আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 121 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 121 (MCQ)
***********************
1. ব্যাংকিং ক্ষেত্রে SLR বলতে কি বোঝায় ?
[A] সিম্পল লেন্ডিং রেট
[B] স্ট্যাচুটারী লেন্ডিং রেট
[C] স্টেট লিকুইডিটি রেসিও
[D] স্ট্যাচুটারী লিকুইডিটি রেসিও
Ans : (D)
■ Statutory Liquidity Ratio: A minimum percentage of deposits that commercial banks must keep in liquid assets, such as cash, gold, or government-approved securities. The Reserve Bank of India (RBI) fixes the SLR, which is currently set at 18%
2. একটি মৌলের পারমানবিক সংখ্যা সেই মৌলের নিউক্লিয়াসে উপস্থিত ______ সংখ্যাকে বোঝায়
[A] ইলেক্ট্রন
[B] মেসন
[C] নিউট্রন
[D] প্রোটন
Ans : (D)
3. একটি 3.5 ইঞ্চি ফ্লপি ডিস্কের ক্যাপাসিটি হলো :
[A] 1.40 MB
[B] 1.44 MB
[C] 1 GB
[D] 2.44 MB
Ans : (B)
4. নিম্নের কোনটি উভচর শ্রেণির মধ্যে পড়ে ?
[A] বিড়াল
[B] কচ্ছপ
[C] পায়রা
[D] ব্যাঙাচি
Ans : (D)
5. 2012 সালে আন্টার্কটিকা ভারত দ্বারা স্থাপিত গবেষণা কেন্দ্রের নাম কি ?
[A] সাগরিকা
[B] ভারতী
[C] ধ্রুব
[D] হিন্দ
Ans : (B)
■ Bharati is a permanent Antarctic research station commissioned by India. It is India's third Antarctic research facility and one of two active Indian research stations, alongside Maitri. India's first committed research facility, Dakshin Gangotri, is being used as a supply base
6. পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাট _____ পাহাড়ে মিলিত হয়েছে
[A] নীলগিরি
[B] অমরকণ্টক
[C] শিবালিক
[D] মৈকাল
Ans : (A)
7. নিম্নের কোন ব্যক্তি Apple Inc. এর সাথে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত নয় ?
[A] Ronald Wayne
[B] Mark Zuckerberg
[C] Steve Jobs
[D] Steve Wozniak
Ans : (B)
8. ভারতে ভারণাকুলার প্রেস এক্ট কে প্রবর্তন করেন ?
[A] লর্ড উইলিংটন
[B] লর্ড লিটন
[C] লর্ড রিপন
[D] লর্ড ডালহৌসি
Ans : (B)
9. নিম্নের কোন সত্যাগ্রহে বল্লভ ভাই প্যাটেল 'সর্দার' উপাধি পান ?
[A] আহমেদাবাদ মিল স্ট্রাইক
[B] চম্পারণ
[C] বারদৌলি
[D] খেদা
Ans : (C)
10. 15 ই আগস্ট 1947 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
[A] সর্দার প্যাটেল
[B] পন্ডিত জে এল নেহেরু
[C] জে বি কৃপালিনি
[D] রাজেন্দ্র প্রসাদ
Ans : (C)
11. নিম্নের কোথায় 'Forbidden City' অবস্থিত ?
[A] মায়ানমার
[B] চীন
[C] ভিয়েতনাম
[D] গ্রীস
Ans : (B)
12. কোন ইংরেজী ব্যক্তি যিনি ভারতে এসেছিলেন, সেন্ট স্টিফেন কলেজে দর্শন পড়িয়েছিলেন এবং পরে 'দীনবন্ধু' নামে পরিচিত হন ?
[A] উইলিয়াম পিট
[B] লর্ড রাসেল
[C] মাইকেল মধুসূদন দত্ত
[D] সি এফ এন্ড্রিউজ
Ans : (D)
13. মরিচার হাত থেকে বাঁচাতে লোহার উপর তড়িৎলেপনে কোনটি ব্যবহৃত হয় ?
[A] রোডিয়াম
[B] জিঙ্ক
[C] টিন
[D] ক্রোমিয়াম
Ans : (B)
■ মরিচার সংকেত Fe2O3. xH20
■ এটি একটি জারণ বিক্রিয়া। লোহা জল এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রেটেড আয়রন(3) অক্সাইড তৈরি করে, যাকে আমরা মৌলটিতে মরিচা হিসাবে দেখি।
■ মরিচা ধরার সাথে নিম্নলিখিত রাসায়নিক বিক্রিয়া জড়িত:
4Fe(s) + 3O2(g) + 6H2O(l)→ 4Fe (OH)3(s)
■ Fe(OH)3(s) হল ছিদ্রযুক্ত মরিচা। এটি অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং Fe2O3. xH20 সূত্র সহ স্ফটিক মরিচা পায়।
■ তাই মরিচার রাসায়নিক সূত্র Fe2O3. xH20
14. ভারতের 46 তম প্রধান বিচারপতি কে ছিলেন ?
[A] দীপক মিশ্র
[B] কুরিয়ান জোসেফ
[C] চেলামেশ্বর
[D] রঞ্জন গগৈ
Ans : (D)
■ বর্তমান প্রধান বিচারপতি - সঞ্জীব খান্না (51 তম)
■ আগে ছিলেন - ডি ওয়াই চন্দ্রচূড় (50 তম)
15. ভারতের সক্রিয় আগ্নেয়গিরির নাম হলো -
[A] ব্যারেন দ্বীপপুঞ্জ
[B] নীল দ্বীপপুঞ্জ
[C] সেন্টিনেল দ্বীপপুঞ্জ
[D] রস দ্বীপপুঞ্জ
Ans : (A)
16. সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
[A] বাল গঙ্গাধর তিলক
[B] জ্যোতিবা ফুলে
[C] গোপাল কৃষ্ণ গোখলে
[D] স্বামী দয়ানন্দ সরস্বতী
Ans : (C)
17. নিম্নের কোনটি সম্মিলিত জাতীপুঞ্জ এজেন্সি নয় ?
[A] আন্তর্জাতিক শ্রম সংস্থা
[B] ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন
[C] বিশ্ব স্বাস্থ্য সংস্থা
[D] রেড ক্রস ইন্টারন্যাশনাল কমিটি
Ans : (D)
■ আন্তর্জাতিক শ্রম সংস্থা - জেনেভা
■ ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন - রোম
■ বিশ্ব স্বাস্থ্য সংস্থা - জেনেভা
■ রেড ক্রস ইন্টারন্যাশনাল কমিটি - জেনেভা
18. ভারতীয় সংবিধানের নিদেশাত্মক নীতি (DPSP) -এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
[A] USA
[B] আয়ারল্যান্ড
[C] কানাডা
[D] গ্রেট ব্রিটেন
Ans : (B)
■ USA - প্রস্তাবনা, মৌলিক অধিকার, আর্থিক জরুরি অবস্থা, বিচার ব্যবস্থা, বিচারপতিদের অপসারণ পদ্ধতি, রাজস্ব ব্যবস্থা
■ আয়ারল্যান্ড - রাষ্ট্রপতি নির্বাচন, রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য
■ কানাডা - নির্বাচন ব্যবস্থা, কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টন, কেন্দ্রের ক্ষমতা, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা
■ গ্রেট ব্রিটেন - পার্লামেন্টারি শাসন ব্যবস্থা, আইন প্রণয়ন পদ্ধতি, একক নাগরিকত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভার স্পিকার, বিধানসভার স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি,পাবলিক একাউন্টস কমিটি
19. নিম্নের কোনটি কম্পিউটারের আউটপুট ডিভাইস নয় ?
[A] প্রিন্টার
[B] স্ক্যানার
[C] প্রজেক্টর
[D] মনিটর
Ans : (B)
20. Sir Stamford Raffles নিম্নের কোনটিকে প্রতিষ্ঠা করেন ?
[A] সিঙ্গাপুর
[B] কুয়ালা লামপুর
[C] মুম্বাই
[D] হং কং
Ans : (A)
21. পরিবেশ দুর্ঘটনা এবং তাদের অবস্থান জোড়ের মধ্যে কোনটি সঠিক নয় ?
[A] থ্রি মাইল আইল্যান্ড নিউক্লিয়ার ডিজাস্টার - টোকিও
[B] নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বিস্ফোরণ - চেরনোবিল
[C] ইউনিয়ন কার্বাইড গ্যাস লিক - ভোপাল
[D] ইতালিয়ান ডায়োক্সিন ক্রাইসিস - সেভেসো (Seveso)
Ans : (A)
22. ডুরান্ড লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত ?
[A] আফগানিস্তান - পাকিস্তান
[B] ভারত - বাংলাদেশ
[C] ভারত - নেপাল
[D] পাকিস্তান - চীন
Ans : (A)
23. জাতীয় ভোটার দিবস কত তারিখে পালিত হয় ?
[A] 21 শে জানুয়ারি
[B] 25 শে জানুয়ারি
[C] 24 শে জানুয়ারি
[D] 26 শে জানুয়ারি
Ans : (B)
24. কোন মন্ত্রকের অধীনে DISHA ইনিশিয়েটিভ অন্তর্ভুক্ত ?
[A] আরবান ডেভেলপমেন্ট
[B] মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ
[C] রুরাল ডেভেলপমেন্ট
[D] কালচার
Ans : (C)
25. স্বাধীন ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ?
[A] ড: সচ্চিদানন্দ সিনহা
[B] ড: বি আর আম্বেদকর
[C] পন্ডিত জওহরলাল নেহেরু
[D] ড: রাজেন্দ্র প্রসাদ
Ans : (D)