আগামী পরীক্ষার জন্য রিজনিং প্রাকটিস সেট MCQ পর্ব - 06
আগামী পরীক্ষার জন্য রিজনিং প্রাকটিস সেট MCQ পর্ব - 06
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :
1. (?) স্থানে কোন সংখ্যাটি বসালে সিরিজটি সম্পূর্ণ হবে ?
33, 34, 38, 47, 63, ?
[A] 79
[B] 72
[C] 96
[D] 88
33, 34, 38, 47, 63, ?
[A] 79
[B] 72
[C] 96
[D] 88
2. ফাঁকা স্থানে কোন সঠিক বর্ণ বসিয়ে সিরিজটি সম্পূর্ণ হবে ?
cd __ fc __ efcdefcde __ cdefcde ___cdef
[A] efdf
[B] cddf
[C] edff
[D] fcde
3. সাতজন বালিকা A, B, C, X, Y, W এবং Z একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে কেন্দ্রের বিপরীতে তাকিয়ে । W হলো X এর বামদিকে দ্বিতীয় । W হলো B এবং C এর অবিলম্বে প্রতিবেশী । Z হলো B এর বামদিকে চতুর্থ । Y, C এর অবিলম্বে প্রতিবেশী নয় । X এর অবিলম্বে বামদিকে কে আছে ?
[A] B
[B] A
[C] Y
[D] Z
4. কোনো কোডের ভাষায় PIZZA এর কোড হয় BAAJQ, BURGER এই কোড হয় SFHSVC তবে NOODLES এর কোড কি হবে?
[A] KSAHTRO
[B] TEMEPPO
[C] OPPEMFT
[D] ORTHASK
5. বর্ণমালার ক্রম অনুযায়ী সাজাও :
1.CONFUSION 2.CONFIDENCE 3.CONFIRM 4.CONFLICT 5.CONDUCTOR
[A] 5, 2, 3, 4, 1
[B] 5, 2, 1, 3, 4
[C] 5, 2, 3, 1, 4
[D] 3, 5, 2, 4, 1
6. (?) স্থানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে সিরিজটি সম্পূর্ণ করো ?
MNRT, QRVX, UVZB, YZDF
[A] CDHJ
[B] DEHJ
[C] DEFG
[D] DEMR
7. (?) স্থানে সঠিক মিলযুক্ত বিকল্পটি বসাও :
AEI : CGK :: NRV : ?
[A] UXZ
[B] PTX
[C] PQR
[D] SRT
8. ছয়জন বালক সুমিত, গোপাল, হানি, ঈশান, যতীন এবং ললিত একটি বৃত্তাকার টেবিলের চারিদিকে বসে আছে কেন্দ্রের দিকে তাকিয়ে । ঈশান হলো সুমিতের বামদিকে তৃতীয় । যতীন এবং হানি হলো ঈশানের অবিলম্বে প্রতিবেশী । ললিত হল যতীনের অবিলম্বে ডানদিকে । হানির অবিলম্বে বামদিকে কে আছে ?
[A] গোপাল
[B] যতীন
[C] ঈশান
[D] সুমিত
9. (?) স্থানে সঠিক সংখ্যা বসিয়ে সিরিজটি সম্পূর্ণ করো :
17, 25, 37, 53, 73, 97, ?
[A] 129
[B] 128
[C] 125
[D] 121
10. কোন দুটি চিহ্ন ইন্টারচেঞ্জ করলে সমীকরণটি সঠিক হবে ?
14 – 21 × 7 + 3 ÷ 6 = 29
[A] × এবং–
[B] × এবং ÷
[C] = এবং ×
[D] + এবং –
11. যদি 15 A 8 B 9 C 3 = 20 এবং 18 A 20 B 15 C 5 = 35 তবে 8 A 6 B 4 C 2 = ?
[A] 12
[B] 15
[C] 11
[D] 13
12. কোনো কোডের ভাষায় RHYMES এর কোড হয় PFWKGQ, LIME এর কোড হয় JKKG তবে CHIMES এর কোড কি হবে ?
[A] KFAKGQ
[B] KFAQGK
[C] AFKQGK
[D] AFKKGQ
13. (?) স্থানে সঠিক মিলযুক্ত বিকল্প বসাও :
YL : UH :: ?
[A] PQ : RS
[B] OB : GT
[C] TG : PC
[D] UU : VV
14. প্রদত্ত বিবৃতি অনুযায়ী কোন সিদ্ধান্ত গুলো সঠিক ?
বিবৃতি : I. কিছু ইঞ্জিনিয়ার হলো ডাক্তার II. সমস্ত ডাক্তার হলো উকিল III. কিছু উকিল শিক্ষক নয়
সিদ্ধান্ত : I. কিছু উকিল হলো শিক্ষক II. কিছু ইঞ্জিনিয়ার হলো উকিল
[A] কেবল I অনুসরণ করে
[B] কেবল II অনুসরণ করে
[C] I বা II কোনোটিই অনুসরণ করে না
[D] I এবং II উভয়ই অনুসরণ করে
15. যদি P + Q মানে P হলো Q এর ভাই, P × Q মানে P হলো Q এর মা, P ÷ Q মানে P হলো Q এর বাবা এবং P – Q মানে P হলো Q এর বোন । যদি A × B ÷ C – D + E – F হয় তবে A, E এর কে হয় ?
[A] বাবার মা
[B] বাবা
[C] মা
[D] বাবার বোন
Answers and Solutions ::














