আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 127 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 127 (MCQ)
***********************
1. ভারতীয় প্রমাণ সময় নির্ধারিত হয় 82.5° পূর্ব দ্রাঘিমা ধরে যেহেতু স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ________ -এর খুব কাছ থেকে অতিক্রম করেছে
[A] এলাহাবাদ
[B] নাসিক
[C] নাগপুর
[D] ইন্দোর
Ans : (A)
2. নিম্নের কোনটি আর্কিমিডিস নীতির ভিত্তিতে তৈরি নয় ?
[A] এরোপ্লেনের ডানার নকশা
[B] জাহাজ এবং সাবমেরিনের নকশা
[C] হাইড্রোমিটার
[D] ল্যাকটোমিটার
Ans : (A)
★ আর্কিমিডিসের নীতি বলেন যে তরল পদার্থে নিমজ্জিত শরীরের উপর যে ঊর্ধ্বমুখী উচ্ছ্বাস বল প্রয়োগ করা হয়, তা সম্পূর্ণ বা আংশিকভাবে হোক না কেন, শরীর স্থানচ্যুত হওয়া তরলের ওজনের সমান
3. নিম্নের কোন শহরে দ্বিতীয় মহারাজ জয় সিং যন্ত্রর মন্তর নির্মাণ করেন নি ?
[A] এলাহাবাদ
[B] বারাণসী
[C] দিল্লী
[D] জয়পুর
Ans : (A)
4. জুলের তাপন সূত্রের উপর ভিত্তি করে কোন ইলেকট্রিক ডিভাইস গঠিত হয় ?
[A] ইলেকট্রিক সার্কিটে ব্যবহৃত ফিউজ
[B] ইলেকট্রিক ইস্ত্রি
[C] ইলেকট্রিক কেটলি
[D] ইলেকট্রিক প্লাগ এবং সুইচ
Ans : (D)
■ বিদ্যুৎবাহী পরিবাহীর রোধ R ও বিদ্যুৎ প্রবাহকাল t অপরিবর্তিত থাকলে পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের দরুন উদ্ভূত তাপ বিদ্যুৎ প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক।
■ বিদ্যুৎ প্রবাহমাত্রা এবং বিদ্যুৎ প্রবাহকাল অপরিবর্তিত থাকলে পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের দরুন উদ্ভূত তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক
■ বিদ্যুৎবাহী পরিবাহীর রোধ এবং বিদ্যুৎ প্রবাহমাত্রা অপরিবর্তিত থাকলে পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের দরুন উদ্ভূত তাপ বিদ্যুৎ প্রবাহকালের সমানুপাতিক
5. 10 ডিগ্রি চ্যানেল ________ -এর সাথে সম্পর্কিত
[A] আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ
[B] কচ্ছের রণ
[C] মালাবার উপকূল
[D] লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ
Ans : (A)
6. নিম্নলিখিত বিকল্প গুলির মধ্যে কোনটি একটি ওয়েব ব্রাউজার নয় ?
[A] অপেরা
[B] মজিলা ফায়ারফক্স
[C] গুগল
[D] সাফারি
Ans : (C)
■ কারণ এটি একটি সার্চ ইঞ্জিন, গুগল ক্রোম হলো ওয়েব ব্রাউজার
7. ক্যানসারের চিকিৎসায় নিম্নের কোনটি ব্যবহৃত হয় ?
[A] ইউরেনিয়ামের আইসোটোপ
[B] কোবাল্ট -এর আইসোটোপ
[C] কপারের আইসোটোপ
[D] আয়োডিনের আইসোটোপ
Ans : (B)
8. NATO (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন) কোন ধরণের সংগঠন ?
[A] টেকনোলজি এক্সচেঞ্জ এবং ডেভেলপমেন্ট গ্রুপ
[B] ইন্টার-গভারমেন্টাল ইকোনমিক কো-অপারেটিং গ্রুপ
[C] কালচারাল কো-অপারেশন এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন
[D] ইন্টার-গভারমেন্টাল মিলিটারি এলায়েন্স
Ans : (D)
■ HQ - ব্রুসেলস
■ গঠন - 1949
■ সদস্য - 32 টা দেশ
9. প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি প্রথম তিনটি আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচে পরপর তিনটি টেস্ট সেঞ্চুরি করেছেন ?
[A] মোহাম্মদ আজহারউদ্দিন
[B] শচীন তেন্ডুলকার
[C] বিরাট কোহলি
[D] রাহুল দ্রাবিড়
Ans : (A)
10. বজ্রপাত দ্বারা বায়ুমন্ডলে কোন গ্যাসের সংযুক্তিকরণ/স্থিতিকরণ ঘটে ?
[A] কার্বন ডাই অক্সাইড
[B] আর্গন
[C] নাইট্রোজেন *
[D] অক্সিজেন
Ans : (C)
11. নেলসন ম্যান্ডেলা তার মোট 27 বছরের কারাগার জীবনের মধ্যে 18 বছর কারাগার জীবন কাটিয়েছেন একটি দ্বীপে, তার নাম কি ?
[A] গ্রিনল্যান্ড
[B] রবেন আইল্যান্ড
[C] নুক
[D] সাইপ্রাস
Ans : (B)
12. নিম্নের কোন ভিটামিন টি জলে দ্রবণীয় ?
[A] ভিটামিন A
[B] ভিটামিন B1
[C] ভিটামিন D
[D] ভিটামিন E
Ans : (B)
■ জলে দ্রবণীয় ভিটামিন এর মধ্যে রয়েছে অ্যাসকরবিক অ্যাসিড (ভিটামিন সি), নিয়াসিন, নিয়াসিনামাইড, পাইরিডক্সিন (ভিটামিন বি 6 ), থায়ামিন (ভিটামিন বি 1 ), ফলিক অ্যাসিড, রিবোফ্লাভিন (ভিটামিন বি 2 )
■ ভিটামিন A, D, E, K জলে দ্রবণীয় নয়
13. গভর্নর জেনারেল লড ডালহৌসি কোন সাম্রাজ্যকে 'a cherry' বলে অভিহিত করেছেন ?
[A] বিজয়নগর সাম্রাজ্য
[B] গোয়ালিয়র সাম্রাজ্য
[C] আওয়াধ সাম্রাজ্য
[D] ঝাঁসি সাম্রাজ্য
Ans : (C)
14. ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন ________ দ্বারা
[A] সংসদ কক্ষ এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য
[B] রাজ্যসভার সদস্য
[C] লোকসভার সদস্য
[D] সংসদের উভয় কক্ষের সদস্য
Ans : (D)
15. কোন কমিটির সুপারিশের মাধ্যমে ভারতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ স্থাপিত হয় ?
[A] রাজেশ কৃষ্ণান কমিটি
[B] শ্রীকৃষ্ণ কমিটি
[C] ফেরওয়ানি কমিটি
[D] ভেঙ্কটচেল্লাইয়া কমিটি
Ans : (C)
■ ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ 1992 সালে প্রতিষ্ঠিত হয়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড (NSE) ভারতের শীর্ষস্থানীয় স্টক এক্সচেঞ্জ, যা মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত। এনএসই 1992 সালে দেশের প্রথম ডিমেটিরিয়ালাইজড ইলেকট্রনিক এক্সচেঞ্জ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল
16. উনিশ শতকের শেষের দিকে ভারতে প্লেগ রুখতে ব্যর্থ হওয়ায় পুনার পুলিশ কমিশনার Rand কে কে গুলি করে হত্যা করেন ?
[A] বীর সাভারকার
[B] বাসুদেব বি ফাড়কে
[C] দামোদর চাপেকার
[D] ভগত সিং
Ans : (C)
17. নিম্নে উল্লেখিত কোন দেশ ASEAN -এর সদস্য নয় ?
[A] থাইল্যান্ড
[B] ভারত
[C] ইন্দোনেশিয়া
[D] সিঙ্গাপুর
Ans : (B)
■ ASEAN (Association of South-east Asian Nations) HQ - জাকার্তা
■ প্রতিষ্ঠা - 1967
18. সংবিধানের কোন ধারায় নতুন রাজ্য গঠন এবং সীমারেখা পরিবর্তন করতে পারার কথা উল্লেখ রয়েছে ?
[A] আর্টিকেল - 3
[B] আর্টিকেল - 10
[C] আর্টিকেল - 2
[D] আর্টিকেল - 1
Ans : (A)
■ আর্টিকেল - 1 - ইন্ডিয়া অর্থাৎ ভারত হ'ল রাজ্যগুলির একটি ইউনিয়ন বা সংঘ । ভারতের ভূখন্ডের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে: রাজ্যগুলির অধীনে অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভবিষ্যতে অধিগ্রহণ করা হতে পারে যে কোনও অঞ্চল
■ আর্টিকেল - 2 - সংসদ আইনের মাধ্যমে ইউনিয়নে প্রবেশ করতে পারে, বা নতুন রাজ্য প্রতিষ্ঠা করতে পারে এই ধরনের শর্তাবলীতে যেটা উপযুক্ত মনে করে
■ আর্টিকেল - 10 - নাগরিকত্বের অধিকারের ধারাবাহিকতা
19. স্বাধীনতার পর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন স্টিল প্লান্ট জার্মানির সহায়তায় স্থাপিত হয়েছিল ?
[A] বোকারো স্টিল প্লান্ট
[B] রাউরকেল্লা স্টিল প্লান্ট
[C] দুর্গাপুর স্টিল প্লান্ট
[D] ভিলাই স্টিল প্লান্ট
Ans : (B)
20. সামার্থ (Samarth) স্কিম কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে বাস্তবায়িত করা হয় ?
[A] টেক্সটাইল
[B] শ্রম
[C] প্রতিরক্ষা
[D] শক্তি
Ans : (A)
21. কার্ল ল্যান্ডস্টেইনার কি কারনে বিখ্যাত ?
[A] জিকা ভাইরাস সনাক্তকরণের জন্য
[B] রক্তের শ্রেণীবিভাগ আবিষ্কারের জন্য
[C] ডি এন এ পৃথকীকরণের জন্য
[D] স্নায়ুতন্ত্র গবেষণার জন্য
Ans : (B)
22. Unix, MS DOS, Linux হলো ______ -এর উদাহরণ
[A] কম্পিউটার
[B] প্রিন্টারের ব্র্যান্ড
[C] অপারেটিং সিস্টেম
[D] প্রিন্টার
Ans : (C)
23. নির্বাচিত স্থানীয় সরকারি সংস্থা তৈরি করতে ভারতের কোন ভাইসরয় ইনিশিয়েটিভ নিয়েছিলেন ?
[A] লর্ড রিডিং
[B] লর্ড ওয়েভেল
[C] লর্ড রিপন
[D] লর্ড আরউইন
Ans : (C)
■ লর্ড রিপনকে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয় । স্থানীয় স্ব-সরকারকে ক্ষমতা প্রদানের মাধ্যমে প্রশাসন ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণের জন্য তার উদ্যোগ ব্রিটিশ ভারতে ইতিহাস সৃষ্টি করে। নগর ও গ্রামীণ স্ব-সরকার তৈরির ধারণা স্থানীয় সংস্থাগুলির ক্ষমতায়নে ভাল কাজ করেছে। এই উদ্যোগটি ভারতীয় নাগরিকদের কণ্ঠস্বর উত্থাপন করেছিল কারণ 1882 সালে স্থানীয় স্ব-সরকারের রেজোলিউশনের পরে তাদের কিছু অধিকার পূর্ণ হয়েছিল
24. নিচের কোনটি ভারতে জাহাজ ভাঙ্গার জন্য বিশ্বব্যাপী প্রধান কেন্দ্র?
[A] আলাঙ
[B] কোচি
[C] বিশাখাপত্তনম
[D] চেন্নাই
Ans : (A)
* এটি গুজরাটে অবস্থিত
25. নিম্নের কোনটি আলোর বিক্ষেপনের একটি উদাহরণ ?
[A] তারাদের ঝিকমিক
[B] একটি কাঁচের প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বর্ণ বিশ্লেষণ
[C] আকাশের নীল রং
[D] রামধনু
Ans : (C)
■ বায়ুমণ্ডলে বাতাসের অণু এবং অন্যান্য সূক্ষ্ম কণাগুলির আকার দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে ছোট।
■ এগুলি লাল প্রান্তে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আলোর চেয়ে নীল প্রান্তে ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো ছড়িয়ে দিতে আরও কার্যকর।
■ লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য নীল আলোর চেয়ে প্রায় 1.8 গুণ বেশি। ...
■ আলোর বিক্ষেপণে আকাশ নীল দেখায়