আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 122 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 122 (MCQ)
***********************
1. 'নির্মলা' হলো একটি কাল্পনিক উপন্যাস, যেটি লিখেছেন -
[A] ভাইকম মহাম্মদ বশির
[B] কমলা দাস
[C] মুন্সি প্রেমচাঁদ
[D] রবীন্দ্রনাথ ঠাকুর
Ans : (C)
2. সম্মিলিত জাতীপুঞ্জ -এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
[A] ওয়াশিংটন ডিসি
[B] লন্ডন
[C] জেনেভা
[D] নিউইয়র্ক সিটি
Ans : (D)
3. গ্লোবের উপর দীর্ঘতম অক্ষাংশ রেখাটি হলো -
[A] কর্কটক্রান্তি রেখা
[B] মকরক্রান্তি রেখা
[C] সুমেরু বৃত্ত
[D] নিরক্ষরেখা
Ans : (D)
■ কর্কটক্রান্তি রেখা - 23 1/2° উত্তর
■ মকরক্রান্তি রেখা - 23 1/2° দক্ষিণ
■ সুমেরু বৃত্ত - 66 1/2° উত্তর
■ নিরক্ষরেখা - 0°
4. নিম্নের কোন লোকনৃত্যটি পুদুচেরিতে দেখা যায় ?
[A] সাত্ৰীয়া
[B] কার্গা (Karga)
[C] গারাদি (Garadi)
[D] কাপালিক
Ans : (C)
■ সাত্ৰীয়া - আসাম
■ কার্গা (Karga) - কর্ণাটক
■ কাপালিক - ছত্তিশগড়
5. উদ্ভিদে জল সরবরাহের জন্য দায়ী কলা কোনটি ?
[A] জাইলেম
[B] রাইবোজোম
[C] সাইটোপ্লাজম
[D] ক্লোরোপ্লাস্ট
Ans : (A)
6. RDRAM এর পূর্ণ রূপ কি ?
[A] Rambus Dynamic Random Access Memory
[B] Read Disc Random Access Memory
[C] Read Dynamic Random Arrays Material
[D] Removable Disc Read Access Module
Ans : (A)
7. কলিঙ্গ জয়ের কথা অশোকের কোন শিলালিপিতে উল্লেখিত আছে ?
[A] 13 তম
[B] 10 ম
[C] 1 ম
[D] 4 র্থ
Ans : (A)
■ কলিঙ্গ যুদ্ধ খ্রিস্টপূর্ব ২৬১ সালে সংগঠিত হয়, যখন সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেন। অশোক সিংহাসনে আরহনের বারো বছর পরে এই অভিযান পরিচালনা করেন। কলিঙ্গ যুদ্ধে অসংখ্য জীবনহানির ঘটনায় অশোক মর্মাহত হন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অহিংস নীতি প্রচারে মনোনিবেশ করেন
8. দাদরা ও নগর হাভেলির রাজধানী কোথায় অবস্থিত ?
[A] পোর্ট ব্লেয়ার
[B] কাভারাত্তি
[C] সিলভাসা
[D] পন্ডিচেরি
Ans : (C)
9. ইউনাইটেড নেশন্স সিস্টেম স্টাফ কলেজের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
[A] Turin
[B] Berlin
[C] London
[D] Washington
Ans : (A)
10. জাতীয় জলপথ - 2 দ্বারা নিম্নের কোন দুটি স্থান সংযুক্ত ?
[A] কোটটাপুরম এবং কোল্লাম
[B] মান্ডভি এবং জুয়াড়ি
[C] প্রয়াগরাজ এবং হলদিয়া
[D] সাদিয়া এবং ধুবরী
Ans : (D)
11. আধুনিক বিজ্ঞানের জনক নিম্নের কাকে বলা হয় ?
[A] গ্যালিলিও গ্যালিলি
[B] স্টিফেন হকিং
[C] সি ভি রমন
[D] বিক্রম সরাভাই
Ans : (A)
12. নিম্নের কোনটি হলো একটি ভিজুয়াল ডিসপ্লে ইউনিট (VDU) ?
[A] স্টোরেজ ইউনিট
[B] মনিটর
[C] সার্ভার
[D] সিস্টেম মেমোরি
Ans : (B)
13. প্রধান মন্ত্রী জান ধান যোজনা কবে লঞ্চ করা হয় ?
[A] 28 শে আগস্ট, 2015
[B] 15 ই আগস্ট, 2014
[C] 15 ই আগস্ট, 2015
[D] 28 শে আগস্ট, 2014
Ans : (D)
■ প্রধানমন্ত্রী জন ধন যোজনা হলো একটি কেন্দ্রীয় সরকারের যোজনা। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালের ২৮শে আগস্ট এই যোজনা শুরু করেছিলেন। ভারতের অধিক সংখ্যক জনগণের কাছে ব্যাঙ্কিং সুবিধা পৌঁছে দেওয়ার জন্যই এই যোজনা শুরু করা হয়েছিল। প্রধানমন্ত্রী জন-ধন যোজনা মাধ্যমে একজন ভারতীয় নাগরিক কোনো টাকা পয়সা জমা দেওয়া ছাড়াই শুধুমাত্র কিছু নথিপত্র জমা দিয়ে ব্যাঙ্কে খাতা খুলতে পারবেন
14. কেন্দ্র-রাজ্য সম্পর্কের ব্যাপারে কোন কমিটি যুক্ত ছিল ?
[A] মালিমথ কমিটি
[B] শ্রীকৃষ্ণ কমিশন
[C] ঠাক্কর কমিশন
[D] সারকারিয়া কমিশন
Ans : (D)
15. কোন নদীর উপর ইন্দিরা সাগর বাঁধ গড়ে উঠেছে ?
[A] কাবেরী
[B] গঙ্গা
[C] যমুনা
[D] নর্মদা
Ans : (D)
■ এটি মধ্যপ্রদেশের অমরকন্টক পর্বতমালার কাছে উৎপন্ন হয়েছে এবং বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে
16. 'The Origin of Species' কার লেখা ?
[A] এরিস্টটল
[B] কনফুসিয়াস
[C] প্লেটো
[D] চার্লস ডারউইন
Ans : (D)
17. DOS এর পূর্ণ রূপ কি ?
[A] Device Outsourcing System
[B] Device Operating System
[C] Different Operating System
[D] Disk Operating System
Ans : (D)
18. _______ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তানের দাবি করা হয়
[A] 1932
[B] 1942
[C] 1940
[D] 1936
Ans : (C)
■ ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে মুহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে মুসলিম লীগের পক্ষ হতে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের প্রারম্ভিক খসড়া তৈরি করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান যা আলোচনা ও সংশোধনের জন্য নিখিল ভারত মুসলিম লীগের সাবজেক্ট কমিটি সমীপে পেশ করা হয়
19. ভারতে বৃহত্তম ক্রুড অয়েল এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদককারী সংস্থাটি হলো -
[A] BHEL
[B] ONGC
[C] NTPC
[D] SAIL
Ans : (B)
20. নব গঠিত লোকসভার প্রথম মিটিংয়ের সভাপতিত্ব করেন নিম্নের কে ?
[A] রাষ্ট্রপতি
[B] স্পিকার
[C] প্রোটেম স্পিকার
[D] প্রধানমন্ত্রী
Ans : (C)
21. নিম্নের কে রেড ক্রস সোসাইটির প্রতিষ্ঠাতা ?
[A] Jean Henry Dunut
[B] Carolina Millan
[C] B Skinner
[D] Von Herring
Ans : (A)
22. বিজ্ঞান সম্মত নামের প্রথা কে চালু করেন ?
[A] ক্যারোলাস লিনিয়াস
[B] জর্জ ক্যালি
[C] আলেক্সিস ক্যারেল
[D] এঞ্জেল ক্যাবরেরা
Ans : (A)
23. একমাত্র ভারতীয় রাজ্য যার সাথে সিকিমের সীমানা আছে -
[A] আসাম
[B] মিজোরাম
[C] ওড়িশা
[D] পশ্চিমবঙ্গ
Ans : (D)
24. কোন রাজ্যে Himalayan Yew দেখতে পাওয়া যায় ?
[A] অরুণাচল প্রদেশ
[B] জম্মু-কাশ্মীর
[C] সিকিম
[D] উত্তরাখন্ড
Ans : (A)
25. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের কে নিয়োগ করেন ?
[A] রাষ্ট্রপতি
[B] স্পিকার
[C] প্রধানমন্ত্রী
[D] উপ-রাষ্ট্রপতি
Ans : (A)