আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 139

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 139


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. A একটি কাজের 1/3 অংশ 5 দিনে এবং B একই কাজের 2/5 অংশ 10 দিনে করতে পারে । তারা একসাথে 6 দিন কাজ করে । বাকি কাজ C 18 দিনে শেষ করে । C একা কাজটি করলে কত দিন শেষ করতো ?
[A] 50 দিন 
[B] 30 দিন
[C] 25 দিন
[D] 45 দিন

2. জন 20% লাভে শ্যাম কে একটি ঘড়ি বিক্রি করে, এবং শ্যাম রিমাকে 10% লাভে এটি বিক্রি করে । যদি রিমা 2178 টাকা পেমেন্ট করে এটি কেনার জন্য তবে জন ঘড়িটি কেনার জন্য কত টাকা দিয়েছে ? 
[A] 1650 
[B] 1780
[C] 1478
[D] 1200

3. যদি A : B = 1/2 : 1/3, B : C = 1/5 : 1/3 তবে (A+B) : (B+C) = ?
[A] 5 : 8
[B] 9 : 10
[C] 15 : 16 
[D] 6 : 15

4. স্থির জলে নৌকার গতিবেগ 15 km/h । স্রোতের বেগ 3 km/h । 54 কিমি অনুকূলে এবং একই দূরত্ব প্রতিকূলে যেতে মোট কত সময় লাগবে ?
[A] 7 1/2 ঘন্টা 
[B] 7 ঘন্টা
[C] 6 ঘন্টা
[D] 6 1/2 ঘন্টা

5. একটি শঙ্কুর উচ্চতা, এটির ব্যাসার্ধের সমান এবং এটির আয়তন 72π ঘনসেমি হলে, এটির বক্রতলের ক্ষেত্রফল কত ?
[A] 72√2 π
[B] 36√2 π 
[C] 48√2 π
[D] 54√2 π

6. দুটি সংখ্যার লসাগু 48 । সংখ্যাদুটি অনুপাত 2 : 3 তবে সংখ্যাগুলির যোগফল কত ?
[A] 28
[B] 32
[C] 40 
[D] 64

7. (3^25 + 3^26 + 3^27 + 3^28) এটি নিম্নের কোনটি দ্বারা বিভাজ্য ?
[A] 11
[B] 16
[C] 25
[D] 30 

8. পরপর তিনটি ছাড় 20%, 25% এবং 10% কোন একক ছাড়ের সাথে সমান ?
[A] 40%
[B] 44%
[C] 54%
[D] 46% 

9. বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সাথে সমান । আয়তক্ষেত্রের প্রস্থ 12 সেমি । বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গসেমি হলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ? 
[A] 412 বর্গসেমি
[B] 394 বর্গসেমি
[C] 324 বর্গসেমি
[D] 336 বর্গসেমি 

10. কোনো সংখ্যার 37 1/2% যদি 900 হয় তবে সংখ্যাটির 62 1/2% কত হবে?
[A] 1200
[B] 1350
[C] 1500 
[D] 540

11. একটি 900 মিটার দীর্ঘ ট্রেন 90 কিমি/ঘন্টা বেগে একটি প্ল্যাটফর্ম কে অতিক্রম করে । প্লাটফর্ম কে অতিক্রম করতে এটির সময় লাগে 1 মিনিট । তবে প্লাটফর্মের দৈর্ঘ্য কত ?
[A] 800 মিটার
[B] 1000 মিটার
[C] 600 মিটার 
[D] 900 মিটার 

12. পাইপ A এবং B একটি ট্যাংক কে 15 ঘন্টা এবং 12 ঘন্টায় ভর্তি করতে পারে । পাইপ C ভর্তি ট্যাংককে খালি করতে পারে 10 ঘন্টা । যদি তিনটে পাইপ কে একসাথে 2 ঘন্টা 40 মিনিটের জন্য খুলে দেওয়া হয় তবে তবে কত অংশ ট্যাংক ভর্তি হতে বাকি থাকবে ?
[A] 3/20
[B] 13/15 
[C] 2/15
[D] 17/20

13. ₹8,235 মুলধনটি A, B, C এবং D এর মধ্যে এই অনুপাতে ভাগ করা হলো যাতে A ও B এর ভাগের অনুপাত 3 : 4, B ও C এর ভাগের অনুপাত হয় 8 : 5 এবং C ও D র অনুপাত 7 : 10 হয় । A ও C ভাগের মধ্যে পার্থক্য কত ?
[A] ₹270
[B] ₹310
[C] ₹405
[D] ₹315 

14. আট বছর আগে A ও B এর বয়সের অনুপাত ছিল 4 : 5 এবং 12 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 13 : 15 । B এর বর্তমানে বয়স কত হবে ?
[A] 52
[B] 46
[C] 48 
[D] 56

15. S হলো T র থেকে 20% বেশি । T, U র থেকে 10% কম । তবে S ও U র অনুপাত কত ?
[A] 27 : 25 
[B]23 : 19
[C] 25 : 21
[D] 29 : 24

16. একটি শার্টের বিক্রিয়মূল্য 440 টাকা থেকে কমিয়ে 410 টাকা করা হলে, ক্ষতির পরিমাণ 4% বাড়ে তবে এটির ক্রয়মূল্য কত ? 
[A] ₹650
[B] ₹750 
[C] ₹450
[D] ₹500

17. 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 14,000 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
[A] ₹1,490
[B] ₹6,940
[C] ₹3,490
[D] ₹2,940 

18. 30 টি দ্রব্য বিক্রি করে, একজন দোকানদারের 9 টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান লাভ করে তবে তার লাভের হার কত ? 
[A] 30
[B] 39
[C] 42 6/7 
[D] 40 3/7

19. যদি A, B র থেকে 40% কম হয় তবে B, A অপেক্ষা কত শতাংশ বেশি ?
[A] 72.33%
[B] 60%
[C] 40%
[D] 66.66% 

20. ধার্য্যমূল্যের 2/5 অংশ, বিক্রয়মূল্যের 5/8 এর সাথে সমান । ছাড়ের পরিমান কত শতাংশ ? 
[A] 40%
[B] 42%
[C] 36% 
[D] 50%











Answers and Solutions ::