আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 158

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 158


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. একটি গ্রামের জনসংখ্যা 25,000। একের-পাঁচ অংশ হল মহিলা এবং বাকিরা পুরুষ, 5% পুরুষ এবং 40% মহিলারা হল অশিক্ষিত । মোটের উপর কত শতাংশ শিক্ষিত ?
[A] 75%
[B] 88% 
[C] 55%
[D] 85%

2. এক বিক্রেতা দুটি দ্রব্য 520 টাকায় কেনে । একটি বিক্রি করে 16% লাভে এবং অন্যটি 10% ক্ষতিতে, এরফলে কোনো লাভ বা ক্ষতি হয় না । ক্ষতিতে বিক্রি দ্রব্যটির বিক্রয়মূল্য কত ?
[A] 288 টাকা 
[B] 232 টাকা
[C] 320 টাকা
[D] 200 টাকা

3. x টাকা সরল সুদের হারে 2 বছরের জন্য বিনিয়োগ করা হল । যদি এটাকে 3% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 300 টাকা বেশি পাওয়া যেত । তবে 4x এর মান কত ?
[A] 24,000 টাকা
[B] 20,000 টাকা 
[C] 16,000 টাকা
[D] 36,000 টাকা

4. যদি এক ব্যক্তি একটি শার্ট কেনে তবে 6% ছাড় পায় । যাইহোক, যদি সে দুটি শার্ট কেনে, এবং সে প্রথমটিতে 5% ও দ্বিতীয়টিতে 8% ছাড় পায় । যদি দুটি শার্টের জন্য 925 টাকা দাম দিতে হয় তবে প্রতিটা শার্টের ধার্য্যমূল্য কত ?
[A] 494 টাকা
[B] 550 টাকা
[C] 528 টাকা
[D] 500 টাকা

5. কোনো নির্দিষ্ট মূলধনের উপর 4% সরল সুদে 2 বছরে সরল সুদ হয় 350 টাকা । যদি একই হারে একই সময়ে জন্য টাকাটা চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করা হতো তবে কত বেশি সুদ পাওয়া যেত ?
[A] 3.50 টাকা
[B] 7 টাকা 
[C] 14 টাকা
[D] 35 টাকা

6. 12500 স্টুডেন্ট পরীক্ষার বসে ছিল । 50% ছাত্র এবং 70% ছাত্রী পরীক্ষায় পাস করে । যদি মোট 60% স্টুডেন্ট পরীক্ষায় পাস করে থাকে তবে কতজন ছাত্রী পরীক্ষায় বসেছিল ?
[A] 6500
[B] 6200
[C] 5500
[D] 6250 

7. 60 লিটার দুধের পাত্র থেকে 12 লিটার দুধ তুলে নেওয়া হল এবং এটির জায়গায় সমপরিমান জল ঢালা হল । তারপর আবার 12 লিটার তুলে নিয়ে সেই জায়গায় 12 লিটার জল ঢালা হল । প্রাপ্ত মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত ?
[A] 16 : 9
[B] 15 : 10
[C] 16 : 10
[D] 9 : 5

8. যদি A এর আয়, B এর থেকে 10% বেশি হয় এবং B এর আয়, C এর থেকে 20% কম হয় তবে A, B এবং C এর আয়ের অনুপাত কত ?
[A] 11 : 10 : 8
[B] 10 : 9 : 7
[C] 22 : 18 : 25
[D] 22 : 20 : 25 

9. বাকি কাজটি 7 দিনে শেষ করতে A এবং B একসাথে কাজ করে । 37/100 অংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে । এছাড়া 5 দিনে A যা কাজ করে তা B এর 4 দিনের কাজের সমান হয় । দ্রুত কাজ করা ব্যক্তিটির পুরো কাজটি করতে কত দিন লাগবে ?
[A] 20 দিন 
[B] 25 দিন
[C] 30 দিন
[D] 10 দিন

10. ভোজ্য তেলের দাম 25% বৃদ্ধি পায় । বাজেটটা বজায় রাখতে, সুষমা তেলের ব্যবহার 20% হ্রাস করে । তেল ব্যবহারের ক্ষেত্রে খরচ বৃদ্ধি কত হয়েছে ?
[A] 0% 
[B] 1%
[C] 2%
[D] 3%

11. একটি জলাধারের দুটি ইনলেট এবং একটি আউটলেট পাইপ আছে । ইনলেট পাইপ দিয়ে এটিকে 3 ঘন্টা এবং 3 ঘন্টা 45 মিনিটে যথাক্রমে ভর্তি করা যায় । আউটলেট পাইপ দিয়ে এটিকে খালি করা যায় 1 ঘন্টায় । যদি দুটি ইনলেট পাইপ 1:00 pm এবং 2:00 pm সময়ে যথাক্রমে এবং আউটলেট পাইপটি 3:00 pm এ খোলা হয় তবে এটি কখন খালি হবে ?
[A] 5:55 pm
[B] 5:00 pm
[C] 5:20 pm 
[D] 5:30 pm

12. শৈলেন্দ্র সাইকেলে করে 20 km/hr বেগে 3 ঘন্টায় তার অফিসে পৌঁছায় । যদি সে শুরুতে 1 ঘন্টা দেরিতে পৌঁছায় তবে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে তাকে কত বেগে যেতে হবে ?
[A] 20 km/hr
[B] 25 km/hr
[C] 30 km/hr 
[D] 35 km/hr

13. একটি নৌকা অনুকূলে নিৰ্দিষ্ট কোনো দূরত্ব 3 ঘন্টায় অতিক্রম এবং প্রতিকূলে একই দূরত্ব 3 1/2 ঘন্টায় অতিক্রম করে । যদি স্রোতের বেগ 1.5 কিমি/ঘন্টা হয় তবে স্থির জলে নৌকার বেগ কত ?
[A] 17 কিমি/ঘ:
[B] 17.5 কিমি/ঘ:
[C] 19.5 কিমি/ঘ: 
[D] 19 কিমি/ঘ:

14. যদি একটি তিন অঙ্কের সংখ্যার শেষ দুটি অঙ্ক পরস্পর স্থান পরিবর্তন করে তবে নতুন সংখ্যাটি, প্রকৃত সংখ্যার থেকে 45 বেশি তবে সংখ্যাটির শেষ দুই অঙ্ক মধ্যে পার্থক্য কত ?
[A] 9
[B] 8
[C] 6
[D] 5 

15. দুটি সংখ্যার যোগফল 75 এবং তাদের মধ্যে পার্থক্য 25 হলে, তাদের গুনফল কত ?
[A] 1350
[B] 1250 
[C] 125
[D] 1000

16. শনিবার বাদে একটি সপ্তাহের গড় বৃষ্টিপাতের পরিমান ছিল 0.5 cm । কিন্তু শনিবার ভারী বৃষ্টিপাত হয় এবং তারজন্য সপ্তাহের গড় বৃষ্টিপাত বেড়ে হয় 1.5 cm তবে শনিবারের বৃষ্টিপাতের পরিমান কত ?
[A] 6 cm
[B] 7.5 cm
[C] 11 cm 
[D] 6.5 cm

17. চারটি ক্রমিক সংখ্যার লসাগু 60। প্রথম দুটি সংখ্যার যোগফল, চতুর্থ সংখ্যার সাথে সমান । তবে চারটি সংখ্যার যোগফল কত ?
[A] 17
[B] 14 
[C] 21
[D] 24

18. তিনজন পার্টনার A, B এবং C 5/4 : 4/5 : 6/5 অনুপাতে টাকা ব্যবসায় বিনিয়োগ করে। 3 মাস পর, A তার মূলধন 50% বাড়ায় । যদি বছরের শেষে 35,700 টাকা লাভ হয় তবে A এর লভ্যাংশের পরিমান কত ?
[A] 12,000 টাকা
[B] 16,500 টাকা 
[C] 13,000 টাকা
[D] 15,600 টাকা

19. একজন ব্যবসায়ী একটি গিফট বক্স কেনে 150 টাকায় । গিফট বক্সের ধার্য্যমূল্য কত হওয়া উচিত যাতে 10% ছাড় দেওয়ার পরও তার 10% লাভ হয় ?
[A] 180 টাকা
[B] 183.3 টাকা 
[C] 186.6 টাকা
[D] 190 টাকা

20. একটি বক্সে 100 টি নীল, 50 টি লাল, 50 টি কালো বল আছে । 25% নীল বল এবং 50% লাল বল তুলে নেওয়া হল । বর্তমানে কালো বল হল -
[A] 50%
[B] 25%
[C] 33 1/3% 
[D] 40%









Answers and Solutions ::