আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 126 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 126 (MCQ)

***********************


1. CDMA -এর পুরো কথা কি ?
[A] Code Division Maximum Access
[B] Code Division Multiple Access *
[C] Core Division Multiple Access
[D] Core Division Maximum Access

Ans : (B) 

■ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস (সিডিএমএ) মাল্টিপ্লেক্সিং করার এক ধরনের পদ্ধতি। এটি তারহীন যোগাযোগ ব্যবস্থা। এই ব্যবস্থায় একই ফ্রীকয়েন্সি তে বহুজন কথা বলার সুযোগ পায়, কেবলমাত্র ব্যবহারকারী ভেদে সকলের কথাকে বিশেষ ভাবে সাংকেতিক ভাবে প্রতিটি ফ্রীকয়েন্সিতে বিভক্ত করা হয়

2. নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে বৃহত্তম ইউরেনিয়াম রিজার্ভ রয়েছে ?
[A] পাঞ্জাব
[B] অন্ধ্রপ্রদেশ 
[C] ওড়িশা
[D] হিমাচল প্রদেশ

Ans : (B) 

3. ভারতের ওয়াইল্ড লাইফ প্রটেকশন এক্ট 1972 এ কতগুলি শিডিউল আছে ?
[A] VII
[B] V
[C] IV
[D] VI 

Ans : (D) 

■ ভারত সরকার 1976 সালে 42 তম সাংবিধানিক সংশোধনী আইন পাস করে, যার মাধ্যমে পরিবেশ সুরক্ষা সম্পর্কিত নিবন্ধগুলি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল
■ আর্টিকেল 48A এবং 51A (g) তে এগুলির উল্লেখ আছে

4. গ্রামাঞ্চলে বন্যপ্রাণকে রক্ষার জন্য অসামান্য সাহস এবং অবদান রাখার জন্য ভারত সরকার একক ব্যক্তিত্ব বা কমিউনিটিকে কোন পুরস্কার প্রদান করে ?
[A] সুন্দরলাল বহুগুণা আওয়ার্ড
[B] সঞ্জয় গান্ধী পরিবহন আওয়ার্ড
[C] অমৃতা দেবী বিশ্নই আওয়ার্ড 
[D] বিপি পাল আওয়ার্ড

Ans : (C) 

5. দক্ষিণাত্য মালভূমিতে কোন ধরণের মৃত্তিকা বেশি দেখা যায় ?
[A] লাল মৃত্তিকা
[B] হলুদ মৃত্তিকা
[C] কৃষ্ণ মৃত্তিকা 
[D] অ্যালুভিয়াল মৃত্তিকা

Ans : (C) 

6. রুদ্রেশ্বর মন্দির নির্মাণ করেন রুদ্র দেব । রুদ্র দেব কোন সাম্রাজ্যের ?
[A] চোল
[B] চালুক্য
[C] কাকাতিয়া 
[D] পল্লব

Ans : (C) 

■ The Kakatiya Dynasty was established after the death of Chalukya king Ammaraja II. It was Betaraja I who laid the foundation for the dynasty

7. কোন নবরত্ন কোম্পানিকে 'ভাইজাগ স্টিল' বলা হয় ?
[A] বোকারো স্টিল প্লান্ট
[B] রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড 
[C] রৌরকেল্লা স্টিল প্লান্ট
[D] IISCO স্টিল প্লান্ট

Ans : (B) 

■  1 - ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল), 2 - কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (CONCOR), 3 - ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (EIL), 4 - হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL), 5 - মহানগর টেলিফোন নিগম লিমিটেড (MTNL), 6 - ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (NALCO), 7 - ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড (NBCC), 8 - নেইভেলি লিগনাইট কর্পোরেশন লিমিটেড (এনএলসি), 9 - এনএমডিসি লিমিটেড, 10 - রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড (RINL), 11- শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এসসিআই), 12 - রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL), 13 - ONGC Videsh Ltd (OVL), 14 -রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস লিমিটেড (RCF)

8. রক্ত তঞ্চনের জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং ক্যালসিয়াম কে সক্রিয় করে কোন ভিটামিন ?
[A] ভিটামিন K 
[B] ভিটামিন D
[C] ভিটামিন C
[D] ভিটামিন B1

Ans : (A) 

9. উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে 'সাংগাই (Sangai) উৎসব' বার্ষিক সাংস্কৃতিক উৎসব আয়োজিত হয় ?
[A] নাগাল্যান্ড
[B] মণিপুর 
[C] ত্রিপুরা
[D] মেঘালয়

Ans : (B) 

10. __________ মতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতীয় শাসকরা অনুমতি পেত না তাদের স্বাধীন সশস্ত্র বাহিনী রাখার জন্য
[A] সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম 
[B] পলিসি অফ প্যারামাউন্টসি
[C] ডক্ট্রিন অফ ল্যাপ্স
[D] ডিভাইড এন্ড রুল পলিসি

Ans : (A) 

■ লর্ড ওয়েলেসলি ভারতে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন।
অধীনতামূলক মিত্রতা নীতির মতে, যদি কোনো ভারতীয় শাসক ব্রিটিশদের সাথে একটি অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন তাহলে তাকে তাঁর ভূখণ্ডে ব্রিটিশ বাহিনীকে প্রবেশের অনুমতি দিতে হবে এবং তাকে ব্রিটিশ সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণের খরচও বহন করতে হবে
■ সবার প্রথম চালু করেন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর জোসেফ ফ্রাঙ্কইস ডুপ্লিক্স

11. পৃথিবীর ভূত্বক (Crust) গঠনের জন্য অভ্রর অবদান প্রায় কত ?
[A] 12%
[B] 24%
[C] 4% 
[D] 8%

Ans : (C) 

12. প্রদত্ত বিকল্পগুলিকে ভারতের ইতিহাসের সঠিক সময় অনুক্রমে সাজাও :
P - গুপ্ত সাম্রাজ্য, Q - মৌর্য সাম্রাজ্য R - মুঘল, S - দিল্লী সুলতান বংশ
[A] Q, P, S, R 
[B] Q, P, R, S
[C] S, P, Q, R
[D] P, Q, S, R

Ans : (A) 

13. ________ রেঞ্জ উত্তর এবং দক্ষিণ ভারতের মাঝে সীমানা তৈরি করে
[A] সহাদ্রি
[B] শিবালিক
[C] হিমাদ্রি
[D] বিন্ধ্য 

Ans : (D) 

14. World Day to Combat Desertification and Drought কোন দিন পালিত হয় ?
[A] 5 ই জুন
[B] 22 শে এপ্রিল
[C] 17 ই জুন 
[D] 22 শে মে

Ans : (C) 

15. ভারত সরকার _______ এর জন্মদিনটিকে প্রতিবছর পরাক্রম দিবস হিসেবে পালন করবে বলে ঠিক করেছে
[A] দীন দয়াল উপাধ্যায়
[B] সুভাষ চন্দ্র বসু 
[C] স্বামী বিবেকানন্দ
[D] বীর সাভারকর

Ans : (B) 

16. নিম্নের কোনটি ভারতে 'ইকোনমিক সার্ভে' প্রকাশ করে ?
[A] নীতি আয়োগ
[B] মিনিস্ট্রি অফ ফাইন্যান্স 
[C] সেন্ট্রাল স্ট্যাস্টিকাল অর্গানাইজেশন
[D] রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

Ans : (B) 

17. মোপলা বিদ্রোহ কোন বছর সংঘটিত হয় ?
[A] 1921 - 1922 
[B] 1914 - 1915
[C] 1923 - 1924
[D] 1917 - 1919

Ans : (A) 

■ 1921 সালের মালাবার বিদ্রোহ ( যাকে মোপলা বিদ্রোহও বলা হয় , এবং মাপিলা বিদ্রোহ , মালায়ালাম : মালাবার কালাপাম ) প্রাচীন মালাবার জেলার দক্ষিণ অংশে কিছু নির্দিষ্ট স্থানে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ হিসাবে শুরু হয়েছিল। বর্তমান কেরালা

18. চিপকো আন্দোলন কিসের সাথে সম্পর্কিত ?
[A] মানব অধিকার
[B] স্বাধীনতা সংগ্রাম
[C] মহিলা অধিকার
[D] পরিবেশ রক্ষা 

Ans : (D) 

19. আর্টিকেল 51A তে উল্লেখিত মৌলিক দায়িত্ব কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে ?
[A] 44 তম সংশোধন
[B] 42 তম সংশোধন 
[C] 74 তম সংশোধন
[D] 73 তম সংশোধন

Ans : (B) 

20. দ্বিতীয় পুলকেশী কোন সাম্রাজ্যের একজন বিখ্যাত রাজা ছিলেন ?
[A] হোয়সালা
[B] কাকাতিয়া
[C] পান্ড
[D] চালুক্য 

Ans : (D) 

■ দ্বিতীয় পুলকেশী বাদামির চালুক্যদের উপর রাজত্ব করেছিলেন, একটি ভারতীয় রাজবংশ যা ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে দক্ষিণ ও মধ্য ভারতের বিশাল অংশ শাসন করেছিল।
■ দ্বিতীয় পুলকেশিন ৬১০ থেকে ৬৪২ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন।
■ তাঁর দরবারের কবি, রবিকীর্তি , তাঁর প্রচারাভিযান, তাঁর জয়ের বিবরণ রেখেছিলেন এবং আইহোলে একটি প্রশংসা লিখেছিলেন যাকে আইহোল শিলালিপি বলা হয়

21. রাজ্যসভার এমপি দের কার্যকাল কত ?
[A] পাঁচ বছর
[B] চার বছর
[C] দুই বছর
[D] ছয় বছর 

Ans : (D) 

22. বাইনারিতে 1 গিগাবাইট কত মেগাবাইটের সাথে সমান ?
[A] 1002
[B] 3004
[C] 2015
[D] 1024 

Ans : (D) 

23. ভারতে রোলিং প্লান চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
[A] রাজীব গান্ধী
[B] ইন্দিরা গান্ধী
[C] মোরারাজি দেশাই 
[D] লাল বাহাদুর শাস্ত্রী

Ans : (C) 

■ রোলিং পরিকল্পনাটি 1978-1990 এর প্রভাব দ্বারা ডিজাইন করা হয়েছিল। এই পরিকল্পনার বিভিন্ন লক্ষ্য এবং লক্ষ্য রয়েছে যা ভারতের অর্থনীতির অস্থিতিশীলতার ফলে বিভিন্ন দেশে সংশোধন করা হয়েছিল। রোলিং পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দেশের জিডিপি বাড়ানো এবং ভারতের অর্থনৈতিক নীতি থেকে আরও সুবিধা পাওয়ার উপায় তৈরি করা

24. পল্লব শাসকরা নিম্নের কোন মন্দির নির্মাণ করেছিল ?
[A] কোনারকের সূর্য মন্দির
[B] লিঙ্গরাজ মন্দির
[C] দিলওয়ারা মন্দির
[D] কাঞ্চিপুরম কৈলাসনাথ মন্দির 

Ans : (D) 

25. 17 তম লোকসভার প্রোটেম স্পিকার কে ছিলেন ?
[A] জে পি নাড্ডা
[B] ওম বিড়লা
[C] বীরেন্দ্র কুমার 
[D] সুমিত্রা মহাজন

Ans : (C) 

■ 18 তম লোকসভা 2024 সালের মে মাসে নির্বাচিত হয়েছিল এবং এটি এখন পর্যন্ত সর্বশেষ
■ বর্তমান স্পিকার - ওম বিড়লা