আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 152

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 152


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. দুটি সংখ্যার যোগফল 583 । যদি দ্বিতীয়টি সংখ্যাটি প্রথমটির 3/8 গুন হয় তবে প্রথমটির 1/4 গুন ও দ্বিতীয়টির 1/3 গুণের মধ্যে পার্থক্য কত ? 
[A] 58
[B] 41
[C] 53 
[D] 49

2. বর্তমানে অজয়ের বয়স রোহনের দ্বিগুন । 8 বছর আগে, অজয়ের বয়স রোহনের তখনকার বয়সের 4 গুন ছিল । 6 বছর পর রোহনের বয়স কত হবে ? 
[A] 18 
[B] 30
[C] 32
[D] 20

3. A এবং B দুজনে 22,400 এবং 18,200 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে । 4 মাস পর, C 12,600 টাকা নিয়ে তাদের সাথে যোগদান করে । বার্ষিক লাভ 12,670 টাকা হলে, C এর লভ্যাংশ কত ? 
[A] 2232 টাকা
[B] 2172 টাকা 
[C] 2148 টাকা
[D] 2244 টাকা

4. একটি গাড়ির গতিবেগ প্রতি ঘন্টায় 4 কিমি করে বৃদ্ধি পায় । প্রথম ঘন্টায় গাড়িটি 32 কিমি অতিক্রম করলে, 11 ঘন্টায় গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করবে ? 
[A] 596 কিমি
[B] 584 কিমি
[C] 564 কিমি 
[D] 572 কিমি 

5. 24% সুদের হারে নিৰ্দিষ্ট কিছু সময়ের জন্য বিনিয়োগ করা মূলধন থেকে প্রাপ্ত সুদ, বার্ষিক 10% সুদের হারে প্রকৃত সময়ের থেকে 2 বছর বেশি সময় ধরে বিনিয়োগ করা একই মূলধন থেকে প্রাপ্ত সুদের দ্বিগুন হয় । তবে প্রকৃতপক্ষে কত সময়ের জন্য টাকাটা বিনিয়োগ করা হয়েছিল ? 
[A] 20 বছর
[B] 8 বছর
[C] 10 বছর 
[D] 14 বছর

6. মান নির্ণয় করো : 
(40% এর 655 - √676 + ?) ÷ 14 = 18.5
[A] 58
[B] 42
[C] 38
[D] 23 

7. রমেশের বার্ষিক আয় 6,42,000 টাকা । সে তার মাসিক আয়ের 1/5 অংশ ব্যয় করে সংসারের বিভিন্ন খরচে এবং বাকি টাকার 3/8 অংশ দিয়ে বাচ্চাদের স্কুল ফি দেয় । যদি সে বাকি থাকা মাসিক আয়ের 12% একটি NGO তে দান করে তবে প্রতি মাসে তার হাতে কত টাকা পড়ে থাকে ? 
[A] 21800 টাকা
[B] 22680 টাকা
[C] 23540 টাকা 
[D] 23040 টাকা 

8. কোনো নিৰ্দিষ্ট মূলধনের উপর বার্ষিক 20% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হয় 5984 টাকা তবে একই মূলধনের উপর বার্ষিক 9% হারে 6 বছরে সরল সুদ কত হবে ? 
[A] 7236 টাকা
[B] 7344 টাকা 
[C] 7668 টাকা
[D] 7128 টাকা

9. 72 লিটারের দুধ ও জলের মিশ্রনের একটি পাত্রে দুধ ও জল 5 : 4 অনুপাতে আছে । যদি পাত্র থেকে 18 লিটার মিশ্রণ তুলে নেওয়া হয় এবং তারপর পাত্রে 10 লিটার জল ঢালা হয় তবে শেষ মিশ্রণে কত শতাংশ দুধ আছে ? 
[A] 46 7/8 
[B] 44 7/8
[C] 48 5/8
[D] 49 3/8

10. যদি কোনো সংখ্যার অর্ধেক 234 এর সাথে যোগ করা হয় তবে এটি সংখ্যাটির পাঁচ গুন হয় । তবে সংখ্যাটি কত ? 
[A] 48
[B] 52 
[C] 60
[D] 54

11. একটি টেবিলের ধার্য্যমূল্য 11,200 টাকা । এক বিক্রেতা এটি ধার্য্যমূল্যের 16% ছাড়ে বিক্রি করে এবং 12% লাভ করে । টেবিলের ক্রয়মূল্য কত ? 
[A] 7800 টাকা
[B] 8200 টাকা
[C] 8400 টাকা 
[D] 8800 টাকা

12. একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 1386 বর্গমিটার । একটি 14 মিটার চওড়া রাস্তা এটির চারপাশে আছে । এখন পথ সমেত মাঠের ক্ষেত্রফল কত ? 
[A] 3850 বর্গমি 
[B] 3560 বর্গমি
[C] 4820 বর্গমি
[D] 3250 বর্গমি 

13. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 9 : 7 অনুপাতে আছে এবং এটির ক্ষেত্রফল 1008 বর্গমিটার । আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো -
[A] 224 মিটার
[B] 194 মিটার
[C] 128 মিটার 
[D] 212 মিটার 

14. একটি নৌকা 15.2 কিমি অনুকূলে যায় 24 মিনিটে । যদি স্রোতের বেগ 2.5 কিমি/ঘন্টা হয় তবে 18 মিনিটে নৌকাটি প্রতিকূলে কত কিমি দূরত্ব অতিক্রম করবে ? 
[A] 8.6 
[B] 9.9 
[C] 10.1
[D] 10.5 

15. 2013 সালে, একটি গ্রামে পুরুষ ও মহিলার অনুপাত ছিল 6 : 7 । 2014 সালে পুরুষ জনসংখ্যা 15% বৃদ্ধি পায় এবং মহিলা জনসংখ্যা 12% বৃদ্ধি পায় । 2014 সালে মোট জনসংখ্যা 5896 জন হলে, 2014 সালে গ্রামে মহিলা জনসংখ্যা কত ছিল ? 
[A] 3862 জন
[B] 2564 জন
[C] 2760 জন
[D] 3136 জন 

16. A, B র থেকে 80% বেশি দক্ষ । যদি তারা একসাথে কাজ করে তবে কাজটি সম্পন্ন করে 19 2/7 দিনে । একই কাজ B একা কতদিনে শেষ করতে পারবে ? 
[A] 45 দিন
[B] 48 দিন
[C] 54 দিন 
[D] 57 দিন

17. একটি দ্রব্যকে 45/2% লাভে বিক্রি করা হয় । যদি ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য যথাক্রমে 40 টাকা এবং 35 টাকা বাড়ানো হয় তবে 15% লাভ হয় । দ্রব্যটির ক্রয়মূল্য কত ?  
[A] 146 2/3 টাকা 
[B] 156 2/3 টাকা
[C] 146 1/3 টাকা
[D] 156 1/3 টাকা

18. পুরুষ, মহিলা এবং শিশুদেরকে একটি কাজে 3 : 2 : 1 অনুপাতে নিযুক্ত করা হয় এবং তাদের মজুরির অনুপাত 5 : 3 : 2 । যখন 90 জন পুরুষকে নিযুক্ত করা হয় তখন সবার মিলিয়ে মোট দৈনিক মজুরি হয় 10350 টাকা । একজন পুরুষের দৈনিক মজুরি কত ? 
[A] 45 টাকা
[B] 57.50 টাকা
[C] 115 টাকা
[D] 75 টাকা 

19. একটি ক্লাসের সমস্ত স্টুডেন্টের বয়সের গড় 18 বছর । ক্লাসের বালকদের বয়সের গড় 20 বছর এবং বালিকাদের বয়সের গড় 15 বছর । যদি ক্লাসে বালিকাদের সংখ্যা 20 হয় তবে ক্লাসে বালক সংখ্যা কত ? 
[A] 15
[B] 30 
[C] 45
[D] 50

20. 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 60 কিমি/ঘন্টা বেগে গতিশীল । এটি 140 মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করতে কত সময় নেবে ? 
[A] 3.6 সেকেন্ড
[B] 7.2 সেকেন্ড
[C] 14.4 সেকেন্ড 
[D] 21.6 সেকেন্ড 













Answers and Solutions ::