আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 123 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 123 (MCQ)
***********************
1. 2011 এর জনগণনা অনুযায়ী ভারতের তৃতীয় জনবহুল রাজ্যটি কোনটি ?
[A] পশ্চিমবঙ্গ
[B] মহারাষ্ট্র
[C] মধ্যপ্রদেশ
[D] বিহার
Ans : (D)
■ 2011 সেনসাস অনুযায়ী মোট জনসংখ্যা 121 কোটি
■ সর্বাধিক জনবহুল রাজ্য -উত্তর প্রদেশ
■ সর্বনিম্ন জনবহুল রাজ্য - সিকিম
■ জনঘনত্ব - 382 জন প্রতি বর্গকিমি
■ সর্বাধিক স্বাক্ষরতা - কেরল
■ সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য - বিহার
2. ভারতের পার্বত্য অরণ্যে কোন ধরনের গাছ দেখতে পাওয়া যায় ?
[A] Chir
[B] Ash
[C] Cactus
[D] Maple
Ans : (A)
3. কোন স্কিমের প্রধান উদ্দেশ্য সাবসিডাইজড হারে ডোমেস্টিক গ্রাহকদের LED বাল্ব প্রদান করা ?
[A] বাল্ব স্কিম
[B] উজালা স্কিম
[C] হার ঘর বিজলি স্কিম
[D] রোশান স্কিম
Ans : (B)
4. মগধ সাম্রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
[A] বৈশালী
[B] উজজয়িনী
[C] রাজগীর
[D] কৌশম্বি
Ans : (C)
5. মুরলেন (Murlen) ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
[A] তেলেঙ্গানা
[B] হিমাচল প্রদেশ
[C] মিজোরাম
[D] ঝাড়খন্ড
Ans : (C)
6. 1957 সালে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক লঞ্চ করা প্রথম আর্টিফিসিয়াল স্যাটেলাইটটি হলো _________
[A] ভাস্কর
[B] কার্তস্যাট - 2
[C] RISAT - 1
[D] স্পুটনিক - 1
Ans : (D)
7. কোন দেশের মুদ্রা হলো 'Pataca' ?
[A] লাওস
[B] মেক্সিকো
[C] ম্যাকাও
[D] পানামা
Ans : (C)
8. ফ্যাব্রিক যা ভারতের স্বাধীনতা সংগ্রামের চিহ্ন হয়েছিল তা হলো -
[A] পলিস্টার
[B] খাদী
[C] উল
[D] সিল্ক
Ans : (B)
9. পৃথিবীর নিকটতম নক্ষত্রটি হলো _______
[A] অল্টায়ার
[B] সূর্য
[C] চাঁদ
[D] ভেগা
Ans : (B)
10. ভারতের কোন রাজ্যে আমরা সংরক্ষিত বৌদ্ধ গুহা 'Karla' দেখতে পাই ?
[A] বিহার
[B] কর্ণাটক
[C] মহারাষ্ট্র
[D] উত্তরপ্রদেশ
Ans : (C)
11. ভারতে 'বন্দে ভারত' সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেন ?
[A] রমানন্দ চ্যাটার্জী
[B] অরবিন্দ ঘোষ
[C] বিপিন চন্দ্র পাল
[D] গণেশ শঙ্কর বিদ্যার্থী
Ans : (C)
12. মানুষের রক্তের স্বাভাবিক সিস্টলিক চাপ হলো :
[A] 80 mm Hg
[B] 130 mm Hg
[C] 120 mm Hg
[D] 110 mm Hg
Ans : (C)
13. আয়ুষ্মান ভারত স্কিমের অধীনে একটি পরিবারকে বার্ষিক কত টাকার সুবিধা প্রদান করে ভারত সরকার ?
[A] ₹10 লাখ
[B] ₹3 লাখ
[C] ₹5 লাখ
[D] ₹1 লাখ
Ans : (C)
■ আয়ুষ্মান ভারত এর অধীনে দ্বিতীয় উপাদান হল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PM-JAY যেহেতু এটি জনপ্রিয়। এই স্কিমটি 23শে সেপ্টেম্বর, 2018-এ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি দ্বারা ঝাড়খণ্ডের রাঁচিতে চালু করা হয়েছিল
14. 1967 সালে ভারতের কোথায় প্রথম এক্সপেরিমেন্টাল স্যাটেলাইট টেলিকমিউনিকেশন আর্থ স্টেশন স্থাপন করা হয় ?
[A] ঔরঙ্গবাদ
[B] আহমেদনগর
[C] এলাহাবাদ
[D] আহমেদাবাদ
Ans : (D)
15. নিম্নের কোনটি একটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয় ?
[A] ইন্টেলিজেন্স কোশেন্ট
[B] ডেটা স্টোরেজ
[C] স্পিড
[D] অ্যাকুরেসি
Ans : (A)
16. পণ্যের এক্সপোর্ট এবং ইমপোর্ট -এর ব্যালেন্সকে কি বলা হয় ?
[A] কারেন্ট একাউন্ট ডেফিসিট
[B] ট্রেড ব্যালেন্স
[C] কারেন্ট একাউন্ট ব্যালেন্স
[D] কারেন্ট একাউন্ট
Ans : (B)
17. ঔপনিবেশিক শাসন প্রথম কোথায় স্থাপিত হয় ?
[A] সুরাট
[B] বাংলা
[C] দিল্লী
[D] বোম্বে
Ans : (B)
■ দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি (E.I.C.) গ্রামাঞ্চলে তার রাজ গড়ে তুলেছিল, তার রাজস্ব নীতিগুলি প্রয়োগ করেছিল এবং দেখেছিল যে এই নীতিগুলি কীভাবে বিভিন্ন গোষ্ঠীকে প্রভাবিত করেছিল।
■ বাংলাই প্রথম যেখানে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয়েছিল।
■ গ্রামীণ সংস্কৃতির পুনর্বিন্যাস এবং ভূমি অধিকারের একটি নতুন শাসন এবং একটি নতুন আয় ব্যবস্থা প্রতিষ্ঠার প্রথম প্রচেষ্টা শুরুতে করা হয়েছিল।
■ আবিষ্কারের যুগে, ভারতীয় উপমহাদেশের যে অঞ্চলটি ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির আওতাধীন ছিল সেটি ঔপনিবেশিক ভারত নামে পরিচিত ছিল।
■ বিজয় এবং বাণিজ্য, বিশেষ করে মশলা, ইউরোপীয় কর্তৃত্ব প্রয়োগের জন্য ব্যবহৃত হত।
18. ভারতের 100 তম স্পেস মিশন কবে লঞ্চ করা হয় ?
[A] সেপ্টেম্বর, 2012
[B] সেপ্টেম্বর, 2010
[C] সেপ্টেম্বর, 2014
[D] সেপ্টেম্বর, 2009
Ans : (A)
■ PSLV-C21 এর সাথে শ্রীহরিকোটার মহাকাশবন্দর থেকে একটি ত্রুটিহীন ফ্লাইটে দুটি বিদেশী উপগ্রহ কক্ষপথে স্থাপন করে তার 100 তম মিশন সফলভাবে সম্পন্ন করে
19. সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমার যার মধ্যে জমিদারের আভিজাত্য জীবনের পতনকে তুলে ধরা হয়েছে
[A] অপুর সংসার
[B] চারুলতা
[C] পথের পাঁচালি
[D] জলসাঘর
Ans : (D)
20. প্রথম ব্লাস্ট ফারনেন্স সহ রৌরকেল্লা স্টিল প্লান্ট কোন সালে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক উদ্বোধন করা হয় ?
[A] 1968
[B] 1969
[C] 1959
[D] 1958
Ans : (C)
21. আন্তর্জাতিক নৃত্য দিবস কবে উদযাপিত হয় ?
[A] 27 শে এপ্রিল
[B] 28 শে এপ্রিল
[C] 29 শে এপ্রিল
[D] 30 শে এপ্রিল
Ans : (C)
22. দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংক কোন ব্যাংকের সাথে সংযুক্ত হয়েছে ?
[A] ব্যাংক অফ বরোদা
[B] পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
[C] স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
[D] ব্যাংক অফ ইন্ডিয়া
Ans : (A)
23. প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভারতের প্রথম নিউক্লিয় রিয়াক্টরের উদ্বোধন করেন কোন সালে ?
[A] 1955
[B] 1957
[C] 1967
[D] 1965
Ans : (B)
24. ফুলের জরায়ুতে ছোটো ছোটো পুঁতির মত গঠনকে কি বলে ?
[A] বৃত্যাংশ (Sepals)
[B] পাপড়ি (Petals)
[C] পুংকেশর (Stamen)
[D] ডিম্বাণু (Ovules)
Ans : (D)
25. নিম্নের কোনটি ইউনাইটেড নেশন্স সিকিউরিটি কাউন্সিলের একটি স্থায়ী সদস্য ?
[A] জাপান
[B] চীন
[C] কানাডা
[D] ভারত
Ans : (B)
■ UNSC এর প্রতিষ্ঠাতা হল আন্তর্জাতিক বিচার আদালত এবং 51 টি দেশ। মোট 15 সদস্য নিরাপত্তা পরিষদের অংশ, যার মধ্যে পাঁচ সদস্য স্থায়ী। পাঁচটি স্থায়ী সদস্য হল মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং চীন। 15 সদস্যের মধ্যে দশজন সদস্য অস্থায়ী, তাই তারা সময়ে সময়ে পরিবর্তন করতে থাকে