেওয়া হয় ? 
Ⓐ 101 তম সংশোধনী
Ⓑ 99 তম সংশোধনী
Ⓒ 102 তম সংশোধনী 
Ⓓ 96 তম সংশোধনী

Ans : (C)
◆ 2018 সালে এটি সংশোধিত হয়

9. স্বাধীনতার পর প্রথম শিল্পনীতি কবে গৃহীত হয় ? 
Ⓐ 1947
Ⓑ 1948 
Ⓒ 1950
Ⓓ 1951

Ans : (B)
◆ উক্ত সালের 6 ই এপ্রিল এটি গৃহীত হয় 
◆ এটির সুপারিশ করেন তৎকালীন শিল্পমন্ত্রী শ্যামা প্রসাদ মুখার্জী

10. নোগরেম নৃত্যটি ভারতের কোন রাজ্যে দেখা যায় ? 
Ⓐ আসাম
Ⓑ পশ্চিমবঙ্গ
Ⓒ তামিলনাড়ু
Ⓓ মেঘালয় 

Ans : (D)

11. এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
Ⓐ হেগ
Ⓑ বেজিং 
Ⓒ লন্ডন
Ⓓ জেনেভা

Ans : (B)

12. সিন্ধু সভ্যতায় বৃহত্তম স্নানাগারের সন্ধান নিম্নের কোথায় পাওয়া গেছে ?
Ⓐ হরপ্পা
Ⓑ মহেঞ্জদারো 
Ⓒ রোপার
Ⓓ কালিবঙ্গান

Ans : (B)
■ পাকিস্তানের সিন্ধ/সিন্ধু অঞ্চলে এটি পাওয়া গেছে 
■ মহেঞ্জদারো শব্দের অর্থ মৃতের স্তুপ

13. মুদ্রারাক্ষস, দেবীচন্দ্রগুপ্তম নাটকটি কে লিখেছেন ? 
Ⓐ কালিদাস
Ⓑ বিশাখ দত্ত 
Ⓒ দন্ডীন
Ⓓ বিষ্ণুশর্মা 

Ans : (B)
■ কালিদাস - মালবিকাগ্নিমিত্রাম, অভিজ্ঞানশকুন্তলাম
■ দন্ডীন- কাব্যদর্শ
■ বিষ্ণুশর্মা - পঞ্চতন্ত্র, হিতোপদেশ

14. কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন ঘটনা সারা দেশে আলোড়ন তৈরি করে ?
Ⓐ 1930 
Ⓑ1928
Ⓒ 1932
Ⓓ 1919 

Ans : (A)
■ মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে এটি ঘটে 
■ ফাঁসি হয় - 1934 সালের 12 ই জানুয়ারি

15. নিম্নের কোন গভর্ণর জেনারেল কে সিভিল সার্ভিসের জনক বলা হয় ?
Ⓐ ওয়ারেন হেস্টিংস
Ⓑ লর্ড কর্ণওয়ালিস 
Ⓒ স্যার জন শোর
Ⓓ লর্ড এলেনবরো

Ans : (B)
■ তাঁর কার্যকাল - 1786 - 1793
■ তাঁর আমলে চিরস্থায়ী বন্দোবস্ত, পুলিশ ব্যবস্থার পুনগঠন ঘটে 

16. কলকাতায় ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ শিশির কুমার ঘোষ 
Ⓑ দেবেন্দ্রনাথ ঠাকুর
Ⓒ আনন্দমোহন বসু
Ⓓ রাধাকান্ত দেব

Ans : (A)
■ এটি 1875 সালে প্রতিষ্ঠা হয় 
■ দেবেন্দ্রনাথ ঠাকুর - তত্ত্ববোধিনী সভা
■ আনন্দমোহন বসু - ভারত সমাজ
■ রাধাকান্ত দেব - ধর্মসভা 

17. কোল বিদ্রোহ নিম্নের কোন রাজ্যে ঘটে ?
Ⓐ পাঞ্জাব
Ⓑ পশ্চিম ভারত
Ⓒ বাংলা
Ⓓ বিহার 

Ans : (D)
■ 1831-32 এই সময়ে এটি ঘটে 
■ বুদ্ধ ভগৎ, জোয়া ভগৎ, সুই মুন্ডা, ঝিন্দরাই মানকি প্রমুখরা কোল বিদ্রোহের নেতৃত্ব দেন

18. কোন বেদ কে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ বলা হয় ?
Ⓐ ঋকবেদ 
Ⓑ সামবেদ
Ⓒ যজুবেদ
Ⓓ অথর্ববেদ

Ans : (A)
■ এটি ইন্দো-ইউরোপীয় ভাষায় রচিত 
■ 1028 টি শ্লোক আটটি অষ্টকে এবং প্রতিটি অস্টক আটটি অধ্যায়ে বিভক্ত

19. নিম্নের কোন সম্রাট কে - ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য গঠনকারী' বলা হয় ? 
Ⓐ ধননন্দ
Ⓑ শিশুনাগ
Ⓒ কালাশোক
Ⓓ মহাপদ্মনন্দ 

Ans : (D)
■ নন্দ বংশ প্রথম অক্ষত্রিয় বংশ যারা 100 বছর ধরে রাজত্ব করেছে 
■ তিনি ছিলেন প্রতিষ্ঠাতা, তাকে একরাট ও বলা হতো
■ হাতিগুমফা লিপু থেকে নন্দ বংশের বিভিন্ন তথ্য জানা যায়

20. সম্রাট অশোক কত সালে কলিঙ্গ যুদ্ধ করেন ?
Ⓐ 78 খ্রিষ্টপূর্ব
Ⓑ 122 খ্রিষ্টপূর্ব
Ⓒ 300 খ্রিষ্টপূর্ব
Ⓓ 261 খ্রিষ্টপূর্ব 

Ans : (D)
■ দয়া নদীর তীরে মহাপদ্মনাভের বিরুদ্ধে এই যুদ্ধ করেন 
■ তাঁর রাজত্বকাল - 268 - 232 খ্রিষ্টপূর্ব

21. দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভায় নিম্নের কে জাদু বিদ্যার সাথে যুক্ত ছিলেন ?
Ⓐ অমরসিংহ
Ⓑ শঙ্কু
Ⓒ বেতালভট্ট 
Ⓓ হরিসেন

Ans : (C)
■ অমরসিংহ - অভিধান রচয়িতা
■ শঙ্কু - স্থাপত্য
■ হরিসেন - কবিতা

22. ভারতের বৃহত্তম জেলা কচ্ছ, কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ হরিয়ানা
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ গুজরাট 
Ⓓ বিহার

Ans : (C)

23. পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ তিস্তা 
Ⓑ সুবর্ণরেখা
Ⓒ মহানদী
Ⓓ দামোদর

Ans : (A)
■ দামোদরের তীরে দুর্গাপুর অবস্থিত

24. উকাই প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ⓐ রামগঙ্গা
Ⓑ গন্ডক
Ⓒ তাপ্তি 
Ⓓ ভাগীরথী

Ans : (C)

25. চন্দ্রপ্রভা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ অরুণাচল প্রদেশ
Ⓑ উত্তরপ্রদেশ 
Ⓒ উত্তরাখন্ড
Ⓓ হরিয়ানা 

Ans : (B)
■ এখানে চিতল হরিণ, নীলগাই বিখ্যাত