আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 139 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 139 (MCQ)

***********************


1. হলুদ বিপ্লব বলতে কি বোঝায় ? 
[A] কফি উৎপাদন বৃদ্ধি
[B] তৈল বীজ উৎপাদন বৃদ্ধি
[C] দুধ উৎপাদন বৃদ্ধি
[D] মাছের উৎপাদন

Ans : (B)
■ সবুজ বিপ্লব: এটি খাদ্যশস্য উৎপাদনে উন্নতি সাধন করে।
■ গোলাপী বিপ্লব: মাংসের উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধি করে।
■ সোনালী বিপ্লব: ফল, ফুল, শাকসবজি এবং মধু উৎপাদনে উন্নতি করে।
■ হলুদ বিপ্লব: তেলবীজ উৎপাদনে আত্মনির্ভরতা অর্জনে সাহায্য করে।
■ সাদা বিপ্লব: দুগ্ধ উৎপাদনে উন্নতি করে।

2. ভারত ছাড়া নিম্নের কোন দেশের জাতীয় খেলা হলো ফিল্ড হকি ?
[A] নেপাল
[B] পাকিস্তান
[C] মঙ্গোলিয়া
[D] বাংলাদেশ

Ans : (B)

3. টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ কার ভিশনের অধীনে নির্মিত হয় ? 
[A] ড: এপিজে আব্দুল কালাম
[B] শ্রীনিবাস রামানুজম
[C] ড: হোমি জে ভাবা
[D] ড: সি ভি রমন 

Ans : (C)

4. রাজস্থানের কোন সম্প্রদায় বিগত তিন শতাব্দী ধরে ব্লক পেইন্টিং এর সাথে যুক্ত আছে ? 
[A] Chippa 
[B] Bishnois
[C] Khatri
[D] khatik

Ans : (A)

5. কম্পিউটার টেকনোলজিতে VR -এর পুরো কথা কি ? 
[A] ভার্চুয়াল রিয়ালিটি
[B] ভিজুয়াল রিয়ালিটি
[C] ভোকাল রেজন্যান্স
[D] ভিজুয়াল রেঞ্জ 

Ans : (A)

6. ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয়ের নাম কি?
[A] ন্যাশনাল রেল এন্ড ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট
[B] রাষ্ট্রীয় রেল বিশ্ববিদ্যালয়
[C] ইনস্টিটিউট অফ রেল ম্যানেজমেন্ট অফ ইন্ডিয়া
[D] ইন্ডিয়ান রেল এন্ড রোডওয়েজ ইনস্টিটিউট 

Ans : (A)

7. নিম্নের কোনটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি উপজাতি ? 
[A] ফুলানি
[B] জারোয়া
[C] থারু
[D] আইনাস

Ans : (B)
■ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মূলত চারটি নেগ্রিটো উপজাতি (গ্রেট আন্দামানিজ, ওঙ্গে, জারাওয়া, সেন্টিনেলিজ) এবং দুটি মঙ্গোলয়েড উপজাতি (নিকোবারিজ, শম্পেন) বাস করে

8. ভারতে শেষ মুঘল সম্রাট কে ছিলেন ?
[A] দ্বিতীয় আলমগীর
[B] দ্বিতীয় বাহাদুর শাহ
[C] আহমেদ শাহ বাহাদুর
[D] ঔরঙ্গজেব

Ans : (B)
■ দ্বিতীয় বাহাদুর শাহ কার্যকাল 1837 - 1862
■ তিনি দ্বিতীয় আকবর এবং রাজপুত রাজকুমারী লাল বাঈয়ের পুত্র ছিলেন এবং মুঘল সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন।
তিনি লাল কেল্লায় ব্রিটিশ কর্তৃক বন্দী ছিলেন
■ 1857 সালের সিপাহী বিদ্রোহের সময়, তিনি বিদ্রোহীদের দ্বারা ভারতের সম্রাটের ঘোষণা করেছিলেন।
■ তিনি বন্দী হিসাবে রেঙ্গুনে নির্বাসিত হন যেখানে তিনি 1862 সালে মারা যান।
■ তিনি একজন উৎকৃষ্ট উর্দু কবি ছিলেন এবং লেখক হিসাবে তাঁর ছদ্মনাম ছিল জাফর

9. কোন বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মুঘলরা দিওয়ানির অধিকার প্রদান করে ?  
[A] 1765 
[B] 1800
[C] 1680
[D] 1715

Ans : (A)
■ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে ১৭৬৫ সালে। এই দেওয়ানি অধিকার তারা মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে লাভ করে। এই দেওয়ানি লাভের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে এবং একটি রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। 

10. চাঁদ তার অক্ষে একটি ঘূর্ণন সম্পন্ন করতে কত সময় নেয় ? 
[A] 20 পৃথিবীর দিন
[B] 25.6 পৃথিবীর দিন
[C] 29.8 পৃথিবীর দিন
[D] 27.3 পৃথিবীর দিন

Ans : (D)

11. কালবেলিয়া নৃত্য এবং লোকসঙ্গীত কোন রাজ্যের অন্তর্ভুক্ত ?
[A] রাজস্থান
[B] মহারাষ্ট্র
[C] হিমাচল প্রদেশ
[D] মধ্যপ্রদেশজ 

Ans : (A)

12. হিমালয়ের বাইরের অংশ _____ নামেও পরিচিত
[A] পীর পাঞ্জাল
[B] পামির
[C] শিবালিক
[D] বোমদি-লা

Ans : (C)
■ হিমালয়কে সাধারণত তিনটি প্রধান অংশে ভাগ করা হয়: হিমাদ্রি, হিমাচল এবং শিবালিক। এছাড়াও, হিমালয়কে অনুদৈর্ঘ্য এবং আঞ্চলিকভাবেও বিভিন্ন অংশে ভাগ করা যায়।
■  প্রধান অংশ:
● হিমাদ্রি (বৃহৎ হিমালয়):
এটি হিমালয়ের সবচেয়ে উঁচু এবং অবিচ্ছিন্ন অংশ। এখানে পৃথিবীর অনেক উঁচু পর্বতশৃঙ্গ অবস্থিত, যেমন: এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা ইত্যাদি। 
● হিমাচল (কম হিমালয়):
এটি হিমাদ্রি এবং শিবালিকার মাঝে অবস্থিত। এর গড় উচ্চতা তুলনামূলকভাবে কম। 
● শিবালিক (বাহ্যিক হিমালয়):
এটি হিমালয়ের সবচেয়ে বাইরের এবং দক্ষিণের অংশ। এটি তুলনামূলকভাবে ঢালু এবং

13. কার্য করার হার ক্ষমতার একক হলো -  
[A] কেলভিন
[B] ওয়াট
[C] এম্পিয়ার
[D] ভোল্ট

Ans : (B)

14. প্রথম কোন ভারতীয় মহিলাকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয় ? 
[A] সুমিত্রা মহাজন
[B] নিতা আম্বানি
[C] সুপ্রিয়া সুলে
[D] সোনিয়া গান্ধী

Ans : (B)

15. কোন সালে ইউনাইটেট স্টেটস এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি স্থাপিত হয় ? 
[A] ডিসেম্বর, 1980
[B] মার্চ, 1979
[C] জানুয়ারি, 1985
[D] ডিসেম্বর, 1970 

Ans : (D)

16. ভারতীয় অর্থনীতির কোন দিকটি দেখাশোনার জন্য কুমার মঙ্গলম বিড়লা কমিটি স্থাপিত হয় ? 
[A] কর্পোরেট গভারন্যান্স
[B] ব্যাংকের গ্রাহক পরিষেবা
[C] কর্পোরেট ঋণ
[D] ফিনান্সিয়াল ইনক্লুশন 

Ans : (A)
■ কুমার মঙ্গলম বিরলা কমিটি (Kumar Mangalam Birla Committee) হলো ভারতে কর্পোরেট শাসনের (corporate governance) উন্নতি করার জন্য গঠিত একটি কমিটি। SEBI (Securities and Exchange Board of India) 1999 সালে এই কমিটি গঠন করে, যার প্রধান লক্ষ্য ছিল ভারতীয় কর্পোরেট পরিবেশে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা, এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা. এই কমিটি বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে কর্পোরেট গভর্নেন্সের জন্য একটি কোড তৈরি করে, যা পরে ভারতীয় তালিকাভুক্ত কোম্পানিগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা হিসেবে ব্যবহৃত হয়েছে

17. জালিকাত্তু কি ? 
[A] তামিলে মানুষদের পছন্দের নেতার নাম 
[B] চেন্নাইয়ের মেরিনা বীচে অনুষ্ঠিত একটি খেলা
[C] নেপালের পশুপতি মন্দিরে আয়োজিত একটি উৎসব
[D] তামিলনাড়ুর বিখ্যাত ষাঁড় দমন উৎসব 

Ans : (D)

18. ভারতে কোন এক্টের ভিত্তি ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ পরিচালিত কমিটির রিপোর্ট ? 
[A] চার্টার এক্ট, 1793
[B] ভারত সরকার আইন, 1858
[C] রেগুলেটিং এক্ট, 1773
[D] পিটস ইন্ডিয়া এক্ট, 1784 

Ans : (C)
■ রেগুলেটিং অ্যাক্ট 1773 এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো: 
● বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংসকে গভর্নর-জেনারেল পদে উন্নীত করা
মাদ্রাজ ও বোম্বের প্রেসিডেন্সিগুলিকে বাংলার নিয়ন্ত্রণে আনা
● কলকাতায় একটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা
● কোম্পানির কর্মকর্তাদের আচরণ সুপ্রিম কোর্টের অধীনে আনা
■ এই আইনটির মূল উদ্দেশ্যগুলো হলো: 
● ব্রিটিশ পার্লামেন্টকে কোম্পানির শাসনের উপর নিয়ন্ত্রণ দেওয়া
● ভারতে কোম্পানির শাসনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা
● কোম্পানির কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা
● কোম্পানির আর্থিক সংকট মোকাবেলা করা

19. প্রবেশিকা পরীক্ষা নেওয়ার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি কবে স্থাপন করা হয় ?
[A] 2017 
[B] 2019
[C] 2015
[D] 2020

Ans : (A)

20. এমন একটি প্রাণী যারা সুরক্ষার জন্য আশেপাশের পরিবেশের সাথে মিশে যেতে পারে তা হলো - 
[A] বিড়াল
[B] বাঘ
[C] গিরগিটি
[D] কচ্ছপ

Ans : (C)

21. ভারতের প্রথম ইঞ্জিন ছাড়া ট্রেনের নাম কি ?
[A] নামামী ভারত এক্সপ্রেস
[B] বন্দে মাতরম এক্সপ্রেস
[C] নিউ ইন্ডিয়া এক্সপ্রেস
[D] বন্দে ভারত এক্সপ্রেস

Ans : (D)

22. 1878 সালে ভারতের কোন গভর্নর জেনারেল ভারণাকুলার প্রেস এক্টের প্রস্তাব রাখেন ? 
[A] লর্ড চেমসফোর্ড
[B] লর্ড লিটন 
[C] লর্ড মিন্টো
[D] লর্ড হার্ডিঞ্জ

Ans : (B)
■ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ছিল ব্রিটিশ ঔপনিবেশিক সরকার কর্তৃক ভারতীয় সংবাদপত্র নিয়ন্ত্রণের জন্য 1878 সালে প্রণীত একটি আইন। এটি মূলত দেশীয় ভাষার (অর্থাৎ, ইংরেজি নয়) সংবাদপত্রগুলির উপর নজরদারি করতে এবং তাদের স্বাধীনতা সীমিত করতে তৈরি করা হয়েছিল. 
■ আইনের উদ্দেশ্য:
● দেশীয় ভাষার সংবাদপত্র নিয়ন্ত্রণ:
ব্রিটিশ সরকার দেশীয় ভাষার সংবাদপত্রগুলিতে ব্রিটিশ শাসনের সমালোচনা বা বিতর্কিত বিষয় প্রকাশ হতে দেখলে তা বন্ধ করতে চেয়েছিল. 
● জনমত নিয়ন্ত্রণ:
আইনটি মূলত ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে জনমত তৈরি হওয়া ঠেকাতে এবং দেশীয় ভাষার সংবাদপত্রের মাধ্যমে সরকারের সমালোচনা কমানোর জন্য ব্যবহৃত হয়েছিল. 

23. মেরিন ছত্রাকের সবুজ রঙ নির্ভর করে নিম্নের কোনটির উপর ? 
[A] ফাইকোসিয়ানীন
[B] ক্যারোটিন
[C] জেক্সাথিন
[D] ক্লোরোফিল 

Ans : (D)

24. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত _______ 
[A] ব্যারেন দ্বীপপুঞ্জ
[B] বারতাং
[C] পোর্ট ব্লেয়ার
[D] নারকোন্দম দ্বীপ

Ans : (A)

25. নিম্নের কে সাবসিডিয়ারি এলায়েন্স চালু করেন ? 
[A] লর্ড ওয়েলেসলি
[B] লর্ড কার্জন
[C] লর্ড ডালহৌসি
[D] লর্ড বেন্টিঙ্ক

Ans : (A)
■ অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। তিনি ১৭৯৮ থেকে ১৮০৫ সাল পর্যন্ত ভারতের গভর্নর-জেনারেল ছিলেন। 
■ অধীনতামূলক মিত্রতা নীতি (Subsidiary Alliance) কী ছিল ? => এই নীতি অনুসারে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশীয় ভারতীয় রাজ্যগুলির সাথে একটি চুক্তি করত, যেখানে রাজ্যগুলি তাদের নিজেদের সেনাবাহিনীকে ব্রিটিশদের কাছে ছেড়ে দিত এবং ব্রিটিশদের তাদের রাজ্যে একটি স্থায়ী সামরিক বাহিনী রাখতে দিত। এর বিনিময়ে ব্রিটিশরা রাজ্যগুলোকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করত
■ এই নীতির ফলে ভারতীয় রাজ্যগুলি ধীরে ধীরে ব্রিটিশদের অধীনে আসতে বাধ্য হয়েছিল এবং ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল