আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 151
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 151
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :
1. 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল । অংশ দুটির অনুপাত কত ?
[A] 5 : 8
[B] 8 : 5
[C] 31 : 6
[D] 16 : 15
[A] 5 : 8
[B] 8 : 5
[C] 31 : 6
[D] 16 : 15
2. একটি শ্রেণিতে মোট 30 জন শিক্ষার্থী আছে । তাদের মধ্যে বালকদের ওজনের গড় 49 কেজি এবং বালিকাদের ওজনের গড় 37 কেজি । কিন্তু সমস্ত শিক্ষার্থীর ওজনের গড় 45 কেজি । ছাত্র সংখ্যা নির্ণয় করো -
[A] 15 জন
[B] 25 জন
[C] 10 জন
[D] 20 জন
3. একটি বাক্সে 5 টাকা ও 1 টাকার 40 টি মুদ্রা আছে । যদি বাক্সের মোট মূল্যের পরিমান 80 টাকা হয় তবে 1 টাকার মুদ্রা কয়টি আছে ?
[A] 10 টি
[B] 20 টি
[C] 30 টি
[D] 25 টি
4. একজন ব্যাটসম্যান 20 তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে । 20 তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে ?
[A] 43
[B] 34
[C] 36
[D] 30
5. একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয় । তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষনে খালি চৌবাচ্চাটি সম্পূর্ণ হবে ?
[A] 10 মিনিটে
[B] 12 মিনিটে
[C] 8 মিনিটে
[D] 7 মিনিটে
6. 8 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি যখন 65 কেজি ওজনের এক ব্যক্তির পরিবর্তে অন্য এক ব্যক্তি যুক্ত হয় । নতুন ব্যক্তির ওজন কত কেজি ?
[A] 60
[B] 76.5
[C] 85
[D] উপরের কোনটি নয়
7. একটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের 20% ভোট দেয়নি । প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী নির্বাচিত হয়েছেন । তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন ?
[A] 65%
[B] 52%
[C] 85%
[D] 50%
8. এক ব্যক্তি 5% বার্ষিক সরল সুদে ব্যাঙ্ক থেকে কিছু টাকা ধার করেন । 6 বছর পর যদি মোট সুদ আসলের থেকে 350 টাকা কম হয়, তবে আসল কত ?
[A] 600 টাকা
[B] 500 টাকা
[C] 650 টাকা
[D] 450 টাকা
9. সুমনা একটি দ্রব্য চৈত্র সেলে কিনলে 25% ছাড় পায়, আবার নগদমূল্যে কিনলে 20% আরও ছাড় পায় তবে নগদমূল্যে চৈত্র সেলে ওই জিনিসটি কিনলে সে কত ছাড় পাবে ?
[A] 30%
[B] 40%
[C] 18%
[D] 8%
10. কোন বৃহত্তম সংখ্যা 34, 90 ও 104 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে একই সংখ্যা ভাগশেষ থাকে ?
[A] 14
[B] 12
[C] 10
[D] 7
11. A ও B বর্তমান বয়সের অনুপাত 4 : 5 । 18 বছর আগে ওই অনুপাত 11 : 16 হলে, A ও B এর বর্তমান বয়সের সমষ্টি কত ?
[A] 90 বছর
[B] 105 বছর
[C] 110 বছর
[D] 80 বছর
12. আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 4% হ্রাস পেলে, ক্ষেত্রফলের পরিবর্তন কত ?
[A] 5 1/5% বৃদ্ধি
[B] 5 2/5% বৃদ্ধি
[C] 6% বৃদ্ধি
[D] 5 3/5% বৃদ্ধি
13. 10 জন লোক 20 টি খেলনা তৈরি করে 12 দিনে, প্রত্যহ 12 ঘন্টা করে । প্রত্যহ 16 ঘন্টা কাজ করে 24 জন লোক কত দিনে 32 টি খেলনা তৈরি করবে ?
[A] 5 দিন
[B] 6 দিন
[C] 8 দিন
[D] 7 দিন
14. 1/(1×2) + 1/(2×3) + 1/(3×4) + 1/(4×5) + .............. + 1/(11×12)
[A] 7/8
[B] 11/12
[C] 15/16
[D] 17/18
15. একটি পাঠাগারে গণিত ও পদার্থবিদ্যা বইয়ের সংখ্যার অনুপাত 17 : 13 । পদার্থবিদ্যা বইয়ের সংখ্যা 2925 । ওই পাঠাগারে আরও কতগুলি গণিতের বই কিনলে গণিত ও পদার্থবিদ্যার বইয়ের অনুপাত 2 : 1 হবে ?
[A] 2925 টি
[B] 2025 টি
[C] 2505 টি
[D] 3025 টি
16. 120 মিটার লম্বা একটি ট্রেন 45 কিমি/ঘ: গতিতে একই দিকে 36 কিমি/ঘ: বেগে ধাবমান অপর একটি ট্রেনকে অতিক্রম করে 80 সেকেন্ডে । দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত ?
[A] 120 মিটার
[B] 110 মিটার
[C] 100 মিটার
[D] 80 মিটার
17. একটি গাড়ির দাম 25% বাড়িয়ে ধার্য্যমূল্য লেখা আছে । নগদ মূল্যে কেনার জন্য 8% ছাড় পেলে গাড়িটি নগদ মূল্যে বিক্রি করলে, ব্যবসায়ীর লাভ কত হবে ?
[A] 17% লাভ
[B] 15% লাভ
[C] 12% লাভ
[D] 10% লাভ
18. (2a + b)/(a + 4b) = 3 হলে (a + b)/(a + 2b) = ?
[A] 5/9
[B] 2/7
[C] 10/9
[D] 10/7
19. 10 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভূজের ক্ষেত্রফল কত ?
[A] 50√3
[B] 150√3
[C] 60
[D] 300
20. 1 থেকে 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি ?
[A] 12 টি
[B] 14 টি
[C] 16 টি
[D] 18 টি
Answers and Solutions ::



















