আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 129 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 129 (MCQ)

***********************

1. ভারতে খেলাফত আন্দোলন সম্পর্কে সঠিক কোনটি ?
[A] এটি ছিল তুর্কি সুলতানের সমর্থনে একটি আন্দোলন 
[B] এটি ছিল পাকিস্তানের দাবিতে একটি আন্দোলন
[C] এটি ছিল ভারতে মুঘল রাজপরিবার পুনরুদ্ধারের আন্দোলন
[D] এটি ছিল জালিয়ানওয়ালাবাগের গণহত্যার বিরুদ্ধে আন্দোলন

Ans : (A)

2. ভারতমালা পরিযোজনা নিম্নের কোনটির সাথে সম্পর্কিত ?
[A] পোর্টস
[B] টেলিকম
[C] রেলওয়ে
[D] হাইওয়ে 

Ans : (D)

3. 'আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স' শব্দটির প্রবর্তন করেন কে ?
[A] John Berger
[B] Charles Bachman
[C] John McCarthy 
[D] David Bradley

Ans : (C)

■ AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে

4. নিম্নের ইন্টার-গভর্নমেন্টাল-ট্রিটি ভিত্তিক সংস্থা যার ভারতে সদর দপ্তর রয়েছে, তা হলো -
[A] OECD
[B] ISA 
[C] NATO
[D] ATS

Ans : (B)

■ প্রতিষ্ঠা - 2015 ( ভারত এবং ফ্রান্স)
■ HQ - হরিয়ানা
■ উদ্দেশ্য - To reduce the cost of solar power generation and technology, and to increase solar investments

5. মিল্কি ওয়ের নিকটতম স্পাইরাল গ্যালাক্সিটি হলো :
[A] সান ফ্লাওয়ার গ্যালাক্সি
[B] এন্ড্রমেদা গ্যালাক্সি 
[C] পিনহুইল গ্যালাক্সি
[D] ডোয়ার্ফ গ্যালাক্সি

Ans : (B)

6. আলোর বর্ণ বিশ্লেষণে কোন দুটি রঙ প্রান্তদ্বয় গঠন করে ??
[A] বেগুনি এবং লাল 
[B] হলুদ এবং কমলা
[C] নীল এবং সবুজ
[D] লাল এবং কমলা

Ans : (A)

7. ভারতের অশোকের শিলালিপি যার পাঠোদ্ধার করা হয়েছিল, তা কিসে লেখা ছিল ?
[A] হরপ্পা
[B] খারোস্তি
[C] দেবনগরী
[D] ব্রামহী 

Ans : (D)

■ জেমস প্রিন্সেপ ছিলেন একজন ইউরোপীয় পণ্ডিত যিনি অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন

8. রাজ্য সভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন ?
[A] গণেশ বাসুদেব
[B] এস ভি কৃষ্ণমূর্তি রাও
[C] ভায়োলেট আলভা
[D] সর্বপল্লী রাধাকৃষ্ণন 

Ans : (D)

9. নিম্নের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ?
[A] LINUX
[B] UNIX
[C] macOS
[D] গ্রাফিক্স 

Ans : (D)

10. নোবেল প্রাইজ দেওয়া ইনস্টিটিউট, সুইডিশ একাডেমী, কিসের সাথে সম্পর্কিত ?
[A] শান্তি
[B] সাহিত্য 
[C] ঔষধ
[D] ফিজিওলজি

Ans : (B)

11. 'Yellow Vest' প্রটেস্ট কোন দেশের সাথে সম্পর্কিত ?
[A] জাপান
[B] রাশিয়া
[C] চীন
[D] ফ্রান্স 

Ans : (D)

12. সাধারণ ঘরোয়া মাছির বিজ্ঞানসম্মত নাম হলো :
[A] Triticum Aestivum
[B] Fannia
[C] Homo Sapiens
[D] Musca Domestica 

Ans : (D)

■ Triticum Aestivum - গম
■ Fannia - পতঙ্গ
■ Homo Sapiens - মানুষ

13. ন্যাশনাল রুরাল হেল্থ মিশন কোন সালে লঞ্চ করা হয় ?
[A] 2012
[B] 2007
[C] 2002
[D] 2005 

Ans : (D)

14. মিউজিক্যাল যন্ত্র সন্তুরের সাথে নিম্নের কোন ব্যক্তিত্ব সম্পর্কিত নয় ?
[A] পন্ডিত শিব কুমার শর্মা
[B] ওস্তাদ আমজাদ আলী খান 
[C] তরুণ ভট্টাচার্য
[D] ভজন সাপরি

Ans : (B)

* তিনি ছিলেন সরোদ বাদক

15. কোয়ারজাইট হলো _______ ধরনের পাথর
[A] সেডিমেন্টারি
[B] মেটামরফিক 
[C] ব্যাসল্ট
[D] ইগনিয়াস

Ans : (B)

16. পাখাল (Pakhal) বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
[A] লখিমপুর
[B] চাঁদাউলি
[C] সিওনি
[D] ওয়ারঙ্গেল 

Ans : (D)

17. নিম্নের ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন চরমপন্থী নেতা নয় ?
[A] অরবিন্দ ঘোষ
[B] বাল গঙ্গাধর তিলক
[C] বিপিন চন্দ্র পাল
[D] সুরেন্দ্র নাথ ব্যানার্জী 

Ans : (D)

■ নরমপন্থী নেতা - ডব্লিউ সি ব্যানার্জি, সুরেন্দ্র নাথ ব্যানার্জি, দাদাভাই নওরোজি, ফিরোজ শাহ মেহতা, গোপালকৃষ্ণ গোখলে, পণ্ডিত মদনমোহন মালব্য, বদরুদ্দিন তায়াবজী, বিচারপতি রানাডে এবং জি সুব্রামণ্য আইয়ার
■ কিছু গুরুত্বপূর্ণ চরমপন্থী নেতা ছিলেন লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ

18. নিম্নের কাকে ভুগোলের জনক বিল হয় ?
[A] টলেমি (Ptolemy)
[B] এরিস্টটল (Aristotle)
[C] থেলস (Thales)
[D] এরাটোস্থিনিস (Eratosthenes) 

Ans : (D)

19. জীবনের ক্ষুদ্রতম একক যা স্বাধীনভাবে বাঁচতে পারে ?
[A] প্রোটোপ্লাজম
[B] ভ্যাকুওল
[C] সাইটোপ্লাজম
[D] কোশ 

Ans : (D)

20. এমন একটি মৌলের নাম করো যার ইলেক্ট্রন বিন্যাস 2, 8, 7 ?
[A] হাইড্রোজেন
[B] হিলিয়াম
[C] ক্লোরিন 
[D] কার্বন

Ans : (C)

21. কবে World Book and Copyright Day পালিত হয় ?
[A] 13 ই মে
[B] 23 শে এপ্রিল 
[C] 19 শে জানুয়ারি
[D] 27 শে এপ্রিল

Ans : (B)

22. জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস ভারতে কবে পালিত হয় ?
[A] 10 ই এপ্রিল
[B] 24 শে এপ্রিল 
[C] 4 ই জুন
[D] 3 রা মে

Ans : (B)

23. বিশ্বের সবথেকে ব্যস্ততম সমুদ্র পথ কোনটি ? 
[A] দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র পথ
[B] উত্তর প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র পথ
[C] উত্তর আটলান্টিক সমুদ্র পথ 
[D] কেপ অফ গুড হোপ সমুদ্র পথ

Ans : (C)

24. নিম্নের কোনটি কার্বনের একটি বহুরূপ গঠন ?
[A] জিপসাম
[B] চক
[C] মার্বেল
[D] হীরে 

Ans : (D)

25. খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন :
[A] শওকত আলী এবং মুহাম্মদ আলী 
[B] আরমান আলী এবং মুহাম্মদ আলী
[C] শওকত আলী এবং আরমান আলী
[D] শওকত আলী এবং মুসাফির আলী

Ans : (A)