আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 131 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 131 (MCQ)
***********************
1. হামপিতে অবস্থিত বিরূপাক্ষ মন্দিরটি _______ কে উৎসর্গ করা
[A] ভগবান গণেশ
[B] ভগবান শিব
[C] ভগবান ব্রমহা
[D] ভগবান বিষ্ণু
Ans : (B)
2. নিম্নের কোন নিউক্লিয় রিসার্চ রিয়াক্টরটি ভাবা এটমিক রিসার্চ সেন্টার দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
[A] ধ্রুব
[B] শিবা
[C] বিষ্ণু
[D] নারায়ণ
Ans : (A)
3. ISRO পরিচালিত কোন মিশনটি সূর্যের উপর গবেষণার জন্য লঞ্চ করা হয়েছে ?
[A] Exoworld
[B] Exposat
[C] Aditya L1
[D] Suraj
Ans : (C)
4. কোন দেশ প্রথম আইসিসি মেন্স টি-20 ক্রিকেট বিশ্বকাপ খেতাব জেতে ?
[A] ভারত
[B] ইংল্যান্ড
[C] ওয়েস্ট ইন্ডিজ
[D] পাকিস্তান
Ans : (A)
5. নিম্নের কোনটির মধ্যে CFC পাওয়া যায় ?
[A] ড্রিংক্স
[B] ওয়াল পেইন্ট
[C] বার্নিশ
[D] রেফ্রিজারেটর
Ans : (D)
6. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনটি ?
[A] উপ-রাষ্ট্রপতি
[B] রাষ্ট্রপতি
[C] রাজ্যপাল
[D] প্রধানমন্ত্রী
Ans : (A)
7. ভারতে, রিভার ডলফিন ______ নদীতে পাওয়া যায়
[A] ঘর্ঘরা
[B] গোদাবরী
[C] লুনি
[D] কৃষ্ণা
Ans : (A)
8. ড্রামাটিক আর্টের উপর 'নাট্যশাস্ত্র' একটি বিখ্যাত গ্রন্থ, যেটি লিখেছেন _______
[A] হর্ষবর্ধন
[B] বিষ্ণু শর্মা
[C] ভারত মুনি
[D] কালিদাস
Ans : (C)
9. আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি ?
[A] সুপিরিয়র হ্রদ
[B] মিশিগান-হুরণ হ্রদ
[C] ক্যাসপিয়ান সাগর
[D] বৈকাল হ্রদ
Ans : (D)
10. 'www' কে আবিষ্কার করেন ?
[A] Robert E. Kahn
[B] Charles babbage
[C] Vint Cerf
[D] Tim Berners Lee
Ans : (D)
11. কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে কয়লা মজুত আছে ?
[A] ওড়িশা
[B] ঝাড়খন্ড
[C] পশ্চিমবঙ্গ
[D] ছত্তিশগড়
Ans : (B)
12. এনফিল্ড রাইফেলে greased catridges ব্যবহারের সূচনার জন্য কে দায়ী যা 1857 এর মহাবিদ্রোহের কারণ হয়ে দাঁড়ায়
[A] লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
[B] হেনরি হার্ডিঞ্জ
[C] ক্যাপ্টেন হেয়ার্সে
[D] ফ্রান্সিস গ্রান্ট
Ans : (B)
13. গ্লুকোজ অনু ভেঙে ________ -এ পরিণত হয়
[A] পাইরুভিক এসিড
[B] ল্যাকটিক এসিড
[C] মাইটোকন্ড্রিয়া
[D] সাইটোপ্লাজম
Ans : (A)
14. একটি ছোটো টেক্সট ফাইল যা ওয়েবসাইট দ্বারা সৃষ্ট হয় এবং ব্যবহারকারীর কম্পিউটারে স্টোর হয় সেই সেশনের জন্য, তাকে ______ বলা হয়
[A] cache
[B] bug
[C] malware
[D] cookie
Ans : (D)
15. নিম্নের কোনটি এসিড এবং ক্ষারের মধ্যে একটি মিল ?
[A] তাদের 7 এর কম pH আছে
[B] তারা তিক্ত
[C] জলের সাথে এসিড বা ক্ষারের মিশ্রণের প্রক্রিয়া হলো তাপমোচী
[D] এগুলোকে সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়
Ans : (C)
16. কম্পিউটার ক্ষেত্রে, FORTAN এর পুরো কথা হলো :
[A] ফর্মুলা ট্রান্সলেশন
[B] ফরম্যাট ট্রান্সফর্মার
[C] ফরেন্সিক ট্রানজিস্টর
[D] ফরেন ট্রান্সমিটার
Ans : (A)
17. ভারতে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ?
[A] 21 শে মার্চ
[B] 20 ই জানুয়ারি
[C] 28 শে ফেব্রুয়ারি
[D] 19 শে ফেব্রুয়ারি
Ans : (C)
18. পাবলিক এমপ্লয়মেন্ট -এ সমান সুযোগের অধিকার প্রদান করে কোন ধারা ?
[A] আর্টিকেল - 16
[B] আর্টিকেল - 14
[C] আর্টিকেল - 15
[D] আর্টিকেল - 13
Ans : (A)
19. F.W. Stevens দ্বারা ডিজাইন করা বিল্ডিং কোনটি ?
[A] টাউন হল, বোম্বে
[B] বোম্বে সেক্রেটারিয়েট
[C] ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস
[D] হর্নিম্যান সার্কেল
Ans : (C)
20. ভিকাজি কামা 1907 সালে ভারতের বাইরে _________ -এর মাটিতে প্রথম ভারতীয় ত্রিরঞ্জিত পতাকা উত্তোলন করেন
[A] জার্মানি
[B] ইংল্যান্ড
[C] রাশিয়া
[D] ফ্রান্স
Ans : (A)
21. নিম্নের কোনটি সংক্রমিত রোগ নয় ?
[A] উচ্চ রক্তচাপ
[B] টাইফয়েড
[C] ইনফ্লুয়েঞ্জা
[D] নিউমোনিয়া
Ans : (A)
22. নিচের কোনটি ASEAN এর প্রতিষ্ঠাতা দেশগুলির মধ্যে একটি ?
[A] অস্ট্রেলিয়া
[B] কম্বোডিয়া
[C] মালয়েশিয়া
[D] ভারত
Ans : (C)
23. জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য কে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন ?
[A] মহাত্মা গান্ধী
[B] সুভাষ চন্দ্র বসু
[C] জওহরলাল নেহেরু
[D] বল্লভভাই প্যাটেল
Ans : (A)
24. একটি নিউক্লিয় অস্ত্রে সাধারণত কোন আইসোটোপ ব্যবহৃত হয় ?
[A] ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম
[B] ডয়টেরিয়াম এবং লিথিয়াম
[C] ইউরেনিয়াম এবং লিথিয়াম
[D] ডয়টেরিয়াম এবং প্লুটোনিয়াম
Ans : (A)
25. PSU-এর ইক্যুইটির অংশ জনসাধারণের কাছে বিক্রি করে সরকারি খাতের উদ্যোগের বেসরকারীকরণকে বলা হয়:
[A] বিশ্বায়ন
[B] বিলগ্নিকরণ
[C] উদারীকরণ
[D] শিল্পায়ন
Ans : (B)