আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 134 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 134 (MCQ)

***********************


1. ফসফরাসের পারমানবিকতা কত ?
[A] টেট্রাএটমিক 
[B] মনোএটমিক
[C] পলিএটমিক
[D] ডাইএটমিক

Ans : (A)

2. EVM এর পুরো কথা কি ?
[A] ইলেকট্রিক ভোটিং মেশিন
[B] এসেন্সিয়াল ভোটিং মেশিন
[C] ইলেকশন ভোটিং মেশিন
[D] ইলেকট্রনিক ভোটিং মেশিন

Ans : (D)

3. ________ ভারতকে ধর্ম নিরপেক্ষ হিসেবে বর্ণনা করে
[A] নির্দেশাত্মক নীতি
[B] আর্টিকেল - 44
[C] সংবিধানের প্রস্তাবনা
[D] আর্টিকেল - 475

Ans : (C)
■ নির্দেশাত্মক নীতি - আর্টিকেল 36 - 51
■ আর্টিকেল - 44 - নাগরিকদের জন্য অভিন্ন নাগরিক কোড
■ আর্টিকেল - 475 - ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 

4. নিম্নের কোনটি একটি পার্সোনাল কম্পিউটার নয় ?
[A] মেইনফ্রেম কম্পিউটার 
[B] পামটপ কম্পিউটার
[C] ল্যাপটপ
[D] ডেস্কটপ কম্পিউটার

Ans : (A)

5. কোন বছর যুদ্ধে ঝাঁসির রানী লক্ষীবাইকে হত্যা করা হয় ?
[A] 1853
[B] 1858
[C] 1885
[D] 1835

Ans : (B)
■ 1857-58 সালের ভারতীয় বিদ্রোহের সময় লক্ষ্মী বাঈকে তার বীরত্বের জন্য স্মরণ করা হয়। ঝাঁসি দুর্গ অবরোধের সময়, বাই আক্রমণকারী বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলেন এবং তার সৈন্যরা পরাজিত হওয়ার পরেও আত্মসমর্পণ করেননি

6. ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রজেক্ট (ITDP) কোন পঞ্চ বার্ষিকী পরিকল্পনার অংশ ? 
[A] পঞ্চম 
[B] দ্বিতীয়
[C] প্রথম
[D] ষষ্ঠ

Ans : (A)
■ প্রথম পরিকল্পনা (1951-1956)
■ এই পঞ্চবার্ষিক পরিকল্পনার সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু এবং গুলজারীলাল নন্দা ছিলেন সহ-সভাপতি। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূলমন্ত্র ছিল "কৃষির উন্নয়ন" এবং উদ্দেশ্য ছিল দেশভাগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে সৃষ্ট বিভিন্ন সমস্যার সমাধান করা

7. ATM এর পুরো কথা কি ?
[A] অটোমেটেড টেলার মেশিন
[B] অটোমেটিক টোটালিং মেশিন
[C] অটোমেটিক টেলার মেশিন
[D] অটোমেটেড টোটালিং মেশিন

Ans : (A)

8. একটি উইন্ডমিল বায়ুর কোন শক্তিকে ব্যবহার করে ?
[A] তাপীয় শক্তি
[B] গতি শক্তি
[C] তাপ শক্তি
[D] জল শক্তি

Ans : (B)
■ বায়ু টারবাইনগুলি একটি সহজ নীতিতে কাজ করে: পাখার মতো বাতাস তৈরির জন্য বিদ্যুৎ ব্যবহার না করে, বায়ু টারবাইনগুলি বিদ্যুৎ তৈরির জন্য বাতাস ব্যবহার করে। বাতাস একটি টারবাইনের প্রপেলার-সদৃশ ব্লেডগুলিকে একটি রটারের চারপাশে ঘুরিয়ে দেয়, যা একটি জেনারেটরকে ঘুরিয়ে দেয়, যা বিদ্যুৎ তৈরি করে

9. আন্তঃগ্রহের মহাকাশে ভারতের প্রথম উদ্যোগ কোনটি ?
[A] GSAT - 31
[B] MOM 
[C] চন্দ্রায়ন - 1
[D] অ্যাস্ট্রোস্যাট

Ans : (B)
■ MOM মিশন হল মঙ্গল অরবিটার মিশন (Mars Orbiter Mission), যা ISRO (Indian Space Research Organisation) দ্বারা চালু করা হয়েছিল। এটি ভারতের প্রথম আন্তঃগ্রহ মিশন, যা 5 নভেম্বর, 2013 তারিখে লঞ্চ করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল মঙ্গলগ্রহের বায়ুমণ্ডল, পৃষ্ঠ এবং খনিজ গঠন নিয়ে গবেষণা করা।

10. নিম্নের কোনটি ভার্টিব্রেট ক্লাসের অন্তর্ভুক্ত নয় ?
[A] সাইক্লোস্টোমাটা
[B] অ্যানিলিডা
[C] রেপটিলিয়া
[D] উপরের কোনটি নয়

Ans : (B)

11. 1909 সালে ভারত সরকারের গঠন সম্পর্কে ব্রিটিশ সরকার দ্বারা কোনটি প্রস্তাব দেওয়া হয় ?
[A] ক্রিপস মিশন
[B] মরলে-মিন্টো রিফর্মস
[C] রাওলাট এক্ট
[D] ওয়েভেল প্লান

Ans : (B)
■ মরলে-মিন্টো সংস্কার (Morley-Minto Reforms), যা 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট (Indian Councils Act) নামেও পরিচিত, ব্রিটিশ ভারতে রাজনৈতিক এবং সাংবিধানিক সংস্কারের জন্য আনা একটি গুরুত্বপূর্ণ আইন। এটি ভারতীয়দের জন্য নির্বাচিত সদস্যদের সংখ্যা বৃদ্ধি করে এবং ধর্মীয় ভিত্তিতে পৃথক নির্বাচকমণ্ডলী তৈরি করে

12. সাস্টেনেবল ডেভেলপমেন্ট -এর জন্য ইউনাইটেড নেশন্স দ্বারা গঠিত WCED এর পুরো কথা কি ?
[A] ওয়ার্ল্ড কমিশন অন ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট
[B] ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্টাল ডেলিগেশন
[C] ওয়ার্ল্ড কমিশন অন এডুকেশন ডেভেলপমেন্ট
[D] ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট

Ans : (D)

13. ভারত কর্তৃক গৃহীত ফেডারেল সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
[A] কেন্দ্র আর্থিকভাবে রাজ্যগুলির উপর নির্ভরশীল৷
[B] সব সরকারের এখতিয়ার একই।
[C] কেন্দ্র সরকারের চেয়ে রাজ্য সরকারের ক্ষমতা বেশি।
[D] রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সম্পর্ক সহযোগিতার ভিত্তিতে হওয়া উচিত

Ans : (D)

14. ভারতের প্রথম প্যাসেঞ্জার ট্রেন 1853 সালে _______ এবং _______ যাত্রা শুরু করে
[A] বোম্বে, পুনে
[B] পুনে, গোয়া
[C] বোম্বে, থানে 
[D] পুনে, থানে

Ans : (C)
■ লর্ড ডালহৌসি ভারতীয় রেলপথের জনক বলা হয়

15. ভারতে অসহযোগ আন্দোলন কোন সালে শুরু হয় ?
[A] 1930
[B] 1910
[C] 1920
[D] 1940

Ans : (C)
■ 1920 সালের 1লা আগস্ট অসহযোগ আন্দোলন শুরু হয়।
■ অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী।
■ অসহযোগ আন্দোলন ছিল একটি গণআন্দোলন যাতে জাতীয়তাবাদীদের পাশাপাশি জনসাধারণের অংশগ্রহণ ছিল।
আন্দোলন অহিংস হতে এবং ভারতীয়দের, তাদের শিরোনাম পদত্যগের সরকার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সেবা, বিদেশী পণ্য, এবং নির্বাচন বয়কট, এবং শেষ পর্যন্ত বেতন করের নিতে অস্বীকার গঠিত ছিল।
■ 1922 সালের ফেব্রুয়ারী মাসে চৌরি চৌরা ঘটনার পরে এটি প্রত্যাহার করা হয়েছিল।
যেখানে থানায় 22 জন পুলিশ সদস্যকে জীবন্ত পুড়িয়ে মারা হয়।

16. উচ্চ মানের ফসল যেমন শাকসবজি, ফল এবং ফুলের চাষকে বলা হয় _____
[A] হর্টিকালচার (Horticulture)
[B] এপিকালচার (Apiculture)
[C] পিসিকালচার (Pisciculture)
[D] সেরিকালচার (Sericulture)

Ans : (A)

17. সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
[A] মধ্যপ্রদেশ
[B] ওড়িশা
[C] উত্তরপ্রদেশ
[D] রাজস্থান

Ans : (B)

18. দিল্লী মেট্রোর প্রথম করিডোরের উদ্বোধন কে করেন ?
[A] অটল বিহারী বাজপেয়ী
[B] ই শ্রীধরণ
[C] মদন লাল খুরানা
[D] মনমোহন সিং

Ans : (A)

19. মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় মহিলা কে ?
[A] সুনিতা উইলিয়ামস
[B] কল্পনা চাওলা
[C] নলিনী রামারাজন
[D] শাওনা পান্ডে

Ans : (B)
■ কল্পনা চাওলা প্রথমবার মহাশূন্যে পাড়ি দেন 1997 সালে, স্পেস শাটল কলম্বিয়ার STS-87 মিশনে। এরপর তিনি 2003 সালে স্পেস শাটল কলম্বিয়ার STS-107 মিশনে যান, যা ছিল কলম্বিয়ার শেষ যাত্রা

20. বাঘের জনসংখ্যাকে বজায় রাখতে ভারত সরকার 1973 সাল থেকে একটি স্কিম চালু করে, তা হলো -
[A] ওয়াইল্ডলাইফ ইন ইন্ডিয়া
[B] ওয়াইল্ডলাইফ কনজার্ভেশন
[C] প্রজেক্ট টাইগার
[D] সেভ দা টাইগার

Ans : (C)
■ ব্যাঘ্র প্রকল্প 1972 সালে বেঙ্গল টাইগার সংরক্ষণের উদ্দেশ্যে ভারতে গৃহীত একটি বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প। 1973 সালের 1 এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকর করা হয়

21. OCR এর পুরো কথা কি ?
[A] অপটিক্যাল কম্পিউটার রেকর্ডিং
[B] অপ্টিমাম কালার রিকগনিশন
[C] অপ্টিমাম কম্পিউটার রেকর্ডিং
[D] অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন

Ans : (D)
■ OCR হলো একটি প্রযুক্তি যা ডিজিটাল ছবি থেকে অক্ষর ও সংখ্যা শনাক্ত করে এবং সেগুলোকে সম্পাদনাযোগ্য ডিজিটাল টেক্সটে রূপান্তর করে। এটি সাধারণত স্ক্যান করা নথি বা ছবির মধ্যে থাকা টেক্সটকে চিনে নেয়

22. কোন শিখ গুরুর আমন্ত্রণে সুফি সাধক হযরত মিয়াঁ মীর অমৃতসরে স্বর্ণ মন্দিরের (হরমন্দির সাহেব) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন?
[A] শ্রী গুরু তেজ বাহাদুর
[B] শ্রী গুরু হর গোবিন্দ
[C] শ্রী গুরু হর রায়
[D] শ্রী গুরু অর্জুন দেব

Ans : (D)

23. নিম্নের কোন প্রধান নদী কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
[A] দামনগঙ্গা 
[B] পার
[C] নর্মদা
[D] পিঞ্জল

Ans : (A)

24. নিম্নের কোন দেশ OPEC -এর সদস্য নয় ?
[A] কেনিয়া
[B] আলজেরিয়া
[C] ভেনেজুয়েলা
[D] নাইজেরিয়া

Ans : (A)
■ OPEC HQ - ভিয়েনা, অস্ট্রিয়া
■ OPEC বর্তমানে ১৩টি দেশের একটি সংগঠন। এই দেশগুলি হলো আলজেরিয়া, অ্যাঙ্গোলা, কঙ্গো, ইকুয়েডর, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ভেনিজুয়েলা

25. একজন প্রাপ্ত বয়স্কদের শরীরে উপস্থিত মোট হাড়ের সংখ্যা হলো -
[A] 16
[B] 296
[C] 206
[D] 156

Ans : (C)