আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 141 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 141 (MCQ)
***********************
1. দীর্ঘ দূরত্ব অতিক্রমে সুবিধা আনতে 1853 সালে ব্রিটিশরা ভারতে কোন গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রেখেছিল ?
[A] বায়ুপথ
[B] রেলপথ
[C] সড়কপথ
[D] জলপথ
Ans : (B)
2. ভারতে ইন্সুরেন্স ইন্ডাস্ট্রির বৃদ্ধি, নিয়ন্ত্রণ সবকিছু কার অধীনে ?
[A] RBI
[B] IRDAI
[C] CRISIL
[D] ICICI
Ans : (B)
■ ভারতের বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ (IRDAI) হল ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত এবং সংবিধিবদ্ধ সংস্থা। এটি ভারতের বীমা এবং পুনঃবীমা শিল্পগুলিকে নিয়ন্ত্রণ এবং লাইসেন্স দেওয়ার
■ HQ - হায়দ্রাবাদ, তেলেঙ্গানা
3. বিশ্বের দীর্ঘতম খাল হলো :
[A] বেজিং-হাংঝাউ গ্র্যান্ড খাল
[B] ইরি খাল
[C] সুতলেজ-যমুনা সংযোগ খাল
[D] ইন্দিরা গান্ধী খাল
Ans : (A)
4. নিম্নের কোন সমীকরণটি নিউটনের দ্বিতীয় সূত্রকে বোঝায় ?
[A] F = mc^2
[B] F = AP
[C] F = ma
[D] F = 1/2 mv^2
Ans : (C)
■ প্রথম সূত্র : একটি বস্তু যদি স্থির থাকে অথবা একটি নির্দিষ্ট বেগে সরলরেখায় চলতে থাকে, তবে যতক্ষণ না তার উপর কোনো বাহ্যিক বল প্রযুক্ত হয়, ততক্ষণ পর্যন্ত সেই অবস্থাতেই থাকতে চায়।
■ দ্বিতীয় সূত্র: কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রযুক্ত হয়, ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে।
■ তৃতীয় সূত্র: প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
5. নিচের কোন উপজাতি ভাগোরিয়া উৎসব উদযাপন করে?
[A] আগারিয়া
[B] বইগা
[C] গন্ড
[D] ভিল
Ans : (D)
6. UNIPCC -এর পুরো কথা কি ?
[A] ইউনাইটেড নেশন্স ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ
[B] ইউনাইটেড নেশন্স ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট কন্ডিশন
[C] ইউনাইট নেশন্স ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ
[D] ইউনাইটেড নেশন্স ইন্ডাস্ট্রি প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ
Ans : (A)
7. নিম্নলিখিত কোন ঘটনার আগে গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?
[A] কংগ্রেসের লাখনৌ সভা
[B] তৃতীয় গোল টেবিল বৈঠক
[C] দ্বিতীয় গোল টেবিল বৈঠক
[D] প্রথম গোল টেবিল বৈঠক
Ans : (C)
■ গান্ধী-আরউইন চুক্তি, যা দিল্লি চুক্তি নামেও পরিচিত, ১৯৩১ সালের ৫ই মার্চ স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিটি মহাত্মা গান্ধী এবং ভারতের ব্রিটিশ ভাইসরয় লর্ড আরউইনের মধ্যে সম্পাদিত হয়েছিল। এর মাধ্যমে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ব্রিটিশ কর্তৃপক্ষের মধ্যে আলোচনার পথ সুগম হয়েছিল
8. একজন সরকারি কর্মচারী নিম্নলিখিত কোনটি হতে পারবেন না ?
[A] কেন্দ্রীয় মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি
[B]বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
[C] কেবিনেট সেক্রেটারি
[D] মেম্বার অফ পার্লামেন্ট
Ans : (D)
9. Quattro Pro -একটি _____ প্রকৃতির এপ্লিকেশন সফ্টওয়্যার
[A] স্প্রেডশিট সফ্টওয়্যার
[B] ডেটাবেস সফ্টওয়্যার
[C] ডেস্কটপ পাবলিশিং সফ্টওয়্যার
[D] ওয়ার্ড প্রসেসিং সফ্টওয়্যার
Ans : (A)
10. আইসোটোপ হলো এমন পরমাণু যাদের
[A] একই পারমাণবিক ভরসংখ্যা কিন্তু ভিন্ন পারমাণবিক সংখ্যা
[B] বিভিন্ন পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভরসংখ্যা
[C] একই পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভরসংখ্যা
[D] একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন পারমাণবিক ভরসংখ্যা
Ans : (D)
11. ভারত থেকে ময়ূর সিংহাসন কে নিয়ে যান ?
[A] চেঙ্গিস খান
[B] আহমেদ শাহ
[C] মহাম্মদ বিন তুঘলক
[D] নাদির শাহ
Ans : (D)
■ ১৭৩৯ সালে মুঘল সম্রাট মুহাম্মদ শাহের রাজত্বকালে পারস্যের শাসক নাদির শাহ ভারত আক্রমণ করেন। তিনি কর্ণালের যুদ্ধে মুঘল সেনাবাহিনীকে পরাজিত করেন এবং দিল্লি দখল করেন
12. গুরু রাজকুমার সিংহজিত সিং কোন নৃত্যের সাথে যুক্ত ?
[A] কথাকলি
[B] কথক
[C] ওডিসি
[D] মনিপুরী
Ans : (D)
13. ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপত্তিলাভ করেছে ?
[A] গঙ্গোত্রী
[B] গোমুখ
[C] লামো হ্রদ
[D] মানসসরোবর হ্রদ
Ans : (D)
■ ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল হলো তিব্বতের কৈলাস পর্বতমালায় অবস্থিত চেমায়ুংদুং হিমবাহ (Chemayungdung Glacier)। এই স্থানটি মানস সরোবর হ্রদের কাছে অবস্থিত। তিব্বতে ব্রহ্মপুত্র 'ইয়ারলুং সাংপো' নামে পরিচিত
14. যদি কোন ব্যক্তির দূরবর্তী বস্তু স্পষ্টভাবে দেখতে অসুবিধা হয়, তাহলে তিনি কোন অবস্থায় ভুগছেন এবং কীভাবে এটি সংশোধন করা যেতে পারে?
[A] মায়োপিয়া, অবতল লেন্স ব্যবহার করে
[B] মায়োপিয়া, উত্তল লেন্স ব্যবহার করে
[C] হাইপারমেট্রোপিয়া, উত্তল লেন্স ব্যবহার করে
[D] হাইপারমেট্রোপিয়া, অবতল লেন্স ব্যবহার করে
Ans : (A)
■ মায়োপিয়া (Myopia), যা ক্ষীণ দৃষ্টি বা নিকট দৃষ্টি নামেও পরিচিত, চোখের একটি সাধারণ সমস্যা যেখানে দূরের বস্তুগুলি ঝাপসা দেখায় কিন্তু কাছের বস্তুগুলি স্পষ্টভাবে দেখা যায়
■ হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি (ইংরেজি: hypermetropia/hyperopia) বা দীর্ঘদৃষ্টি হলো চোখের একটি অবস্থা যেখানে দূরের বস্তু পরিষ্কারভাবে দেখা যায় কিন্তু কাছের বস্তু ঝাপসা লাগে। অক্ষিকাচের উপযোজন ক্ষমতা কমে যাওয়ায় আগত আলোকরশ্মি অক্ষিপট বা রেটিনায় আপতিত না হয়ে এর পশ্চাতে হয়।
15. কোন ভাস্কুলার সিস্টেম নেই এমন উদ্ভিদগুলিকে বলা হয়:
[A] ব্রায়োফাইটস
[B] টেরিডোফাইটস
[C] ট্র্যাকিওফাইটস
[D] গেমটোফাইটস
Ans : (A)
16. একটি এককোষী নিষিক্ত ডিম্বাণুকে ___ বলা হয়:
[A] ব্লাস্টোসাইট
[B] ভ্রূণ
[C] ভ্রূণ পর্দা
[D] জাইগোট
Ans : (D)
■ জাইগোট হল একটি ডিপ্লয়েড কোষ যেখানে প্রতিটি ক্রোমোজোম জোড়া থাকে (একটি মায়ের থেকে এবং একটি বাবার থেকে)।
■ যৌন প্রজননের প্রথম ধাপ: যেখানে পুরুষ এবং মহিলা গ্যামেট মিলিত হয়।
■ নতুন জীব সৃষ্টির ভিত্তি: যা বিভাজিত হয়ে ভ্রূণ এবং পরে একটি সম্পূর্ণ জীব তৈরি করে।
17. নিম্নের কোনটি কম্পিউটারের একটি হার্ডওয়্যার ইনপুট ডিভাইস ?
[A] VDU
[B] স্পিচ সিন্থেসাইজার
[C] স্ক্যানার
[D] প্লটার
Ans : (C)
18. সংসদের পরপর দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক সময়ের ব্যবধান কত ?
[A] 1 বছর
[B] 6 মাস
[C] 8 মাস
[D] 3 মাস
Ans : (B)
■ সংসদের দুটি অধিবেশনের মধ্যেকার সময়কে "অবসর" বা "বিরতি" বলা হয়। সংবিধান অনুযায়ী, সংসদের দুটি অধিবেশনের মধ্যে 6 মাসের বেশি ব্যবধান থাকা উচিত নয়। তার মানে, বছরে অন্তত দুবার সংসদের অধিবেশন বসা বাধ্যতামূলক।
সাধারণত, সংসদের তিনটি অধিবেশন হয়: বাজেট অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন এবং শীতকালীন অধিবেশন।
19. ওড়িশার বুকে আছড়ে পড়া ফণী ঝড়ের নামের অর্থ হলো :
[A] শামুক
[B] হাতি
[C] সাপ
[D] পদ্ম
Ans : (C)
20. নিম্নের কোনটি একটি অপারেটিং সিস্টেমের উদাহরণ নয় ?
[A] MS অফিস
[B] LINUX
[C] UNIX
[D] WINDOWS
Ans : (A)
21. ওন্টারিও হ্রদ এবং ইরি হ্রদের মধ্যবর্তী স্থানে কোন বিখ্যাত ল্যান্ডমার্ক অবস্থিত ?
[A] নায়াগ্রা জলপ্রপাত
[B] রাইন জলপ্রপাত
[C] ইগুয়াজু জলপ্রপাত
[D] এঞ্জেল জলপ্রপাত
Ans : (A)
22. ভারতের কোথায়, প্রস্তর যুগের পাথরের চিত্রকর্ম পাওয়া যায় ?
[A] এলিফ্যানটা
[B] নালন্দা
[C] বাগ গুহা
[D] ভিমবেটকা
Ans : (D)
23. নিম্নের কে সাইমন কমিশনের একজন সদস্য ছিলেন না ?
[A] Harry Levy-Lawson
[B] John Simon
[C] Clement Attlee
[D] James A Scott
Ans : (D)
■ সাইমন কমিশন (Simon Commission) ছিল ব্রিটিশ ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য গঠিত একটি ব্রিটিশ সংসদীয় দল। স্যার জন সাইমনের নেতৃত্বে এই কমিশন 1927 সালে গঠিত হয়েছিল এবং 1928 সালে ভারতে আসে। এর মূল উদ্দেশ্য ছিল 1919 সালের ভারত শাসন আইন (Government of India Act 1919) পর্যালোচনা করা এবং সাংবিধানিক সংস্কারের জন্য সুপারিশ করা। তবে, এই কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় এটি ভারতীয়দের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে এবং এর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ হয়
24. রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতি উভয়ই অনুপলব্ধ হলে কে ভারতের রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন ?
[A] স্বরাষ্ট্রমন্ত্রী
[B] কেবিনেট সেক্রেটারি
[C] ভারতের প্রধান বিচারপতি
[D] লোকসভার অধ্যক্ষ
Ans : (C)
■ বর্তমান প্রধান বিচারপতি - জি বি গাভাই
25. প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা কিসের সাথে সম্পর্কিত ?
[A] গ্রামীন বিদ্যুৎ সংযোগ
[B] LPG সংযোগ
[C] যুবদের মধ্যে স্কিল ডেভলপমেন্ট
[D] কম দামে LED বাল্ব সরবরাহ
Ans : (B)
★ PMUY 1লা মে, 2016-এ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বালিয়ায় চালু করেছিলেন। এই স্কিমের অধীনে, পরবর্তী 3 বছরে সংযোগ প্রতি 1600 টাকার সাহায্যে BPL পরিবারগুলিকে 5 কোটি এলপিজি সংযোগ প্রদান করা হবে৷ মহিলাদের ক্ষমতায়ন নিশ্চিত করে, বিশেষ করে গ্রামীণ ভারতে, পরিবারের মহিলাদের নামে সংযোগ জারি করা হবে