আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 140
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 140
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :
1. 150 কে দুটো অংশকে ভাগ করো যার অনন্যকের যোগফল 3/112 হলে, অংশগুলি কি কি ?
[A] 50, 90
[B] 70, 80
[C] 60, 90
[D] 50, 100
2. যদি a² + 1/a² = 38 হলে (a - 1/a) = ?
[A] 2
[B] 4
[C] 6
[D] 8
3. একটি শহরের জনসংখ্যা 350000 । প্রতি বছর 20% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে ?
[A] 490000
[B] 497000
[C] 504000
[D] 508000
4. P এবং Q এর আয়ের অনুপাত 4 : 7 এবং তাদের ব্যয়ের অনুপাত 3 : 7 । যদি P 10,000 টাকা এবং Q 7000 টাকা সঞ্চয় করে তবে P এর আয় কত ?
[A] 28000
[B] 23000
[C] 30000
[D] 19000
5. আকাশ 85,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে এবং কিছু মাস পর পায়েল 102000 টাকা নিয়ে তার সাথে যোগদান করে । বছর শেষে লাভের অনুপাত 1 : 1 হলে, পায়েল কতমাস পর আকাশের সাথে যোগদান করে ?
[A] 3 মাস
[B] 2 মাস
[C] 9 মাস
[D] 8 মাস
6. সমস্ত এক অঙ্কের, দুই অঙ্কের এবং তিন অঙ্কের সংখ্যার স্বাভাবিক সংখ্যার গড় কত ?
[A] 300
[B] 500
[C] 1000
[D] 1250
7. 1200 টাকা 3 বছরে সরল সুদে 1740 টাকা হয় । যদি সুদের হার 3% বৃদ্ধি পায়, তবে সুদে-আসলে কত টাকা হবে ?
[A] 1848 টাকা
[B] 1946 টাকা
[C] 1812 টাকা
[D] 1924 টাকা
8. কোনো একটি দ্রব্যের ক্রয়মূল্য, বিক্রয়মূল্যের 75% হলে, লাভের হার কত ?
[A] 23.47%
[B] 25%
[C] 33.33%
[D] 20%
9. কতগুলি সংখ্যা জোড়া হতে পারে যাদের গুনফল 2352 এবং গসাগু 14 ?
[A] 1
[B] 2
[C] 3
[D] 3 এর অধিক
10. পিতার বয়স পুত্রের বয়সের তিনগুন । 12 বছর পর, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুন হলে, পিতার বর্তমান বয়স কত ?
[A] 36
[B] 98
[C] 54
[D] 42
11. একটি হোস্টেলে 100 জন মেয়ের জন্য 40 দিনের খাবার মজুত আছে । যদি আরো 30 জন বালিকা যোগদান করে তবে খাবারগুলি কতদিন চলবে ?
[A] 30 দিন
[B] 31 দিন
[C] 30 10/13 দিন
[D] 32 10/13 দিন
12. একজন ব্যক্তি একটি দ্রব্যকে কিনে 20% লাভে বিক্রি করে । যদি সে 20% কমে কিনত এবং 40 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 100% লাভ হতো । দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
[A] 70 টাকা
[B] 100 টাকা
[C] 80 টাকা
[D] 110 টাকা
13. 7 cm ব্যাসার্ধ এবং 13 cm উচ্চতা বিশিষ্ট চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কত ?
[A] 220 বর্গসেমি
[B] 154 বর্গসেমি
[C] 880 বর্গসেমি
[D] 358 বর্গসেমি
14. 756235 × 492173 × 123456 গুনফলটির একক স্থানীয় অংকটি হলো -
[A] 5
[B] 3
[C] 0
[D] 2
15. একটি ক্লাসে ছেলেদের প্রাপ্ত নম্বর 65% এবং মেয়েদের প্রাপ্ত নম্বর 75% । যদি সব মিলিয়ে ক্লাসের প্রাপ্ত নম্বর 70% হলে, ক্লাসে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত কত ?
[A] 2 : 3
[B] 3 : 2
[C] 1 : 2
[D] 1 : 1
16. একটি দ্রব্যের ধার্য্যমূল্য, ক্রয়মূল্যের 10/7 গুন এবং দ্রব্যটির বিক্রয়মূল্য, ধার্য্যমূল্য এর 4/5 অংশ । লাভের হার কত ?
[A] 17.24%
[B] 16.66%
[C] 14.28%
[D] 15.42%
17. 50 জন ব্যক্তি 28 দিনে একটি কাজ সম্পূর্ণ করে । তারা একসাথে কাজ শুরু করে, প্রতি 10 দিনের শেষে 10 জন ব্যক্তি কাজ ছেড়ে চলে যায় । কতদিনে কাজটি সম্পূর্ণ হবে ?
[A] 36 দিন
[B] 38 দিন
[C] 40 দিন
[D] 45 দিন
18. U এবং V এর মধ্যে দূরত্ব 1008 কিমি । একটি এক্সপ্রেস ট্রেন U থেকে যাত্রা শুরু করে 9:00 am টার সময় এবং 126 km/hr বেগে দৌড়ায় । যাত্রা পথে ট্রেনটি 20 মিনিটের জন্য দাঁড়ায়, কোন সময়ে ট্রেনটি V স্থানে পৌঁছাবে ?
[A] 6:50 pm
[B] 3:50 pm
[C] 4:20 pm
[D] 5:20 pm
19. যদি (x - 17)² + (y + 4)² + (z - 15)² = 0 হলে তবে x + y + z - 5 = ?
[A] 15
[B] 20
[C] 23
[D] 24
20. যদি A, B র থেকে 40% বেশি তবে B, A র থেকে কত শতাংশ কম ?
[A] 28.57%
[B] 40%
[C] 33.33%
[D] 66.66%
Answers and Solutions ::



















