আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 141

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 141


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 30 সেকেন্ডে 500 মিটার দীর্ঘ একটি ব্রিজকে অতিক্রম করে । তবে 370 মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে ?  
[A] 36 সেকেন্ড
[B] 30 সেকেন্ড
[C] 24 সেকেন্ড 
[D] 18 সেকেন্ড

2. এক ব্যক্তি 35 কিমি দূরত্ব নৌকা বেয়ে যায় এবং ফিরে আসে 10 ঘন্টা 30 মিনিট । অনুকূলে 5 কিমি যেতে যা সময় লাগে প্রতিকূলে 4 কিমি যেতে একই সময় লাগে । স্রোতের বেগ কত ? 
[A] 1 কিমি/ঘন্টা
[B] 0.5 কিমি/ঘন্টা
[C] 0.75 কিমি/ঘন্টা 
[D] 1.5 কিমি/ঘন্টা

3. একটি ত্রিভুজের ক্ষেত্রফল 1176 বর্গসেমি এবং ভূমি ও উচ্চতার অনুপাত 3 : 4 তবে ত্রিভুজটির উচ্চতার মান কত ?
[A] 42 cm
[B] 52 cm
[C] 54 cm
[D] 56 cm 

4. 28 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের মধ্যে মধ্যে বৃহত্তম যে বৃত্তটি অঙ্কন করা যাবে তার ক্ষেত্রফল হলো -
[A] 17248 বর্গসেমি
[B] 784 বর্গসেমি
[C] 8624 বর্গসেমি
[D] 616 বর্গসেমি 

5. ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা 6, 12 এবং 18 দ্বারা বিভাজ্য তা হলো -
[A] 196
[B] 144
[C] 108
[D] 36 

6. এক ব্যক্তি 20 কিমি/ঘ: বেগে একটি স্থানে যায় এবং ফিরে আসে ভিন্ন বেগে । যদি গড় বেগ 8 কিমি/ঘ: হয় তবে ফিরে আসার সময় বেগ কত ছিল ? (কিমি/ঘ:)
[A] 5 
[B] 8
[C] 6
[D] 9

7. প্রতি বছর একটি গ্রামের জনসংখ্যা 3% হারে হ্রাস পায় । যদি গ্রামের বর্তমান জনসংখ্যা 28227 হয় তবে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল ?
[A] 31868
[B] 30000 
[C] 32472
[D] 30560

8. 4 টি দ্রব্য 1 টাকায় বিক্রি করে এক ব্যক্তির 25% লাভ হয়। যদি টাকায় 2 টি দ্রব্য বেচতো তবে তার লাভ কত হতো ?
[A] 120%
[B] 150% 
[C] 100%
[D] 225%

9. একটি আয়তকার হল ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 3/4 অংশ । যদি মেঝের ক্ষেত্রফল 768 বর্গসেমি হয় তবে হলের দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে অন্তর কত ?
[A] 8 মিটার 
[B]12 মিটার
[C] 24 মিটার
[D] 32 মিটার

10. একটি দ্রব্য বিক্রি করার সময় 8% লাভ এবং 13% ক্ষতির মধ্যে পার্থক্য ছিল 115.50 টাকা । জিনিসটির ক্রয়মূল্য কত ছিল ?
[A] ₹540
[B] ₹560
[C] ₹550 
[D] ₹580 

11. তিনটি সংখ্যার মধ্যে প্রথম দুটির গড় 2, শেষ দুটির গড় 3 এবং প্রথম ও শেষ সংখ্যার গড় 4 তবে তিনটি সংখ্যার গড় কত ?  
[A] 2
[B] 3.5
[C] 3 
[D] 2.5

12. দুজন পরীক্ষার্থীর P ও Q এর প্রাপ্ত নম্বরের অনুপাত 2 : 5 । যদি P এর প্রাপ্ত নম্বর 120 হয় তবে Q এর প্রাপ্ত নম্বর কত ?
[A] 120
[B] 240
[C] 300 
[D] 360

13. দুজন ব্যক্তির বয়সের অনুপাত 4 : 7 এবং একজনের বয়স অন্যজনের থেকে 30 বছর বেশি তবে তাদের বয়সের সমষ্টি কত ? 
[A] 110 
[B] 100
[C] 70
[D] 40 

14. যদি 50% এর (P - Q) = 30% এর (P + Q) এবং Q = x% এর  P হলে x এর মান কত ? 
[A] 30
[B] 25 
[C] 20
[D] 50

15. দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যা অপেক্ষা 30% এবং 37% কম যথাক্রমে । দ্বিতীয় সংখ্যাটি, প্রথম সংখ্যা অপেক্ষা কত শতাংশ কম ?
[A] 10% 
[B] 7%
[C] 4%
[D] 3%

16. 10 টি লেবুর বিক্রয়মূল্য, 13 টি লেবুর ক্রয়মূল্যের সমান হলে, লাভের হার কত ?
[A] 30% 
[B] 10%
[C] 13%
[D] 3%

17. এক ব্যক্তি 1500 টাকা দিয়ে একটি দ্রব্য কেনে এবং ক্রয়মূল্যের 25% বেশি দামে এটি বিক্রি করে । যদি তার এর উপর 75 টাকা ট্যাক্স দিতে হত তার আসল লাভ কত ?
[A] 20% 
[B] 25%
[C] 30%
[D] 15%

18. একটি দ্রব্যের ধার্য্যমূল্য 900 টাকা এবং এর উপর পরপর দুটি ছাড় 8% এবং 8% দেওয়া হয় । তার কত লাভ বা ক্ষতি হবে যদি সে পরপর দুটি ছাড়ের বদলে একটি মাত্র ছাড় 16% দেয় ? 
[A] 4.76 টাকা লাভ
[B] 5.76 টাকা ক্ষতি 
[C] 5.76 টাকা লাভ
[D] 4.76 টাকা ক্ষতি

19. কোনো নিৰ্দিষ্ট মূলধন নিৰ্দিষ্ট সরল সুদের হারে 1/4 বছরে এটির 41/40 গুন হলে, বার্ষিক সুদের হার কত ? 
[A] 10% 
[B] 1%
[C] 2.5%
[D] 5%

20. দুটো পাইপ A এবং B একটি জলাধার কে ভর্তি করতে পারে 37 1/2 মিনিট এবং 45 মিনিটে । দুটি পাইপই খুলে দেওয়া হলো । জলাধারটি আধ-ঘন্টায় ভর্তি হবে যদি B _____ সময়ের পর বন্ধ করে দেওয়া হয় ?
[A] 15 মিনিট
[B] 10 মিনিট
[C] 5 মিনিট
[D] 9 মিনিট 














Answers and Solutions ::