আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 133 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 133 (MCQ)
***********************
1. যখন বৃহৎ অঞ্চল ভেঙে যায় এবং উল্লম্বভাবে স্থানানন্তরিত হয় তখন কি ধরণের পর্বত তৈরি হয় ?
[A] Block mountains
[B] Range
[C] Volcanic mountains
[D] Fold mountains
Ans : (A)
2. পাণিনি ছিলেন একজন সংস্কৃত _______
[A] কবি
[B] উপন্যাসিক
[C] ব্যাকরণবিদ
[D] লেখক
Ans : (C)
3. নিম্নের কোনটি বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক ?
[A] চীন
[B] ইউএসএ
[C] ভারত *
[D] রাশিয়া
Ans : (C)
4. মানুষের শরীরের ক্ষুদ্রতম হাড় কোনটি ?
[A] হিউমেরাস
[B] ফিমার
[C] মেলিয়াস
[D] স্টেপিস
Ans : (D)
■ শরীরের দীর্ঘতম হাড় - ফিমার
5. বৃহদেশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
[A] রাজস্থান
[B] মধ্যপ্রদেশ
[C] তামিলনাড়ু
[D] উত্তরপ্রদেশ
Ans : (C)
6. সংবিধানের একটি সূচনামূলক বিবৃতি যা সংবিধানের কারণ ও নির্দেশক মূল্যবোধকে বলে :
[A] ধারা
[B] মৌলিক অধিকার
[C] প্রস্তাবনা
[D] কারণ
Ans : (C)
■ ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মূলত 26শে নভেম্বর 1949 সালে গণপরিষদে গৃহীত হয়েছিল এবং 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়েছিল
■ প্রস্তাবনা 1976 সালে একবার সংশোধন করা হয়েছিল, যেখানে "সমাজতান্ত্রিক", "ধর্মনিরপেক্ষ" এবং "ঐক্য ও অখণ্ডতা" শব্দগুলো যোগ করা হয়েছিল
7. নিম্নের কোন সংস্থাটি বিশ্ব বাণিজ্যের বাস্তবায়ন সম্পর্কিত ?
[A] IMF
[B] WHO
[C] ILO
[D] WTO
Ans : (D)
■ বিশ্ব বাণিজ্য সংস্থা ( WTO ) হল একটি আন্তঃসরকারি সংস্থা যার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত যা আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ এবং সহজতর করে । সরকারগুলি জাতিসংঘ ব্যবস্থার সহযোগিতায় আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণকারী নিয়মগুলি প্রতিষ্ঠা, সংশোধন এবং প্রয়োগের জন্য এই সংস্থাটি ব্যবহার করে
8. 2011 এর জনগণনা অনুযায়ী, ________ মিলিয়নের অধিক জনসংখ্যা কোনো স্থানে থাকলে তাকে মেগা সিটি বলা হয় ?
[A] 10
[B] 20
[C] 15
[D] 5
Ans : (A)
9. প্রথম সাউন্ডিং রকেট, Nike-Apache ভারত কোন সালে লঞ্চ করে ?
[A] 1990
[B] 1950
[C] 1963
[D] 2000
Ans : (C)
10. ভারতীয় আকাশে নিরাপদ, দক্ষ বিমান চলাচল এবং বৈমানিক যোগাযোগ পরিষেবা প্রদানের জন্য নিচের কোনটি দায়ী?
[A] বিমানবন্দর এবং ভারতের অ্যারোনটিক্যাল অথরিটি
[B] ভারতের অ্যারোনটিক্যাল অথরিটি
[C] ভারতের বিমানবন্দর সমিতি
[D] এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া
Ans : (D)
11. জল নিম্নের কোন প্রকৃতির উৎস ?
[A] অবায়োটিক
[B] অনবীকরণযোগ্য
[C] সাইক্লিক
[D] নন-সাইক্লিক
Ans : (C)
12. অক্সিডাইজেশন কি?
[A] রাসায়নিক বিক্রিয়ার সময় হাইড্রোজেন অর্জনকারী একটি পদার্থ
[B] রাসায়নিক বিক্রিয়ার সময় একটি পদার্থ অক্সিজেন লাভ করে
[C] রাসায়নিক বিক্রিয়ার সময় অক্সিজেন হারানো একটি পদার্থ
[D] একটি পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন এবং হাইড্রোজেন উভয়ই হারায়
Ans : (B)
■ ইলেকট্রনীয় মতবাদ অনুসারে যে রাসায়নিক বিক্রিয়ায় কোন পরমাণু বা মূলক বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন দান করে সেই বিক্রিয়াকে জারণ বলে
13. 2014 সালে কোন ভারতীয় ব্যক্তিত্ব শান্তিতে নোবেল শান্তি পুরস্কার পান ?
[A] রাজেন্দ্র কুমার পাচুরি
[B] হর গোবিন্দ খোরানা
[C] কৈলাস সত্যার্থী
[D] অমর্ত্য সেন
Ans : (C)
14. 'এজেন্ডা - 21' নিম্নের কোনটির গৃহীত কর্মসূচী ?
[A] রিও সামিট, 1992
[B] UNCHS, স্টকহোম, 1972
[C] WSSD, জোহানেসবার্গ, 2002
[D] নায়রবি আর্থ সামিট, 1982
Ans : (A)
15. একটি GPS স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে কতবার ঘোরে ?
[A] প্রতি 48 ঘন্টায় একবার
[B] প্রতি 2 ঘন্টায় একবার
[C] প্রতি 24 ঘন্টায় একবার
[D] প্রতি 12 ঘন্টায় একবার
Ans : (D)
■ GPS স্যাটেলাইটগুলি হলো একটি আন্তর্জাতিক প্রোগ্রাম যা পৃথিবীতে যেকোনো স্থান বা বস্তুর অবস্থান নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। এই প্রোগ্রামটি একটি উপগ্রহের নেটওয়ার্ক এবং গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে কাজ করে, যা ব্যবহারকারীদের জন্য নির্ভুল অবস্থান এবং সময় তথ্য প্রদান করে। GPS স্যাটেলাইটগুলি মূলত তিনটি অংশে গঠিত: স্পেস সেগমেন্ট (উপগ্রহ), কন্ট্রোল সেগমেন্ট (গ্রাউন্ড স্টেশন) এবং ইউজার সেগমেন্ট (GPS রিসিভার)
16. 1983 সালে ভারত যখন বিশ্বকাপ জেতে তখন ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন ?
[A] রবি শাস্ত্রী
[B] সুনীল গাভাস্কার
[C] মহিন্দার অমরনাথ
[D] কপিল দেব
Ans : (D)
17. রাশিয়ার সাহায্যার্থে কোন দুটি স্টিল প্লান্ট স্থাপিত হয়েছিল ?
[A] বোকারো স্টিল প্লান্ট এবং ভিলাই স্টিল প্লান্ট
[B] রৌরকেলা স্টিল প্লান্ট এবং বোকারো স্টিল প্লান্ট
[C] দুর্গাপুর স্টিল প্লান্ট এবং বোকারো স্টিল প্লান্ট
[D] রৌরকেলা স্টিল প্লান্ট এবং ভিলাই স্টিল প্লান্ট
Ans : (A)
■ বোকারো স্টিল প্ল্যান্ট 1964 সালে সোভিয়েত-এর সহযোগিতায় ভারতে স্থাপিত হয়েছিল।
■ ভিলাইটি 1959 সালে স্থাপিত হয়েছিল
18. মধুবনি শিল্প কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
[A] পাঞ্জাব
[B] মহারাষ্ট্র
[C] বাংলা
[D] বিহার
Ans : (D)
19. ভারতীয়-আমেরিকান মহাকাশচারী কল্পনা চাওলা 2003 সালে মারা যান কোন স্পেস শাটেলে ?
[A] Discovery
[B] Challenger
[C] Atlantis
[D] Columbia
Ans : (D)
20. ________ -এর অভাবে কোয়াশিওরকর রোগ দেখা দেয়
[A] কার্বোহাইড্রেট
[B] ফ্যাট
[C] খনিজ মৌল
[D] প্রোটিন
Ans : (D)
21. রাওলাট আইন 1919 সম্পর্কে কোনটি সঠিক ?
[A] অনির্দিষ্টকালের জন্য ট্রায়াল ছাড়া বন্দি এবং প্রেসকে সেন্সরশিপ করা
[B] ভারতীয়দের উপর লাঠি-চার্জ এবং অগ্নিসংযোগ করা
[C] ভারতীয় পণ্য নিষিদ্ধ করা
[D] অনেক বেশি কর চাপানো
Ans : (A)
■ রাওলাট আইন 1919 সালে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার দ্বারা প্রণীত একটি আইনী ব্যবস্থা। এই আইনটি মূলত ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য তৈরি করা হয়েছিল। এর মাধ্যমে, ব্রিটিশ সরকার সন্দেহভাজন রাজনৈতিক নেতাদের বিনা বিচারে আটক করতে পারত এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারত
22. নিম্নের কোনটি অর্থনৈতিক ভূগোলের একটি সাব-ফিল্ড নয় ?
[A] জিওগ্রাফি অফ মার্কেটিং
[B] জিওগ্রাফি অফ রিসোর্সেস
[C] ডেমোগ্রাফি
[D] জিওগ্রাফি অফ ট্যুরিজম
Ans : (C)
23. নিম্নের কার আমলে 1679 সালে জিজিয়া কর ও তীর্থকর পুনরায় চালু হয় ? [A] হুমায়ুন
[B] আকবর
[C] শেরশাহ
[D] ঔরঙ্গজেব
Ans : (D)
■ তার আমলে দশেরা উৎসব বন্ধ হয়
রাজসভায় নৃত্য গীত বন্ধ করা হয়, চিত্রাঙ্কন নিষিদ্ধ হয়
■ তাকে তার সমসাময়িকরা রাজকীয় পোশাকে আবৃত একজন দরবেশ বলে অভিহিত করেছেন
24. উদ্ভিদের কোন অংশ মূল থেকে জল নিয়ে শরীরের অন্যান্য অংশে তা পরিবহন করে
[A] কোলেনকাইমা
[B] ফ্লোয়েম কলা
[C] জাইলেম কলা
[D] প্যারেনকাইমা
Ans : (C)
25. ব্রাহ্ম সমাজের উৎপত্তি কোথায় হয় ?
[A] বিহার
[B] বাংলা
[C] মহারাষ্ট্র
[D] গুজরাট
Ans : (B)