আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 143 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 143 (MCQ)
***********************
1. নিম্নের কাকে ভারতের মিল্কম্যান বলা হতো ?
[A] অর্জুন দেব
[B] ভার্গিস কুরিয়েন
[C] চরণ সিং
[D] মনোজ কুমার
Ans : (B)
2. কবে ISRO, হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার (HSFC) -এর উদ্বোধন করে ?
[A] জুন, 2018
[B] জুন, 2019
[C] জানুয়ারি, 2018
[D] জানুয়ারি, 2019
Ans : (D)
3. নিম্নের কোন আর্টিকেল রাজ্যপালের নিয়োগের সাথে সম্পর্কিত ?
[A] আর্টিকেল - 155
[B] আর্টিকেল - 149
[C] আর্টিকেল - 148
[D] আর্টিকেল - 143
Ans : (A)
■ একটি রাজ্যের রাজ্যপাল হলেন রাজ্যের সাংবিধানিক প্রধান এবং ভারতের সংবিধানের বিধান অনুসারে ক্ষমতা প্রয়োগ করেন।
■ ভারতের সংবিধানের 164 ধারা অনুসারে রাজ্যপাল কর্তৃক মুখ্যমন্ত্রী নিযুক্ত হন।
রাজ্যপাল রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান।
■ একবার নিযুক্ত হওয়ার পর মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের নির্বাহী প্রধান হিসাবে কাজ করেন এবং রাজ্যের কার্যকারিতায় রাজ্যপালকে পরামর্শ দেন।
■ এই প্রক্রিয়াটি সংবিধানের 164(2) ধারায় উল্লিখিত আইনসভার প্রতি সম্মিলিত দায়িত্বের নীতি বাস্তবায়ন নিশ্চিত করে।
4. একটি মাধ্যমের আলো প্রতিসরণ করার ক্ষমতা ________ -এর পরিপ্রেক্ষিতে প্রকাশ করা হয়
[A] অপটিক্যাল আয়তন
[B] অপটিক্যাল ঘনত্ব
[C] অপটিক্যাল ভর
[D] অপটিক্যাল বিভ্রম
Ans : (B)
5. একটি উদ্ভিদে, বীজে ভ্রূণ থাকে যা উপযুক্ত পরিস্থিতিতে একটি চারা হয়ে ওঠে। এই প্রক্রিয়া ______ হিসাবে পরিচিত:
[A] পরাগায়ন
[B] অঙ্কুরোদগম
[C] ক্রস-পরাগায়ন
[D] জাইগোট
Ans : (A)
■ পরাগায়ন হল ফুলের একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে ফুলের পরাগ রেণু (পুরুষ অংশ) স্ত্রী অঙ্গে স্থানান্তরিত হয়। এটিকে ইংরেজিতে "Pollination" বলা হয়। এটি উদ্ভিদের প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই বীজ তৈরি হয় এবং নতুন উদ্ভিদের জন্ম হয়
6. কোন আন্দোলন শান্তিপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট নেতিবাচক কিন্তু কার্যকর হওয়ার জন্য যথেষ্ট ইতিবাচক ছিল ?
[A] অসহযোগ আন্দোলন
[B] স্বদেশী আন্দোলন
[C] ভারত ছাড়ো আন্দোলন
[D] খিলাফত আন্দোলন
Ans : (A)
■ অসহযোগ আন্দোলন ছিল ১৯২০-২২ সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত একটি গণ-আন্দোলন। এই আন্দোলনে ভারতীয়রা ব্রিটিশ সরকারের সাথে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায় এবং ব্রিটিশ পণ্য ও প্রতিষ্ঠান বর্জন করে। এর মূল উদ্দেশ্য ছিল স্ব-শাসন (স্বরাজ) অর্জন করা
7. 'জয় জওয়ান জয় কিষান' স্লোগানটি কে দিয়েছিলেন ?
[A] লাল বাহাদুর শাস্ত্রী
[B] জয়প্রকাশ নারায়ণ
[C] সর্দার প্যাটেল
[D] ইন্দিরা গান্ধী
Ans : (A)
■ লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী। তিনি "জয় জওয়ান, জয় কিষাণ" স্লোগানের জন্য পরিচিত, যা যুদ্ধের সময় সৈন্যদের এবং কৃষকদের উৎসাহিত করার জন্য ব্যবহৃত হয়েছিল। তিনি 1964 থেকে 1966 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন
8. WWW -এর জন্য নিম্নের কোন প্রটোকল ব্যবহার করা হয় ?
[A] HTTP
[B] TCP/IP
[C] FTP
[D] SMTP
Ans : (A)
■ HTTP মানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটি একটি অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ডেটা স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। মূলত, এটি একটি ওয়েব ব্রাউজার (যেমন গুগল ক্রোম) এবং একটি ওয়েব সার্ভারের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করে, ব্যবহারকারীদের ওয়েব পৃষ্ঠাগুলি দেখতে এবং তথ্যের আদান প্রদানে সহায়তা করে
9. মানোরা দুর্গ নিম্নের কোথায় অবস্থিত ?
[A] মধ্যপ্রদেশ
[B] রাজস্থান
[C] উত্তর প্রদেশ
[D] তামিলনাড়ু
Ans : (D)
10. কে 23 বছর (1802-25) ভারতে অবস্থান করে প্রতিকৃতি, ল্যান্ডস্কেপ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের দৃশ্য আঁকেন ?
[A] ওয়াল্টার স্টেটসম্যান
[B] জর্জ চিননারি
[C] উইলিয়াম হজেস
[D] ওয়াল্টার শেরউজিল
Ans : (B)
11. একটি গোলাকার দর্পণের প্রতিফলন পৃষ্ঠের কেন্দ্র হল একটি বিন্দু যাকে বলা হয়:
[A] প্রধান অক্ষ
[B] মেরু
[C] কেন্দ্র
[D] ফোকাস
Ans : (B)
12. 1948 সালে বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য GATT প্রতিষ্ঠিত হয়েছিল। GATT এর অর্থ হল :
[A] গ্রাজুয়াল এগ্রিগেট অফ তারিফ এন্ড ট্রেড
[B] জেনারেল এগ্রিমেন্ট অন তারিফ এন্ড ট্রেড
[C] জেনারেল এগ্রিগেট অন তারিফ এন্ড ট্রেড
[D] গ্রাজুয়াল এগ্রিমেন্ট অফ তারিফ এন্ড ট্রেড
Ans : (B)
■ GATT (General Agreement on Tariffs and Trade) হল শুল্ক ও বাণিজ্যের উপর একটি বহুপাক্ষিক চুক্তি। এর প্রধান উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বাণিজ্যকে উৎসাহিত করা এবং বিভিন্ন দেশের মধ্যে শুল্ক ও অন্যান্য বাণিজ্য বাধা হ্রাস করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪7 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এর মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজ করার চেষ্টা করা হয়
13. কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক তুলা কারখানা রয়েছে এবং তাদের বেশিরভাগই কাপড়ের পরিবর্তে সুতা উৎপাদন করে?
[A] গোয়া
[B] কেরালা
[C] কর্ণাটক
[D] তামিলনাড়ু
Ans : (D)
14. 'সত্যমেব জয়তে' কথাটি নেওয়া হয়েছে _______ থেকে
[A] মুন্ডক উপনিষদ
[B] কথা উপনিষদ
[C] মন্ত্রিকা উপনিষদ
[D] আধ্যাত্ম উপনিষদ
Ans : (A)
15. নিম্নলিখিত কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার নেতিবাচক ছিল?
[A] 1931-1941
[B] 1911-1921
[C] 1901-1911
[D] 1921-1931
Ans : (B)
16. বায়ুর মাধ্যমে নিম্নের কোন রোগ ছড়িয়ে পড়ে না ?
[A] যক্ষ্মা
[B] নিউমোনিয়া
[C] কলেরা
[D] সাধারণ সর্দি
Ans : (C)
■ কলেরা হল একটি ব্যাকটেরিয়াজনিত রোগ যা "Vibrio cholerae" নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এটি সাধারণত দূষিত জল বা খাবারের মাধ্যমে ছড়ায় এবং তীব্র ডায়রিয়া ও বমির সৃষ্টি করে, যার ফলে শরীরে মারাত্মক জলশূন্যতা দেখা দিতে পারে
17. আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
[A] নতুন দিল্লী
[B] মুম্বাই
[C] যোধপুর
[D] জয়পুর
Ans : (A)
■ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (Archaeological Survey of India বা ASI) হলো সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ একটি সরকারি সংস্থা, যা ভারতের পুরাতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণার কাজে নিয়োজিত। এটি ভারতের প্রাচীন স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক স্থানগুলির দেখাশোনা করে এবং প্রত্নতাত্ত্বিক গবেষণা পরিচালনা করে
18. ভারতের প্রথম সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা কবে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ?
[A] 15 ই ডিসেম্বর, 2018
[B] 15 ই ফেব্রুয়ারি, 2019
[C] 15 ই জানুয়ারি, 2019
[D] 15 ই মার্চ, 2019
Ans : (B)
19. রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা গীতাঞ্জলির জন্য কোন সালে নোবেল প্রাইজ লাভ করেন ?
[A] 1917
[B] 1953
[C] 1910
[D] 1913
Ans : (D)
20. জওহরলাল নেহেরু কোন সালে নয়াদিল্লিতে জাতীয় জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ?
[A] 1965
[B] 1955
[C] 1960
[D] 1950
Ans : (B)
21. ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ থাকবে, যিনি রাষ্ট্রপতির পরামর্শ অনুসারে তার দায়িত্ব পালন করবেন?
[A] আর্টিকেল 72 (1)
[B] আর্টিকেল 73 (1)
[C] আর্টিকেল 74 (1)
[D] আর্টিকেল 79 (1)
Ans : (C)
22. ধাতু এবং অধাতুর মধ্যে মধ্যবর্তী বৈশিষ্ট্যযুক্ত মৌলগুলিকে ধাতুকল্প বলা হয়। নিম্নলিখিত কোনটিকে ধাতুকল্প বলা হয়?
[A] কার্বন
[B] তামা
[C] জার্মেনিয়াম
[D] আয়োডিন
Ans : (C)
■ ধাতুকল্প (Metalloid) হলো সেই সব মৌলিক পদার্থ, যাদের মধ্যে ধাতু ও অধাতু উভয় ধরনের ধর্মই বিদ্যমান। এদেরকে উপধাতু বা অর্ধধাতুও বলা হয়। কিছু সাধারণ ধাতুকল্পের উদাহরণ হল: বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি এবং টেলুরিয়াম
23. সঙ্গীত নাটক একাডেমী নিম্নের কোথায় অবস্থিত ?
[A] বেঙ্গালুরু
[B] নতুন দিল্লী
[C] মুম্বাই
[D] ভোপাল
Ans : (B)
24. নিম্নের কোনটি একটি কাজের একক নয় ?
[A] Kgm^2/sec^2
[B] Kgm/sec^2
[C] Newton meter
[D] Joule
Ans : (B)
25. একটি প্রতিষ্ঠানের মধ্যে তার কর্মীদের সংযোগ প্রদানের জন্য একটি ভাগ করে নেওয়া নেটওয়ার্ক হল :
[A] এক্সট্রানেট
[B] ইন্টারনেট
[C] ইন্ট্রানেট
[D] টেলনেট
Ans : (B)
■ ইন্টারনেট হল বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্কের একটি জাল বা জালিকা, যা একে অপরের সাথে যোগাযোগ করতে এবং তথ্য আদান প্রদানে ব্যবহৃত হয়। এটি একটি উন্মুক্ত নেটওয়ার্ক যা প্রোটোকল ব্যবহার করে ডেটা আদান প্রদানে সহায়তা করে