আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 156

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 156


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. 120 টাকা p, q এবং r এর মধ্যে এমনভাবে ভাগ করা হত যাতে p, q এর থেকে 9 টাকা বেশি পায় এবং q, r এর থেকে 6 টাকা বেশি পায় । p, q ও r এর ভাগের অনুপাত কত ?
[A] 18 : 15 : 13
[B] 15 : 12 : 10
[C] 16 : 13 : 11 
[D] 11 : 8 : 10

2. যদি 2A = 3B = 7C হয়, তবে A : B : C এর মান কত ?
[A] 3 : 2 : 1
[B] 21 : 14 : 6 
[C] 21 : 7 : 6
[D] 14 : 18 : 5

3. একটি নিরেট চোঙ যার ব্যাসার্ধ 28 cm এবং উচ্চতা 24 cm, উচ্চতা থেকে দ্বিখন্ডিত করা হলো যাতে একই রকমের দুটি চোঙ পাওয়া যায় । সমগ্র ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে ?
[A] 61.72%
[B] 41.92%
[C] 53.85% 
[D] 48.64%

4. 56 জন ব্যক্তি একটি ব্রিজকে 20 দিনে সারাতে পারে । যদি আরো 14 জন তাদের সাথে যোগদান করে তবে কতদিনে ব্রিজটি তৈরি করা যাবে ?
[A] 18 দিন
[B] 12 দিন
[C] 16 দিন 
[D] 14 দিন

5. একজন দোকানদার একটি দ্রব্যের ধার্যমূল্যের উপর 20% ছাড় দেয় এবং এরফলে তার 12% ক্ষতি হয় । যদি দ্রব্যটিকে ধার্যমূল্যে বিক্রি করা হয় তবে লাভের হার কত হবে ?
[A] 10% 
[B] 12.5%
[C] 9.69%
[D] 8.33%

6. 14500 টাকা 36 মাসে কোনো নিৰ্দিষ্ট সরল সুদে হয় 16675 টাকা । বার্ষিক সুদের হার কত ? 
[A] বার্ষিক 6%
[B] বার্ষিক 5% 
[C] বার্ষিক 4%
[D] বার্ষিক 7%

7. বার্ষিক কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে 250000 টাকা 2 বছরে হয় 275625 টাকা ?
[A] বার্ষিক 8%
[B] বার্ষিক 3%
[C] বার্ষিক 10%
[D] বার্ষিক 5% 

8. এক ব্যক্তি স্থান A থেকে যাত্রা করে এবং স্থান B তে পৌঁছায় 50 ঘন্টায় । সে 1/4 দূরত্ব 5 km/hr বেগে এবং বাকি দূরত্ব 15 km/hr বেগে অতিক্রম করে । A ও B এর মধ্যে দূরত্ব কত ?
[A] 525 km
[B] 500 km 
[C] 375 km
[D] 425 km

9. 18 জন ব্যক্তি একটি কাজ 50 দিনে করতে পারে । যদি 25 জন ব্যক্তিকে নিয়োগ করা হত তবে কতদিনে কাজটি সম্পূর্ণ হবে ? 
[A] 25 দিন
[B] 48 দিন
[C] 36 দিন 
[D] 32 দিন

10. যদি দুটি সংখ্যা 260 এবং 390 এর লসাগু 780 হয় তবে গসাগু নির্ণয় করো-
[A] 140
[B] 133
[C] 130 
[D] 120

11. একটি চোঙের উচ্চতা এবং বক্রতলের ক্ষেত্রফল হলো 15 cm এবং 330 বর্গসেমি । চোঙটির ব্যাস নির্ণয় করো -
[A] 2 cm
[B] 5 cm
[C] 7 cm 
[D] 6 cm

12. একজন বিক্রেতা 105 মিটার কাপড় প্রতি মিটারে 20 টাকা করে লাভ করে 12600 টাকায় বিক্রি করে । 20 m কাপড়ের ক্রয়মূল্য কত ? 
[A] 4000 টাকা
[B] 2000 টাকা 
[C] 1000 টাকা
[D] 3000 টাকা

13. মান নির্ণয় : 
44 ÷ 11 × 4 + 5 × 8 ÷ 4 – 7 × 36 ÷ 14 + 7 × 4
[A] 33
[B] 24
[C] 28
[D] 36 

14. একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা হলো 6 m 40 cm, 4 m 80 cm এবং 3 m 20 cm যথাক্রমে । দীর্ঘতম টেপটি নির্ণয় করো যেটি ঘরের মাত্রাগুলিকে পরিমাপ করতে পারে ? 
[A] 1 m 80 cm
[B] 1 m 20 cm
[C] 1 m 60 cm 
[D] 1 m 40 cm

15. 11 টি সংখ্যার গড় হলো 8 । যদি প্রতিটি সংখ্যাকে 3 গুন করা হয় তবে সংখ্যাগুলির নতুন গড় কত হবে ?
[A] 8
[B] 24 
[C] 16
[D] 32

16. কার্তিক 80 km/hr বেগে 4 ঘন্টায় X স্থান থেকে Y স্থানে অতিক্রম করে । সে 80% বৃদ্ধি প্রাপ্ত বেগে 1 ঘন্টায় Y স্থান থেকে Z স্থানে অতিক্রম করে । স্থান X থেকে স্থান Z পর্যন্ত সমগ্র যাত্রাপথে গড় বেগ কত ? 
[A] 82.6 km/hr
[B] 90.8 km/hr
[C] 92.8 km/hr 
[D] 88.6 km/hr

17. 18 জন স্টুডেন্টের গড় নম্বর 190 । পরে দেখা যায় যে, একজন স্টুডেন্টের নম্বর ভুল করে 64 এর পরিবর্তে 46 নেওয়া হয়েছে । তাদের সঠিক গড় নম্বর কত হবে ? 
[A] 192.27
[B] 193.4
[C] 191.25
[D] 191 

18. 40 টাকায় 80 টি পেন বিক্রি করে এক ব্যক্তির 20% ক্ষতি হয় । 10% লাভ করতে হলে, 80 টি পেনের বিক্রয়মূল্য কত হতে হবে ?
[A] 80 টাকা
[B] 60 টাকা
[C] 55 টাকা 
[D] 65 টাকা

19. একটি সংখ্যাকে 5% বৃদ্ধি করা হত এবং তারপর বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাটিকে 5% হ্রাস করা হয় । নেট বৃদ্ধি বা হ্রাসের শতাংশ কত ? 
[A] 0.25% হ্রাস 
[B] 0.75% বৃদ্ধি
[C] 1% বৃদ্ধি
[D] 0.50% হ্রাস

20. 3800 টাকা ধার্য্যমূল্য -এর একটি বইকে 2128 টাকায় বিক্রি করা হলে, ছাড়ের শতাংশ কত ?
[A] 45%
[B] 50%
[C] 44% 
[D] 56%


















Answers and Solutions ::