আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 137 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 137 (MCQ)

***********************



1. BARC মুম্বাইয়ের ফাউন্ডিং ডিরেক্টর কে ছিলেন ?
[A] সতীশ ধবন
[B] রাজা রামানা
[C] বিক্রম সরাভাই
[D] হোমি জাহাঙ্গীর ভাবা 

Ans : (D)

2. নিম্নের কোনটি একটি ম্যালেরিয়া প্যারাসাইট ?
[A] প্লাসমোডিয়াম 
[B] সালমোনেল্লা
[C] ই. কোলাই
[D] মাইকোব্যাকটেরিয়াম 

Ans : (A)
■ ম্যালেরিয়া রোগ প্লাজমোডিয়াম পরজীবী দ্বারা সৃষ্ট হয়, যা সাধারণত স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। এই পরজীবী রক্তে প্রবেশ করে এবং পরবর্তীতে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ যেমন যকৃত, প্লীহা, এবং অন্যান্য টিস্যুতে সংক্রমণ ঘটায়, যা ম্যালেরিয়ার লক্ষণ তৈরি করে

3. নিম্নের কোনটি উদ্ভিদকে সবুজ রঙ প্রদান করে ? 
[A] থিয়ামিন
[B] ক্যারোটিনয়েড
[C] এক্টিণ
[D] ক্লোরোফিল 

Ans : (D)

4. কমার্শিয়াল লঞ্চের আগে একটি কম্পিউটার বা সফটওয়্যারের ট্রায়াল টেস্টকে বলা হয় :
[A] আলফা টেস্ট
[B] বিটা টেস্ট 
[C] ডেল্টা টেস্টা
[D] ই-টেস্ট

Ans : (B)

5. গ্রীন হাউস ইফেক্টের জন্য কোনগুলি দায়ী ? 
[A] NO2, CO2 এবং SO2
[B] জলীয় বাষ্প, CO2 এবং CFC 
[C] NO2, O2 এবং SO2
[D] জলীয় বাষ্প, O2 এবং CFC

Ans : (B)
■ গ্রিনহাউস প্রভাব হলো এমন একটি প্রক্রিয়া যেখানে পৃথিবীর বায়ুমণ্ডলে কিছু গ্যাস সূর্যের তাপকে ধরে রাখে, ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। এই প্রক্রিয়াটি পৃথিবীর জন্য প্রয়োজনীয়, কারণ এটি না থাকলে পৃথিবীর গড় তাপমাত্রা অনেক কম থাকত, যা প্রাণের জন্য উপযুক্ত হতো না

6. ভারতে আসার সমুদ্র পথ কে আবিষ্কার করেছিলেন ?
[A] ভাস্কো-ডা-গামা 
[B] ক্রিস্টোফার নোলান
[C] ইবন বতুতা
[D] হিউয়েন সাং

Ans : (A)
■ ভাস্কো দা গামা ১৪৯৮ সালের ২০ মে তারিখে ভারতে আসেন। তিনি কালিকট (বর্তমানে কোঝিকোড়) বন্দরে পৌঁছান, যা কেরালার পশ্চিম উপকূলে অবস্থিত। এটি ছিল প্রথম ইউরোপীয় যাত্রা যা সমুদ্রপথে ভারতে আসে

7. ফৌজদারি কার্যবিধির (CrPC) কোন ধারাটি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে একটি এলাকায় চারজনের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করার ক্ষমতা দেয় ?
[A] সেকশন 357
[B] সেকশন 231
[C] সেকশন 111
[D] সেকশন 144 

Ans : (D)

8. পাকসিনিয়া গ্রামিনিস ছত্রাকটির জন্য নিম্নের কোন রোগটি ঘটে ? 
[A] মানুষের দাদ রোগ
[B] গমে ব্ল্যাক রাস্ট 
[C] আখের রেড রট
[D] আলুর ধসা রোগ

Ans : (B)

9. সরকার কোন মিশন চালু করেছিল ভারতের ডিসেম্বর 2014 এ দ্রুত গতিতে সমস্ত শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য সম্পূর্ণ টিকাদান কভারেজ অর্জন করতে?
[A] উজ্জ্বলা যোজনা
[B] মিশন ইন্দ্রধনুশ 
[C] সুকন্যা যোজনা
[D] জান ধান যোজনা

Ans : (B)
■ মিশন ইন্দ্রধনুষ হলো ভারত সরকারের একটি স্বাস্থ্য কর্মসূচি, যা মূলত শিশুদের এবং গর্ভবতী মহিলাদের সম্পূর্ণ টিকাদান নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে। এর লক্ষ্য হলো শিশুদের বিভিন্ন টিকা-প্রতিরোধযোগ্য রোগের হাত থেকে রক্ষা করা এবং শিশুমৃত্যু হ্রাস করা

10. ভারতের সংবিধান কার্যকর হয় কোন সালে ? 
[A] 1947
[B] 1950 
[C] 1948
[D] 1949 

Ans : (B)
■ 1950 সালের 26 শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়।
■ এটি 1949 সালের 26 নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল।
■ নাগরিকত্ব, নির্বাচন, অস্থায়ী সংসদ, অস্থায়ী এবং অন্তর্বর্তীকালীন বিধান এবং সংক্ষিপ্ত  উপাধি সম্পর্কিত সংবিধানের কিছু বিধান 5, 6, 7, 8, 9, 60, 324, 366, 367, 379, 380, 388, 391, 392 ও 393 - এই ধারাগুলি 26শে নভেম্বর, 1949 সালেই কার্যকর হয়েছিল।
■ সংবিধানের অবশিষ্ট বিধানগুলি (প্রধান অংশ)1950 সালের 26 শে জানুয়ারি কার্যকর হয়েছিল।
■ এই দিনটিকে সংবিধানে এটি সূচনা তারিখ হিসাবে উল্লেখ করা হয়েছে এবং প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়।
■ ঐতিহাসিক গুরুত্বের কারণে 26 শে জানুয়ারী বিশেষভাবে সংবিধান সূচনার বা কার্যকর হওয়ার তারিখ হিসাবে বেছে নেওয়া হয়েছিল।
■ 1930 সালের এই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন (ডিসেম্বর 1929)  প্রস্তাবটি গৃহীত হয় ও পূর্ণ স্বরাজ দিবস পালিত হয়।
■ সংবিধান শুরুর সাথে সাথে 1947  সালের ভারতীয় স্বাধীনতা আইন এবং 1935 সালের ভারত শাসন আইনটির সংশোধন বা পরিপূরক করে সমস্ত আইন বাতিল করা হয়।
যদিও প্রিভি কাউন্সিলের এখতিয়ার বিলোপ আইন (1949) অব্যাহত ছিল।

11. হায়দ্রাবাদের শেষ নিজাম কে ছিলেন ?  
[A] আফজাল-উদ-দৌলা
[B] মীর মেহবুব আলী খান
[C] মীর ওসমান আলী খান 
[D] নাসির-উদ-দৌলা

Ans : (C)

12. একটি দুর্বল অ্যাসিড এবং এর লবণের দ্রবণকে বলা হয় -
[A] বাফার দ্রবণ 
[B] প্রশম দ্রবণ 
[C] উচ্চ আম্লিক দ্রবণ
[D] ক্ষারীয় দ্রবণ 

Ans : (A)
■ যে দ্রবণে অ্যাসিড ও ক্ষার যুক্ত করার পরেও দ্রবণের পি.এইচ মানের কোনো পরিবর্তন ঘটে না, সেসকল দ্রবণকে বাফার দ্রবণ বলা হয়। এ ধরনের দ্রবণে দ্রবীভূত এসিড ও ক্ষারক প্রশমিত হয়ে যায়। ফলে দ্রবণের pH মান পরিবর্তন হয় না

13. মুম্বাইতে অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়ার ডিজাইন কে করেন ? 
[A] George Wittet 
[B] Edwin Lutyens
[C] Albert Speer
[D] Laurie Baker

Ans : (A)

14. ভারতের কোন রাজ্য নেপালের সাথে সীমানা ভাগ করে না ? 
[A] ত্রিপুরা 
[B] উত্তরাখন্ড
[C] উত্তরপ্রদেশ
[D] বিহার 

Ans : (A)
■ নেপালের সাথে ভারতের সীমান্ত রয়েছে পাঁচটি রাজ্যের। এই রাজ্যগুলি হল: উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, সিকিম এবং পশ্চিমবঙ্গ. 

15. দেহিং পাটকাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ? 
[A] মেঘালয়
[B] আসাম 
[C] অরুণাচল প্রদেশ
[D] নাগাল্যান্ড

Ans : (B)

16. যদি একটি লেন্সের ফোকাল দৈর্ঘ্য 25 cm হয়, তবে লেন্সের পাওয়ার কত হবে ?
[A] 2D
[B] 6D
[C] 1D
[D] 4D 

Ans : (D)
■ লেন্সের পাওয়ার (P) = 1 / ফোকাল দৈর্ঘ্য (f) 
25 cm = 25/100 m
=> P = 1/(25/100) = 100/25 = 4 D

17. লন্ডনে প্রথম গোল টেবিল বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ?
[A] এন চেম্বারলিন
[B] উইনস্টন চার্চিল
[C] রামসে ম্যাকডোনাল্ড 
[D] স্ট্যানলি বল্ডউইন

Ans : (C)
■ 1930 সালের 12ই নভেম্বর লন্ডনে প্রথম গোলটেবিল সম্মেলন অনুষ্ঠিত হয়। এটি ছিল ব্রিটিশ এবং ভারতীয়দের মধ্যে সমানভাবে আয়োজিত প্রথম সম্মেলন

18. নিম্নের কোনটি সঠিক জোড় নয় ? 
[A] হিরাকুদ বাঁধ - ওড়িশা
[B] সর্দার সরোবর বাঁধ - গুজরাট 
[C] তেহরি বাঁধ - মহারাষ্ট্র 
[D] ভাকরা বাঁধ -হিমাচলপ্রদেশ 

Ans : (C)

19. শোষণের বিরুদ্ধে অধিকার প্রদান করে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল ?
[A] আর্টিকেল 21
[B] আর্টিকেল 14
[C] আর্টিকেল 23 
[D] আর্টিকেল 19

Ans : (C)
■ আর্টিকেল 21 - জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার (Right to life and personal liberty) 
■ আর্টিকেল 14 - আইনের চোখে সমতা বা "আইনের সমান সুরক্ষা"
■ আর্টিকেল 19 - এটি নাগরিকদের কিছু মৌলিক অধিকার প্রদান করে, যেমন: বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে একত্রিত হওয়ার অধিকার, সংগঠন করার অধিকার, ভারতের যেকোনো স্থানে অবাধে চলাফেরার অধিকার, এবং যেকোনো স্থানে বসবাস করার অধিকার. এই অনুচ্ছেদের মাধ্যমে নাগরিকদের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা হয় 

20. নিম্নের কোন ভারতীয় জুটি মিস ইউনিভার্স খেতাব জিতেছেন ? 
[A] লারা দত্ত এবং ডিয়ানা হেডেন
[B] প্রিয়াঙ্কা চোপড়া এবং মানুসী চিল্লার
[C] সুস্মিতা সেন এবং লারা দত্ত 
[D] রিতা ফারিয়া এবং ঐশ্বর্য্য রায়

Ans : (C)

21. COBOL এর পুরো কথা কি ?
[A] কমন ওপেন বিজনেস অবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ
[B] কম্পিউটার অপারেটিভ বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ
[C] কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ 
[D] কম্পিউটার অপারেটিভ বিজনেস অবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ

Ans : (C)
■ COBOL এর সম্পূর্ণ অর্থ হল Common Business Oriented Language । এটি একটি উচ্চ-স্তরের প্রোগ্রামিং ভাষা যা ব্যবসায়িক উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে। COBOL হল প্রথম প্রোগ্রামিং ভাষা যা ব্যাপকভাবে জনপ্রিয় ছিল, এবং এটি FORTRAN-এর পরে দ্বিতীয় প্রাচীনতম প্রোগ্রামিং ভাষাও

22. 'Paithan Hydroelectric Project' ভারতের কোথায় অবস্থিত ? 
[A] রাজস্থান
[B] পশ্চিমবঙ্গ
[C] উত্তরপ্রদেশ
[D] মহারাষ্ট্র 

Ans : (D)

23. ওরাং টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
[A] মহারাষ্ট্র
[B] হিমাচল প্রদেশ
[C] তেলেঙ্গানা
[D] আসাম 

Ans : (D)

24. নিচের কোনটি সবচেয়ে কম প্রতিক্রিয়াশীল মৌল ?
[A] নিয়ন 
[B] ক্লোরিন
[C] অক্সিজেন
[D] হাইড্রোজেন

Ans : (A)

25. ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয় ?
[A] তিনি প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার
[B] তিনি প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ নিয়োগ করেন
[C] রাষ্ট্রপতি জাতির প্রথম নাগরিক
[D] তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন না 

Ans : (D)
■ ভারতীয় সংবিধানে, রাষ্ট্রপতি সম্পর্কিত প্রধান ধারাগুলি হল: 
■ ধারা 52: ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন।
■ ধারা 53: রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যবলী সম্পর্কিত।
■ ধারা 54: রাষ্ট্রপতির নির্বাচন এবং মেয়াদ সম্পর্কে।
■ ধারা 55: রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সম্পর্কে।
■ ধারা 56: রাষ্ট্রপতির পদ থেকে অপসারণের প্রক্রিয়া।
■ ধারা 57: রাষ্ট্রপতির পদত্যাগ সম্পর্কে।
■ ধারা 60: রাষ্ট্রপতির শপথ এবং কার্যভার গ্রহণ সম্পর্কে।
■ ধারা 356: রাষ্ট্রপতি শাসন (বিশেষত রাজ্যগুলিতে)।
■ ধারা 361: রাষ্ট্রপতি এবং রাজ্যপালের সুরক্ষা