আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 146 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 146 (MCQ)

***********************


1. প্রার্থনা সমাজ - কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ রাজা রামমোহন রায়
Ⓑ স্যার উইলিয়াম জোন্স
Ⓒ আত্মারাম পাণ্ডুরঙ্গ 
Ⓓ আনন্দমোহন বসু

Ans : (C)

★ 1867 সালে মুম্বাই তে এটি স্থাপিত হয়
রাজা রামমোহন রায় - আত্মীয় সভা, ব্রাহ্মসমাজ
★ উইলিয়াম জোন্স - এশিয়াটিক সোসাইটি
★ আনন্দমোহন বসু - ভারত সমাজ

2. কুকা বিদ্রোহ কোন রাজ্যে সংঘটিত হয় ?
Ⓐ পাঞ্জাব 
Ⓑ বিহার
Ⓒ বাংলা
Ⓓ মহারাষ্ট্র

Ans : (A)

★ 1840 সালে এই বিদ্রোহ ঘটে
★ নেতৃত্ব দিয়েছেন - ভগৎ জওহর মাল

3. মেগাস্থিনিস কার রাজসভা অলংকৃত করেছিলেন ?
Ⓐ বিম্বিসার
Ⓑ হর্ষবর্ধন
Ⓒ অশোক
Ⓓ চন্দ্রগুপ্ত মৌর্য 

Ans : (D)

★ তিনি ছিলেন গ্রিক রাষ্ট্রদূত
★ তার লেখা বিখ্যাত বই - ইন্ডিকা, যা থেকে আমরা মৌর্য শাসনব্যবস্থা, সামরিক বাহিনী, রাজধানী পাটলিপুত্র সম্পর্কে জানতে পারি

4. নিম্নের সম্রাট তীর্থকর ও জিজিয়া কর বিলোপ করেন ?
Ⓐ বাবর
Ⓑ শাহজাহান
Ⓒ জাহাঙ্গীর
Ⓓ আকবর 

Ans : (D)

★ তাঁর রাজত্বকাল - 1556 - 1605 খ্রিস্টাব্দ
★ অভিভাবক ছিলেন - বৈরাম খাঁ
★ কীর্তি - গুজরাট জয়, রনথম্বর ও চিতোর দুর্গ অধিকার, আসিরগড় দুর্গ দখল, বুলন্দ দরওয়াজা নির্মাণ

5. জিন্নার চৌদ্দ দফা দাবি কোন সালে পেশ করা হয় ?
Ⓐ 1929 
Ⓑ 1931
Ⓒ 1930
Ⓓ 1940

Ans : (A)

★ 1928 এর নেহেরু রিপোর্টের প্রেক্ষিতে মুসলিম লীগ জিন্নার রিপোর্টে তিনটে সংশোধনের প্রস্তাব দেয়
★ পরে উক্ত সালের মার্চ মাসে চৌদ্দ দফা দাবি পেশ করা হয়

6. নৌবিদ্রোহ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1944
Ⓑ 1946 
Ⓒ 1948
Ⓓ 1947

Ans : (B)

★ উক্ত সালের 18 ই ফেব্রুয়ারি বোম্বের HMIS তলোয়ার জাহাজে বিদ্রোহ শুরু হয়
★ উক্ত সালেই 19 শে ফেব্রুয়ারি করাচীতে এইচ.এম.এস হিন্দুস্তান বিদ্রোহ ঘোষণা করে

7. নিম্নের কাকে মারাঠা রাজনীতির চাণক্য বলা হয় ?
Ⓐ দ্বিতীয় বাজীরাও
Ⓑ বালাজী বিশ্বনাথ
Ⓒ নানা ফোড়নবিশ 
Ⓓ প্রথম বাজীরাও

Ans : (C)

নানাঘাট লিপি থেকে আমরা নিম্নের কোন সম্রাটের কথা জানতে পারি ?
Ⓐ দ্বিতীয় পুলকেশী
Ⓑ প্রথম সাতকর্নি 
Ⓒ শকরাজা রুদ্রদমন
Ⓓ গৌতমীপুত্র সাতকর্নি

Ans : (B)

★ দ্বিতীয় পুলকেশী - আইহোল শিলালিপি
★ শকরাজা রুদ্রদমন - জুনাগড় প্রশস্তি
★ গৌতমীপুত্র সাতকর্নি - নাসিক প্রশস্তি

3. চাঁদ বরদৈ নিম্নের কোন শাসকের সভাকবি ছিলেন ?
Ⓐ হর্ষবর্ধন
Ⓑ দ্বিতীয় নরসিংহবর্মন
Ⓒ লক্ষণ সেন
Ⓓ পৃথ্বীরাজ চৌহান 

Ans : (D)

★ হর্ষবর্ধন - বাণভট্ট
★ দ্বিতীয় নরসিংহবর্মন - দন্ডীণ
★ লক্ষণ সেন - উমাপতি ধর, জয়দেব

10. ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয় ?
Ⓐ সরোজিনী নাইডু
Ⓑ মাতঙ্গিনী হাজরা
Ⓒ ভিকাজি রুস্তম কামা 
Ⓓ অরুণা আসিফ আলী

Ans : (C)

11. নিম্নের শহরগুলির মধ্যে কোনটি কর্কটক্রান্তি রেখার নিকটতম ?
Ⓐ দিল্লী
Ⓑ কলকাতা 
Ⓒ যোধপুর
Ⓓ নাগপুর

Ans : (B)

12. রমাগিরি গোল্ড ফিল্ড ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ কর্ণাটক
Ⓑ তামিলনাড়ু
Ⓒ অন্ধ্রপ্রদেশ 
Ⓓ কেরল

Ans : (C)

13. নিম্নের কোন ইন্ডাস্ট্রিকে 'Foot Loose' ইন্ডাস্ট্রি বলা হয় ?
Ⓐ ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি 
Ⓑ লেদার ইন্ডাস্ট্রি
Ⓒ পেপার ইন্ডাস্ট্রি
Ⓓ সিমেন্ট ইন্ডাস্ট্রি

Ans : (A)

14. নেইভেলি তাপবিদ্যুৎ শক্তিকেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ তামিলনাড়ু 
Ⓓ কর্ণাটক

Ans : (C)

15. নিম্নের কোন জোড়টি সঠিক নয় ?
Ⓐ কাজিরাঙা - অসম
Ⓑ শিবপুরী - মধ্যপ্রদেশ
Ⓒ চন্দ্রপ্রভা - বিহার 
Ⓓ করবেট ন্যাশনাল পার্ক - উত্তরাখন্ড

Ans : (C)

16. ভারতের সক্রিয় হীরের খনি নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ পান্না, মধ্যপ্রদেশ 
Ⓑ রত্নাগিরি, মহারাষ্ট্র
Ⓒ সিংড়ারেনি, টেলেনগণকে
Ⓓ কোলকার, কর্ণাটক

Ans : (A)

17. লিটমাস দ্রবণ প্রশমিত দ্রবণের সংস্পর্শে কোন বর্ণ ধারণ করে ?
Ⓐ গোলাপি লাল
Ⓑ বর্ণহীন
Ⓒ হলুদ
Ⓓ বেগুনি 

Ans : (D)

★ এটি এসিড দ্রবণে - লাল হয়
★ ক্ষার দ্রবণে - নীল হয় 
★ লিটমাসের স্বাভাবিক বর্ণ - বেগুনি

18. দুটি দর্পণ পরস্পর 45° কোণে আনত থাকলে প্রতিবিম্বের সংখ্যা কতগুলি হবে ?
Ⓐ 10 টি
Ⓑ 9 টি
Ⓒ 7 টি 
Ⓓ 6 টি

Ans : (C)

★ প্রতিবিম্বের সংখ্যা = 360°/দুটি দর্পণের মাঝে কোণ - 1
= 360°/45° - 1 = 8 - 1 = 7

19. এক চাকার হাতগাড়ি নিম্মের কোন শ্রেণির লিভার ?
Ⓐ দ্বিতীয় শ্রেণির লিভার 
Ⓑ প্রথম শ্রেণির লিভার
Ⓒ তৃতীয় শ্রেণির লিভার
Ⓓ উপরের কোনটি নয়

Ans : (A)

20. জার্মান সিলভার কোন উপাদানটি মুখ্য ?
Ⓐ তামা 
Ⓑ দস্তা
Ⓒ নিকেল
Ⓓ ক্যাডমিয়াম

Ans : (A)

★ তামা থাকে - 60%
★ দস্তা থাকে - 25%
★ নিকেল থাকে - 15%

21. সবথেকে নমনীয় ধাতুটি হল -
Ⓐ প্লাটিনাম
Ⓑ সোনা 
Ⓒ লোহা
Ⓓ রুপা

Ans : (B)

22. কততম সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার কে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় ?
Ⓐ 40 তম সংশোধন
Ⓑ 41 তম সংশোধন
Ⓒ 43 তম সংশোধন
Ⓓ 44 তম সংশোধন

Ans : (D)

★ প্রথমে সম্পত্তির অধিকার ছিল মৌলিক অধিকার
★ পরে 1978 সালের 44 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে আইনত অধিকারে পরিণত করা হয় যা আর্টিকেল 300-A তে উল্লেখিত আছে

23. 2005 সালে স্পেশ্যাল ইকোনমিক জোন এক্ট পার্লামেন্টে পাশ হয়, এটি কার্যকর হয় ______ সালে
Ⓐ 2006 
Ⓑ 2009
Ⓒ 2014
Ⓓ 2016

Ans : (A)

★ 2006 সালের 10 ই ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হয়

24. আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ রোম
Ⓑ প্যারিস
Ⓒ জেনেভা 
Ⓓ দ্য হেগ

Ans : (C)

25. 'স্মাশ' শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
Ⓐ ব্যাডমিন্টন 
Ⓑ রেসলিং
Ⓒ টেবিল টেনিক্স
Ⓓ বক্সিং

Ans : (A)