আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 144
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 144
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :
1. একটি টেবিল কে 45% ছাড়ে বিক্রি করা হয় । যদি টেবিলের ধার্য্যমূল্য 10800 টাকা হয় তবে বিক্রয়মূল্য কত হবে ?
[A] 4680 টাকা
[B] 4860 টাকা
[C] 5560 টাকা
[D] 5940 টাকা
2. তিনটি ভিন্ন কোম্পানি A, B এবং C এর উৎপাদনের অনুপাত 4 : 7 : 5 এবং বিগত বছরে মোট উৎপাদন ছিল 8 লক্ষ টন । যদি এই বছর প্রতিটি কোম্পানির উৎপাদন 20% বৃদ্ধি পায় তবে B কোম্পানির এই বছরে উৎপাদন কত ?
[A] 4.2 লক্ষ টন
[B] 3 লক্ষ টন
[C] 3.5 লক্ষ টন
[D] 2 লক্ষ টন
3. কিছু বালিকা 18 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে । তবে কত দিনে দ্বিগুন সংখ্যক বালিকা তিনগুন পরিমান কাজ সম্পন্ন করবে ?
[A] 12 দিন
[B] 27 দিন
[C] 21 দিন
[D] 24 দিন
4. একটি ত্রিভুজের ক্ষেত্রফল 480 বর্গসেমি এবং এটির বাহুর দৈর্ঘ্যের অনুপাত 10 : 24 : 26 । ত্রিভুজের পরিসীমা কত হবে ?
[A] 120 সেমি
[B] 30 সেমি
[C] 60 সেমি
[D] 150 সেমি
5. দুটি ট্রেন একই দিকে 24 কিমি/ঘন্টা এবং 50 কিমি/ঘন্টা বেগে দৌড়াচ্ছে । দ্রুতচলা ট্রেনটি, ধীরে চলা ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে 72 সেকেন্ডে অতিক্রম করে । তবে দ্রুতচলা ট্রেনটির দৈর্ঘ্য কত ?
[A] 560 মিটার
[B] 490 মিটার
[C] 520 মিটার
[D] 640 মিটার
6. অরিজিৎ এবং নীতিন একটি ব্যবসায় 7 : 9 অনুপাতে বিনিয়োগ করে । 8ম মাসের শেষে, অরিজিত নিজের টাকা তুলে নেয়, যদি তাদের লাভের অনুপাত 8 : 9 হয় তবে নীতিনের টাকা কত মাসের জন্য বিনিয়োগ করা হয়েছিল ?
[A] 4 মাস
[B] 6 মাস
[C] 7 মাস
[D] 8 মাস
7. যদি (x^2 - x + 1)/(x^2 + x + 1) = 2/3 হলে (x + 1/x) এর মান কত ?
[A] 4
[B] 5
[C] 6
[D] 8
8. নূন্যতম সংখ্যাটিকে খুঁজে বের করো যাকে 7 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ পাওয়া যায়, 6 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ পাওয়া যায়, 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ পাওয়া যায় এবং এইভাবে চলতে থাকে
[A] 419
[B] 319
[C] 257
[D] 299
9. সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সমান বাহু এবং তৃতীয় বাহুর অনুপাত 3 : 4 । ত্রিভুজটির ক্ষেত্রফল 18√5 বর্গএকক হলে, তবে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত ?
[A] 16 একক
[B] 5√10 একক
[C] 8√2 একক
[D] 12 একক
10. অরুণ, বরুণ এবং তরুণ প্রত্যেকে একা একটি কাজ 5, 10 এবং 15 দিনে করতে পারে যথাক্রমে । যদি তারা একসাথে কাজ করে এবং মোট 11000 টাকা উপায় করে তবে বরুণের উপায় কত ?
[A] 2000 টাকা
[B] 6000 টাকা
[C] 4000 টাকা
[D] 3000 টাকা
11. যদি 17²ºº, 18 দ্বারা বিভাজ্য হয় তবে তবে ভাগশেষ কত ?
[A] 17
[B] 16
[C] 1
[D] 2
12. দুটি মৌলিক সংখ্যার গুনফল 1517 তবে এই সংখ্যাদুটির লসাগু কত ?
[A] 1
[B] 41
[C] 37
[D] 1517
13. দুটি সংখ্যার গসাগু 96 এবং তাদের লসাগু 1296 । একটি সংখ্যা 864 হলে, অন্যটি কত ?
[A] 132
[B] 135
[C] 140
[D] 144
14. রিষভ 50 কিমি/ঘন্টা বেগে যাত্রা করে। যদি সে তার বেগ 30 কিমি/ঘন্টা বাড়ায় তবে সে একই সময়ে 180 কিমি বেশি দূরত্ব অতিক্রম করে । সে প্রকৃত কত দূরত্ব অতিক্রম করেছিল ?
[A] 240 কিমি
[B] 120 কিমি
[C] 150 কিমি
[D] 300 কিমি
15. 20 টি সংখ্যার গড় 12। প্রথম 12 টি সংখ্যার গড় 11 এবং পরবর্তী 7 টি সংখ্যার গড় 10 হলে, শেষ সংখ্যাটি কত ?
[A] 40
[B] 38
[C] 48
[D] 50
16. একটি নৌকা স্রোতের অনুকূলে 62 কিমি/ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 34 কিমি/ঘন্টা বেগে যাত্রা করে তবে স্রোতের বেগ কত ?
[A] 28 কিমি/ঘন্টা
[B] 15.75 কিমি/ঘন্টা
[C] 26 কিমি/ঘন্টা
[D] 14 কিমি/ঘন্টা
17. তিনটি পাইপ A, B এবং C একত্রে একটি চৌবাচ্চা 10 মিনিটে ভর্তি করতে পারে । পাইপ A একা এটিকে 30 মিনিটে এবং পাইপ B একা এটিকে 40 মিনিটে পূর্ণ করতে পারে তবে পাইপ C একা এটিকে ভর্তি করতে কত সময় নেবে ?
[A] 16 মিনিট
[B] 24 মিনিট
[C] 32 মিনিট
[D] 40 মিনিট
18. 5000 টাকা 3 বছরে সরল সুদে 8000 টাকা হয় । যদি একই মূলধন একই সুদের হারে 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয় তবে কত টাকা হবে ?
[A] 8640 টাকা
[B] 8260 টাকা
[C] 8880 টাকা
[D] 9220 টাকা
19. দুটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 64 : 100 । তাদের উচ্চতার অনুপাত কত ?
[A] 100 : 64
[B] 64 : 109
[C] 8 : 10
[D] √8 : √10
20. একজন দোকানদার 20% লাভে গম বিক্রি করে এবং পরিমাপের জন্য প্রকৃত ওজনের জায়গায় 10% কম ওজন পরিমাপ করে । তবে তার মোট লাভের হার কত ?
[A] 31.24%
[B] 37.5%
[C] 30%
[D] 33.33%
Answers and Solutions ::



















